Type Here to Get Search Results !

আইন অমান্য আন্দোলন দ্বিতীয় পর্ব [Ain Omanya Andolon]

 

আইন অমান্য আন্দোলন

Set by- Manas Adhikary



আইন অমান্য আন্দোলন  দ্বিতীয় পর্ব। Civil Disobedience Movement– II.

আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, ডান্ডি অভিযানের উদ্দেশ্য, ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কী?, Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Salt Satyagraha Dandi March, Dandi March Sabarmati Ashram, Dandi March Mahatma Gandhi, Dandi March 1930, Dandi march route.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো আইন অমান্য আন্দোলন। এই পর্বে থাকছে  আইন অমান্য আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

আইন অমান্য আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।Civil Disobedience Movement  MCQ.

 

 

১) সর্বপ্রথম কোন দেশ 'আইন অমান্য' প্রথা চালু করে ব্রিটিশদের বিরুদ্ধে?

- 1919 সালে মিশরীয়রা

২) ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন?

- আইন অমান্য আন্দোলন

৩) ভারতে আইন অমান্য আন্দোলন কয়টি পর্বে হয়েছিল?

- 2

৪) গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন কবে?

- 1930 সালে 12 ই মার্চ

৫) ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় কবে?

- 1930 সালের 6 এপ্রিল

৬) 'আইন অমান্য আন্দোলনের প্রস্তাব কোথায় গৃহীত হয়?

- গুজরাটের সবরমতীতে AIWC আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় 1930 সালের ফেব্রুয়ারীতে

৭) কংগ্রেস কখন এবং কোথায় গান্ধীজিকে যখনই এবং যেখানে ইচ্ছা আইন অমান্য আন্দোলন শুরু করার অধিকার দিয়েছিল?

- 1930 সালে সবরমতী আশ্রমে 

৮) আইন অমান্য আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

- লর্ড ওয়েল্ডিং ডন

৯) গান্ধিজী আইন অমান্য আন্দোলন কোথা থেকে শুরু হয়?

- সবরমতী আশ্রম থেকে

১০) কোন অভিযানের মাধ্যমে গান্ধিজীর আইন অমান্য আন্দোলনের সূচনা হয়?

- ডান্ডি অভিযান

১১) ডান্ডি মার্চ কেন শুরু হয়?

- লবণ আইন ভঙ্গের জন্য  

১২) লবণ সত্যাগ্রহ/ডান্ডি মার্চ কবে হয়েছিল?

- 12 মার্চ 1930 

১৩) ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়?

- সবরমতি আশ্রম, গুজরাট 

১৪) ডান্ডি অভিযানের পদযাত্রা কোথায় শেষ হয়?

- ডান্ডিতে

১৫) সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত দূরত্ব কত?

অথবা, লবণ আইনের প্রতিবাদে গান্ধীজি ডান্ডি মার্চে কত দূরত্ব অতিক্রম করেছিলেন?

- 241মাইল বা 385 কিমি

১৬) ডান্ডি মার্চের সময় গান্ধীজী কোনদিনে সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছিলেন?

- 15ই মার্চ

(মাতার থেকে নদিয়াদের মধ্যে 15 মাইল)

১৭) ডান্ডি মার্চের সময় গান্ধীজী কোনদিনে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করেছিলেন?

- 5 এপ্রিল

(করাদি থেকে ডান্ডি 4 মাইল)

১৮) ডান্ডি মার্চের সময় সত্যাগ্রহীরা কোন কোন নদী পাড়ি দিয়েছিল?

- ক) মাহি খ)  তাপি গ)  মিঘোলা

১৯) কতজন সঙ্গী নিয়ে গান্ধিজী ডান্ডি মার্চ শুরু করেন?

- 78 জন

( সত্যাগ্রহীদের মধ্যে, গান্ধী ছিলেন সবচেয়ে বয়স্ক এবং  ছিলেন সর্বকনিষ্ঠ)

২০) ডান্ডি মার্চে অংশগ্রহণকারী মানুষের গড় বয়স কত ছিল?

- 25 বছর 

২১) ডান্ডি মার্চে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে ছিলেন?

- গান্ধীজী নিজেই (61 বছর বয়সী)

২২) ডান্ডি মার্চে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ কে ছিলেন? 

- বিঠল লীলাধর ঠক্কর (সবরমতী আশ্রমের 16 বছর বয়সী স্কুল ছাত্র)

২৩) গান্ধীজির ডান্ডি মার্চে উত্তরপ্রদেশের কতজন ব্যক্তি যোগ দিয়েছিলেন?

- 8

২৪) গান্ধীজির ডান্ডি মার্চে গুজরাট থেকে কতজন ব্যক্তি যোগ দিয়েছিলেন?

- 31 

২৫) মহাত্মা গান্ধীর ‘ডান্ডি মার্চ’ পদযাত্রায় কোন মহিলা জড়িত ছিলেন?

- কোনো মহিলা এই যাত্রায় অংশগ্রহন করেননি

২৬) গান্ধীজীর ডান্ডি মার্চে কতজন মুসলমান ছিলেন?

- 2 

২৭) ডান্ডি মিছিলে কোন ধর্মের মানুষ জড়িত ছিল না?

- খ্রিস্টান

২৮) সবরমতী অশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যেতে মহাত্মা গান্ধীর কত সময় লাগে?

- 24 দিন

২৯) কবে গান্ধিজী ডান্ডিতে উপস্থিত হন? 

- 5 এপ্রিল

৩০) কবে গান্ধিজি নিজে লবন আইন অমান্য করেন?

- 1930 সালের 6 এপ্রিল। ডান্ডিতে গান্ধিজী নিজ হাতে নুন সংগ্রহ করে লবন আইন অমান্য করেন।

৩১) আইন অমান্য আন্দোলনের সময় মহাত্মা গান্ধী দ্বারা পরিষ্কার করা দুই তাল লবণ আহমেদাবাদের মিল মালিক শেঠ রণছোদ  কত টাকায় কিনেছিলেন?

- 525 

৩২) মহাত্মা গান্ধী যখন ডান্ডি মার্চের সমাপন দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন, তখন তাঁর সঙ্গে কতজন মহিলা ছিলেন?

- 3 

৩৩) 6 এপ্রিল আইন অমান্য আন্দোলন শুরু করার সময় কে মহাত্মা গান্ধীকে বলেছিলেন, ‘আইন ভঙ্গকারী! আপনাকে স্বাগতম’।

- সরোজিনী নাইডু

৩৪) আইন অমান্য আন্দোলনের সময় ভারতে কবে জাতীয় সপ্তাহ পালিত হয়?

- 1930 সালে 6 এপ্রিল থেকে 13 এপ্রিল

৩৫) 'ডান্ডি গ্রাম' কোন সাগরের উপকূলবর্তী একটি গ্রাম?

- আরব সাগর

৩৬) ডান্ডি কোথায় অবস্থিত?

- গুজরাটের নৌসারি জেলায়

৩৭) ডান্ডি মার্চের সময় গান্ধীজি কোন স্লোগান দিয়েছিলেন?

- জয় না হয় মৃত্যু  

৩৮) ডান্ডি মার্চের সময় বিদেশী মিডিয়া মহাত্মা গান্ধীকে কী নাম দিয়েছিল?

- মিস্টার ওয়াকার 

৩৯) কোন আমেরিকান সাংবাদিক ডান্ডি মার্চের সাথে জড়িত ছিলেন?

- বেব মিলার  

৪০) ডান্ডি মার্চের সময় কোন বিদেশী সাংবাদিক গান্ধীজির সবরমতী আশ্রমে অতিথি হিসাবে আশ্রয় গ্রহন করেছিলেন?

- বেব মিলার   

৪১) কোনটির মূলমন্ত্র ছিল.. ‘শেষ পর্যন্ত লড়াই করুন’?

- ডান্ডি মার্চের  

৪২) 'নতজানু হয়ে রুটি চেয়েছিলাম আর বিনিময়ে পাথর পেলাম।' এই বিবৃতিটি কোন আন্দলনের সাথে  সম্পর্কিত?

- ডান্ডি মার্চ 

৪৩) গান্ধীর ডান্ডি মার্চ মানুষকে তাদের শতাব্দীর পর শতাব্দী ধরে চিরন্তন ঘুম থেকে জাগিয়ে তোলে- উক্তিটি কার?

- ব্রেইলসফোর্ড 

৪৪) কে গান্ধিজী ডান্ডিমার্চ সম্পর্কে বলেছিলেন যে 'রামচন্দ্রের লঙ্কা অভিযানের মত গান্ধিজীর মিছিল স্মরনীয় হয়ে থাকবে'?

- মতিলাল নেহেরু

৪৫) কে গান্ধীজীর ডান্ডি মার্চকে নেপোলিয়নের এলবার থেকে প্যারিস অভিযান এবং মুসোলিনীর রোম যাত্রার সাথে তুলনা করেছেন? 

- নেতাজী সুভাষ চন্দ্র বোস

৪৬) 'ডান্ডি অভিযান' কে নীরব তীর্থযাত্রা কে বলেছেন?

- জে এল নেহেরু

৪৭) ডান্ডি শহর কোন নদীর তীরে অবস্থিত?

- সবরমতী

৪৮) জওহরলাল নেহেরু কোন অভিযান কে Quiet Pilgrimage বলেন?

- ডান্ডি অভিযান

৪৯) কোন ভাইসরয়ের আমলে গান্ধিজী ডান্ডি অভিযান করেন?

- লর্ড আরউইন

৫০) গান্ধীর ডান্ডি মার্চ থেকে অনুপ্রাণিত হয়ে, সি. রাজাগোপালাচারী 100 জন লোক নিয়ে 'বেদারণ্যম'-এ গিয়ে লবণ তৈরি করেন। এই জায়গাটা কোথায় ছিল?

 - তামিলনাড়ু

 

 আইন অমান্য আন্দোলন প্রথম পর্ব (সংক্ষিপ্ত আলোচনা)>>>>

আইন অমান্য আন্দোলন তৃতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, ডান্ডি অভিযানের উদ্দেশ্য, ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কী?, Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Salt Satyagraha Dandi March, Dandi March Sabarmati Ashram, Dandi March Mahatma Gandhi, Dandi March 1930, Dandi march route.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad