গিয়াস উদ্দিন বলবন দ্বিতীয় পর্ব
Set by - Manas Adhikary
গিয়াস উদ্দিন বলবন দ্বিতীয় পর্ব| Giyasuddin Balban 2nd Part.
গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| Giasuddin Balban|
Lalmahal| Lal Mahal Built By| Tughril khan.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গিয়াস উদ্দিন বলবন দ্বিতীয় পর্ব। এর আগে আমি এই টপিক সংক্রান্ত সংক্ষিপ্তরূপ ও ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই
পর্বে থাকছে গিয়াস উদ্দিন বলবন সম্পর্কিত ৪০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন। পরবর্তী পর্বে এই টপিক থেকে অবশিষ্ট আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর
পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam:
UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service,
Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও
আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval,
Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child
psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি
সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গিয়াস উদ্দিন বলবন MCQ| Giyasuddin Balban MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৭১) বলবন তাঁর আভিজাত্য প্রমাণের জন্য 'শাহনামা'-এ উল্লেখিত কোন বিখ্যাত তুর্কি যোদ্ধার বংশধর বলে দাবি করেছিলেন?
- আফ্রাসিয়ার
৭২) দিল্লি সালতানাতের প্রথম সুলতান কে ছিলেন, যিনি নিজেকে বৈশ্য বলে ঘোষণা করেছিলেন?
- গিয়াসউদ্দিন বলবন
৭৩) আলওয়ার ও ফকরাবাদে ট্যাঁকশাল কে নির্মাণ করেন কোন শাসক?
- বলবন
৭৪) রাওয়াত-ই-আরজ নিয়োগকারী প্রথম সুলতান কে ছিলেন?
- বলবন
৭৫) রাজদরবারে বলবনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
- ইমামউদ্দিন রেহান
৭৬) বিশুদ্ধ ইসলামী পদ্ধতিতে নির্মিত ভারতে প্রথম সমাধিটি কোন সুলতানের?
- বলবন
৭৭) বলবন কাকে বৃদ্ধ এবং সাদা চুলের অধিকারী কাকে বলেছিলেন?
- কিচলু খা
৭৮) কোন সুলতান ডেপুটি উজির পদ সৃষ্টি করেন?
- বলবন
৭৯) কোন সুলতান লাল প্রাসাদ নির্মাণ করেছিলেন?
- বলবন
৮০) বাংলার শাসক বুগরা খান কার পুত্র ছিলেন?
- বলবন
৮১) সাধারণ মানুষের পিতা কাকে বলা হয়?
- বলবন
৮২) বলবন কোথাকার বিদ্রোহ দমন করতে গিয়ে নির্দেশ দেন যে ৯ বছরের বেশি বয়সী সমস্ত পুরুষদের হত্যা করা উচিত?
- কাটিহার
৮৩) বলবনের রাজত্বের বিস্তারিত উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়?
- তারিখ ই ফিরোজশাহী
৮৪) দিল্লি সালতানাতের কোন শাসক তার উত্তরাধীকারীদের নাম পারস্য ঐতিহ্য অনুসারে রাখেন?
- গিয়াসউদ্দিন বলবন
৮৫) দিল্লী সালতানাতের প্রথম সুলতান কে ছিলেন যিনি দুর্গ নির্মাণে মনোনিবেশ করেছিলেন?
- গিয়াসউদ্দিন বলবন
৮৬) সুলতান বলবনের নির্দেশে নিম্নোক্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে কাকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছিল?
- মালিক বকবক
৮৭) বৈজ্ঞানিকভাবে তৈরি তোরণের প্রথম প্রমাণ পাওয়া যায় কোথায়?
- বলবনের সমাধি
৮৮) কোন শাসকের আসল নাম ছিল বাহাউদ্দিন?
- বলবন
৮৯)কোন বিজয়ের পর ইলতুৎমিশ বলবনকে ক্রয় করেন?
- গোয়ালিয়র
৯০) পালাম বাওলি প্রবন্ধে বলবনকে কার অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে?
- বিষ্ণু
৯১) বাস্তবে খিলানের প্রথম ব্যবহার কোথায় দেখা যায়?
- বলবনের সমাধি
৯২) কোন শাসক ধনীদের কঠোর শাস্তি দিতেন, যাতে রাজত্বের মর্যাদা বজায় থাকে?
- বলবন
৯৩) সর্বপ্রথম বলবন ইরানী উৎসব "নওরোজ" (সূর্য পূজা) শুরু করেন যা কত দিন ধরে চলে?
- ১৯ দিন
৯৪) কোন সুফি সাধক বলবনের পুত্র মুহাম্মদ খানের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা সত্যও হয়েছিল?
- সদরুদ্দিন আরিফ
৯৫) বলবন কিসের আদলে রাজদরবার পরিচালনা করতেন?
- ফারসি পদ্ধতিতে
৯৬) বলবন তুর্কিদের কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন?
- ইলবারি
৯৭) দাস বংশের কোন শাসক রাজত্বের ঐশ্বরিক নীতির সমর্থক ছিলেন?
- বলবন
৯৮) দাস বংশের কোন শাসক খিলজিদের প্রশাসনের ভিত্তি স্থাপন করেন?
- বলবন
৯৯) কোন সুলতান মনে করতেন যে রাষ্ট্রীয় অর্থের অর্ধেক ব্যয় করা উচিত এবং বাকী অর্ধেক জরুরি অবস্থার জন্য সংরক্ষণ করা উচিত?
- বলবন
১০০) কোন সুলতান মনে করতেন যে সরকার কঠোর বা খুব উদার হওয়া উচিত নয়?
- বলবন
১০১) ফখরুদ্দিন কোন শাসকের সময়ে দিল্লির কোতোয়াল ছিলেন?
- বলবন
১০২) অযোধ্যায় বলবন ও বাবা ফরিদের সাক্ষাতের কোথায় উল্লেখ আছে?
- সিয়ারুল ওলিয়া
১০৩) দিল্লি সালতানাতের কোন শাসক শৈশবে মঙ্গোলদের হাতে বন্দী হয়েছিলেন?
- বলবন
১০৪) কোন সুফি সাধকের সাথে বলবন তার মেয়ে হুসারার বিয়ে করেছিলেন?
- বাবা ফরিদ
১০৫) কে কে তার নিজের সমাধি তৈরি করেছিলেন?
- ইলতুৎমিশ, বলবন, গিয়াসউদ্দিন
১০৬) একমাত্র কোথাকার বিদ্রোহ দমনের জন্য গিয়াসউদ্দিন বলবন দিল্লি ছেড়েছিলেন?
- বাংলা
১০৭) জেলা (শিক) নামক প্রশাসনিক ইউনিট কে সৃষ্টি করেন?
- গিয়াসউদ্দিন বলবন
১০৮) কসর ই সফেদ মহল কে বানিয়েছেন?
- বলবন
১০৯) নিম্নলিখিত কোন শাসক ভারতীয় সঙ্গীত শিল্পের উচ্চ প্রশংসা করেছিলেন এবং এটিকে অন্যান্য দেশের সঙ্গীত শিল্পের চেয়ে উচ্চতর হিসাবে গ্রহণ করেছিলেন?
- বলবন
১১০) নিচের কোন সুলতান প্রথম "শিক" ইউনিট প্রবর্তন করেন, তিনি সামানা/সুনামা বিলায়েত অঞ্চলকে "শিক" এ বিভক্ত করেন?
-গিয়াসউদ্দিন বলবন
১১১) কোন সুলতানের উপাধি ছিল মুঘিসুদ্দি?
- তুঘ্রিল খান
১১২) ইলাবরী তুর্কি বংশের শ্রেষ্ট সুলতান কে ছিলেন?
- গিয়াস উদ্দিন বলবন
১১৩) কে সর্বপ্রথম বলবনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেন?
- তুঘ্রিল খান
১১৪) কোন সুলতানের আমলে আমীর খসরু সাধারন সৈনিক হিসাবে কাজ করেছিলেন?
- বলবন
১১৫) দিল্লীর কোন শাসক সর্বপ্রথম সুলতানি আমলে বংশগত সিংহাসন প্রথার পরিবর্তন ঘটান?
- উলুখ খান(বলবন)
১১৬) মৃত্যুর পূর্বে বলবন কাকে দিল্লীর সিংহাসনের উত্তরাধিকারীরূপে নিযুক্ত করে যান ?
- কাইখসরুকে
১১৭) ‘দিল্লীর প্রতি সদা অনুগত থেকো, এমনকি দিল্লীতে যদি অন্য কোন বংশ রাজত্ব করে তাও‘- কাকে উদ্দেশ্য করে বলবন একথাগুলি বলেছিলেন?
- বুখরা খাঁ
১১৮) ‘মিনহাজ উদ্দিন সিরাজ আমাকে তো ভয় পায় না এমনকি ঈশ্বরকেও ভয় পায় না'- উক্তিটি কার?
- বলবনের
১১৯) জিয়াউদ্দিন বারুনী কোন বিদ্রোহীদেরকে মুফিদান বা ক্ষতিকারী বলে আখ্যায়িত করেন?
- কাটিহার
গিয়াসউদ্দিন বলবন প্রথম পর্ব >>>>
গিয়াসউদ্দিন বলবন তৃতীয় পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| Giasuddin Balban|
Lalmahal| Lal Mahal Built By| Tughril khan.