Type Here to Get Search Results !

ঔরঙ্গজেব সপ্তম পর্ব [Aurangojeb]

 

ঔরঙ্গজেব

Set by- Manas Adhikary

সম্রাট  ঔরঙ্গজেব সপ্তম পর্ব | Aurangazeb Part-VII.

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে থাকছে ঔরঙ্গজেব সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

ঔরঙ্গজেব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Aurangazeb MCQ

 

 

৩০১) কোন শাসকের আমলে সর্বাধিক সংখ্যক টাকশাল ছিল?

-আওরঙ্গজেব

 (যে কোন ব্যক্তি পারিশ্রমিক প্রদান করে সরাসরি টাকশাল থেকে মুদ্রা পেতে পারতেন।)

৩০২) কোন মুঘল সম্রাটের আমলে সর্বাধিক সংখ্যক মুদ্রা তৈরি হয়েছিল?

-আওরঙ্গজেব

৩০৩) আওরঙ্গজেবের আমলে রৌপ্য মুদ্রার ওজন কত গ্রেন ছিল?

-180 গ্রেন

(শেরশাহ দ্বারা প্রচলিত মুদ্রার আকবরের সময়ে ওজন ছিল 175 গ্রেন, আর আওরঙ্গজেবের সময়ে রুপির ওজন ছিল 180 গ্রেন।)

৩০৪) মুঘলদের মুদ্রায় প্রথমদিকে চার খলিফার নাম খোদাই করার নিয়ম ছিল। পরে কোন মুঘল শাসক এই নিয়ম বাদ দিয়ে দেন?

-আওরঙ্গজেব

৩০৫) আওরঙ্গজেব মুদ্রায় কলমা লেখা বন্ধ করার পর এর জায়গায় কার কবিতা লেখা হয়েছিল?

-  মীর আব্দুল শাহবাই

 (তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুদ্রায় কলমা এবং 4 জন খলিফার নাম লেখা বন্ধ করেন এবং পরিবর্তে শাহবাইয়ের কবিতা লিপিবদ্ধ করেন। পারস্যের কবি হাফিজের কবিতা নিষিদ্ধ ছিল।)

৩০৬) আওরঙ্গজেবের সময়ে এক টাকা সমান কত দাম ছিল?

-  60

(এটি আকবরের সময়ে 40টি দামের সমান ছিল।)

৩০৭) আওরঙ্গজেব কর্তৃক চালু করা জিহাদের অর্থ কি?

-দার -উল- ইসলাম

৩০৮) আওরঙ্গজেব ভারতকে দারুল হারব থেকে কিসে পরিনত করতে চেয়েছিলেন?

-দার-উল- ইসলাম 

৩০৯) দিল্লি সালতানাতের আওরঙ্গজেব কাকে বলা হত?

-সিকান্দার লোদী

৩১০) আওরঙ্গজেব  কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন?

-বীণা

৩১১) কোন কোন প্রথা/ উৎসব আওরঙ্গজেব নিষিদ্ধ করেছিলেন?

-তুলাদান,  দশেরা, শব- - বরাত, নওরোজ

৩১২) আওরঙ্গজেব কবে ঝরোখা দর্শন নিষিদ্ধ করেন? 

-1669

৩১৩) হোলি উৎসব নিষিদ্ধকারী মুসলিম শাসক কে ছিলেন?

-আওরঙ্গজেব

৩১৪) কোন মুঘল শাসক গাঁজা উৎপাদন, বিক্রয় এবং প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করে একটি অধ্যাদেশ জারি করেছিলেন?

-আওরঙ্গজেব

৩১৫) আওরঙ্গজেব তার রাজত্বের কততম বছরে দরবারে গান গাওয়া নিষিদ্ধ করেন?

-একাদশ বছর

 (শুধু গান গাওয়া নিষিদ্ধ ছিল, যন্ত্রসঙ্গীত নওবত বাজানো নিষিদ্ধ ছিল না।

রাজদরবারের বাইরে রাজপ্রাসাদে রাণী রাজকন্যাদের জন্য নাচ-গান বাজত।

আওরঙ্গজেব নিজেও বীণা বাজাতে পারদর্শী ছিলেন।)

৩১৬) কোন ব্যক্তি আবুল ফজলকে নাস্তিক বলে উল্লেখ করেন?

-আওরঙ্গজেব

৩১৭) কোন শাসক যোগীগুরু আনন্দনাথকে পোশাকের জন্য কাপড় এবং উপহার হিসাবে ₹ 25 পাঠানোর কথা একটি পত্র মারফত জানিয়েছিলেন?

-আওরঙ্গজেব

৩১৮) বিকানোরের কোন শাসককে আওরঙ্গজেব 'মহারাজা' এবং 'মাহিমরতিব' উপাধি দিয়েছিলেন?

-অনুপ সিং

৩১৯) আওরঙ্গজেব কাকে 'সাহিবত- উজ- জামানি' উপাধি দিয়েছিলেন?

-জাহানারা

৩২০) আজম (আওরঙ্গজেবের ২য় পুত্র) কোথায় শাসক ছিলেন?

-গুজরাট 

৩২১) কামবক্স (আওরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র) কোথাকার শাসক ছিলেন???

-বিজাপুর

('দিনপানাহ' উপাধি ধারণ করেছিলেন)

৩২২) আওরঙ্গজেবের ছেলে কামবক্সের মাতা কে ছিলেন?

-উদয়পুরী মহল

৩২৩) দারা শিকোহের দ্বিতীয় পুত্র সিপার শিকোহ আওরঙ্গজেবের কোন কন্যাকে বিয়ে করেছিলেন?

-জুবদতউন্নিসা

(জিনাত উন্নিসা, আওরঙ্গজেবের কন্যা, পরে পাদশাহবেগম নামে বিখ্যাত হয়েছিলেন)

৩২৪) আওরঙ্গজেবের কোন কন্যা দিল্লীতে বাইতুল উলূম নামক গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন?

-জেবুন্নিসা 

(দারাশিকোহ এর বোন ছিলেন জাহানারা)

৩২৫) 1664 সালে, আওরঙ্গজেবের বোন জাহানারা একবার গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন, সেসময় তার সফল চিকিত্সা করেছিলেন কে?

-গ্যাব্রিয়েল ব্রাউটন

৩২৬) আওরঙ্গজেবের কোন কন্যা শাহুজীর বন্দিত্বকালে দেখাশোনা করেছিলেন?

-জিনাত উল নিশা

৩২৭) জাহানারা কী ছদ্মনামে কবিতা লিখতেন?

-মাখফি 

(আওরঙ্গজেব জাহানারার মৃত্যুর পর জাহানারা বেগমকে সাহিবা-তুজ-জামানি উপাধি দেন।

জাহানারা ছাড়াও সালিমা বেগম জেবুন্নিসা বেগমও একই নামে কবিতা লিখতেন।

জেবুন্নিসা দিওয়ানেমখফি রচনা করেন)

৩২৮) আওরঙ্গজেব তার নাতি জাহান্দার শাহের জন্য কাকে দিয়ে সঙ্গীতের গ্রন্থতুহফুতুল-হিন্দরচনা করান? 

-মির্জা মুহাম্মদ জান

৩২৯) কোন মুঘল শাসক কিছু দিনের জন্য সন্ন্যাসীর জীবনযাপন করেছিলেন?

-আওরঙ্গজেব

(সোর্স  ----> ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি  ----- সৌরভ চৌবে)

৩৩০) আওরঙ্গজেবের মৃত্যুর সময় মুঘল সাম্রাজ্যে মোট 21টি প্রদেশ ছিল। এই 21 টি প্রদেশের মধ্যে আফগানিস্তানে কতগুলি প্রদেশ ছিল?

-1

(কাবুল)

৩৩১) মৃত্যুর আগে আওরঙ্গজেব একটি উইল রেখেগিয়েছিলেন। সেখানে মোট কতগুলি আদেশ নথিভুক্ত ছিল?

-12

৩৩২) আওরঙ্গজেবের মৃত্যুর পর  প্রথম তার কোন পুত্র নিজেকে  সম্রাট ঘোষণা করেন?

-আজম 

(1707 সালের 14 মার্চ নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন)

৩৩৩) আওরঙ্গজেবের মৃত্যুর সংবাদ পেয়ে কে 'দিনপানহ' উপাধি গ্রহণ করেন?

-কামবক্স

(এছাড়াও কামবক্স নিজের নামে মুদ্রাও জারি করেন)

৩৩৪) 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর, কোন পুত্র বাহাদুর শাহ নামে ভারতের সম্রাট হন?

-মুয়াজ্জাম 

৩৩৫) আওরঙ্গজেবের কোন পুত্র বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন?

-মুহাম্মদ আজম

৩৩৬) আওরঙ্গজেব মহিলাদের মদ্য পান নিষিদ্ধ করেছিলেন। কে তাঁর  এই সিদ্ধান্তের বিরোধিতা করেন?

-জাহানারা

৩৩৭) ‘কোন সন্দেহ নেই যে আওরঙ্গজেব মথুরার কেশব রায় মন্দিরের মত কিছু মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু অন্যদিকে, বৃন্দাবন মন্দিরের জন্য অনেক অনুদান দিয়েছিলেন। তাঁর রাজত্বকালে মন্দিরগুলিতে অনুদানের অনেক আদেশনামা প্রকাশিত হয়েছে’ – এই উক্তিটির বক্তা কে?

- ইরফান হাবিব

৩৩৮) ‘আওরঙ্গজেব মন্দির ভেঙ্গে ফেললে আমি মসজিদও ভেঙ্গে দেব’ – বক্তব্যটি কার?

-যশবন্ত সিং

৩৩৯) জিজিয়ার অধীনে সংগৃহীত লক্ষ লক্ষ টাকার একটি ভগ্নাংশও রাজকীয় কোষাগারে পৌঁছায়নি বলে অভিযোগটি আওরঙ্গজেবের শাসনামলের কোন ইতিহাসবিদ করেছিলেন?

-কাফি খান

৩৪০) কে আওরঙ্গজেবের জিজিয়া পুনঃপ্রয়োগে কারন হিসাবে বলেছেন 'জিজিয়া নির্মমভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল শুধু রাজকোষ পূরণের উদ্দেশ্যে নয়, দেশের দরিদ্র অংশকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করার জন্য?'

-টমাস রাউল

(১৬৭৯ খ্রিস্টাব্দে সুরাটে ব্রিটিশ কারখানার প্রেসিডেন্ট ছিলেন)

৩৪১) কোন বিদেশী পর্যটক বলেন যে, '77 বছর বয়সেও ঔরঙ্গজেব চশমা ব্যবহার করতেন না'?

-জোভানি করেরি

৩৪২)  আমার নতুন চাকরের প্রয়োজন নেই, তাই আমার কাছে নতুন নিয়োগের কোন সংবাদ (প্রস্তাব) পেশ করা উচিত নয়  -কার বক্তব্য এটি?

- আওরঙ্গজেব

৩৪৩) কোন ঐতিহাসিকের মতে মারাঠাদের উত্থান আওরঙ্গজেবের হিন্দু-বিরোধী নীতির ফল ছিল?

-মহাদেব গোবিন্দ রানাডে, যদুনাথ সরকার, জি. এস. সরদেশাই 

৩৪৪) ‘সাংসারিক বিষয়ের সাথে ধর্মের কি সম্পর্ক? ধর্মান্ধতার সাথে ধর্মীয় নীতিকে যুক্ত করে কী লাভ, তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম।‘ – কার উক্তি এটি?

-আওরঙ্গজেব

 (আওরঙ্গজেব জাবাবিত--আলমগিরিতে সরকারী বিধি-বিধান এবং ফতোয়া--আলমগিরিতে ইসলামী আইন লিপিবদ্ধ করেছিলেন।)

৩৪৫) যাও বুড়ি যাও, গিয়ে প্রার্থনা কর আল্লাহর কাছে, তিনি যেন নতুন রাজা পাঠান, - এই কথাগুলো কোন মুঘল সম্রাটের?

-আওরঙ্গজেব 

  

ঔরঙ্গজেব ষষ্ঠ পর্ব >>>> 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ঔরঙ্গজেব। আলমগির। আওরঙ্গজেব। বিবি কা মকবরা। সৎনামী বিদ্রোহ। রাকাত--আলমগীর। চিন কুলিচ খান। চিন কিলিচ খান। দক্ষিনের তাজমহল। নিকোলো মানুচি। পুরন্দরের সন্ধি। জিন্দাপীর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad