Type Here to Get Search Results !

জাহাঙ্গির পঞ্চম পর্ব [Jahangira]

 

জাহাঙ্গীর

set by - Manas Adhikary 


সম্রাট  জাহাঙ্গির পঞ্চম পর্ব| Jahangir Part-V

জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  জাহাঙ্গির থেকে প্রশ্নোত্তর। এই পর্বে থাকছে জাহাঙ্গির সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।


জাহাঙ্গির সাম্পকিত প্রশ্নোত্তর। Jahangir MCQ

 

২০১) জাহাঙ্গীর সপ্তাহে দিন পশু হত্যার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই দুটি দিন কি কি ছিল? 

-বৃহস্পতিবার রবিবার

 (বৃহস্পতিবার জাহাঙ্গীরের রাজ্যাভিষেকের দিবস এবং রবিবার আকবরের জন্মদিন)

২০২) মেবারের কোন ব্যক্তিকে জাহাঙ্গীর রানা উপাধি দিয়ে চিতোরে নিযুক্ত করেছিলেন?

- সাগর

২০৩) অমরসিংহ কোথায় বন্ধুত্বের দূত হিসেবে জাহাঙ্গীরের কাছে সুভকরণ হরিদাসকে পাঠান?

-আজমির 

২০৪) জাহাঙ্গীর আগ্রার প্রাসাদের বাগানে কার মার্বেল মূর্তি স্থাপন করেছিলেন?

- অমর সিং,  করণ সিং

২০৫) নূরজাহানের প্রথম স্বামী কে ছিলেন?

-আলী কুলি ইস্তাজলু

২০৬) জাহাঙ্গীরের মুদ্রায় নূরজাহানের কোন সরকারি উপাধিটী অঙ্কিত ছিল?

-বাদশা বেগম

২০৭) খসরুর বিরুদ্ধে অভিযানের সাফল্যের জন্য জাহাঙ্গীর কাকেমুর্তজা খানউপাধি দেন?

-শেখ ফরিদ

২০৮) মেহরুন্নিসার সাথে কোন মুঘল শাসকের বিয়ে হয়েছিল?

-জাহাঙ্গীর  

২০৯) মেহেরুন্নিসা  নূরজাহাননামটি দিয়ে  ইতিহাসে বিখ্যাত। কবে জাহাঙ্গীর তাকে উপাধি দিয়েছিলেন?

 -মার্চ 1616

২১০) যুবরাজ সেলিম হিসেবে  জাহাঙ্গীর কোন স্থানে তার স্বতন্ত্র চিত্রকলার শৈলী স্থাপন করেন?

-এলাহাবাদ

২১১) জাহাঙ্গীরের সমকালীন শ্রেষ্ঠ কবি কেশবদাস কার দরবারে ছিলেন?

-বীর সিং বুন্দেলা

২১২)  তুজুক--জাহাঙ্গিরি  নামক গ্রন্থের প্রচ্ছদের ছবি  কোন চিত্রশিল্পী অঙ্কিত করেন?

-আবুল হাসান

২১৩) জাহাঙ্গীরের আমলে কোন চিত্রকলার বিকাশ ঘটেছিল?  

-মানুষ, পশু এবং পাখি   

২১৪) কোন হিন্দু চিত্রশিল্পীকে জাহাঙ্গীর ইরানের শাহ প্রথম আব্বাস-এর ছায়াচিত্র অঙ্কন করার  জন্য পাঠিয়েছিলেন?

-বিসনদাস

২১৫) জাহাঙ্গীরের রাজসভার কোন চিত্রশিল্পী 'শিকারের চিত্রকর্মে' ওস্তাদ ছিলেন।

-মনোহর

 (মনোহরের প্রধান দুটি চিত্র হল 'জাহাঙ্গীরের একটি সিংহ শিকার' ও 'কালো হরিন')

২১৬) আকবরের শুরু করা মনসবদারী ব্যবস্থায় জাহাঙ্গীর  দো - আসপা এবং সিহ-আসপায় কাকে প্রথমে এই পদে নিয়োগ করেন?

-মহব্বত খান

২১৭) কার সময় থেকে বিশেষ ফরমান জারি করে সম্রাটের হাতের তালু ছাপকে শীল হিসাবে ব্যবহার করার প্রথা শুরু হয়েছিল?

-জাহাঙ্গীর

২১৮) মুঘল আমলে প্রথম কে মারাঠাদের ওমরাহ শ্রেণীতে অন্তর্ভুক্ত করেন?

-জাহাঙ্গীর 

২১৯) কোন মুঘল সম্রাট শ্রীকান্ত নামে একজন হিন্দুকে হিন্দুদের মামলার বিচারের জন্য বিচারক হিসাবে নিযুক্ত করেছিলেন?

-জাহাঙ্গীর

২২০) জাহাঙ্গীর আগ্রা ফোর্টের শাহ বুর্জে ৩০ গজ লম্বা শৃঙ্খল ন্যায় ব্যবস্থা চালু করেন। এতে কতগুলি ঘণ্টা লেগেছিল?

-60

২২১) জাহাঙ্গীর ‘ন্যায় কি শৃঙ্খল লাগিয়েছিলেন, সেটি কোন ধাতুর তৈরি ছিল?

-স্বর্ণ

২২২) রাজস্থানে জাহাঙ্গীরমহল কোথায় অবস্থিত?

-পুষ্কর

২২৩) জাহাঙ্গীর কাকে ‘মসিন-উজ-জামান উপাধিতে ভূষিত করেন?

-হাকিমচন্দ্র 

২২৪) প্রকৃতপক্ষে, অশোকই প্রথম শাসক যিনি মানব ও পশুচিকিত্সা চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, মধ্যযুগীয় সময়ে কোন শাসক  এই কাজটি করেছিলেন? 

-ফিরোজ তুঘলক ও জাহাঙ্গীর

২২৫) কোন মুঘল শাসক আদেশ দিয়েছিলেন যে কেউ তার পোশাক অনুকরণ করবে না?

-জাহাঙ্গীর

২২৬) খসরুকে সাহায্য করার অপরাধে নূরজাহানের কোন ভাইকে জাহাঙ্গীর হত্যা করেছিল?

-মুহাম্মদ শরীফ

 (মুহাম্মদ শরীফ ছিলেন নূরজাহানের বড় ভাই।)

২২৭)  ‘মীরেসামা নামের প্রশাসনিক পদটি মুঘলদের উপহার। কোন মুঘল সম্রাট এই পদটিকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন?

-জাহাঙ্গীর

২২৮) কোন মুঘল সম্রাটের সুন্নত হয় নি?

- সম্রাট জাহাঙ্গীর (টমাস রো মতানুসারে)

২২৯) জাহাঙ্গীর এর প্রধান মন্ত্রি (উজির) কে ছিলেন?

-  শরীফ খান

(বাবর---নিজামুদ্দিন খলিফা

শাহজাহান --- আসফ খান

হুমায়ুন --- উওয়াইস মোহাম্মদ)

২৩০) জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গিরি ফার্সি ভাষায় লেখা। জাহাঙ্গীরের মৃত্যুর পর তুজুক-ই-জাহাঙ্গিরির রচনা অসম্পূর্ণ থেকে গেলে কে শেষ করেন? 

-মতি বিন্দ খান

২৩১) কোন ইউরোপীয় ব্যক্তির দ্বারা ইউরোপের কিছু ছবি দেখানোর পর জাহাঙ্গীর ইউরোপীয় শিল্পশৈলীর বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে আগ্রহী হন?

- টমাস রো

২৩২) কোথায় জাহাঙ্গীরের সাথে টমাস রো এর সাক্ষাত হয়?

- আজমির

২৩৩) জাহাঙ্গীরকে নাস্তিক বলে ঘোষণা করেছেন কে?

- থমাস রো

২৩৪) জাহাঙ্গীরের সময়ে প্রথম কোন ইংরেজ ক্যাপ্টেন এসেছিলেন?

- হকিন্স

২৩৫) ক্যাপ্টেন হকিন্স 1608 সালে কোন ব্রিটিশ সম্রাটের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আসেন?

- জেমস প্রথম

২৩৬) ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের সাথে কোন ভাষায় কথা বলেছিলেন?

- তুর্কি ভাষায়

২৩৭) জাহাঙ্গীরের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন কোন পর্যটক?

-স্যার টমাস রো

২৩৮) ব্রিটিশরা কার অনুমতি নিয়ে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল..?

- জাহাঙ্গীর

২৩৯) 1613 সালে, জাহাঙ্গীর কোন ব্রিটিশ ক্যাপ্টেনকে সুরাটে একটি বাণিজ্য চৌকি স্থাপনের অনুমতি দেন?

- টমাস অল্ডওয়ার্থ

২৪০) কোন কলা বিশেষজ্ঞ জাহাঙ্গীরকে 'মুঘল চিত্রকলার প্রাণ' বলেছেন?

- পার্সি ব্রাউন

'২৪১) জাহাঙ্গীরের ইতিহাস খুররামের বিজয়ের ইতিহাস' - কার বক্তব্য এটি

- ডাঃ বেনারসি প্রসাদ সাক্সেনা

২৪২) আকবরের মৃত্যুর জন্য জাহাঙ্গীরকে দায়ী করেন কে?

- এডওয়ার্ড টেরি

২৪৩)জাহাঙ্গীরের মৃত্যুতে মুঘল চিত্রকলার আত্মাও চলে যায় – উক্তিটী কার?

-পার্সি ব্রাউন 

২৪৪) '2 বছরে জাহাঙ্গীরের শাসনের অবসান ঘটবে'-  এই  ভবিষ্যদ্বাণী কে করেছিলেন?

- জৈন আচার্য মানসিংহ

২৪৫) 'শিষ্যের কখনই অন্য কোন ধর্মের উপর নিজের ধর্মকে চাপিয়ে দেওয়া উচিত নয়, তার উচিত সমস্ত ধর্মের সাথে সম্প্রীতির পথ অনুসরণ করা, তার নিজের হাতে কোনও জীবন্ত প্রাণীকে হত্যা করা উচিত নয় এবং যুদ্ধ শিকারের সময় ছাড়া অন্য কোন সময়ে অস্ত্র নিজের কাছে রাখা উচিত নয়।' - উক্তিটি কার?

- জাহাঙ্গীর

 

 

জাহাঙ্গির চতুর্থ  পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad