Type Here to Get Search Results !

শাহজাহান চতুর্থ পর্ব [Shahajahan]

 

 সম্রাট  শাহজাহান

Set by - Manas Adhikary

 

সম্রাট  শাহজাহান চতুর্থ পর্ব। Shahajahan Part –IV

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  শাহজাহানএই পর্বে থাকছে শাহজাহান সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সম্রাট  শাহজাহান অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shahajahan MCQ

 

 

১৫১) কোন মুঘল শাসকের সময়ে উপনিষদগুলিকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল?

- শাহজাহানের সময়

১৫২) শাহজাহান কার গানে এতটাই মগ্ন ছিলেন যে তিনি   আদেশনামা না পড়ে তাতে স্বাক্ষর করে দেন এবং যখন এটি জানাজানি হয়ে যায়, শাহজাহান তাকে শাস্তিস্বরূপ রাজদরবারের আসন থেকে সরিয়ে দেন?

- খুশিলাল খান

১৫৩) কোন মুঘল সম্রাটের  দরবারে  বংশীধর মিশ্র ও হরিনারায়ণ মিশ্র নামের দুই সংস্কৃত কবি উপস্থিত ছিলেন?

- শাহজাহান

১৫৪) শাহজাহানের আমলে প্রথম কোন হিন্দু কবি আবুল ফজল শৈলীর সমন্বয়ে একটি নতুন শৈলী উপস্থাপন করেছিলেন?

- চন্দ্রভানু

১৫৫) কার রাজত্বকালে চন্দ্রভানু নামক হিন্দু ব্রাহ্মণ 'চার চমন' (চার উদ্যান) গ্রন্থ রচনা করেন?

- শাহজাহান

১৫৬) শাহজাহান কাকে 'মহাকবিরায়' উপাধিতে ভূষিত করেন?

- সুন্দর

(1059 সুন্দরের রচনাগুলি হল বারহামাসা এবং সিংহাসন বাত্তিসি।)

১৫৭) শাহজাহানের সময় কে বীজগণিতকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেন?

- আব্দুর রশিদ

১৫৮) শাহজাহানের সময়ে চিত্রকলা বিভাগের প্রধান কে ছিলেন?

- ফকিরুল্লাহ

১৫৯) শাহজাহান লাল খানকে 'গুণ সমুদ্র' উপাধিতে ভূষিত করেছিলেন। এই লাল খাঁ এর জীবিকা কি ছিল?

- সঙ্গীতবিশারদ

১৬০) শাহজাহানের শাসনামলে 'চিহিল সুতুন' এবং 40 স্তম্ভ বিশিষ্ট সভাকক্ষের কী নাম ছিল?

- দিওয়ানে আম ও  দিওয়ানে খাস

১৬১) ময়ূর সিংহাসন শাহজাহান নির্মাণ করেছিলেন, এর প্রধান শিল্পী ছিলেন?

- বে-বাদল খান

১৬২) শাহজাহান কাকে 'বে-বাদল-খান' উপাধি দিয়েছিলেন?

- সাইদাই গিলানি

১৬৩) শাহজাহানের শাসনামলে কোথা থেকে  গোপন আদেশগুলি জারি করা হত?

- শাহবুর্জ থেকে

১৬৪) কাবুলে যেখানে বাবরকে সমাহিত করা হয়েছিল সেখানে কে একটি সুন্দর মসজিদ তৈরি করেছিলেন?

- শাহজাহান

১৬৫) শাহজাহান কি কি নির্মাণ করেন?

"মাত জা রেশমা দিওয়ানি"

মা-ময়ূর সিংহাসন

ত-- তাজমহল

জা - • জামে মসজিদ

রে- রেশমা বাগ

শ- শাহজাহান বাগ

মা- মতি মসজিদ

দিওয়ানি - দিওয়ান-এ- আম, দিওয়ান-এ- খাস

১৬৬) জাহাঙ্গীরের রাজত্বের শেষার্ধে এবং শাহজাহানের রাজত্বের প্রথমার্ধে  দিল্লিতে কোন সমাধি নির্মিত হয়েছিল, যেটিকে 'হুমায়ুনের সমাধির প্রতিরূপ' বলা হয়?

- খান-ই-খানার সমাধি

১৬৭) কোন মুঘল শাসক 'প্রিন্স অফ বিল্ডার্স' নামে পরিচিত?

- শাহজাহান

১৬৮) চশমা-ই-শাহী কে কোথায় নির্মান করেন?

- শাহজাহান, কাশ্মীরে

১৬৯) নিশাত বাগ কে কোথায় নির্মান করেন?

- শাহজাহান, কাশ্মীরে

[বাবর ---- নূর-ই-আফসান এবং আরম বাগ (আগ্রা)

জাহাঙ্গীর ----- শালিমার বাগ (কাশ্মীর)

জাহাঙ্গীর ----- দিলকুশা বাগ (লাহোর) ]

১৭০) শাহজাহান তার কন্যা জাহানারার সম্মানে কোন ভবনটি নির্মাণ করেছিলেন?

- মোতি মসজিদ

(আগ্রা দুর্গে)

১৭১) তাজমহলের স্থপতিকার ওস্তাদ আহমদ লাহোরিকে কে 'নাদির উল অস্ত্র' উপাধি প্রদান করেন?

- শাহজাহান

১৭২) শাহজাহানের কন্যা জাহানারা বেগম কোন দুর্গের পাশে 5 লক্ষ টাকা ব্যয়ে জনসাধারণের ব্যবহারের জন্য একটি বিশাল মসজিদ নির্মাণ করেন?

- আগ্রা ফোর্ট

১৭৩) ঐতিহাসিকগন কোন মুঘল সম্রাটকে   'সাম্রাজ্য ও ধর্মের কর্মশালার স্থপতি' বলে বর্ণনা করেছেন?

- শাহজাহান

১৭৪) ভারতের মুসলিম স্থাপত্যে নৌকদার মেহরাবো (নয়টা খিলানের ব্যবহার)  প্রথম কোথায় ব্যবহৃত হয়?

- শাহজাহানের ভবনে

১৭৫) লাহোরে 'শালিমার বাগ' কে নির্মাণ করেন?

- শাহজাহান

১৭৬) শাহজাহানের নির্মিত ভবনগুলোর মধ্যে সবচেয়ে অলঙ্কৃত ভবন কোনটি?

- দিওয়ানে খাস

১৭৭) শাহজাহান রানীখাল (রানী নহর) কতদূর পর্যন্ত নির্মাণ করেছিলেন?

- লাহোর

১৭৮) শাহজাহানের ধর্মীয় নীতিকে মোটামুটিভাবে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়।প্রথম পর্যায়ে তাকে একজন কট্টর মুসলিম শাসক বলে মনে হয়।পরবর্তীতে কার প্রভাবে তিনি ধর্মীয় মনোভাবের পরিবর্তন ঘটান?

- দারা শিকোহ এবং  জাহানারা

১৭৯) বার্নিয়ে কোন মুঘল শাসকের আমলে ভারতে আসেন?

- শাহজাহান

১৮০) কার সম্পর্কে ভার্নিয়ার বলেছেন যে 'তিনি তার সন্তানদের উপর পিতার মতো শাসন করেন।'

- শাহজাহান

১৮১) বিদেশী ভ্রমণকারী বার্নিয়ে মুঘল গৃহযুদ্ধ এবং উত্তরাধিকার যুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন,বার্নিয়ে শাহজাহানের মৃত্যুর সময় কোথায় ছিলেন?

- মাচ্ছুলিপত্তনম

১৮২) কোন মুঘল সম্রাট লিখেছেন যে 'হিন্দু সর্বদা প্রশংসনীয় কারণ সে তারা পরিবারের মৃতব্যক্তিদের জল দান করে এবং  আমার পুত্র একজন বিস্ময়কর মুসলমান, কারণ আমি জীবিত অবস্থায় জলের অভাবে কষ্ট পাচ্ছি।'

- শাহজাহান

১৮৩) কোন গ্রন্থ থেকে শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের সর্বোত্তম বিবরণ পাওয়া যায়?

- জাফরনামা-ই-আলমগিরি

(আকিল খান রজি তার জাফরনামা-ই-আলমগিরি গ্রন্থে 50টি উত্তরাধিকার যুদ্ধের বিস্তারিত বিবরণ দিয়েছেন।)

১৮৪) কোন ফরাসি পর্যটক সম্রাট শাহজাহানের দরবারে এসেছিলেন এবং তখত-ই-তাউসের (ময়ূর সিংহাসন) বিস্তারিত বর্ণনা রেখে গিয়েছিলেন?

- জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার

(মুঘল আমলের একজন ফরাসি গহনাবিদ এবং পর্যটক ছিলেন জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার)

১৮৫) শাহজাহানের রাজত্বকালে বাংলার কোন নবাব ₹3000 বার্ষিক করের বিনিময়ে ইংরেজদের বাংলায় অবাধে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন?

- শাহসুজা

১৮৬) কোন মুঘল সম্রাট সুল-ই-কুল নীতি গ্রহণ করেছিলেন

- আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান

১৮৭) শাহজাহান কারারুদ্ধ হলে চিঠিপত্রে আওরঙ্গজেবকে কে  ডাকাত বলে উল্লেখ করেছিলেন?

- শাহজাহান নিজেই

১৮৮) শাহজাহানের শাসনামল সম্পর্কে কে বলেছেন 'আকবরের আমলে যে পরগনাগুলো থেকে তিন লাখ টাকা আয় হতো, শাহজাহনের সময় সেগুলো থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়।'

- রাই ভরমল

(লাব-আত-তাওয়ারীখের লেখক ছিলেন ভারমাল।)

১৮৯) শাহজাহানের সময়কে কে 'মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ' বলে অভিহিত করেন?

- এস আর শর্মা

১৯০) 'শাহজাহান 31 বছর রাজত্ব করেছিলেন, এই সময়ে মুঘল সাম্রাজ্য প্রতিপত্তি ও সম্পদের শীর্ষে পৌঁছেছিল' - কার উক্তি এটি?

- রিচার্ড বাইর্ন

১৯১) শাহজাহানের সবচেয়ে বড় সমালোচক  ছিলেন কোন ঐতিহাসিক?

- স্মিথ

১৯২) শাহজাহানের মরনোত্তর উপাধি কি ছিল?

- আলা হযরত ফিরদৌস আশিয়ানী

(বাবর- ফিরদৌস মাকানি

হুমায়ুন- জান্নাত আশিয়ানী

আকবর- আরশ আশিয়ানী

জাহাঙ্গীর- জান্নাত মাকানি

আওরঙ্গজেব-  খুলদ মাকান

বাহাদুর শাহ প্রথম - খুলদ মঞ্জিল)

  

শাহজাহান তৃতীয় পর্ব>>>>

শাহজাহান পঞ্চম পর্ব>>>>

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান--খাস। সিয়াহি কালাম। নাহার--ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা--জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad