মাষ্টারদা সূর্য সেন
Set by- Manas Adhikary
মাষ্টারদা সূর্য সেন দ্বিতীয় পর্ব। Surya Sen– II
সূর্য সেন। মাষ্টারদা। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। প্রীতিলতা ওয়াদ্দেদার। কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। দিপালী সংঘ।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মাষ্টারদা সূর্য সেন। এই পর্বে থাকছে মাষ্টারদা সূর্য সেন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মাষ্টারদা সূর্য সেন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Master Da Surya Sen MCQ.
১) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন?
- মাষ্টারদা সূর্য সেন
২) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কত সালে গড়ে ওঠে?
- 1930 সালে
৩) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কোথায় গড়ে ওঠে?
- চট্টগ্রামে
৪) মাষ্টারদা নামে কে পরিচিত?
- সূর্য সেন
৫) কে চারদিনের জন্য ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম থেকে আলাদা করে দিয়েছিলেন?
- মাষ্টারদা সূর্য সেন
৬) মাষ্টারদা সূর্য সেনের আসল নাম কী?
- সূর্য কুমার সেন
৭) মাষ্টারদা সূর্য সেন কোথায় শিক্ষককতা করতেন?
- চট্টগ্রামের ন্যাশনাল হাইস্কুলে (এখানেই তিনি পড়াশুনা করেছিলেন)
৮) পরবর্তীতে মাষ্টারদা কোথায় শিক্ষকতা করতেন?
- উমাতারা উচ্চ ইংরেজী বিদ্যালয় (অসহযোগ আন্দোলনের সময় ন্যাশনাল হাইস্কুল বন্ধ হয়ে যায়)
৯) তিনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
- গণিত
১০) কে মাষ্টারদাকে বিপ্লবী মন্ত্রে দীক্ষা দেন?
- যুগান্তর দলের সতীশচন্দ্র চক্রবর্তী
১১) 1923 সালের আসাম-বেঙ্গল রেলওয়ের কোষাগার লুন্ঠন করে কে?
- অনন্ত সিং (নির্দেশ দেন মাষ্টারদা সূর্য সেন)
১২) মষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে কবে যুব বিদ্রোহ হয়?
- 1930 সালের 18 এপ্রিল
১৩) কবে মাষ্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
- 1930 সালে 18 এপ্রিল
১৪) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় অনেক বিপ্লবী এই অভিযানে যোগ দেন। তাদের মধ্যে একজনের বয়সছিল 14 বছর। সেই 14 বছর বয়সী বালক বিপ্লবীর নাম কী?
- হরিগোপাল বল ওরফে টোগারা বল
১৫) চট্টগ্রাম অস্ত্রগার লুন্ঠন মামলায় অভিযুক্ত হবার পর মাষ্টারদা সূর্য সেন কোথায় আত্মগোপন করেন?
- গৈরালা গ্রামে
১৬) মাষ্টারদা সূর্য সেন কার বাড়িতে আত্মগোপন করেছিলেন?
- ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে
১৭) মাষ্টারদা সূর্য সেনের আত্মগোপনের খবর কে পুলিশ জানিয়ে দেয়?
- বিপ্লবী ব্রজেন সেনের সহোদর নেত্র সেন
১৮) মাষ্টারদা সূর্য সেনের প্রধান সৈনিকের নাম কী?
- নির্মল সেন ও অম্বিকা চক্রবর্তী
১৯) জালালাবাদ পাহাড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়?
- মাষ্টারদা সূর্য সেন ও ইংরেজ বাহিনীর মধ্যে
২০) জালালাবাদের যুদ্ধ কবে হয়?
- 1930 সালের 22 এপ্রিল
২১) জালালাবাদের যুদ্ধ কতক্ষন হয়?
- 3 ঘন্টা
২২) জালালাবাদের যুদ্ধে কতজন ব্রিটিশ সেনা মারা যায়?
- 82 জন
২৩) জালালাবাদের যুদ্ধে কতজন বিপ্লবী মারা যান?
-12 জন
২৫) কর্নফুলীর যুদ্ধের নেতৃত্ব দেন কে?
- মাষ্টারদা সূর্য সেন
২৬) মাষ্টারদা কবে ধরা পড়েন?
- 1933 সালের 16 ফেব্রুয়ারি
২৭) মাষ্টারদা কে কোন পুলিশ অফিসার গ্রেপ্তার করেছিল?
- ক্যাপ্টেন ওয়ামসলী
২৮) মাষ্টারদা সূর্য সেনের নিজের হাতে লেখা অসমাপ্ত আত্মজীবিনীর নাম কী?
- বিজয়া
২৯) জেলে মাস্টারদা কয়টি বই নিয়ে পড়াশুনা করতেন?
- চারটি (গীতা, চন্ডী, মহাভারত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চয়নিকা)
৩০) মাষ্টারদার সাথে আর কার বিচার একসাথে হয়েছিল?
- তারকেশ্বর দস্তিদার (ফুটুদা), এবং কল্পনা দত্ত
৩১) কবে মাষ্টারদার ফাঁসীর আদেশ হয়?
- 1933 সালের 14 আগষ্ট
৩২) কতমাস জেলে থাকার পর মাষ্টারদার ফাঁসি হয়?
- 11 মাস
৩৩) মাষ্টারদার ফাঁসি হয় কবে?
- 1934 সালের 12 জানুয়ারি
৩৪) মাষ্টারদার সাথে আর কার ফাঁসি হয়?
- তাঁর অনুগামী তারেকেশ্বর দস্তিদারের
৩৫) ভারতের প্রথম শহিদ মহিলা বিপ্লবীর নাম কী?
- প্রিতীলতা ওয়েদ্দেদার
(বিপ্লবী কাজে প্রথম দন্ডপ্রাপ্ত ভারতীয় মহিলার নাম - দুকড়িবালা দেবী। ১৯১৭ সালে রডা কোম্পানীর পিস্তল ও গুলি লুকিয়ে রাখার অপরাধে বীরভুমের ঝাউতলা গ্রামের দুকড়িবালা দেবীকে ২ বছর কারাদন্ড হয়)
৩৬) প্রীতিলতা প্রথম কোন সংঘ থেকে লাঠি ও ছোরা চালানো শেখে?
- দিপালী সংঘ
৩৭) দিপালী সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- লীলা রায়
৩৮) কে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবকে আক্রমন করেছিল?
- প্রীতিলতা ওয়েদ্দেদার
৩৯) 'কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ' কারা একথা লিখে রাখত?
- পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব
৪০) প্রীতিলতা কার কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন?
- মাষ্টারদা সূর্য সেন
৪১) কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতার মৃত্যু হয়?
- পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব
৪২) প্রীতিলতা ওয়েদ্দেদারের ছদ্মনাম কী ছিল?
- ফুলতা
৪৩) প্রীতিলতার ডাকনাম কি ছিল?
- রানী
৪৪) প্রীতিলতা কোন বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন?
- ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
৪৫) প্রীতিলতা কিভাবে মারা যান?
- পুলিশের হাতে ধরা দেবে না বলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মত্মহত্যা করেন
৪৬) প্রীতিলতা কিসের ছাত্রী ছিলেন?
- দর্শন
৪৭) কল্পনা দত্ত নামটি কিসের সাথে যুক্ত?
- চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
৪৮) বাংলার প্রথম নারী বিপ্লবী কাকে বলা হয়?
- কল্পনা দত্ত
৪৯) বাংলার অগ্নিকন্যা কাকে বলা হয়?
- কল্পনা দত্তকে
৫০) কে কল্পনা দত্তকে বাংলার অগ্নিকন্যা উপাধিতে ভুষিত করেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৫১) 'চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কার লেখা?
- কল্পনা দত্ত
৫২) জয়শ্রী পত্রিকাটি কে প্রকাশ করেন?
- লীলা রায় (নাগ)
৫৩) কার মাধ্যমে কল্পনা দত্ত সূর্য সেনের সাথে সাক্ষাত হয়?
- বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার
৫৪) চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের সাথে জড়িত কোন মহিলা বিপ্লবী পরবর্তীতে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন?
- কল্পনা দত্ত
মাষ্টারদা সূর্য সেন প্রথম পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
সূর্য সেন। মাষ্টারদা। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। প্রীতিলতা ওয়াদ্দেদার। কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। দিপালী সংঘ।