Type Here to Get Search Results !

ঔরঙ্গজেব পঞ্চম পর্ব [Aurangozeb]

 

ঔরঙ্গজেব

Set by- Manas Adhikary

সম্রাট  ঔরঙ্গজেব পঞ্চম পর্ব | Aurangazeb Part-V.

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে ঔরঙ্গজেব সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Aurangazeb MCQ

 

২০১) আওরঙ্গজেব তার পিতা শাহজাহানকে 8 (আট) বছর গৃহবন্দী করে রেখেছিলেন কোন দুর্গে?

-আগ্রা ফোর্ট

২০২) আওরঙ্গজেবের জন্মস্থান কোনটি?

-দোহাদ  (দোহাদ বর্তমান গুজরাটে অবস্থিত ছিল) 

২০৩) আওরঙ্গজেব শাসক হওয়ার আগে কোন রাজ্যের সুবেদার ছিলেন?

-দক্ষিণ ভারতের 

২০৪) আওরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগম কোথাকার বলে জানা গেছে?

-পারস্য

২০৫) দিল্লীতে আওরঙ্গজেবের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে কাজীরা তার মাথায় মুকুট স্থাপন করতে  অস্বীকৃতি জানালে, তখন কে তার সমর্থনে ফতোয়া জারি করে তার মাথায় মুকুট স্থাপন করেছিল?

-আব্দুল বাহব গুজরাটি

 (চাগাতাই প্রথা আনুসারে পিতা জীবিত থাকাকালিন পুত্র রাজা হতে পারে না। কিন্তু  আব্দুল বাহব গুজরাটি  চাগাতাই প্রথা ভেঙ্গে তার বাবা বেঁচে থাকতে রাজা হওয়ার চেষ্টা করেছিলেন। আওরঙ্গজেব তাকে তার কাজী সদর পদে নিযুক্ত  করেন। আওরঙ্গজেবের এই কাজী গোপনে মদ পান করতেন এবং তার ব্যক্তিগত ব্যবসা চালাতেন।)

২০৬) 1635 সালে শাসক হওয়ার পর আওরঙ্গজেব কার বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছিলেন?

-বুন্দেলা

২০৭) আওরঙ্গজেবের সময়ে জাট বিদ্রোহের নেতা গোকুলের পরে কে নতুন জাট প্রধান হন?

-রাজারাম

২০৮) কাকে মুঘল সম্রাট আওরঙ্গজেব দাক্ষিণাত্যে জয়সিংহের অধীনে কাজ করার জন্য এবং তার উপর নজর রাখার জন্য নিযুক্ত করেছিলেন?

-দিলের খান 

২০৯) মহীশূরের ওয়াদিয়ার শাসক কোন সালে আওরঙ্গজেবের আধিপত্য স্বীকার করেন?

-1704

২১০) কত সালে আওরঙ্গজেব মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন?

-1700

২১১) আওরঙ্গজেবের 'জনি দুশমন' নামে কে পরিচিত?

-খুশহাল খান (খুশহাল খান 1675 সালে বিদ্রোহ করেন)

২১২) মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে কঠিন লড়াই এর নেতৃত্ব দিয়েছিলেন লসিত বোরফুকন। তিনি কোন অঞ্চলের লোক ছিলেন?

-আসাম (লাসিত ছিলেন অহোম রাজ্যের সেনাপতি যিনি মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন এবং গুয়াহাটিতে অহোমদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তাকে আসামের নায়ক হিসেবে মান্যতা দেওয়া হয়।)

২১৩) আওরঙ্গজেব কোথা থেকে বন্দুকধারী সৈন্যদের নিয়োগ করেছিলেন?

-কনৌজ

২১৪) কোন মুঘল শাসকের কামানের নাম ছিল 'ফতেহ রহ'?

-আওরঙ্গজেব ( আওরঙ্গজেবের একটি বড় কামান এটি। বর্তমানে এটি গোলকুণ্ডার দুর্গে রাখা আছে।)

২১৪) আওরঙ্গজেবের সমসাময়িক মেবারের কোন শাসক 'টিকা দৌড়' উৎসবের অজুহাতে মুঘল থানা বহির্মুখী রাজ্যের কিছু অংশ দখল করেছিলেন?

-রাজ সিং

২১৫) কোন মুঘল সম্রাট উত্তর- পশ্চিমে শিখদের বিরুদ্ধে অভিযান প্রেরন করেন?

-আওরঙ্গজেব

২১৬) শিখদের সপ্তম গুরুর মৃত্যুর পর কোন মুঘল শাসক গুরুদের উত্তরাধিকারের ঝগড়ার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন?

-আওরঙ্গজেব

২১৭)1657 সালে মুঘলদের সাথে শিবাজীর প্রথম মুখোমুখি হয়েছিল। সেই সময়ে দক্ষিণ মুঘল সাম্রাজ্যের শাসক কে ছিলেন?

-আওরঙ্গজেব

২১৮) কার শাসনামলে মুঘল সাম্রাজ্য দক্ষিণে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল?

-আওরঙ্গজেব

২১৯) আওরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ কোনটি বলে মনে করা হয়?

-গোকুলের বিদ্রোহ

২২০) কোন মুঘল সম্রাটের সময় তিনি বিহার ঝাড়খন্ড অঞ্চলে বসবাসকারী চেরা উপজাতির বহু দুর্গ দখল করে তাদের অধীনস্থ করেছিলেন?

-  আওরঙ্গজেব  (রাজা মান সিং 1591 সালে চেরদের আক্রমণ করে পরাজিত করেন। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য লুঠ সংগ্রহ করা হয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়নি।)

২২১) কোন সম্রাটের অধীনে মুঘল সেনাবাহিনীতে সর্বাধিক সংখ্যক হিন্দু সেনাপতি ছিলেন?

-আওরঙ্গজেব

২২২) খাজুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

-সুজা আওরঙ্গজেব

২২৩) আওরঙ্গজেব দারা শিকোহের মধ্যে কোন কোন যুদ্ধ সংঘটিত হয়?

-সামুগড়ের যুদ্ধ, ধরমাটের  যুদ্ধ, দেওরায়ার যুদ্ধ

২২৪) আওরঙ্গজেবের সাথে দারা শিকোহ এর দেওরায়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 

- 1659 সালে

২২৫) গুরু তেগ বাহাদুর কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?

-আওরঙ্গজেব 

২২৬) কোন শিখ গুরু ইসলাম গ্রহণ করেননি বলে কারণ আওরঙ্গজেব তাকে হত্যা করেছিলেন?

-তেগ বাহাদুর

২২৭) কোন শিখ গুরুর মৃত্যুর জন্য আওরঙ্গজেব দায়ী?

-গুরু তেগ বাহাদুর 

২২৮) আওরঙ্গজেব কবে গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন?

-1675

২২৯) আওরঙ্গজেব কখন শাম্ভাজীর স্ত্রী পুত্র শাহুকে গ্রেফতার করে দিল্লী নিয়ে যান?

-1689

২৩০) আওরঙ্গজেবের কোন বিদ্রোহী পুত্রকে শাম্ভাজি আশ্রয় দিয়েছিলেন?

-দ্বিতিয় আকবর 

২৩১) শাম্ভাজির মায়ের নাম কি ছিল?

-সাই বাই 

২৩২) আওরঙ্গজেবের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য কে আকবরের দেহাবশেষ খুঁড়ে আগুন ধরিয়ে দিয়েছিল?

-রাজারাম

২৩৩) আওরঙ্গজেবের প্রধান  তোপচির নাম কী?

- ফিদাই খা

(বাবর- ওস্তাদ আলী, মোস্তফা খান। হুমায়ুন - রুমি খান। আকবর -- কবির হোসেন।)

২৩৪) আওরঙ্গজেবের বন্দিদশায় থাকাকালীন শিবাজি আগ্রা থেকে পালিয়ে যান।  এইসময় একজন মুসলিম শিবাজীকে সাহায্য করেছিলেন। তার নাম কী?

-মদারী মেহতর

২৩৫) আওরঙ্গজেবের সময়ে সুবা বা প্রদেশের সংখ্যা কত ছিল?

-২১ (আকবর১৫; জাহাঙ্গীর-১৭)

২৩৬) মুঘল প্রশাসনে আওরঙ্গজেবের সময় উপস্থিত হিন্দু  আমীরের কত ছিল?

-33%  (আকবরের সময়, 16.30% আমীর ছিল রাজপুত)

২৩৭) আওরঙ্গজেবের কোন উজির 31 বছর দীর্ঘতম সময়ের জন্য উজির পদে অধিষ্ঠিত ছিলেন?

-আসাদ খা   (আওরঙ্গজেব তার ছেলেদের আসাদ খানকে উজির করার পরামর্শ দিতেন।)

২৩৮) কোন মুঘল সম্রাটের সময়ে সর্বাধিক সংখ্যক হিন্দু সেনাপতি রাখা হয়েছিল?

-আওরঙ্গজেব

২৩৯) আওরঙ্গজেবের সেনাবাহিনীতে হিন্দু সেনাপতির সংখ্যা কত ছিল?

-1/3

২৪০) আওরঙ্গজেব দক্ষিণের কোন  দুটি রাজ্য জয় করেছিলেন, ?

-বিজাপুর, গোলকুন্ডা

২৪১) ব্রিটিশদের দ্বারা হুগলিতে কারখানা স্থাপনের সময় কে সর্বপ্রথম  ফরমান জারি করেছিলেন যে,  'কোম্পানি 3,000 টাকা বার্ষিক ভাতা প্রদানের বিনিময়ে ব্যবসা করতে পারবে'?

-সুজা

২৪২) মুঘল সম্রাট আওরঙ্গজেব প্রথম কবে এবং কোথায় ব্রিটিশদের  মুখোমুখি হয়েছিলেন?

-1686 সালে হুগলিতে

২৪৩) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ইংরেজ গভর্নরকে আওরঙ্গজেব ভারত থেকে বহিষ্কার করেছিলেন?

-জন চাইল্ড

২৪৪) কোন মুঘল সম্রাট ব্রিটিশদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ টাকা নিয়েছিলেন?

-আওরঙ্গজেব

২৪৫) ব্রিটিশ কোম্পানির আওরঙ্গজেব নামে কে পরিচিত?

-কার্জন  (গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন)

২৪৬) মুঘল সম্রাট আওরঙ্গজেবের বাংলার গভর্নর কে ছিলেন যিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন এবং পর্তুগিজ জলদস্যুদের একটি প্রধান ঘাঁটি বঙ্গোপসাগরের সোনদ্বীপ দখল করেছিলেন?

-শায়েস্তা খান

২৪৭) কোন রাজপুত রাজাদের মৃত্যুর পর আওরঙ্গজেব রাজপুত রাজাদের উচ্চ মনসাব দেওয়া বন্ধ করে দিয়েছিলেন?

-যশবন্ত সিং এবং জয় সিং 

২৪৮) কোন মুঘল সম্রাটের শাসনামলে মনসবদারী প্রথায় 'মাশরুত' (শর্তসাপেক্ষ পদমর্যাদার) নতুন নিয়মবলবৎ হয়?

-আওরঙ্গজেব

২৪৯) আওরঙ্গজেব 7000 মনসাব কাকে দিয়েছিলেন?

-যশবন্ত সিং

 (যদিও যশবন্ত সিং উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং খাজুয়ার যুদ্ধে তার  সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তবে মির্জা রাজা জয়সিংহ দেওরাই যুদ্ধের আগে উভয়ের মধ্যে মধ্যস্থতা করে তাদের সমঝোতা করে দেন)

২৫০) মনসবদারী পদ্ধতিতে মাশরুত পদ্ধতি, দোসেহ পিলান ও ইরামের প্রচলন কে করেন?

-আওরঙ্গজেব

  

ঔরঙ্গজেব চতুর্থ পর্ব >>>> 

ঔরঙ্গজেব ষষ্ঠ পর্ব >>>> 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad