Type Here to Get Search Results !

অসহযোগ আন্দোলন ষষ্ঠ পর্ব। [NonCooperation Movement]

 

অসহযোগ আন্দোলন

Set by- Manas Adhikary



অসহযোগ আন্দোলন ষষ্ঠ পর্ব। Non Cooperation Movement – VI.  

অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন কি, অসহযোগ আন্দোলন প্রত্যাহার, অসহযোগ আন্দোলনের গুরুত্ব, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, অসহযোগ আন্দোলন কারন ও ফলাফল, অসহযোগ আন্দোলনের পটভূমি, অসহযোগ আন্দোলন কাকে বলে, অসহযোগ আন্দোলন কি ব্যাখ্যা কর, অসহযোগ আন্দোলন মানে কি, অসহযোগ আন্দোলন ssc, চৌরিচৌরা ঘটনা, চৌরিচৌরা, চৌরিচৌরা ঘটনা কী, চৌরিচৌরার ঘটনা, চৌরিচৌরা ঘটনা কী ?, চৌরিচৌরা ঘটনাটি কি, চৌরিচৌরা ঘটনা কত সালে হয়, চৌরিচৌরা কোথায় অবস্থিত, চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী ছিল, চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটেছিল?, চৌড়া চুরি ঘটনা, Non Cooperation Movement, Non-Cooperation Movement, Non Cooperation Movement in India, Non Cooperation Movement class 10, Non Cooperation Movement UPSC, Non Cooperation Movement India, Non Cooperation Movement NCERT, Non-Cooperation Movement 1920, Indian National Movement, Non Cooperation Movement Year.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো  অসহযোগ আন্দোলন এই পর্বে থাকছে  অসহযোগ আন্দোলন সম্পর্কে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

অসহযোগ আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরNon Cooperation Movement  MCQ.   

 

২০১) আমরা মুসলমানরা অসহযোগ আন্দোলনের সময় সেনাবাহিনীতে যোগ দেওয়াটা হল জাতি ও ধর্মের অপমান- উক্তিটি কার?

- আলী ভাই

২০২) কে বলেছিলেন যে - অসহযোগ আন্দোলন ভারত এবং গান্ধীর জন্য একটি যুগ তৈরি করেছিল যার প্রভাব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুব নেতিবাচক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুব ইতিবাচক ছিল?

- লুই ফিশার 

২০৩) কার মতে অসহযোগ আন্দোলন ছিল, 'জনগনের কাছে এক অগ্নিপরীক্ষা'?

- ডঃ রমেশচন্দ্র মজুমদার 

২০৪) অসহযোগ আন্দোলন কেবল ভারত ইতিহাসের নয় সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম অস্ত্রহীন বিদ্রোহ বলে কোন ঐতিহাসিক মন্তব্য করেন?

- তারাচাঁদ 

২০৫) অসহযোগ আন্দোলনের সময় কতগুলি হিংসাত্বক কাজ হয়েছিলো?

- 3টি

২০৬) Offensive Civil Disobedience কোন আন্দোলনের সাথে যুক্ত?

- অসহযোগ আন্দোলন

২০৭) চৌরা-চৌরা ঘটনা কবে ঘটে?

- 5 ফেব্রুয়ারি 1922 / 4 ফেব্রুয়ারি 1922  

২০৮) চৌরি চৌরা ঘটনাটি উত্তর প্রদেশের কোন জেলায় হয়েছিল?

- গোরখপুর 

২০৯) চৌরি  চৌরার ঘটনায় কতজন পুলিশ নিহত হয়?

- 22  জন 

২১০) চৌরি-চৌরা ঘটনা কোন গভর্নর জেনারেলের আমলে সংঘটিত হয়েছিল?

- লর্ড রিডিং 

২১১) চৌরিচৌরা হত্যাকাণ্ডের সময় গান্ধীজী কোথায় ছিলেন?

- বারদৌলিতে

২১২) চৌরি চৌরা ঘটনার দিন অসহযোগ আন্দোলনের মিছিলে নেতৃত্ব কে দিয়েছিল, যার ফলশ্রুতিতে জনসাধারণ থানা আক্রমণ করে পুড়িয়ে দেয়, এতে 22 জন পুলিশ নিহত হয়?

- ভগবান আহির 

২১৩) টেলিগ্রামের মাধ্যমে চৌরি চৌরা ঘটনাটি  সম্পর্কে গান্ধীজীর কার কাছে  প্রথম জানতে পেরেছিলেন?

- দশরথ প্রসাদ দ্বিবেদী 

২১৪)  চৌরি চৌরা মামলায় আসামি পক্ষের উকিল কে ছিলেন?

- মদন মোহন মালব্য 

২১৫) চৌরি চৌরা ঘটনার পর বহু ভারতীয়কে আসামি করা হয়েছিল, এই ভারতীয়দের মধ্যে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?

- 170 

(মদন মোহন মালব্য ওকালতিতে 151 জনকে ফাঁসি থেকে বেঁচে যান)

২১৬) চৌরি চৌরা ঘটনাটি  প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

- ভ্যানগার্ড

২১৭) চৌরি চৌরা ঘটনার ফলশ্রুতিতে বৃটিশ সরকার 22 জন পুলিশ সদস্যের প্রাণের বিনিময়ে 170 আসামিকে মৃত্যুদণ্ড দেয়, যার জাতীয় পর্যায়ে কোন বিরোধিতা হয়নি। কেবলমাত্র একটি পত্রিকা এর বিরোধিতা করে সেটি কোনটি?  

- ভ্যানগার্ড 

২১৮) অসহযোগ আন্দোলনের সময় কোন ঘটনা গান্ধীজির কাছে চরম অপমানজনক মনে হয়েছিল? 

- চৌরি চৌরার হত্যাকান্ড 

২১৯) অসহযোগ আন্দোলন চলাকালীন চৌরিচৌরা ঘটনার জন্য গান্ধিজীর নেওয়া কোন কর্মসুচী ব্যর্থ হয়?

- গণ আইন অমান্য (প্রসঙ্গত উল্লেখ্য যে, আমেদাবাদে গৃহীত এক সিদ্ধান্ত অনুসারে গান্ধিজী ১৯২২ সালের ৪ ফেব্রুয়ারি সুরাট জেলা বরদৌলিতে গণ আইন অমান্যের এক কর্মসুচী ঘোষনা করেন। কিন্তু এই আন্দোলন শুরু হওয়ার আগেই ৫ ফেব্রুয়ারি চৌরিচৌরার ঘটনা ঘটলে তা ব্যর্থ হয়)

২২০) অসহযোগ আন্দোলন বন্ধের প্রস্তাব দেওয়া হয় কোন স্থানে?

- বারদৌলিতে 

২২১)  অসহযোগ আন্দোলনের সময়, 1922 সালের 5 ফেব্রুয়ারী একটি সহিংস জনতার দল থানা পুড়িয়ে দেয়। এই ঘটনায় দুঃখ পেয়ে গান্ধীজি কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেন? 

- 12 ফেব্রুয়ারি 1922   

২২২) অসহযোগ আন্দোলন বন্ধের প্রস্তাব কবে দেওয়া হয়?

- 1922 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি 

২২৩) অসহযোগ আন্দোলন বন্ধের প্রস্তাব কবে গৃহীত হয় এবং কবে অসহযোগ আন্দোলন বন্ধ করা হয়?

- 1922 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি

২২৪) 1922 সালে গুজরাটের কোন স্থানে গান্ধীজি কংগ্রেসের একটি সভা ডেকে অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন?

- বারদৌলী  

২২৫) 1922 সালের ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর গান্ধীজি কোন প্রস্তাবের অধীনে একটি গঠনমূলক কর্মসূচি ঘোষণা করেছিলেন?

- বারদৌলী প্রস্তাব 

২২৬) কোন আন্দোলনের পর গান্ধিজী ও চিত্তরঞ্জন দাশের মধ্যে মতবিরোধ দেখা দেয়?

- অসহযোগ আন্দোলন

২২৭) কোন ঘটনার মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি ভেঙ্গে যায়?

- অসহযোগ আন্দোলন স্থগিত করা

২২৮) কোনটির ব্যর্থতার পর স্বরাজ পার্টি গঠিত হয়?

- অসহযোগ আন্দোলন 

২২৯) গান্ধীজী কোন সময়ে গ্রেফতার হন এবং ছয় বছরের জন্য কারাবরণ করেন?

- অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হওয়ার পর 

২৩০) অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হলে ব্রিটিশ সরকার রাষ্ট্রদ্রোহের অপরাধে গান্ধীজিকে গ্রেফতার করে কবে?

- 1922 খ্রিস্টাব্দে 10  ই মার্চ 

২৩১) কোন আন্দোলনে গ্রেফতার হওয়ার পর, বিচারপতি সি এন ব্রুমফিল্ড গান্ধীজীকে উল্লেখ করে সাজা ঘোষণার সময় একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন?

- অসহযোগ আন্দোলন 

২৩২) অসহযোগ আন্দোলনের পর কোন বিচারক অসন্তোষ উসকে দেওয়ার অপরাধে মহাত্মা গান্ধীকে শাস্তি দেন?

- ব্রুমফিল্ড 

২৩৩) অসহযোগ আন্দোলনের সহিংসতার মামলায় গান্ধীজিকে কত বছরের সাজা দেওয়া হয়েছিল?

- 6 

২৩৪) 1922 সালের 24 ফেব্রুয়ারী সর্বভারতীয় কংগ্রেস কমিটির দিল্লি সভায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার জন্য গান্ধীজির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব কে পেশ করেছিলেন?

-  ড. মুঞ্জে,  জে.এস. এম সেন গুপ্ত

২৩৫) অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর কে বলেছিলেন 'দেশের সম্মান ও গৌরব নিয়ে নেতারা ছিনিমিনি খেলছে'?

- মুঞ্জে

২৩৬) অসহযোগ আন্দোলনের পর গান্ধীজী সম্পর্কে কে লিখেছেন, ‘গান্ধীজী আন্দোলনকে শুধু বিপ্লবীই করেননি, জনপ্রিয়ও করেছেন, আগে আন্দোলনগুলি  শহরগুলোতে সীমাবদ্ধ ছিল, এখন তা পৌঁছে গেছে গ্রামে গ্রামে। গান্ধীজির ব্যক্তিত্ব ভারতীয় গ্রামে সচেতনতা সৃষ্টি করেছিল’।

- কুপল্যান্ড 

২৩৭) অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা সম্পর্কে কে বলেছিলেন যে – ‘সে সময় জনসাধারণের উত্সাহ খুব বেশি ছিল, পশ্চাদপসরণ করার আদেশ দেওয়া জাতীয় সংকটের চেয়ে কম কিছু ছিল না’?

- সুভাষ চন্দ্র বসু 

২৩৮) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে সুভাষ চন্দ্র বসু  কি বলেছিলেন?

- জাতীয় সংকট বা জাতীয় দুর্দৈব

২৩৯) কোন আন্দোলন বন্ধ করে দেওয়ার পর সুভাষ চন্দ্র বসু তাঁর ভারতীয় সংগ্রাম গ্রন্থে লিখেছেন, ‘যখন দেশের জনগণের উদ্দীপনা তুঙ্গে ছিল, তখন জাতীয় সংকটের কারণে পশ্চাদপসরণ করার আদেশ দিয়ে কোনো লাভ হয়নি’?

- অসহযোগ আন্দোলন 

২৪০) অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর কোন খিলাফতি নেতৃত্ব গান্ধিজীকে ছেড়ে যান নি?

- আবুল কালাম আজাদ

২৪১) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে মৌলানা আবুল কালাম আজাদ কি বলেছিলেন?

 - আন্দোলন প্রত্যাহার করা গান্ধীর ভুল ছিল

২৪২) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে লালা লাজপত রায় কি বলেছিলেন?

- একটি জায়গায় ঘটে যাওয়া একটি ঘটনার জন্য সমগ্র দেশকে শাস্তি দেওয়া কতটা ন্যায়সঙ্গত 

২৪৩) অসহযোগ আন্দোলন সম্পর্কে কে বলেন- আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম?

- লালা লাজপত রায় 

২৪৪) অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে কে বলেছিলেন যে ‘কন্যাকুমারীর একটি গ্রাম যদি অহিংসা না মানে তাহলে হিমালয়ের একটি গ্রাম কেন তার জন্য শাস্তি পাবে’?

- মতিলাল নেহেরু 

২৪৫) অসহযোগ আন্দোলন প্রসঙ্গে কে বলেছেন ‘দরজার গোড়ায় এসে আন্দোলন স্থগিত রাখা গান্ধীজীর মারাত্মক ভুল’?

- জহরলাল নেহেরু 

২৪৬) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে জওহর লাল নেহেরু কি বলেছিলেন?

- ‘আশ্চর্যজনক এবং অদ্ভুত’ সিদ্ধান্ত

২৪৭) কোন উল্লেখযোগ্য জাতীয়তাবাদী নেতা অসহযোগ আন্দোলন পর্বে গান্ধীজীর স্বরাজের ব্যাখ্যা প্রসঙ্গে তাকে delight fully vague বলেছেন?

- জহরলাল নেহেরু 

২৪৮) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে জওহরলাল নেহরু কি বলেছিলেন?

- আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল যখন আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম।

২৪৯) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন?

- ‘নেতিবাচক অনুভূতি’ গান্ধীজির মধ্যে ধরেছে

২৫০) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে রজনী পাম দত্ত কি বলেছিলেন?

- জনসাধারণের প্রতি বিশ্বাসঘাতকতা

২৫১) অসহযোগ আন্দোলন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আন্দোলনের পরিণতির পরিপ্রেক্ষিতে কে লিখেছেন - যুদ্ধ শেষ, সমস্ত অভিযান শেষ, পর্বত বাস্তবে মুষিক প্রসব করল (খোদা পাহাড়, নিকলি চুহা)?

- রজনী পাম দত্ত 

২৫২) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজির বিরোধিতা করে সি আর দাস কি বলেছিলেন?

– গান্ধীজী সাহসের সাথে আন্দোলন শুরু করে, কিছুক্ষণের জন্য দক্ষতার সাথে চালায় এবং তারপর শেষ পর্যন্ত চলে যায়।

২৫৩) কে বলেছিলেন যে - অসহযোগ আন্দোলন পরিচালনার জন্য গান্ধীজীর কোন দলের উপর নির্ভর না করে ব্যক্তিগত উদ্যোগে এই আন্দোলন চালাতে চেয়েছিলেন?

-  মতিলাল নেহেরু 

২৫৪) অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে আত্মসমর্পণের নামান্তর বলেছেন কে?

- মহাম্মদ আলী জিন্না 

২৫৫) কে বলেছিল যে অসহযোগ আন্দোলন স্থগিত করা গান্ধীজির একটি বড় ভুল ছিল, এত বড় দেশে আন্দোলনের সময় যে সহিংস ঘটনা ঘটতে পারে তা অনুমান করার দূরদর্শিতা যদি তাঁর না থাকে, তবে তিনি অবশ্যই একজন  অভিজ্ঞ মানুষ ছিলেন না?

- আর সি মজুমদার

২৫৬) গান্ধজী কবে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন – ‘আমি সকল প্রকার অপমান, এমনকি নির্যাতন, পূণবাসন এবং মৃত্যুবরনে প্রস্তুত। কিন্তু আমি আন্দোলনকে হিংসার পথে যেতে দিতে পারিনা। দেশব্যাপী হিংসার প্রকাশ ঘটলে কে তাকে নিয়ন্ত্রন করবে’?

- 1922 খী 16 ফেব্রুয়ারী    

২৫৭) গান্ধিজীর অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কোন পত্রিকা সমর্থন করেছিল?

- ইয়ং ইন্ডিয়া (এই পত্রিকা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সমর্থনে লেখে সত্যাগ্রহ আন্দোলনের সৈনিক হিসাবে তিনি চরম নির্যাতন, এমন কি মৃত্যু পর্যন্ত বরন করলেও, কখনও অহিংসার পথ ছাড়বেন না'।)

 ২৫৮) রাজনীতিতে ধর্মের প্রবেশকে ভারতের কোন স্বাধীনতা আন্দোলনের দুর্বলতা বলে মনে করা হয়?

- অসহযোগ আন্দোলন

 (অসহযোগ আন্দোলনের সাথে সাথে, গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন, যা ছিল একটি ধর্মীয় আন্দোলন।)

 

অসহযোগ আন্দোলন পঞ্চম পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন কি, অসহযোগ আন্দোলন প্রত্যাহার, অসহযোগ আন্দোলনের গুরুত্ব, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, অসহযোগ আন্দোলন কারন ও ফলাফল, অসহযোগ আন্দোলনের পটভূমি, অসহযোগ আন্দোলন কাকে বলে, অসহযোগ আন্দোলন কি ব্যাখ্যা কর, অসহযোগ আন্দোলন মানে কি, অসহযোগ আন্দোলন ssc, চৌরিচৌরা ঘটনা, চৌরিচৌরা, চৌরিচৌরা ঘটনা কী, চৌরিচৌরার ঘটনা, চৌরিচৌরা ঘটনা কী ?, চৌরিচৌরা ঘটনাটি কি, চৌরিচৌরা ঘটনা কত সালে হয়, চৌরিচৌরা কোথায় অবস্থিত, চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী ছিল, চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটেছিল?, চৌড়া চুরি ঘটনা, Non Cooperation Movement, Non-Cooperation Movement, Non Cooperation Movement in India, Non Cooperation Movement class 10, Non Cooperation Movement UPSC, Non Cooperation Movement India, Non Cooperation Movement NCERT, Non-Cooperation Movement 1920, Indian National Movement, Non Cooperation Movement Year.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad