Type Here to Get Search Results !

ঔরঙ্গজেব ষষ্ঠ পর্ব [Aurangojeb]

 

ঔরঙ্গজেব

Set by- Manas Adhikary

সম্রাট  ঔরঙ্গজেব ষষ্ঠ পর্ব | Aurangazeb Part-VI.

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে ঔরঙ্গজেব সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Aurangazeb MCQ

 

 

২৫১) 1687 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব কাকে দাক্ষিণাত্যে জিজিয়ার আমীন করেছিলেন?

-আব্দুল করিম

(শাহজাহানের ধর্মগুরু ছিলেন সৈয়দ মোহাম্মদ কানোজির পুত্র ছিলেন আব্দুল করিম।)

২৫২) আওরঙ্গজেব কর্তৃক আরোপিত জিজিয়া কর কে বাতিল করেন?

-বাহাদুর শাহ প্রথম

২৫৩) কোন মুঘল সম্রাট একটি আদেশ জারি করেছিলেন যে 'যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি দরবারে উপস্থিত হন, তখন তার লাল পোশাক বা শরিয়াতে নিষিদ্ধ অন্যান্য রং এর পোশাক পরিধান করা উচিত নয়'?

-আওরঙ্গজেব

২৫৪) কোন মুঘল শাসক সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য রাজকীয় আদেশনামা জারি করেন?

-ওরঙ্গজেব

২৫৫) একটি পরগণায় দুই বা ততোধিক কানুনগো নিয়োগের সূচনা করেন কে?

-শাহজাহান

(আওরঙ্গজেব এটি বন্ধ করে দেন।)

২৫৬) কোন মুঘল শাসকের আমলে 'চটগ্রাম' এর নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখা হয়?

-আওরঙ্গজেব

২৫৭) কোন মুঘল শাসকের আমলে সরকারী চাকুরীতে অধিকাংশ অমুসলিম নিয়োগ করা হয়েছিল?

-আওরঙ্গজেব

২৫৮) 'মীর মোহাম্মদ হাকিম' কোন মুঘল সম্রাটের  গুরু ছিলেন?

-আওরঙ্গজেব

২৫৯) আওরঙ্গজেবের প্রথম আতালিক (শিক্ষক) কে ছিলেন?

-আব্দুল লতিফ সুলতানপুরী

২৬০) মুঘল শিক্ষার পাঠ্যক্রম পুস্তক সম্পর্কে তথ্য 'খুলসাত উল মক্তবে' পাওয়া যায়, এই গ্রন্থটি কার আমলে রচিত হয়েছিল?

-আওরঙ্গজেব

২৬১) মহাভারত থেকে আওরঙ্গজেবের রাজত্বকাল পর্যন্ত ইতিহাস কোন গ্রন্থে পাওয়া যায়?

-খুলসাত-উত-তাবারীখ (খুলাসাত-উত-তাওয়ারীখ রচনা করেন  সুজন রায় ভান্ডারী)

২৬২) আওরঙ্গজেবের আমলে রচিত আলমগীরনামা নামক গ্রন্থের রচনাকার কে ছিলেন?

- মির্জা মুহাম্মদ কাজিম

২৬৩) আওরঙ্গজেবের আমলে রচিত ফুতুহাত- -আলমগিরি নামক গ্রন্থের রচনাকার কে ছিলেন?

-ঈশ্বরদাস নগর

২৬৪) আওরঙ্গজেবের আমলে রচিত খুলাসাত-উত-তাওয়ারীখ নামক গ্রন্থের রচনাকার কে ছিলেন?

- সুজন রায় ভান্ডারী

২৬৫) আওরঙ্গজেবের আমলে রচিত রেসিপি--দিলখুশা নামক গ্রন্থের রচনাকার কে ছিলেন?

-ভীমসেন 

২৬৬) আওরঙ্গজেবের আমলে লেখাফতওয়া- - আলমগিরিবইটি কোনটির সাথে সম্পর্কিত?

-আইন সংক্রান্ত

২৬৭) আওরঙ্গজেবের প্রশংসায় 'গুনসার প্রশস্তি' কে রচনা করেন?

-অজিত সিং

২৬৮) আওরঙ্গজেব কোন গ্রন্থে 'সরকারি বিধি বিধান' সংকলিত করেন?

-জবাবিত--আলমগীরি

২৬৯) কোন মুঘল শাসকের আমলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর সর্বাধিক সংখ্যক বই ফারসি ভাষায় লেখা হয়েছিল?

-আওরঙ্গজেব

২৭০) কোন কোন সঙ্গীতজ্ঞ আওরঙ্গজেবের রাজদরবারের সাথে যুক্ত ছিলেন ?

-রাসবেন খান,হায়াত সরনেন, সুখসেন, কলাবন্ত

২৭১) কোন মুঘল শাসকের শাসনামলে অহোবল 'সঙ্গীত পারিজাত' রচনা করেন?

-আওরঙ্গজেব

২৭২) আওরঙ্গজেবের দরবারে মনকৌতুহল নামক সঙ্গীতের বই 'রাগদর্পণ' নামে অনুবাদ করে কে আওরঙ্গজেবকে উৎসর্গ করেছিলেন?

-ফকিরুল্লাহ

২৭৩) মীর খান কোন মুঘল শাসককে তার নামের প্রথমে আলিফ অর্থাৎ '' অক্ষর যোগ করে আমির খান করার জন্য এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন?

-আওরঙ্গজেবের কাছে

২৭৪) সাধক রামদাস কার রাজত্বের সাথে সম্পর্কিত ছিলেন?

-আওরঙ্গজেব

২৭৫) কোন মুঘল শাসক শিক্ষার প্রয়োজনে লখনউয়ের 'ফিরঙ্গী মহল' দিয়ে দিয়েছিলেন?

-আওরঙ্গজেব

২৭৬) আওরঙ্গজেবের স্ত্রী 'দিলরাস বানু বেগম' এর সমাধির স্থপতিকার ছিলেন।

-আতাউল্লাহ খান

(সমাধির নাম - বিবি কা মকবরা)

২৭৭) কোন মুঘল শাসক 'পিঞ্জোর বাগ' নির্মান করেছিলেন?

-আওরঙ্গজেব

২৭৮) দিল্লির বিখ্যাত 'মাদ্রাসা--রহিমিয়া' কোন শাসকের আমলে প্রতিষ্ঠিত হয়?

-আওরঙ্গজেব

২৭৯) ঔরঙ্গজেব উজ্জয়িনীর কাছে ফতেহাবাদ মসজিদ নির্মাণ করেন।  এই মসজিদ কার তত্ত্বাবধানে নির্মিত করা হয়েছিল?

-ফিদাই খা

 ( লাহরের বাদশাহী মসজিদও তার তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল।)

২৮০) বিবি কা মাকবারা কোথায় অবস্থিত?

-ঔরঙ্গাবাদ

২৮১) কাকে বলা হয় দ্বিতীয় তাজমহল

-বিবি কা মাকবারা

 ২৮২) আওরঙ্গজেবের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজগুলি কি কি? 

 বিবি কা মকবারা ঔরঙ্গাবাদ, মতি মসজিদ দিল্লি, বাদশাহী মসজিদ লাহোর

২৮৩) অশোকের কোন শিলালিপিতে আওরঙ্গজেবের লেখ পাওয়া যায়?

-লরিয়া নন্দনগড়

২৮৪) পরবর্তী মুঘল আমলে কোন শাসক আওরঙ্গজেবের আলমগীর উপাধি ধারণ করেছিলেন, এবং এজন্য তাকে দ্বিতীয় আলমগীর বলা হত?

-আজিজউদ্দিন

২৮৫) প্রথম শেষ মুঘল সম্রাট কে ছিলেন যার সম্পূর্ণ কোরান মুখস্ত ছিল?

-আওরঙ্গজেব

২৮৬) কোন মুঘল শাসক 'আখবরাত অর্থাৎ শাহী সূচনাপত্র' যাতে জনসাধারণের নাগালের বাইরে থাকে তার ব্যবস্থা করেছিলেন?

-আওরঙ্গজেব

২৮৭) আওরঙ্গজেব কাকে  'ইমানদার' উপাধি দিয়েছিলেন?

-তারাবাই 

২৮৮) কোন সালে আওরঙ্গজেব দাক্ষিণাত্যে  জিজিয়া বাতিল করেন? 

-1704

২৮৯) আওরঙ্গজেব কর্তৃক আরোপিত জিজিয়া কর কে বাতিল করেন?

-প্রথম বাহাদুর শাহ 

২৯০) কোন মুঘল শাসক অনুদান হিসাবে দেওয়া 'মাদাদ- - মাশ' জমি অধিকারকে বংশানুক্রমিক করেছিলেন?

-আওরঙ্গজেব

২৯১) আওরঙ্গজেবের সময়ের সরকারী ঐতিহাসিক কে ছিলেন?

-কাসিম শিরাজী

২৯২) কোন মুঘল শাসক খাজা মঈনুদ্দিন চিশতীর সমাধিকে আধুনিক রূপ দিয়েছেন?

-আওরঙ্গজেব

২৯৩) আওরঙ্গজেবের সময়ে কার নেতৃত্বে চিশতি সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়েছিল?

-শেখ কলিমুল্লাহ

২৯৪) চিশতী সাধক কলিমুল্লাহ কাকে মুনাফিক বলেছেন?

-আওরঙ্গজেব

২৯৯) আওরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা দিল্লিতে 'বায়তুল উলূম' প্রতিষ্ঠা করেন। এই বায়তুল উলুম বা বেতুল উলূম কি ছিল?

-লাইব্রেরি বা পুস্তকালয়

৩০০) মুঘল আমলে সর্বাধিক রাজস্ব আদায় করা হয়েছিল কোন শাসকের সময়?

-আওরঙ্গজেব

  

 

ঔরঙ্গজেব পঞ্চম পর্ব >>>>

 ঔরঙ্গজেব সপ্তম পর্ব >>>> 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad