Type Here to Get Search Results !

গিয়াস উদ্দিন বলবন তৃতীয় পর্ব [Giyasuddin Balban 3rd Part]

 গিয়াস উদ্দিন বলবন তৃতীয় পর্ব

Set by - Manas Adhikary 

 গিয়াস উদ্দিন বলবন তৃতীয় পর্ব| Giyasuddin Balban 3rd Part.

গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| Giasuddin Balban। Tughril khan.

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গিয়াস উদ্দিন বলবন তৃতীয় পর্ব এর আগে দুটি পর্বে এই টপিক সংক্রান্ত সংক্ষিপ্তরূপ ও  ১০০ টি  অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই পর্বে থাকছে গিয়াস উদ্দিন বলবন সম্পর্কিত অবশিষ্ট অতিসংক্ষিপ্ত প্রশ্ন। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

গিয়াস উদ্দিন বলবন MCQ| Giyasuddin Balban MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 


 

 

১২০) কোন মুঘল সম্রাট বলবন কর্তৃক প্রবর্তিত দরবার প্রথা সিজদা বাতিল করেন?

- শাহজাহান

১২১) কার রাজত্বকালে লখনৌতিতে (বাংলার রাজধানী) তুঘড়ীল খানের বিদ্রোহ দমন ঘটেছিলো?

- বলবন

১২২) কিসের জন্য বলবন অর্থ বিভাগ (দিওয়ান--বিজারত) আলাদা করে এবং সামরিক বিভাগ দিওয়ান--আরিজ/আরজকে একটি পৃথক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন?

-অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা  এবং মঙ্গোল আক্রমণ বন্ধ করা

১২৩) কর ব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধের জন্য কোন শাসক ইকতা নিরীক্ষক নিয়োগ করেছিলেন যারা ইকতা থেকে প্রাপ্ত কর কঠোরভাবে যাচাই করতেন?

- গিয়াসউদ্দিন বলবন

১২৪) বলবন দিল্লির সুলতান হওয়ার আগে কোন সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন?

- নাসিরুদ্দিন

১২৫) উলুগ খান (বলবান) যখন সিংহাসনে আরোহণ করেন, তখন আমলাদের কোমর  ভেঙ্গে যায়, তারা সকলেই তর্ক বা বিতর্ক ছাড়াই তার কাছে নতি স্বীকার করে - বক্তব্যটি  কার?

- ইসামি

১২৬) বলবনকে কে অভিনয়কারী বলেছেন?

- নিজামী

১২৭) দিল্লীতে অবস্থিত ধ্রুপদী সংস্কৃত ভাষার লেখা  শিলালিপিতে  দাবি করা হয়েছে যে, ‘রাজার সুশাসনের কারণে ভগবান বিষ্ণুও সমস্ত উদ্বেগ ত্যাগ করে ক্ষীর সাগরে শান্তিতে ঘুমাচ্ছেন,’ - কোন রাজাকে নিয়ে এই দাবি করা হয়েছে?

- গিয়াসউদ্দিন বলবন

১২৮) "আমি বয়স্ক আমলাদের কাছ থেকে শুনেছি যে দিল্লির কোন শাসক এত বড় সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেননি যতটা বলবন লখনৌতিতে করেছিলেন" এটা কে বলেছেন?

- বারনি

 ১২৯) ‘দিল্লির প্রাক্তন সুলতানদের মতো বলবনেরও সৃজনশীল প্রতিভার অভাব ছিল তাঁর ক্ষমতা ছিল শৃঙ্খলা প্রতিষ্ঠার, নতুন কিছু উদ্ভাবনের নয় এটি নতুন প্রশাসনিক বা সামরিক প্রতিষ্ঠানের জন্ম দেয়নি’ -  উক্তিটি কার?

- এল শ্রীবাস্তব

১৩০) বলবন সম্পর্কে কে বলেছেন যে - তিনি তুর্কিদের আধিপত্য বজায় রাখার নীতি গ্রহণ করেছিলেন যা রাষ্ট্রের ব্যাপক ক্ষতি করেছিল?

-কে নিজামী

১৩১) নিচের কোনটির জন্য সুলতান বারানী লিখেছেন যে "মানুষের প্রতি তার ন্যায়বিচার করুণার কারণে, তিনি তার প্রজাদের সম্মান অর্জন করেছিলেন এবং তার প্রজারা তার সিংহাসনের দৃঢ় সমর্থক হয়েছিলেন"

,- বলবন

১৩২) "তিনি সকল সুলতানের চেয়ে মহান ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান এবং ন্যায়পরায়ণ তিনি দার উল আমান নামে একটি প্রাসাদ তৈরি করেছিলেন, কোনো ঋণ গ্রহীতা এতে প্রবেশ করলে তার ঋণ সুলতানের পক্ষ থেকে পরিশোধ করা হতো" - ইবন বতুতা  কোন সুলতানের কথা বলছেন?

- বলবন

১৩৩) তিনি অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে দরবারে বসতেন আদালতে তিনি নিজেও হাসেননি, কাউকে হাসতেও দেননি বা আজেবাজে কথা বলতে দেননি' এই কথার সাথে কোন শাসকের সম্পর্ক আছে?

- বলবন

১৩৪) বলবন কাকে বলেছিল যে, ‘তোমরা দুজনেই আমার পরম বন্ধু শুভাকাঙ্খী, একথা কান দিয়ে শোন এবং ভালো করে বুঝো যে আমি আফরাসিয়াব বংশের এবং ভগবান আমাকে এই বিশেষত্ব দিয়েছেন, যার কারণে আমি তুচ্ছ এবং চরিত্রহীন কাউকে রাজ্যের কোন পদে বসাতে  পারি না?’

-আদিল খান তৈমুর খান

১৩৫) বারিদের সফল পাহারা দেওয়ার বিষয়ে কোন সুলতান তার ছেলেকে পরামর্শ দিয়েছিলেন যে  "গোয়েন্দা এবং গুপ্তচরদের দরবারে ঘোরাফেরা করতে দেওয়া উচিত নয়, শাসকের সাথে তাদের নৈকট্য বাধ্যতামূলক এবং গোয়েন্দা গুপ্তচররা বিশ্বস্ত বন্ধুদের মধ্যে ভয় জাগিয়ে তোলে এবং সুশাসনের ভিত্তিকে তারা ধ্বংস করে?

- বলবন

 ১৩৬) ‘বলবনের মুখে লম্বা দাড়ি ছিল খুব উঁচু মুকুট তিনি এমনভাবে পরতেন যে তাঁর দাড়ির শেষ থেকে মুকুটের চূড়া পর্যন্ত দৈর্ঘ্য ছিল  এক গজ’-  কোন ঐতিহাসিক বলবান সম্পর্কে একথা বলেন?

- ফিজুনি অস্ট্রাবাদী

১৩৭) বলবনের সবচেয়ে বড় সমালোচক ছিল কে?

- কে নিজামী

১৩৮) বলবনের সম্বন্ধে কে বলেন যে, "বলবন মালিক থেকে খান এবং খান থেকে সুলতান হয়েছিলেন, প্রকৃতিই সুলতান বলবনের শরীরে রাজকীয় পোশাক পরিয়েছিল"

- বারুণী

১৩৯) বারুনী কোন সুলতানকে গোপন খুনি বলেছেন?

- বলবন

১৪০) সুলতান জিয়াউদ্দিন বারানী কার জন্য লিখেছেন যে "মানুষের প্রতি তার ন্যায়বিচার করুণার কারণে, তিনি তার প্রজাদের সম্মান অর্জন করেছিলেন এবং তার প্রজারা তার সিংহাসনের দৃঢ় সমর্থক হয়েছিলেন?"

- গিয়াসউদ্দিন বলবন

১৪১) আমি যা করতে পারি তা ' নিষ্ঠুর পুরুষদের নিষ্ঠুরতাকে ধ্বংসসমস্ত মানুষ আইনের সামনে সমান রাষ্ট্রের গৌরব এই নিয়মের উপর ভিত্তি করে যে তার প্রজারা সুখী এবং সমৃদ্ধ থাকে।-  এই  কথা কোন শাসক  বলেছেন?

- বলবন  

 

গিয়াসউদ্দিন বলবন প্রথম পর্ব >>>>

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| Giasuddin Balban। Tughril khan.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad