Type Here to Get Search Results !

নীলবিদ্রোহ দ্বিতীয় পর্ব [Indigo Revolt]

 

নীলবিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 নীলবিদ্রোহ  দ্বিতীয় পর্ব । Neel Rebellion 2nd Part .

নীল বিদ্রোহ। হিন্দু পেট্রিয়ট। দিগম্বর বিশ্বাস।  বিষ্ণুচরন বিশ্বাস। নীল দর্পণ। নীল দর্পণ। নীল ক্যাসল। বিশে ডাকাত। বাংলার নানাসাহেব। নীল চাষিদের বন্ধু। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। শিশির কুমার ঘোষ।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো নীলবিদ্রোহ দ্বিতীয় পর্ব।  এই পর্বে থাকছে নীল বিদ্রোহ  সম্পর্কিত আরও  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 নীলবিদ্রোহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Neel Rebellion MCQ.

 

৫৬) নীল দর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী?

- The Mirror 07 indigo planting

৫৮) নীল দর্পন নাটকের ইংরেজী অনুবাদ কে করেন?

- মাইকেল মধুসূদন দত্ত

৫৯) কী নামে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটি ইংরেজীতে অনুবাদ করেন?

- বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমস্কের কেনচিৎ পথিক

৬০) কার উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটির ইংরেজী অনুবাদ করেন?

- জেমস লং

৬১) নীল দর্পন নাটকের ইংরেজী প্রকাশকের নাম কী?

- রেভারেন্ড জেমস লঙ

৬২) জেমস লঙ নীল দর্পন নাটকটির ইংরেজি নাটকটি প্রকাশ করার জন্য সরকার কী শাস্তি দেন?

 - মাসের কারাদন্ড ১০০০ টাকা জরিমানা

৬৩) সরকার, জেমস লঙকে ১০০০ টাকা জরিমানা করলে সেই টাকা তৎক্ষনাৎ কে পরিশোধ করেন?

- জমিদার কালীপ্রসন্ন সিং (যিনি ইতিহাসে হুতুমপেঁচা নামে পরিচিত ছিল)

৬৪) কোন নাটকটি পরিবেশনার মাধ্যমে গিরীশ চন্দ্র ঘোষের ন্যাশানাল থিয়েটারের সূচনা হয়?

- নীলদর্পন

৬৫) নীল দর্পন নাটকে কোন কাহিনী পরিবেশিত হয়েছে?

- নীল চাষীদের ওপর নীলকর সাহেব জমিদারদের অত্যাচার দমনের কাহিনী বর্নিত হয়েছে।

৬৬) ভারতের প্রথম রাজনৈতিক নাটকের নাম কী?

- নীল দর্পন

৬৭) নীল দর্পন নাটকটি প্রথম কবে মঞ্চে অভিনীত হয়?

- ১৮৭২ সালে ডিসেম্বর

৬৮) নীল দর্পন নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়?

- ঢাকায়

৬৯) নীল দর্পন নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

- ঢাকা

৭০) কবে কোথায় প্রথম ১০ জন কৃষককে দাদন দিয়ে নীলচাষ শুরু করা হয়?

- ১৭৭৭ খ্রীঃ বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় এবং লুইস বোনার্ডকে প্রথম নীলকর সাহেব হিসাবে ধরা হয়।

৭১) দাদন কথার অর্থ কী

- অগ্রিম অর্থ

৭২) দস্তুরি প্রথা কী?

- নীলকররা নীলচাষিদের কাছ থেকে নীল কেনার সময় দাদনের কিস্তি সুদের টাকা জোর করে কেটে রাখতো, এই ব্যবস্থা দস্তুরি প্রথা নামে পরিচিত।

৭৩) কোন বিদ্রোহের স্লোগান ছিল করবো অথবা মরবো?

- নীল বিদ্রোহের

৭৪) বিটিশ ভারতের প্রথম কৃষক বিদ্রোহের নাম কী?

- নীল বিদ্রোহ ( কোম্পানীর আমলে ভারতের প্রথম কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ)

৭৫) নীলকর সাহেবরা যে চাবুক দিয়ে চাষীদের উপর অত্যাচার করত নীলচাষীরা তার নাম কী দিয়েছিল?

- শ্যামাচাঁদ

 

নীলবিদ্রোহ প্রথম পর্ব >>>> 


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

নীল বিদ্রোহ। হিন্দু পেট্রিয়ট। দিগম্বর বিশ্বাস।  বিষ্ণুচরন বিশ্বাস। নীল দর্পণ। নীল দর্পণ। নীল ক্যাসল। বিশে ডাকাত। বাংলার নানাসাহেব। নীল চাষিদের বন্ধু। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। শিশির কুমার ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad