Type Here to Get Search Results !

আইন অমান্য আন্দোলন তৃতীয় পর্ব [Civil Disobedience Andolon]

 

আইন অমান্য আন্দোলন 

Set by- Manas Adhikary



আইন অমান্য আন্দোলন তৃতীয় পর্ব। Civil Disobedience Movement– III.

আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, ডান্ডি অভিযানের উদ্দেশ্য, ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কী?, Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Salt Satyagraha Dandi March, Dandi March Sabarmati Ashram, Dandi March Mahatma Gandhi, Dandi March 1930, Dandi march route.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো আইন অমান্য আন্দোলন। এই পর্বে থাকছে  অসহযোগ আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

আইন অমান্য আন্দোলন  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Civil Disobedience Movement  MCQ.  

 

৫১) কোন আন্দোলনকে ‘নাগরিক অবাধ্যতা আন্দোলন’ বলা হয়?

- আইন অমান্য আন্দোলন

৫২) কোন কংগ্রেস অধিবেশনে কার্যনির্বাহী কমিটিকে আইন অমান্য আন্দোলন শুরু করার অধিকার দেওয়া হয়েছিল?

- লাহোর অধিবেশন 

৫৩) আইন অমান্য আন্দোলনের সময় কোন দেশীয় রাজ্য কংগ্রেসকে সমর্থন করেনি?

- মহীশূর

৫৪) কোথা থেকে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করার অনুপ্রেরণা পেয়েছিলেন?

- হেনরি ডেভিড থোরোর লেখা থেকে 

৫৫) আইন অমান্য আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল?

- পূর্ণ স্বরাজ অর্জন

৫৬) আইন অমান্য আন্দোলনের লক্ষ্যগুলি কি ছিল?

- ক) নিজে লবণ তৈরি করে লবণ আইন লঙ্ঘন

খ) সরকারী পরিষেবা, ডিগ্রি এবং পাশ্চাত্য শিক্ষা কেন্দ্রের বিরোধী

গ) ওষুধের দোকানের সামনে বিক্ষোভ

ঘ) বন আইন লঙ্ঘন

ঙ) ট্যাক্স প্রদান  না করা

চ) বিদেশী পোশাক বর্জন

৫৭) কোথা থেকে আইন অমান্য আন্দোলন শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

- সবরমতী আশ্রম

৫৮) আইন অমান্য আন্দোলনের সূচনা হয় কবে?

- 1930 সালের 6 এপ্রিল

৫৯) আইন অমান্য আন্দোলন কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

- লর্ড আরউইন

৬০) আইন অমান্য আন্দোলনের সময় কলকাতার মেয়র কে ছিলেন?

- যতীন্দ্রমোহন সেনগুপ্ত

৬১) আইন আমান্য আন্দোলনের সময় কাকে নিষিদ্ধ ঘোষনা করা হয়?

- জাতীয় কংগ্রেসকে (1932 সালে)

৬২) আইন অমান্য আন্দোলনে কাদের ব্যাপক অংশগ্রহণ ছিল ঐ আন্দোলনের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?

- মহিলা

৬৩) গান্ধিজীর কোন আন্দোলনে সর্বপ্রথম নারীরা ব্যাপকভাবে অংশগ্রহন করেন?

- আইন অমান্য

৬৪) গান্ধিজী কোন পত্রিকা মারফত নারী সমাজকে আইন অমান্য আন্দোলনে যোগদানের আহ্বান জানান?

- ইয়ং ইন্ডিয়া

৬৫) আইন আমান্য আন্দোলনে অংশগ্রহনকারী কয়েকজন  মহিলার নাম লেখ?

- কমলা নেহেরু, স্বরূপারানি নেহেরু, কমলাদেবী চট্টোপাধ্যায়, সত্যবালাদেবী, আশালতা সেন, দেশবন্ধু জায়া বাসন্তীদেবী, সরিজিনী নাইডু

৬৬) আইন অমান্য আন্দোলনের সময়, সরোজিনী নাইডু কোথায় লবণের ডিপো আক্রমণ করার জন্য সত্যাগ্রহীদের নেতৃত্ব দিয়েছিলেন?

- ধরসানা 

৬৭) বোম্বাই লবন উৎপাদন কেন্দ্র আক্রমনে নেতৃত্ব দেন কে?

- কমলাদেবী চট্টোপাধ্যায়

৬৮) কোন মহিলা 1931 খ্রিস্টাব্দে সি রাজাগোপালাচারীর সাথে ভেদারানিয়াম পর্যন্ত লবন মার্চ করে লবণ আইন ভঙ্গ করেছিলেন,   তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং  তিনি ছিলেন আইন অমান্য আন্দোলনের প্রথম নারী রাজনৈতিক বন্দী? 

- রুকমণি লক্ষ্মীপতি

৬৯) আইন অমান্য আন্দোলনের নেতৃত্বে ছিলেন গিদালু, কে গাইদিনলিউকে রানী উপাধি দেন?

- জওহরলাল নেহেরু 

৭০) পাটনার কোন স্থানে লবণ আইন ভঙ্গ হয়েছিল?

- নাখস পিন্ড

৭১) লবণ তৈরির জন্য কোথাকার 'নাখস পুকুর'  বেছে নেওয়া হয়েছিল এবং 'অম্বিকা কান্ত সিনহার' নেতৃত্বে লবণ আইন ভঙ্গ হয়েছিল?

- পাটনা 

৭২) কোথাকার মিল মালিকরা (শিল্পপতি) আইন অমান্য আন্দোলনের সমর্থক ছিলেন?

- আমেদাবাদ

৭৩) আইন অমান্য আন্দোলনের সময় কেরালায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- কেলাপ্পান

৭৪) তামিলনাড়ু তে কার নেতৃত্বে বিলাতী কাপড় ও মদের দোকানে পিকেটিং চলেছিল?

- কেলাপ্পন

৭৫) লবণ সত্যাগ্রহের সময়, 'চন্দ্রপ্রভা সাইকিয়ানি' 1930 সালের ডিসেম্বর মাসে বন আইন ভঙ্গ করতে জনগণকে উদ্বুদ্ধ করেছিল। এটি কোন এলাকার সাথে সম্পর্কিত ছিল?

- আসাম 

৭৬) লবণ আইন লঙ্ঘনের জন্য হাজার হাজার সত্যাগ্রহী সায়নী কট্টা নামের একটি লবণ কারখানায় হামলা ও লাঠিচার্জ করে।এই কারখানাটি কোথায় অবস্থিত ছিল?

- কর্ণাটক

৭৭) তামিলনাড়ুতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?

- রাজা গোপালাচারি

৭৮) রাণি গুইডালো বা গিদালো কোথায় আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?

- মণিপুর , নাগাল্যান্ডে

৭৯) গুজরাটি ব্যবসায়ী সংগঠনে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- শেঠ যমুনালাল বাজাজ

৮০) মাদ্রাজে কে আইন আমান্য আন্দোলনএর নেতৃত্ব দেন?

-চক্রবর্তী রাজা গোপালাচারী

৮১) আইন অমান্য আন্দোলনের সময় কংগ্রেস কোথায় ‘নো লাগান, নো ট্যাক্স’ প্রচার শুরু করেছিল?

- সংযুক্ত প্রদেশ

৮২) উত্তর পশ্চিম সীমান্তে আইন আমান্য আন্দোলনএর নেতৃত্ব দেন কে?

- খান গফফর খান (সীমান্ত গান্ধী) এবং বাদশা খান

৮৩) বিহারে আইন অমান্য আন্দোলনের নেতা কে ছিলেন?

- চন্দ্রপ্রসাদ শইকীয়াণী

৮৪) কোন আন্দোলনের সময় বিহারে বন্দীদের নগ্ন ধর্মঘট হয়েছিল?

- আইন অমান্য আন্দোলন

৮৫) উড়িষ্যায় কে আইন আমান্য আন্দোলনের নেতৃত্ব দেন?

- উৎকলমনি গোপবন্ধু চৌধুরী

৮৬) বাংলায় আইন আমান্য আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- আনন্দমোহন বসু

৮৭) বাংলার কোন জেলা আইন অমান্য আন্দোলনে অগ্রণী ভুমিকা গ্রহণ করেছিল?

- মেদিনীপুর

৮৮) 1930 সালে মেদিনীপুরের কোথায় প্রথম আইন অমান্য আন্দোলন হয়?

- কাঁথি

৮৯) কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ঘটনাটি ঘটে?

- আইন অমান্য আন্দোলন

৯০) প্রকাশ্য জনসভায় নিষিদ্ধ রচনা পাঠ করে রাজদ্রোহ আইন ভঙ্গ করেন?

- যতীন্দ্রমোহন সেনগুপ্ত

৯১) কলকাতাতে আইন অমান্য আন্দোলনের সময় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কোন পদ্ধতির মাধ্যমে আইন অমান্য আন্দোলন ভঙ্গ করেছিলেন?

- নিষিদ্ধ গ্রন্থ পাঠ করে

৯২) সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?

- অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন

৯৩) প্রথম কোন মার্কসবাদী ঐতিহাসিক আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন?

- কে এম আসরাফ

৯৪) আইন অমান্য আন্দোলনকে জনপ্রিয় করার জন্য প্রভাত ফেরি, ম্যাজিক লণ্ঠন, বানর সেনা, মঞ্জরী সেনা কোথায় গঠিত হয়েছিল?

- মণিপুর, নাগাল্যান্ড

৯৫) দক্ষিণ ভারতে আইন অমান্য আন্দোলনের সময় কে ত্রিছনাপল্লী থেকে নাগাপট্টিনমের কাছে ভেদারানিয়াম পর্যন্ত লবন মার্চ করেছিলেন?

- সি রাজাগোপালাচারী

৯৬) 1930 সালের এপ্রিল মাসে লবণ আইন ভঙ্গ করার জন্য কে থাঞ্জাভুর উপকূলে একটি অভিযানের আয়োজন করেছিলেন?

- সি রাজাগোপালাচারী 

৯৭) আইন অমান্য আন্দোলনের সময় অরণ্য সত্যাগ্রহ পালিত হয় কোথায়?

- মধ্যপ্রদেশ

৯৮) আইন আমান্য আন্দোলনে কোন মুসলিম সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহন করেন?

- খোদাই খিদমৎগার

৯৯) খোদাইখিদমাৎগার কথাটির অর্থ কী?

- ঈশ্বরের সেবক

১০০) লাল কোর্তা নামে কারা পরিচিত ছিলেন?

- খোদাই খিদমৎগারের সদস্যদের(এরা লাল রঙের কুর্তা পরত বলে এদেরকে এরূপ নামকরন করা হয়)

 

 

আইন অমান্য আন্দোলন দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>

আইন অমান্য আন্দোলন চতুর্থ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, ডান্ডি অভিযানের উদ্দেশ্য, ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কী?, Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Salt Satyagraha Dandi March, Dandi March Sabarmati Ashram, Dandi March Mahatma Gandhi, Dandi March 1930, Dandi march route.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad