মঙ্গল পান্ডে ও মৌলভী আহমদুল্লাহ
Set by- Manas Adhikary
সিপাহী বিদ্রোহের নেতৃত্ববর্গ। The Leaders of the Sepoy Mutiny.
মঙ্গল পান্ডে। মৌলভী আহমদুল্লাহ। কুনওয়ার সিং। অবন্তী বাই লোধি। সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মঙ্গল পান্ডে ও মৌলভী আহমদুল্লাহ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Mangal Pandey and Maulvi Ahmadullah Q&A.
১) কে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেন?
- মঙ্গল পান্ডে
২) মঙ্গল পান্ডে বর্তমান উত্তর প্রদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন?
- বালিয়া
৩) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
- মঙ্গল পান্ডে
৪) ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম কে বিদ্রোহ ঘোষনা করেন?
- মঙ্গল পান্ডে
৫) 1857 সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন?
- মঙ্গল পান্ডে (29 মার্চ, 1857)
৬) ১৮৫৭ সালের বিদ্রোহে সমগ্র ক্রান্তির স্লোগান কে দিয়েছিলেন?
- মঙ্গল পান্ডে
৭) প্রথম ভারতীয় সৈনিক কে ছিলেন যিনি গ্রীসযুক্ত কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেছিলেন?
- মঙ্গল পান্ডে
৮) মঙ্গল পান্ডে কোন রেজিমেন্টের সৈনিক ছিলেন?
- 34তম নেটিভ ইনফ্যান্ট্রি
৯) এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজে একটি আপত্তিকর প্রাণীর চর্বি ব্যবহার করা হয় - এমন তথ্য মঙ্গল পান্ডে প্রথম কোথা থেকে পান?
- দম দম
১০) কোন ঐতিহাসিক বিপ্লবী মঙ্গল পান্ডেকে সন্ত্রাসী (আততায়ি) বলেছেন?
- জন উইলিয়াম
১১) কোন ইংরেজ যিনি 1857 সালের বিপ্লবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মঙ্গল পান্ডের বন্ধুও ছিলেন?
- গার্ডেন
১২) সিপাহী বিদ্রোহের সময় কোন ইংরেজ অফিসার মঙ্গল পান্ডে কর্তৃক নিহত হন?
- লেফটেন্যান্ট বাগ
(লেফটেন্যান্ট বাগ ও সার্জেন্ট হুয়ারসন গুলিবিদ্ধ হন। সার্জেন্ট হুয়ারসন পরে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন)
১৩) লে. বাগ তার সাথিদের সাথে বিদ্রোহের সময় মঙ্গল পান্ডে কর্তৃক খুন হন। লেফটেন্যান্টের সাথে লে. বাগ আর কোন উপাধি ধারণ করেছিলেন?
- অ্যাডজুট্যান্ট
(অ্যাডজুট্যান্ট হল এমন একটি সামরিক পদবী যা একজন অফিসারকে দেওয়া হয় যিনি কমান্ডিং অফিসারকে ইউনিট প্রশাসনে সহায়তা করেন। প্রধানত সামরিক বাহিনীতে মানবসম্পদ ব্যবস্থাপনার কাজে নিযুক্ত থাকত।)
১৪) কবে যুবক কনস্টেবল মঙ্গল পান্ডেকে ব্যারাকপুরে তার অফিসারদের আক্রমণ করার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল?
- 8 এপ্রিল, 1857
(মঙ্গল পান্ডে 29 মার্চ, 1857-এ বিদ্রোহের পতাকা তুলেছিলেন, 8 এপ্রিল, 1857-এ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।)
১৫) 34 তম রেজিমেন্টের কোন সুবেদার 1857 সালের 6 এপ্রিল মঙ্গল পান্ডের কোর্ট মার্শালের বিচারক ছিলেন?
- জওহরলাল তিওয়ারি
১৬) 1857 সালের বিপ্লবে মঙ্গল পান্ডের সাথে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল?
- ঈশ্বরী পান্ডে
১৭) কাকে দ্বিতীয় মঙ্গল পাণ্ডে বলা হয়?
- দেওয়ান অমরচাঁদ
১৮) দেওয়ান অমরচাঁদ যিনি তার সম্পত্তি রানী লক্ষ্মীবাই এবং তানিয়া টোপেকে দিয়েছিলেন এবং যাকে দ্বিতীয় মঙ্গল পান্ডে এবং রাজস্থানের ভামাশাহ বলা হয় তিনি কোথাকার বাসিন্দাছিলেন?
- বিকানের
১৯) 1857 সালের বিদ্রোহের নেতাদের মধ্যে কে সর্বপ্রথম আত্মত্যাগ করেছিলেন?
- মঙ্গল পান্ডে
২০) 1857 সালের বিপ্লবে বাগপত জেলার কোন বিপ্লবী 84টি গ্রামের প্রধানদের সংগঠিত করেছিলেন?
- শাহমল
২১) 1857 সালের বিদ্রোহে, মিরাটের বিদ্রোহের নেতৃত্বে ছিলেন বারাউত তহসিলের জমিদার বাবা শাহমল। শাহমলের বিদ্রোহ দমন করেন কোন ইংরেজ?
-ডানলপ
২২) 1857 সালের বিদ্রোহের সময় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 22 তম নেটিভ ইনফ্যান্ট্রির বিদ্রোহীরা কাকে তাদের নেতা হিসাবে নির্বাচিত করেছিল?
- মৌলভী আহমদুল্লাহ
২৩) 1857 সালের বিপ্লবে কোন বিদ্রোহী ব্রিটিশদের সাথে যুদ্ধে গেরিলা যুদ্ধ পদ্ধতি ব্যবহার করেছিলেন?
- মৌলভী আহমদুল্লাহ
২৪) কে বলেছিলেন যে "সকল জনগণ এই ব্রিটিশ কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে"?
- আহমদুল্লাহ
২৫) 1857 সালের বিদ্রোহের সময়, ব্রিটিশরা কার সম্পর্কে বলেছিল যে "অদম্য সাহস এবং দৃঢ়তার গুণে পূর্ণ একজন মানুষ, তিনি বিদ্রোহীদের মধ্যে সেরা সৈনিক"?
- আহমদুল্লাহ
২৬) ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ফৈজাবাদ বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন?
- আহমেদুল্লাহ
২৭) ১৮৫৭ সালের বিদ্রোহের সময় কে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ এর প্রচার করেছিলেন?
- মৌলভী আহমদুল্লাহ
২৮) 1857 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়, কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ব্রিটিশ শাসন শীঘ্রই শেষ হয়ে হবে?
- মৌলভী আহমদুল্লাহ শাহ
২৯) 1857 সালের বিপ্লবের সময় কোন বিপ্লবীর ভয়ে ব্রিটিশরা তাকে জীবিত বা মৃত ধরার জন্য 50000 পুরস্কার ঘোষণা করেছিল?
- মৌলভী আহমদুল্লাহ
৩০) 1857 সালের বিপ্লবের সময় ব্রিটিশরা মৌলভী আহমদুল্লাহ শাহকে মৃত বা জীবিত ধরে দেওয়ার জন্য 50000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এই বিপ্লবে তিনি জিহাদের স্লোগান দিয়েছিলেন। এই কারণে পোয়ানের রাজা বিশ্বাসঘাতকতার জন্য মৌলভী আহমদুল্লাহ শাহ নিহত হন। এই পোয়ানের রাজার নাম কি ছিল?
- জগন্নাথ সিং
৩১) 1857 সালের বিদ্রোহের নেতা নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন, যিনি গেরিলা যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান কিন্তু পরে পোয়ানের রাজা জগন্নাথ সিং কর্তৃক বিশ্বাসঘাতকতার জন্য নিহত হন?
- মৌলভী আহমদুল্লাহ শাহ
৩২) 1857 সালের বিদ্রোহের নেতাদের মধ্যে কে 'ডঙ্কা শাহ ও নক্কর শাহ' নামে পরিচিত ছিলেন?
- মৌলভী আহমদুল্লাহ
৩৩) 1857 সালের বিপ্লবের সময় চিনহাটের যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা বিদ্রোহীর নাম কী?
-আহমদুল্লাহ শাহ
৩৪) 1857 খ্রিস্টাব্দের প্রত্যক্ষদর্শী বাবা সীতারাম কাকে বিদ্রোহের জন্য সর্বপ্রথম অপরাধী বলে মনে করেন ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছিলেন?
- বেইজাবাই
৩৫) জগদীশপুরের রাজা কে ছিলেন?
- কুনওয়ার সিং
(বিহারের সিংহ বলা হয়)
৩৬) 1857 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের মাদলা এলাকার রাজগড় থেকে বিদেশিদের বিরুদ্ধে কে বিদ্রোহ করেছিলেন?
- অবন্তী বাই লোধি
৩৭) সুফির ছদ্মবেশে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
- আলী নকী
(আলী নকী, বেগম হযরত মহলের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সুফির ছদ্মবেশে বিপ্লবের আদর্শ প্রচার করেছিলেন।)
৩৮) ১৮৫৭ সালের মহাবিদ্রোহে যোগদানকারী জগদীশপুরের বিদ্রোহী জমিদারের
নাম কি?
-
কুনওয়ার সিং
৩৯) 1857 সালের বিদ্রোহের সময় জগদীশপুরের (বিহারের) নেতা কে ছিলেন?
-
কুনওয়ার সিং
৪০) প্রথম কার নেতৃত্বে পাটনায় 1857 সালের বিদ্রোহ শুরু হয়?
- পীর আলী
(এরপর
পাটনার বিদ্রোহের নেতৃত্ব দেন যুবরাজ কুনওয়ার সিং)
৪১) কানপুরের যুদ্ধে কুনওয়ার সিং সিপাহী বিদ্রহের কোন প্রধান বিপ্লবীকে
সমর্থন করেছিলেন?
-
নানা সাহেব
৪২) কোন বিপ্লবী গুলিবিদ্ধ হওয়ার পর নিজের তরবারি দিয়ে নিজের হাত
কেটে মা গঙ্গাকে উৎসর্গ
করেছিলেন?
-
বীর কুনওয়ার সিং
৪৩) 1857 সালের বিপ্লবে বীর কুনওয়ার সিং কোন ব্রিটিশ অফিসারকে আরাহতে
পরাজিত করেছিলেন?
-
ক্যাপ্টেন ডানবার
৪৪) কুনওয়ার সিং বিহারের বাইরে কোথায় কোথায় তাঁর বিদ্রোহের পতাকা উত্তোলন
করেন?
-
মির্জাপুর, রেওয়া, বান্দ্রা তথা লখনউ পর্যন্ত
৪৫) বাবু কুনওয়ার সিং জগদীশপুরে লে ল্যান্ডের নেতৃত্বে থাকা ব্রিটিশ
বাহিনির কোন ধর্মের সেনাদেরকে পরাজিত
করেন?
-
শিখ
৪৬) বীর কুনওয়ার সিং এর ভাইয়ের নাম বলুন
-
বাবু অমর সিং
৪৭) বিহার থেকে 1857 সালের বিদ্রোহের নেতৃত্বদানকারী কুনওয়ার সিং কবে
মারা যান?
-
23 এপ্রিল 1858
৪৮) 1857 সালের বিদ্রোহের সময় বিহারের বাবু কুনওয়ার সিং কবে ব্রিটিশদের
বিরুদ্ধে শেষ যুদ্ধ করেছিলেন?
-
এপ্রিল 1858
৪৯) "সাহেব-ই-আলম বাহাদুর" কার উপাধি ছিল??
-
বখত খান
৫০) কোম্পানির পক্ষে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধে কে অংশগ্রহণ করেছিলেন যিনি পরবর্তীকালে সিপাহী বিদ্রোহে একজন বিশেষ নেতৃত্ব হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন?
- বখত খান
৫১) বিখ্যাত স্লোগান "মারো ফিরঙ্গি কো" কে দিয়েছিলেন?
- মঙ্গল পান্ডে
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মঙ্গল পান্ডে। মৌলভী আহমদুল্লাহ। কুনওয়ার সিং। অবন্তী বাই লোধি। সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ।