Type Here to Get Search Results !

আইন অমান্য আন্দোলন [Civil Disobedience Movement]

 আইন অমান্য আন্দোলন

set by - Manas Adhikary



আইন অমান্য আন্দোলন প্রথম পর্ব। Civil Disobedience Movement Part - I.

আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, ডান্ডি অভিযানের উদ্দেশ্য, ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কী?, Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Salt Satyagraha Dandi March, Dandi March Sabarmati Ashram, Dandi March Mahatma Gandhi, Dandi March 1930, Dandi march route.


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো আইন অমান্য আন্দোলন। এই পর্বে থাকছে  অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  

আইন অমান্য আন্দোলন সংক্ষিপ্ত আলোচনা। About Civil Disobedience Movement. 


আইন আমান্য আন্দোলনের পটভূমি ছিল সাইমন কমিশন। ভারতের জন্য একটি সংবিধান প্রনয়ন এবং তা চূড়ান্তকরনের জন্য 1927 সালে ব্রিটিশ সরকার কর্তৃক সাইমন কমিশন গঠিত হয়। কেবল ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের নিয়ে এ কমিশন গঠিত হওয়ার কারনে ভারতের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সব ধরনের নেতা ও কর্মীরা এটিকে পুরোপুরি একটি 'শ্বেতাঙ্গ কমিশন' বলে বর্জন করেন। ভারতীয়গন কর্তৃক সাইমন কমিশনের সুপারিশ প্রত্যাখ্যাত হওয়ার পর 1928 সালের মে মাসে আনসারীর নেতৃত্বে মুম্বাই একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মতিলাল নেহেরু 'নেহেরু রিপোর্ট' নামে ভারতের জন্য একটি খসড়া সংবিধান প্রস্তুত করেন। ভারতীয় মুসলমানদের একটি অংশ ব্যতীত ভারতীয় সমাজের সর্বস্তরের জনগন কর্তৃক নেহেরু রিপোর্ট গৃহীত হয়। কংগ্রেস এই সময় ব্রিটিশ সরকারকে চরমপত্র দেয় যে, নেহেরু রিপোর্ট গ্রহন করে যদি 1929 সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতকে ডোমিনিয়ান মর্যাদা দান করা না হয় তাহলে সারা দেশব্যাপী আইন অমান্য আন্দোলন শুরু করা হবে। ইতিমধ্যে নেতাজী সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরুর মতো কংগ্রেসের তরুন নেতৃবৃন্দ দাবি করেন যে, তাদের সংগ্রামের লক্ষ্য ডোমিনিয়ানের মর্যাদা অর্জন নয়, বরং ভারতের পূর্ন স্বাধীনতা লাভ করা। 1929 সালের ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে গৃহীত প্রস্তাবে সারা দেশব্যাপী আইন অমান্য আন্দোলন শুরু করার এবং 26 জানুয়ারি তারিখে সারা ভারতে 'পূর্ন স্বরাজ বা পূর্ন স্বাধীনতা' দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


1930 সালের 14 থেকে 16 ফেব্রুয়ারি কংগ্রেসের কার্যনির্বাহক সমিতির সদস্যগন গুজরাটের সবরমতী আশ্রমে গান্ধিজীর সাথে একটি সভায় মিলিত হয়ে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত গ্রহন করেন। কার্যনির্বাহক সমিতির সিদ্ধান্তের পর গান্ধিজী ঘোষনা করেন যে, তিনি সবরমতী থেকে 200 মাইল (প্রায় 320 কিমি) দুরে গুজরাটের সমুদ্রতীরে অবস্থিত ডান্ডি নামক স্থানে সমুদ্রের জল থেকে নুন তৈরী করে ব্রিটিশের লবন আইন অমান্য করবেন। 1930 সালের 12 মার্চ সকাল সাড়ে ছটা নাগাদ 78 জন সুযোগ্য পুরুষ অনুগামী সহ গান্ধিজী ডান্ডির উদ্দেশ্যে সবরমতী আশ্রম ত্যাগ করেন। গান্ধিজীর দল যে পথ ধরে এগিয়ে যেতে থাকলেন সেই পথের দুপাশে অগনিত নরনারী সমবেত হয়ে সে পদযাত্রা প্রত্যক্ষ করেন। গ্রামবাসীরা যাত্রাপথে জল ছিটিয়ে দেয়, ফুল বিছিয়ে দেয়, কেউ কেউ আবার পথের পাশে নতজানু হয়ে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে থাকেন। গান্ধিজীর পদযাত্রা গুরাটের গ্রামাঞ্চলে যেমন সাড়া ফেলেছিল তেমনি সংবাদপত্রের মাধ্যমে তা সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। অবশেষে 24 দিন পর 5 এপ্রিল গান্ধিজী ডান্ডিতে এসে উপস্থিত হন। পরের দিন 6 এপ্রিল খুব ভোরে সমুদ্র স্নান সেরে উপকুলে উঠে এসে সেখান থেকে নিজ হাতে নুন সংগ্রহ করে গান্ধিজী প্রত্যক্ষভাবে আইন অমান্য করেন। গান্ধিজী লবন আইন অমান্য করার সাথে সাথেই 6 থেকে 13 এপ্রিল সারা ভারতে 'জাতীয় সপ্তাহ' ঘোষিত হয়। বাংলার চব্বিশ পরগনার মহিষবাথান, নীলা, মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার সমুদ্রতীরবর্তী অঞ্চলে লবন আইন ভঙ্গ করার জন্য কর্মী শিবির স্থাপিত হয়। পাশাপাশি সমুদ্র থেকে দূরবর্তী দেশের অভ্যন্তরভাগে অন্যান্য আইন ভঙ্গ করার কর্মপদ্ধতি অবলম্বিত হতে থাকে। কলকাতার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রকাশ্য জনসভায় নিষিদ্ধ রাজনৈতিক রচনা পাঠ করে রাজদ্রোহ আইন ভঙ্গ করেন। মধ্যপ্রদেশ ও বোম্বাই অঞ্চলে বন সংরক্ষন আইন ভঙ্গ করে দলে দলে সত্যাগ্রাহীরা সরকারী বনাঞ্চল থেকে বৃক্ষাদি ছেদন করতে থাকে। গুজরাট, উত্তরপ্রদেশ ও বাংলার মেদিনীপুর জেলায় কর খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়। মাদ্রাজে চক্রবর্তী রাজাগোপালাচারী ও উড়িষ্যার উৎকলমনি গোপবন্ধু চৌধুর আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তর-পশ্চিম সীমান্ত

প্রদেশে খান আব্দুল খানের নেতৃত্বে পাঠানরা অহিংস পদ্ধতিতে আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন। 10 এপ্রিল গান্ধিজী 'ইয়ং ইন্ডিয়া' পত্রিকায় মহিলাদের এই আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান করেন। ফলে হাজার হাজার মহিলা এই আন্দোলনে যোগদান করে কারাবরন করেন। সরোজিনী নাইডু ও দেশবন্ধু জায়া বাসন্তী দেবী ছিলেন এই আন্দোলনের মহিলাদের অন্যতম মুখ।

এই সময় গান্ধিজী ঘোষনা করেন যে, তিনি সুরাট জেলার ধরসানার লবন গোলাটি অধিকার করার জন্য সত্যাগ্রাহী অভিযান পরিচালনা করবেন। ধরসানা অভিমুখে যাত্রা শুরু করলেই গান্ধিজীকে গ্রেপ্তার করা হয়। এরপর ঠিক হয় যে আন্দোলনের নেতৃত্ব দেবেন আব্বাস তৈয়বজী। কিন্তু তিনিও গ্রেপ্তার হওয়ার জন্য সরোজিনী নাইডু এই আন্দোলেন নেতৃত্ব দেন। প্রথমে আড়াই হাজার সত্যাগ্রাহী এই অভিযানে যাত্রা শুরু করলেও কোন এক সময়ে তা পনের হাজারে গিয়ে উপস্থিত হয়। এই আন্দোলনে তেমন কোন হিংসাত্বক ঘটনা না ঘটলেও একটি ঘটনায় চৌরিচৌরা ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছিল। কাঁথি মহকুমার গোপীনাথপুরে গ্রামবাসীদের ওপর পুলিশের অত্যাচার সহ্যের সীমা অতিক্রম করলে উত্তেজিত গ্রাবাসী পুলিশ চৌকি আক্রমন করে পুলিশদের একটি ঘরে বন্দী করে ঘরটিতে আগুন ধরিয়ে দেন। চৌরিচৌরার ঘটনার স্মরন করে অহিংসা মন্ত্রে দীক্ষিত কংগ্রেসের স্বেচ্ছাসেবকগন জীবন বিপন্ন করেও জ্বলন্ত ঘর থেকে পুলিশদেরকে উদ্ধার করেন।






ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, ডান্ডি অভিযানের উদ্দেশ্য, ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কী?, Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Salt Satyagraha Dandi March, Dandi March Sabarmati Ashram, Dandi March Mahatma Gandhi, Dandi March 1930, Dandi march route.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad