Type Here to Get Search Results !

শেরশাহ দ্বিতীয় পর্ব [Shershah]

 

শেরশাহ

Set by- Manas Adhikary

শেরশাহ দ্বিতীয়পর্ব| Shershah Part - II

শেরশাহ। ফরিদ খান।  শেরখান।  লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান।  ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি।  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি  মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক শেরশাহ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।



শেরশাহ সংক্ষিপ্ত আলোচনা এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।About Shershah and MCQ.

২৬) ভারতের প্রথম কোন আফগান শাসক শাসন ব্যবস্থায় বিশেষ মন দেন?

- শেরশাহ

২৭) শেরশাহ কোন যুদ্ধে প্রথম হুমায়ূনকে পরাজিত করেন?

- চৌসার যুদ্ধে (১৫৪০খ্রি)

২৮) কোন যুদ্ধের পর ফরিদ নিজ মুদ্রায় ও খুৎবাতে ‘শেরশাহ উপাধি ব্যবহার করেন?

- চৌসার যুদ্ধ

২৯) শেরশাহ কোন যুদ্ধে হুমায়ূনকে সম্পূর্নভাবে দ্বিতীয়বার পরাজিত করেন?

- কনৌজের বা বিলগ্রামের যুদ্ধে

৩০) শেরশাহ সিংহাসনে বসেই প্রথমে কোন প্রাদেশিক শাসকের বিদ্রোহ দমন করেন?

- বাংলার গভর্নর খিজির খাঁ (১৫৪১ খ্রীঃ)।

৩১) শেরশাহ কতবছর বয়সে দিল্লীর সিংহাসনে বসেন?

- ৫৪ (মতভেদে ৬৮)

৩২) শেরশাহ কোন যুদ্ধের পর দিল্লীর সিংহাসনে বসেন?

- কনৌজের বা বিলগ্রামের যুদ্ধের।

৩৩) ঘরঘরা যুদ্ধে মাহমুদ লোদীর সাথে কারা যুক্ত ছিলেন?

-শের শাহ সুরি, নুসরাত শাহ

৩৪) শেরশাহ বাবরের পক্ষ নিয়ে কোন  যুদ্ধ করেন?

-চান্দেরির যুদ্ধ 1528 (যুদ্ধের পর, বাবর শের শাহ সুরিকে ভবিষ্যতের বিদ্রোহী হিসেবে দাবি করেন।)

৩৫) ‘ভাগ্য সহায় হলে আমি সহজেই ভারত থেকে মুঘলদের তাড়িয়ে দেব! আফগানদের অনৈক্যের কারণেই মুঘলরা এদেশের শাসন পেয়েছিল। - শেরশাহ কোন অভিযানের সময় এই বিবৃতি দিয়েছিলেন?

-চান্দেরি অভিযান

৩৬) কোন সালে শের শাহের রাইসিন অভিযান, (যা কলঙ্কিত হিসেবে বিবেচিত হয়) সংঘটিত হয়েছিল?

-1543

৩৭) শেরশাহের চরিত্রের  কলঙ্ক কাকে বলা হয়?

-রাইসিনা অভিযান

 ( এই অভিযানে রাজপুত শাসক পুরনমলকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করা হয়েছিল সেখানকার বহু মহিলা জওহর ব্রত পালন করেন। রাইসেনের ঘটনাটি শের শাহের চরিত্রের উপর কলঙ্ক হিসাবে বিবেচিত হয় কারণ তিনি এই অভিযানে প্রতারণার মাধ্যমে অনেক রাজপুত মহিলা ও শিশুকে হত্যা করেছিলেন।)

৩৮) শেরশাহ রাইসিনা আক্রমনের সময়   কোরানে হাত রেখে শপথ করেন যে তিনি, পুরনমলের কোন ক্ষতি করবেন না। এই শপথ গ্রহনের সাক্ষী কে ছিলেন যিনি পরে শেরশাহের বিশ্বাসঘাতকতয় এতটাই যন্ত্রণার  শিকার হয়েছিলেন যে আত্মহত্যা করেন?

-কুতুব খান

 (কুতুবখা এবং যুবরাজ আদিল খা এই অঙ্গীকারের সাক্ষী ছিলেন, কিন্তু কুতুবখা  শেরশাহের বিশ্বাসঘাতকতার কারণে পরে আত্মহত্যা করেছিলেন।)

৩৯) হুমায়ুন কোন যুদ্ধে শের শাহ সুরিকে পরাজিত করেন?

-বাংলা 

৪০) মালদেবের দুই সেনাপতি নাম করুন  যারা শের শাহের বিরুদ্ধে গিরি-সুমেলের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন?

-জেতা এবং কুম্পা

৪১) সুর রাজবংশের হিন্দু প্রধানমন্ত্রী হেমু আগে রেওয়াড়ির বাজারে লবণ বিক্রি করতেন । কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পরবর্তীকালে তিনি তার জীবনে 24টি যুদ্ধের মধ্যে 22টিতে জয়ী হয়েছেন। কোন উপলক্ষে হেমু 'বিক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেন?

-আগ্রা দিল্লি দখলের উপলক্ষ্যে 

৪২) গিরি সুমেল যুদ্ধের পর শেরশাহ যোধপুর দুর্গ আক্রমণ করে দখল করেন এবং এর দায়িত্ব কার উপর ন্যাস্ত করেন?

-খাওয়াস খান

(খাওয়াস খানকে শেরশাহ চিতোর দুর্গেও নিযুক্ত করেছিলেন।)

৪৩) শের শাহের সবচেয়ে দক্ষ সেনাপতি কে ছিলেন?

-ব্রহ্মজিৎ গৌড়

৪৪) কোন শাসক উত্তর-পশ্চিম সীমান্ত রক্ষার জন্য রোহতাসগড় নামে একটি বিশাল দুর্গ নির্মাণ করেছিলেন?

-শের শাহ সুরি

৪৫) দক্ষিণ বিহারের শাসক হওয়ার পর কে হযরত ই আলা  উপাধি গ্রহণ করেছিলেন?

অথবা দিল্লীর কোন শাসক ‘হজরত-ই-আলা নামে পরিচিত ছিল?

- শেরশাহ শুরী

৪৬) যুগের খলিফা  উপাধি কে গ্রহণ করেছিলেন?

-শের শাহ

৪৭) শেরশাহ সুরির উপাধি গুলি কি কি?

- সুলতান উল আদল,  শের খান, হযরত ই আলা

৪৮) কোন যুদ্ধে  কাকে পরাজিত করার পর ফরিদ খান  শের শাহ উপাধি ধারণ করেন?

-চৌসার যুদ্ধে (১৫৩৯ জুন) হুমায়ুন

৪৯) বাংলার কাকে পরাজিত করার পর শের শাহ সুরি হযরত-ই-আলা উপাধি গ্রহণ করেন?

-নুসরত শাহ

৫০) কোন শাসককে ‘ভারতীয় মুসলিম রেনেসাঁর নায়ক  বলা হয়?

-শের শাহ সুরি

৫১) হয়বত খানের সাফল্যে খুশি হয়ে শের শাহ তাকে ‘মসনদ-ই-আলা উপাধি দেন এবং কতজন সৈন্য রাখার অনুমতি দেন?

-30000

৫২) শেরশাহ কবে স্বাধীন শাসকে পরিনত হন বা স্বাধীন শাসকরূপে আত্মপ্রকাশ করেন?

- ১৫৩৪ সালে

৫৩) বাংলার কোন সুলতানকে শেরশাহ পরাজিত করেন?

- মামুদ শাহ

৫৪) কার আক্রমনে বাংলায় স্বাধীন সুলতানী শাসনের অবসান হয়?

- শেরশাহ

৫৫) কে বাংলাকে "The abode of Paradise" বলেছেন?

- শেরশাহ

৫৬) শেরশাহ বাংলাকে কটি সরকারে বিভক্ত করেন?

- ১৯ টি (মতান্তরে ১৬ টি)

৫৭) শেরশাহ বাংলাকে কেন ১৯ টি (মতান্তরে ১৬ টি) সরকারে বিভক্ত করেন?

- বিদ্রোহের সম্ভাবনা দূর করতে

৫৮) শেরশাহ সুরির শাসনকালে কোন অঙ্গ রাজ্যের শাসক কে ‘কাজী ফজিলৎ নামে অভিহিত করা হতো?  

-বাংলা।

৫৯) শেরশাহ কতদিন রাজত্ব করেছিলেন?

- পাঁচ বছর

৬০) পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন?

- শেরশাহ

৬১) পাট্টা কী?

- জমিতে প্ৰজার অধিকার ও দেয় খাজনা উল্লেখ করা এক লিখিত দলিল যাহা প্রজাদেরকে দেওয়া হত।

৬২) কাবুলিয়ত কী?

- যে দলিলের মাধ্যমে পুজারা নিজের জমির স্বত্ব মেনে নিয়ে রাজস্ব আদায়ের স্বীকৃতি দিত তাকে কাবুলিয়ত বলা হত।

৬৩) মুঘল যুগে কে ‘জরিমানা ও মহাশিলওয়ানা কর আদায় করতেন?

- শেরশাহ

৬৪) শের শাহ সুরির  জমি পরিমাপের একক কি ছিল?

-গজ-ই-সিকান্দারী

৬৫) ভূমি রাজস্ব আদায়ের জন্য প্রথম মুসলিম শাসক কে ‘রায়তওয়ারী প্রথা চালু করেন?

-শের শাহ সুরি

৬৬)  শেরশাহ মোট কতগুলি সরাইখান নির্মান করেন?

- ১৭০০ টি।   

৬৭) শেরশাহ 1700 সরাইখানা নির্মাণ করেন। সরাইখানা নির্মাণে একটি নতুন শ্রমিক শ্রেণির আবির্ভাব ঘটে, নিচের কোনটি নতুন শ্রমিক শ্রেণি ছিল?

-ভাটিয়ারা ( প্রতিটি সরাইখানার নেতৃত্বে ছিলেন একজন শিকদার।)

৬৮) ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থা কে প্রচলন করেন?

- শেরশাহ

৬৯) ডাক বিভাগের অধিকর্তাকে কী বলা হত?

- দারোগা-ই-ডাক-চৌকি  

৭০) মধ্যযুগের কোন শাসক অত্যাধুনিক পুলিশ বাহিনী গঠন করেন?

- শেরশাহ।

৭১) মধ্যযুগের কোন শাসক সর্বপ্রথম অস্ত্র আইন প্রবর্তন করেন?

- শেরশাহ (দ্বিতীয়বার এই আইন প্রবর্তন করেন শেরশাহ)

৭২) আলাউদ্দিন খলজী প্রবর্তিত দাগ ও হুলিয়া প্রথার পুনরব্যবহার কে করেন?

- শেরশাহ

৭৩) কে শেরশাহ আমলের গ্রাম প্রশাসনের প্রসঙ্গে বলেছেন, 'একজন মৃত্যুমুখে পতিত বৃদ্ধা মাথায় সোনার অলঙ্কার ভর্তি ঝুড়ি নিয়ে পথ চলা শুরু করেছিলেন, তবুও কোন চোর-ডাকাত কাছে যেতে সাহস পায়নি।  কারণ তারা জানত শেরশাহ তাকে এর জন্য শাস্তি দিতে পারে?   

-কে আর. কানুনগো

৭৪) কোন শাসক পাটুলিপুত্রকে একটি আধুনিক রূপ দেন এবং এর নাম দেন পাটনা?

-শেরশাহ

৭৫) ভারতে কে প্রথম রে/রাই/রায় ব্যবহার করেন?

-শেরশাহ

 ( রায়/রাই – নির্দিষ্ট রাজস্ব ফসলের হারের তালিকা | চেঙ্গিস খান পারস্যে রে প্রবর্তন করেছিলেন। ভারতে এটি প্রথম শের শাহ ব্যবহার করেছিলেন, যা পরে আকবরও প্রয়োগ করেছিলেন।) 

 

শেরশাহ তৃতীয় পর্ব >>>>

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

শেরশাহ। ফরিদ খান।  শেরখান।  লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান।  ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি।  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad