Type Here to Get Search Results !

সিপাহী বিদ্রোহ ষষ্ঠ পর্ব [Sipahi Revolt]

 

সিপাহি বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 

 সিপাহি বিদ্রোহ ষষ্ঠ    পর্ব।  Sepoy Mutiny 6th Part. 

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সিপাহি বিদ্রোহ  ষষ্ঠ  পর্ব। এই পর্বে থাকছে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 সিপাহী বিদ্রোহ  প্রশ্নউত্তর।  Sepoy Mutiny  MCQ. 

 

 

 ২৫১) 1857 সালের সমসাময়িক কোন  ইতিহাসবিদ, যিনি বিপ্লবের সময় বিজনোরে "সদর-- আমিন" পদে নিযুক্ত ছিলেন, তিনি এই বিপ্লবকে "সৈনিক বিদ্রোহ" হিসাবে অভিহিত করেছিলেন?

-  সৈয়দ আহমেদ খান

২৫২) 1857 সালের বিদ্রোহের সরকারী ঐতিহাসিক কে ছিলেন?

- এস এন সেন

২৫৩) "Indian Mutiny 1857" এর লেখক কে?

- জি বি ম্যালেসন

২৫৪) "The Sepoy Mutiny of 1857" এর লেখক?

- এ পি চট্টোপাধ্যায়

২৫৫) "The Sepoy Mutiny and Revolt of 1857" এর লেখক কে?

-রমেশচন্দ্র মজুমদার

২৫৬) ভারতীয় মাহাবিদ্রোহ নামক গ্রন্থটির রচয়িতা কে?

- প্রমোদ সেনগুপ্ত

২৫৭) সিপাহী যুদ্ধের ইতিহাস নামক গ্রন্থটির রচয়িতা কে?

- রজনীকান্ত গুপ্ত

২৫৮) এইটটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখক কে?

- সুরেন্দ্রনাথ সেন

২৫৯) সিপাহি বিদ্রোহকে সমর্থন করে কোন নিউজপেপার?

- হিন্দু পেটরিয়ট

২৬০) সিপাহি বিদ্রোহের পটভুমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থটির নাম কী?

- দুরাশা

২৬১) প্রথম কোন ভারতীয় ১৮৫৭ সালের বিদ্রোহকে নিয়ে ভারতীয় ভাষায় লিখেছিলেন? 

- সৈয়দ আহমেদ খান

২৬২) The first Indian war of Independence 1857-1859 বইটি কার লেখা

-কার্ল মার্কস

২৬৩) সাভারকর 1857 সালের স্বাধীনতা সংগ্রাম গ্রন্থটি কোথায় থাকাকালীন রচনা করেন?

- U.K.

২৬৪) 1857 সালের বিপ্লব সম্পর্কিত " 41 Years in india " বইটি কে লিখেছেন?

- মার্শাল রবার্টস

২৬৫) Awadh in Revolt (1857-58) গ্রন্থটি কার লেখা?

 - রুদ্রাক্ষ মুখার্জি

২৬৬) 1857 সালের বিদ্রোহের উপর ভিত্তি করে "দ্য লাস্ট মুঘল" কার রচনা?

- উইলিয়াম ডালরিম্পল

২৬৭) 1857 সালের বিদ্রোহের উপর 'ফ্রম সিপাই টু সুবেদার' বইটি কে লিখেছেন?

- সীতারাম পান্ডে

২৬৮) 1857 সালের বিপ্লবের গান কোন  পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

- "পায়ম--আজাদী" নামে একটি উর্দু পত্রিকায়

২৬৯) 1857 খ্রিস্টাব্দে দিল্লি থেকে একমাত্র উর্দু হিন্দি দৈনিক পত্রিকা "পায়ম--আজাদী" প্রকাশ করেন কে?

- আজিমুল্লাহ খান

২৭০) 1857 সালের বিদ্রোহে কে নিজেকে ভারতের সম্রাট বাহাদুর শাহের গভর্নর হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন?

- নানা সাহেব

২৭১) 1857 সালের বিদ্রোহের সময় মির্জা গালিব বাহাদুর শাহ কোথায় গ্রেফতার হন?

- হুমায়ুনের সমাধি থেকে 

২৭২) বিহারের রাজগীর পরগণার কোন স্থানীয় নেতা 1857 সালের আন্দোলনে নিজেকে রাজা হিসাবে ঘোষণা করেছিলেন?

- হায়দার আলী খান

২৭৩) কোন বাহ্যিক ঘটনা 1857 সালের বিদ্রোহকে প্রভাবিত করেছিল?

- প্রথম আফগান যুদ্ধ, পাঞ্জাব যুদ্ধ, ক্রিমিয়ান যুদ্ধ

২৭৪) যে সময়ে 1857 সালের মহান বিদ্রোহ ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল • একই সময়ে, কোন দেশের দক্ষিণাঞ্চলে, একটি বিশাল গণবিদ্রোহ সংঘটিত হয়েছিল যা 1850 থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1860?

- চীন

(এই বিদ্রোহ  তাইপিং বিদ্রোহ নামেও পরিচিত, এর নেতৃত্বে ছিলেন হং জিকুয়ান।)

২৭৫) মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1857 সালের বিদ্রোহের নিন্দা করেছিল। এই সংগঠনটির সভাপতি কে ছিলেন?

- সিওয়াই মুদালিয়ার

২৭৬) মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1857 সালের বিদ্রোহের নিন্দা করেছিল। এই সংগঠনটির সেক্রেটারি কে ছিলেন?

- ভি রামানুজাচার্য

২৭৭) 1857 সালের 25 আগস্ট কে আজমগড় ঘোষণা জারি করেন?

- বাহাদুরশাহ জাফর 

২৭৮) সাভারকর কোন ভাষায় তার "Indian War of Independence 1857" বইটি লিখেছিলেন, যা পরে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল?

- মারাঠি

২৭৯) 1857 সালের বিদ্রোহ সম্পর্কে লিখিত কোন বইয়ের লন্ডন থেকে ইংরেজি অনুবাদ ইংরেজ সরকার নিষিদ্ধ করার , ভিডি সাভারকর কোথা থেকে 1857 সালের বিদ্রোহ সম্পর্কে তার বইটির ইংরেজি অনুবাদ 1999 সালে ইংরেজিতে প্রকাশিত করেন?

- হল্যান্ড

২৮০) স্বাধীনতা সংগ্রামের সরকারী ইতিহাসবিদ এস এন সেনের লেখা "এইটটিন ফিফটি সেভেন (1857)" বইটির প্রস্তাবনা কে লিখেছেন? 

- মৌলানা আবুল কালাম আজাদ

২৮১) কে  ১৮৫৭ সালের বিদ্রোহকে "সামন্তবাদীদের বিদ্রোহ, যাতে বিদেশী বিরোধী মনোভাব দ্বারা অনুপ্রাণিত লোকেরাও যোগ দেয়" বলে বর্ণনা করেছিলেন?

- জওহরলাল নেহেরু 

২৮২) ১৮৫৭ সালের বিদ্রোহের সময়, মণিপাকাম মন্দির ছিল বিদ্রোহীদের গোপন আঁতাত এর কেন্দ্রস্থল। এটি কোথায় অবস্থিত?

- তামিলনাড়ু

২৮৩) 1857 সালের বিপ্লবের সময় পুলিশ ইন্সপেক্টর ফ্রাঁসোয়া সিস্টন কোথায় নিযুক্ত ছিলেন?

- সীতাপুর

২৮৪) কার সভাপতিত্বে, গ্রীসযুক্ত কার্তুজ সম্পর্কিত তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল?

- ভি স্মিথ কেইয়ি  

২৮৫) 1857 সালের বিদ্রোহের সময় আউয়ার ঠাকুর কুশল সিংকে মেওয়ারের কোন স্থানের সেনাপতি আশ্রয় দিয়েছিলেন?

- কোঠারিয়া

২৮৬) মহাবিদ্রোহ সম্পর্কে কে বলেছেন যে-  'বিদ্রোহীদের মধ্যে একজনও যদি যোগ্য নেতা থাকত তবে আমরা চিরতরে পরাজিত হতাম।'

- জন লরেন্স

২৮৭) স্বাধীনতার আগে 1857 এর মহাবিপ্লবের উপর নির্মিত প্রথম চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

- মোহন সিং

(স্বাধীনতার এক বছর আগে তৈরি হয়েছিল এই ছবি)

২৮৮) কোন বিদ্রোহের পর কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং ভারত ব্রিটিশ রাজত্বের সরাসরি নিয়ন্ত্রণে আসে?

- 1857 সালের বিদ্রোহ

২৮৯)  1857 সালের বিদ্রোহের পরে, ব্রিটিশ সরকার ভারত সরকার আইন, 1858 এর মাধ্যমে সরাসরি ভারত সরকারের কাজভার গ্রহণ করে, এই আইনের অধীনে সমস্ত আর্থিক, আইন প্রশাসনিক ক্ষমতা কার উপর ন্যস্ত ছিল?

- ভারতের রাজ্যসচিব তার পরিষদ

২৯০) 1857 সালের বিপ্লবের সময়, ভরতপুর  প্রদেশের শাসক কে ছিলেন ?

- যশবন্ত সিং

২৯১) 1857 সালের বিপ্লবের সময় কোন রাজ্যের শাসক নাবালক ছিলেন?

- ভরতপুর

 (ভরতপুরের শাসক যশবন্ত সিং একজন নাবালক ছিলেন, তাই  প্রশাসন পরিচালনা করতেন মরিসন।) 

২৯২) 1857 সালের বিদ্রোহের সময় কোন রাওয়াত (ব্রিটিশ সামন্ত) ভীমজি চরণকে আশ্রয় দিয়েছিলেন?

- যোধ সিং

২৯৩) 857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময়, রাজস্থানের প্রশাসন উত্তর পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নরের নিয়ন্ত্রণে ছিল, যার সদর দপ্তর ছিল আগ্রায়। সে সময় লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?

- কেলভিন

২৯৪) বাহাদুর শাহ জাফরের  কোন আত্মীয় 1857 সালের বিদ্রোহে ব্রিটিশদের পক্ষ অবলম্বন করেছিলেন?

- এলাহি বক্স

২৯৫) 1857 সালের বিপ্লবের সময় লখনউতে ব্রিটিশদের সাথে লড়াই করার সময় কোন মহিলা মৃত্যুবরণ করেছিলেন?

- উদয় দেবী

(উদা দেবী বেগম হযরত মহলের দেহরক্ষী ছিলেন এবং 1857 সালের বিপ্লবে একা  36 জন ব্রিটিশকে হত্যা করেছিলেন।)

২৯৬) 1857 সালের বিপ্লবের সময় . . হুয়াম উত্তরপ্রদেশের কোন জেলার কালেক্টর ছিলেন?

- ইটাওয়া

(ভারতীয় সৈন্যদের সহায়তায় তিনি ভারতীয় নারীদের পোশাক পরে বিদ্রোহীদের হাত থেকে জীবন রক্ষা করেন।)

২৯৭) 1857 সালের বিপ্লবে ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাদুল্লাহ খানকে কোন রাজ্যের মহারাজা বহিষ্কার করেছিলেন এবং বিলায়ত খান উসমান খানকে বন্দী করেছিলেন?

- জয়পুর

(রাম সিং দ্বিতীয়)

২৯৮) 1857 সালের বিপ্লবের আগে ভারতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অনুপাত কত ছিল?

- 1:5

২৯৯) 1857 সালের বিদ্রোহের প্রেক্ষাপটে, কে এই মত প্রকাশ করেছিলেন যে, "এখানে আমার সামনে রক্তের বিশাল সমুদ্র, কেবল ঈশ্বরই জানেন আমার সামনে আরও কত কী আছে।"

- মির্জা গালিব

৩০০) মঙ্গল পাণ্ডের কোর্ট মার্শালের সময় আর কাদের কোর্ট মার্শাল হয়েছিল?

- কেষ্টন সাহেব ও ১৪ জন ভারতীয় মেজর সুবেদার 

 

সিপাহী বিদ্রোহ পঞ্চম  পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 
 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad