Type Here to Get Search Results !

সম্রাট শাহজাহান দ্বিতীয় পর্ব [ Shajahan and Mamataj]

 সম্রাট  শাহজাহান

Set by - Manas Adhikary

 

সম্রাট  শাহজাহান দ্বিতীয় পর্ব। Shahajahan Part –II

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  শাহজাহানএই পর্বে থাকছে শাহজাহান সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সম্রাট  শাহজাহান অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shahajahan MCQ

 

৬১) শাহজাহান কাকে গুন সমুদ্র উপাধি দেন?

- লাল খান

৬২) শাহজাহান কাকে কবি সম্রাট উপাধি দেন?

- আবু তালিব কালিম

৬৩) শাহজাহান তার রাজত্বকালে রাজকীয় সীলের দায়িত্ব কাকে দেন?

- মমতাজকে

৬৪) পিয়েত্রা দুরা অলংকরন পদ্ধতি কার সময়ে জনপ্রিয় হয়ে ওঠে?

- শাহজাহান (এটি শুরু হয় জাঙ্গীরের আমলে)

৬৫) কোন মুঘল সম্রাট ভকিল পদের বিলােপ ঘটান?

- শাহজাহান

৬৬) কোন মুঘল সম্রাটের আমলে মারাঠা দ্বন্ধের সুত্রপাত হয়?

- শাহজাহান

৬৭) শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্বনির্দশন কোনটি?

- ময়ূরসিংহাসন

৬৮) শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী?

- তাজমহল

৬৯) কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্নযুগ বলা হয়?

- শাহজাহান

৭০) দিল্লীতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দূর্গ লালকেল্লা নির্মান করেন?

- যমুনা

৭১) আগ্রার জামা মসজিদ কে নির্মান করেন?

- শাহজাহান

৭২) কোন মুঘল সম্রাট ‘The Prince of Builders" নামে পরিচিত?

- শাহজাহান

৭৩) শাহজাহানের পূর্বনাম কী ছিল?

- খুররম

৭৪) ধর্মাটের যুদ্ধ কবে হয়?

- ১৬৫৮ খ্রীস্টাব্দে

) শাহজাহন কবে কান্দাহার দখল করে?

- ১৬৩৮ খ্রীস্টাব্দে

৭৬) জমিনবস প্রথা কে প্রচলন করেন?

- শাহজাহান

৭৭) শাহজাহান কোথায় জন্মগ্রহন করেন?

- লাহােরে

৭৮) শাহজাহনের মাতার নাম কী?

- জগৎ গোঁসাই

৭৯) শাহজাহানের মন্ত্রীর নাম কী?

- আসফ খাঁ (খাজা আব্দুল মজিদ)

৮০) শাহজাহনের আমলে শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

- নাদির সমরকান্দি

৮১) ময়ূর সিংহাসনের প্রকৃত নাম কী?

- তখত--তাউস

৮২) শাহজাহান ময়ূর সিংহাসন কোথায় স্থাপন করেন?

- দেওয়ান--আম এর মধ্যস্থলে ?

 ৮৪) শাহজাহানের মেবারের রানা কবে সন্ধি করেন?

- ১৬১৫ সালে

৮৫) কবে এই সন্ধি চুক্তি লঙ্ঘিত হয়?

- ১৬৫৩- ১৬৫৪

৮৬) শাহজাহানের সময় মেবারের রানা কে কারা ছিলেন?

- করন সিংহ, রাজসিংহ

৮৭) শাহজাহান তাঁর কোন পুত্রকে বাহাদুর উপাধি দেন?

- আরওজেবকে

৮৮) শাহজাহান গুন সমুদ্র উপাধি কাকে দেন?

- তানসেনের জামাতা লাল খানকে

৮৯) শাহজাহানের রাজধানী প্রথমে কোথায় ছিল?

- আগ্রাতে

৯০) কোন শিখগুরুর সাথে শাহজাহান সংঘাতে জড়িয়ে পড়েন?

- গুরু হরগােবিন্দ

৯১) কোন কোন গ্রন্থ থেকে শাহজাহনের আমলে দাক্ষিনাত্যের দুর্ভিক্ষ সম্পর্কে জানা যায়?

- পিটার মুন্ডির রচনা থেকে এছাড়াও হামিদ লাহােরির পাদশাহনামা থেকে

৯২) বন্দীদশায় শাহজাহানের নিত্যসঙ্গী কে ছিলেন?

- শাহজাহান কন্যা জাহানারা বেগম

৯৩) কার নেতৃত্বে শাহজাহান পতুগিজদের দমন করেন?

- কাশেম আলি খান

৯৪) বালখ বাকশান অভিযানে প্রথমে শাহজাহান কার নেতৃত্বে সেনাবাহিনী প্রেরন করেন?

- মুরাদ আলিমর্দান

৯৫) Travel in Mugul Empire" - গ্রন্থটি কে রচনা করেন?

- বার্নিয়ে

৯৫) "Travel in Mugul Empire" - গ্রন্থটি কে রচনা করেন?

- বানিয়ে

 ৯৬) "Storio do Mogor"- গ্রন্থটি কে রচনা করেন?

- নিকোলাই কন্টি

৯৭) পতুগীজদের দমন করার জন্য শাহজাহান কোন বিদেশীকে নিয়ােগ করেন?


৯৮) শাহজাহান কার কাছে লালিত পালিত হয়েছিলেন?

- আকবরের নিঃসন্তনা পত্নী রকেয়া বেগম

৯৯) শাহজাহানের সভাকবিদের নাম লিখুন?

- জগন্নাথ পন্ডিত আবুতালিম কালিম

১০০) ফ্রানস থেকে কোন কোন বিদেশী পর্যটক শাহজাহানের রাজসভায় আসেন?

- ভার্নিয়ার বার্নিয়ে

১০১) শাহজাহান আগ্রা দিল্লীর প্রাসাদ তৈরী করতে কোন ধরনের মার্বেন ব্যবহার করেন?

- সাদা মার্বেল

১০২) কর্তার পুরের যুদ্ধ কবে হয়?

- ১৬৩৪ সালে

১০৩) শাহজাহানের রাজসভার পন্ডিত জগন্নাথ রচিত উল্লেখজোগ্য কাব্যগ্রন্থের নাম কর?

- গঙ্গাধর গঙ্গলাহােরী

১০৪) খুররমকে জাহাঙ্গীর কিজন্য শাহজাহান উপাধি দেন?

- আহম্মদনগর জয় করার জন্য

১০৫) জাহাঙ্গীরে মৃত্যুর পর পরবর্তী সমাট হিসাবে শাহরিয়ার অভিষেক কোন দূর্গে হয়?

- লাহাের

১০৬) জাহাঙ্গিরের মৃত্যুর পর দাওর বক্সকেবাদশা’ বলে কে ঘােষনা করেন?

- আসভ খা

১০৭) শাহজাহান কাকে উজির পদে নিয়ােগ করেন?

- আসভ খা

১০৮) নাদির সমরকান্দি কে ছিলেন?

- শাহজানের আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী

১০৯) শাহজাহান মক্কায় হজ যাত্রীদের যাত্রার সুবন্দোবস্থের জন্য কোন কর্মচারীদের পদের নিয়ােগ ঘটান?

-মীর হজ

১১০) শাহজাহন কত বছর কারাগারে বন্দি ছিলেন?

- বছর

১১১) সুখসেন কার রাজসভা অলঙ্কৃত করতেন?

- শাহজাহান

 

শাহজাহান প্রথম পর্ব >>>>

শাহজাহান তৃতীয় পর্ব>>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad