Type Here to Get Search Results !

শাহজাহান তৃতীয় পর্ব [Sajahan]

 

 সম্রাট  শাহজাহান

Set by - Manas Adhikary

 

সম্রাট  শাহজাহান তৃতীয় পর্ব। Shahajahan Part –III

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  শাহজাহানএই পর্বে থাকছে শাহজাহান সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সম্রাট  শাহজাহান অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shahajahan MCQ

 

১১২) 1628 সালে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান কোথায় সিংহাসনে আরোহণ করেন?

-  আগ্রা

১১৩) জাহাঙ্গীর কাকে বেদৌলত (সৌভাগ্যবান) বলেছেন?

- শাহজাহান

১১৪) কোন মুঘল শাসকের পত্নীদের মধ্যে  হিন্দুরমনী ছিলেন না?

- শাহজাহান

১১৫) মনসবের যোগ্য না হওয়া পর্যন্ত শাহজাহান তার ছেলেদেরকে প্রতিদিন কত টাকা দিতেন?

- 500

১১৬) শাহজাহান কাকে 'মালিকা-ই-জামানি' উপাধিতে ভূষিত করেন?

- আর্জুমান্দ বানু বেগম

১১৭) শাহজাহান কাকে 'শাহ-ই-বুলন্দ-ইকবাল' উপাধি দিয়েছিলেন?

- দারাশিকো

১১৮) শাহজাহানের কোন কন্যা  'মাখকরি' নামে নিয়ে কবিতা লিখতেন?

- জাহানারা

১১৯) কোন মুঘল সম্রাট 'সিজদা' নামক পারস্য প্রথা বাতিল করেন?

- শাহজাহান

১২০) শাহজাহান চন্দ্রভানু নামক হিন্দুব্রাহ্মণকে কোন পদে নিযুক্ত করেন?

- মীর -ই - মুন্সী

১২১) শাহজাহান রাজদরবারে কবে বিচার করতেন?

-  বুধবার

(আকবর- বৃহস্পতিবার

জাহাঙ্গীর- মঙ্গলবার

আওরঙ্গজেব - বুধবার )

১২২) শাহজাহানের উজির কে ছিলেন?

- আসফ খান।

(বাবর---নিজামুদ্দিন খলিফা

হুমায়ুন --- উওয়াইস মোহম্মদ

জাহাঙ্গীর- শরীফ খান)

১২৩) কোন মুঘল সম্রাট পাগড়িতে সম্রাটের প্রতিকৃতি লাগাতে বারন করেছিলেন?

- শাহজাহান

১২৪) কোন মুঘল সম্রাট টিকা দেওয়ার প্রথা বন্ধ করে দিয়েছিলেন?

- শাহজাহান

১২৫) কোন মুঘল সম্রাটের মুঘল সাম্রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রদেশ বর্তমান ছিল?

- শাহজাহান

১২৬) একটি পরগণায় দুই বা ততোধিক কানুনগো নিয়োগের সূচনা করেন কে?

- শাহজাহান

(আওরঙ্গজেব এই প্রথা বন্ধ করে দেন)

১২৭) জবাতি প্রথা বন্ধ  করে দিয়ে শাহজাহান তার সাম্রাজ্যের কত অংশ চুক্তিতে দিয়েছিলেন?

- 7/10 (মতান্তরে 7/8)

১২৮) মুঘল আমলে 'ভকিল' পদ  বিলুপ্ত করেন কোন মুগল সম্রাট?

- শাহজাহান

১২৯) কোন মুঘল শাসককে কৃষকদের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়?

- শাহজাহান

১৩০) কে  রাজদরবারের মধ্যেই শাহজাহানকে হত্যার ব্যর্থ চেষ্টা করেছিলেন?

- যশরূপ মাঠিয়া

১৩১) কার বিরুদ্ধে যুদ্ধের জন্য শাহজাহান প্রথমে মির্জা রাজা জয় সিংকে পাঠান?

- মহাবনের জাটদের বিরুদ্ধে

১৩২) শাহজাহানের শাসনামলে কোন রাজ্যটি মুঘল সাম্রাজ্যের সাথে একীভূত হয়?

- আহমেদনগর

১৩৩) শাহজাহান কর্তৃক আহমদনগর বিজয়ের সময় মুঘলদের সেনাপতি কে ছিলেন?

- ফতেহ খান

(আহমদনগর 1633 সালে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত হয়েছিল।)

১৩৪) 1637 খ্রিস্টাব্দে শাহজাহান  জয় সিংকে 'মির্জা রাজা' উপাধি দিয়ে  শাহসুজার সাথে কোন অভিযানে পাঠান?

- কান্দাহার অভিযান

১৩৫) আফগান অভিজাত খান জাহান লোদি কার শাসনামলে বিদ্রোহ করেন এবং পরাজিত হন?

- শাহজাহান

১৩৬) পর্তুগিজদের বিরুদ্ধে শাহজাহান কোন শহর অবরোধ করেছিলেন?

- হুগলি

১৩৭) কোটা রাজ্য কোন মুঘল শাসকের সময়ে প্রতিষ্ঠিত হয়?

- শাহজাহান

(1631 সালে বুন্দির রতন সিংহের মৃত্যুর পর, মাধো সিং আলাদাভাবে কোটার শাসক হিসাবে আসন গ্রহণ করেছিলেন)

১৩৮) শাহজাহান কর্তৃক শাহসুজার বিরুদ্ধে প্রেরিত মুঘল বাহিনীর সেনাপতি কে ছিলেন?

- মির্জা রাজা জয়সিংহ

১৩৯) মেবারের কোন শাসকের সময়, মুঘল সম্রাট শাহজাহান প্রতাপগড়ের জায়গির মেবার থেকে আলাদা করে দিয়েছিলেন?

- মহারানা জগৎ সিং

১৪০) কোন মুঘল শাসকের জাহাজের নাম 'শাহী ও গুঞ্জাওয়ার'?

- শাহজাহান

(আওরঙ্গজেবের জাহাজের নাম 'গঞ্জ-ই-সাওয়াই')

১৪১) মালবের অন্তর্গত খাতাখেদির কোন ভীলনেতা শাহজাহানের সময় বিদ্রোহ ঘোষণা করেছিলেন?

- যশরূপ মাথিয়া

(মালবের সুবেদার নাসিরি খান এই বিদ্রোহ দমন করেছিলেন।)

১৪২) কার রাজত্বকালে মুঘল ও মারাঠাদের মধ্যে লড়াই শুরু হয়?

- শাহজাহান

১৪৩) কোন মুঘল সম্রাট কাশ্মীরে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করেছিলেন?

- শাহজাহান

১৪৪) কোন শিক্ষার জন্য শাহজাহান বেশি জোর দেন এবং ঐ শিক্ষার প্রসারের জন্য তিনি দারুল-উল-বারকা নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?

- উচ্চ শিক্ষা

১৪৫) শাহজাহানের রাজত্বকালে দাক্ষিণাত্যে গুরুত্বপূর্ণ ভূমি রাজস্ব সংস্কারের দায়িত্ব পালনকারী অফিসার কে ছিলেন?

- মুর্শিদকুলী খান

১৪৬) শাহজাহান তার পুত্র দারাশিকোকে সংস্কৃত শেখানোর জন্য কাকে নিযুক্ত করেছিলেন?

- জগন্নাথ পণ্ডিতরাজ

১৪৭) ইরানী কবিদের বিশেষ পোষক ছিলেন বলে কোন কবিকে 'শাহজাহানের সময়ের আব্দুর রহিম খানখানা' বলা হত?

- জাফর খান

১৪৮) কোন মুঘল সম্রাটের শাসনামলে 'কসিদা (প্রশংসার সংগীত)' কবিতার একটি নতুন শৈলী গড়ে ওঠে?

- শাহজাহান

১৪৯) 'শাহজাহানামা' নামক রচনাটি কার?

- ইনায়েত খানের।

১৫০) আবদুল হামিদ লাহোরি শাহজাহানের রাজত্বের প্রথম দুই দশকে (1627-47) বাদশাহনামায় প্রথম ও দ্বিতীয় দফতর লিখেছিলেন, এই খণ্ডগুলিকে পরে শাহজাহানের কোন উজির সংস্করন করেছিলেন?

- সাদুল্লাহ খান

  

শাহজাহান দ্বিতীয় পর্ব >>>>

শাহজাহান চতুর্থ পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad