Type Here to Get Search Results !

শেরশাহ তৃতীয় পর্ব [Sershah]

 

শেরশাহ

Set by- Manas Adhikary

শেরশাহ তৃতীয়পর্ব| Shershah Part - III

শেরশাহ। ফরিদ খান।  শেরখান।  লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান।  ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি।  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি  মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক শেরশাহ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।



শেরশাহ ও শুরিবংশ  অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shershah  MCQ.

 
 

৭৬) শের শাহ সুরীর সময়ে কতগুলি  টাকশাল ছিল?

-23

৭৭) উন্নত মুদ্রা ব্যবস্থা প্রচলনের কৃতিত্ব কাকে দেওয়া হয়?

-শের শাহ সুরি

৭৮) শেরশাহ প্রচলিত রূপার মুদ্রার নাম কী?

- রূপাইয়া (পরবর্তীকালে ইহা তঙ্কা বা টাকা নমেও পরিচিতি লাভ করেন)

৭৯) শেরশাহ প্রচলিত স্বর্নমুদ্রার নাম কী?

- মোহর (এর ওপর নাম আশরফি)  

৮০) শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রার নাম কী?

- দাম

৮১) কে প্রথম কাগজের টাকা ছাপান?

- শেরশাহ

৮২) শের শাহের মুদ্রায় কোন লিপি ব্যবহৃত হত?

-আরবি ও দেবনাগরী

৮৩) কোন যুদ্ধের পর শেরশাহ নিজনামে সুলতানি খুৎবা পাঠ করেন?

- কনৌজের যুদ্ধে হুমায়ূনকে পরাজিত করে আগ্রা ও দিল্লী দখল করেন এবং নিজনামে খুৎবা পাঠ করেন।

৮৪) শেরশাহ নিজের সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন?

- ৪৭ টি

৮৫) আব্বাস খান শেরওয়ানির মতে, শের শাহ সুরির শাসনামলে রাষ্ট্র কতগুলি সরকারে বিভক্ত  ছিল?

-66

৮৬) শের শাহ সূরির আমলে প্রশাসনিক কর্মকর্তা ‘ফতদার এর কি কাজ ছিল?

 - কোষাগারের হিসাব রাখা

৮৭) শেরশাহের আমলে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে কারা নিযুক্ত ছিলেন?

- শিকদার

৮৮) শেরশাহের আমলে রাজস্ব আদায়কারীদেরকে কী বলা হত?

- মুন্সেপ

৮৯) শেরশাহের আমলে জমি জরিপকারীদেরকে কী বলা হত?

- আমিন।

৯০) শেরশাহের আমলে যারা জরিপ ও রাজস্বের হিসাব রাখত তাদের কী বলা হত?

- আমিল

৯১) শেরশাহের আমলে করনিকদের কী বলা হত?

- কারকুন।

৯২) শের শাহ সূরির আমলে প্রশাসনিক কর্মকর্তা ‘কারকুন এর কি কাজ ছিল?

 - হিন্দি ও ফার্সি ভাষায় তথ্য সঞ্চয়  রাখা

৯৩) শেরশাহের আমলে ‘শিক-ই-শিকদারন কাদের বলা হত?

- শেরশাহের আমলে যারা সরকারে সাধারন শাসনভার, আইন-শৃঙ্খলা ও সামরিক দায়িত্বভার পালন করত তাদেরকে শিক-ই-শিকদারন বলা হয়।

৯৪) ‘মুনসিফ-ই-মুন্সিকান কাদের বলা হত?

- শেরশাহের আমলে যারা সরকারের রাজস্ব, জমি জরিপ ও দেওয়ানী মামলার বিচার করত তাদেরকে মুনসিফ-ই-মুন্সিকান বলা হত৷

৯৫) শেরশাহের আমলে যারা অর্থ ও সাধারন শাসনবিভাগের দায়িত্বে ছিল তাদের কী বলা হত?

-দেওয়ান-ই-ওয়াজির (মন্ত্রীপদ)।

৯৬) শেরশাহের আমলে সেনাদলের দায়িত্বে থাকা মন্ত্রীকে কী বলা হত?

- দেওয়ান-ই-আরজ (মন্ত্রীপদ)।

৯৭) শেরশাহের আমলে সরকারী কাগজ ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কী বলা হত?

- দেওয়ান-ই-ইনশা (মন্ত্রীপদ)

৯৮) শেরশাহের আমলে প্রধান কাজীর পদকে কী বলা হত?

- কাজী ই-কাজাৎ

৯৯) শের শাহের প্রশাসনের অধীনে গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তাকে কি বলা হত?

-বারিদ-ই-মুমালিক

১০০) আমীর-ই-বাংলা পদের সৃষ্টিকর্তা কে?

- শেরশাহ। (1541 সালে)

১০১) শের শাহ সুরি আলাউদ্দিন খিলজির নীতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন।  তিনি বিশেষ করে আলাউদ্দিনের কোন কোন নীতির দ্বারা প্রভাবিত ছিলেন?

- সামরিক সংগঠন ও রাজস্ব আদায়ের নীতি

১০২) শেরশাহের আমলে রাষ্ট্রের প্রাসাদের অভ্যন্তরীণ ব্যবস্থা দেখাশোনার করার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল?

- দিওয়ান-ই- রাসলাত

১০৩) কোন শাসক প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাদের ভাতা  দিয়েছিলেন? 

-শেরশাহ 

১০৪) কার সময়ে ‘জিয়াকে শহর কর নাম দেওয়া হয়?

-শের শাহ সুরি

১০৫) কার আমলে দিল্লি র শাহী রাজপ্রাসাদে হিন্দু দেবদেবীদের পূজা করা হতো?

-শেরশাহ

১০৬) হুমায়ুনের কোন ভ্রাতা  শের শাহের সাথে গোপন চিঠিপত্র বিনিময় করতেন?

-কামরান

 ১০৭) শেরশাহ একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তিনি নিজে সপ্তাহের কোনদিন  সন্ধ্যেবেলায় বিচার পরিচালনা করতে বসতেন?

-বুধবার

১০৮) শের শাহ সুরীর কোন দিকটি ঐতিহাসিকগণ দ্বারা প্রশংসিত ছিল?

-ভূমি রাজস্ব সংস্কার

১০৯) শেরশাহের আমলে রাজস্বের পরিমান কত ছিল?

- উৎপন্ন ফসলের ১/৩ অংশ (মতান্তরে ১/৪ অংশ)

১১০) শেরশাহ জমিকে কয়টি ভাগে ভাগ করেন?

- ৩ টি উৎকৃষ্ট, মাঝারি ও নিকৃষ্ট

১১১) শেরশাহের আমলে একজন দক্ষ কর্মচারী ছিলেন যিনি জরিপের কাজ পরিচালনা করতেন তাঁর নাম কী?

- আহমদ খাঁ

১১২) শেরশাহের রাজত্বকালে কৃষি জমি পরিমাপের জন্য কোন মাপ একক ব্যবহার করা হত?

-সিকান্দার-ই-গজ

১১৩) শেরশাহ সপ্তাহের কোনদিন নিজে সর্বোচ্চ আপীলের বিচার করতেন?

- বুধবার

১১৪) শেরশাহ কতজন মন্ত্রী নিয়োগ করেন?

- চারজন (দেওয়ান ই-ওয়াজির, দেওয়ান ই-আরজ, দেওয়ান-ই-ইনশা, দেওয়ান ই-রিশালাত)।

১১৫) শেরশাহের অন্যতম হিন্দুসেনাপতির নাম কী?

- ব্রহ্মজিৎ গৌড়

১১৬) হুমায়ুন ও শের খানের মধ্যে সংঘটিত যুদ্ধের মধ্যে কোন যুদ্ধটি নির্ণায়ক ছিল। যেখানে শের খান যুদ্ধবিজয়ের পর 'শের শাহ আলম উল আদিল' উপাধি গ্রহণ করেন? 

-চৌসার যুদ্ধ

১১৭) শেরশাহ কতসালে লাহোর জয় করেন?

- ১৫৪১ সালে

১১৮) শেরশাহের সমাধিসৌধ কে নির্মান করেন?

- শেরশাহ নিজেই

১১৯) তাজমহলের পূর্বসুরি কোন স্থাপত্যকে বলা হয়?

- শেরশাহের সমাধি

১২০) কোনটিতে হিন্দু ও ইরানী স্থাপত্যের প্রথম সমন্বয় দেখা যায়?

-শের শাহের সমাধি

১২১) কোন সমাধি সম্পর্কে বলা হয়েছে, ‘এই সমাধিটি তুঘলক আমলের ইমারতগুলির গাম্ভীর্য এবং শাহজাহানের মহান রচনা, তাজমহলের নারীসুলভ সৌন্দর্যের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে?

-শের শাহের সমাধি

১২২) আলিওয়াল খান কোনটির স্থপতি ছিলেন?

-হাসান খান সুরের সমাধি এবং  শের শাহের সমাধি

১২৩) কোন সমাধিটিকে শের শাহ সুরীর সমাধির পূর্বসূরি বলা হয়?

-গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি

১২৪) কানিংহোম কাকে  ‘দ্বিতীয় তাজ বলেছেন?

-  সসারামের সমাধি

১২৫) দিল্লীর পুরানা কেল্লা কে নির্মান করেন?

- শেরশাহ

১২৬) উত্তর ভারত থেকে বাংলা পর্যন্ত কাদের দ্বারা নির্মিত রাস্তাটিকে শের শাহ সুরি মেরামত করেছিলেন? 

 -মৌর্য শাসকদের দ্বারা

১২৭) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (সড়ক-ই-আজম) কে নির্মান করেন?

- শেরশাহ  

১২৮) সড়ক-ই-আজম দ্বারা শেরশাহ কোন দুটি শহরকে যুক্ত করেন?

- সোনারগাও থেকে লাহোর (সোনারাগাও থেকে সিন্ধুনদ)   

১২৯) ‘শেরশাহ কর্তৃক নির্মিত রাস্তা ও সরাইখানা ছিল আফগান সাম্রাজ্যের ধমনী - এই কথাটি কে বলেছেন?

-কে  আর কানুনগো  

১৩০) দিল্লীতে ‘কিলা-ই-কুহানা কে প্রতিষ্ঠা করেন?

- শেরশাহ

১৩১) কিলা-ই-কুহানা কী?

- একটি মসজিদ

১৩২) দিনপানাহা নগরটী কে ধ্বংস করেন?

- শেরশাহ

১৩৩) কোন শহর ধ্বংস করার পর শেরশাহ ‘শেরসুর নামে একটি শহর গড়ে তোলেন?

-কনৌজ

১৩৪) অধুনিক পাটনা শহর কে নির্মান করেন?

- শেরশাহ।

১৩৫) শেরশাহ কোন মন্দিরটি লুট করেন?

- যোধপুর মন্দির  

১৩৬) শেরশাহের উপর লেখা সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পুস্তক কোনটি?

- আব্বাস শেরওয়ানীর লেখা তারিখ - ই-শেরশাহ

১৩৭) তারিখ-ই-শেরশাহীর আসল নাম তোহফা-ই-আকবরশাহী।  কোন লেখক এই বইটিকে তারিখ-ই-শেরশাহী বলেছেন?

-আহমেদ ইয়াদ্গার 

১৩৮) ফরাসি গারেন ডি তসি কোন গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? 

-তারিখ-ই- শেরশাহী

১৩৯) তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী' গ্রন্থটি কে রচনা করেন?

-হাসান আলী খান

১৪০) ‘তোহফা-ই-আকবরশাহী থেকে কোন শাসকের কৃতিত্বের তথ্য পাওয়া যায়?

- শের শাহ সুরি

 (আব্বাস খান শেরওয়ানির তারিখ-ই-শেরশাহী বইটিকে তোহফা-ই-আকবরশাহী বলা হয়)

১৪১) কোন কোন  গ্রন্থে শের শাহের জীবন ও প্রশাসনের উল্লেখ পাওয়া যায়?

-তারিখ ই দৌলত শেরশাহী, তারিখ ই শেরশাহী, তারিখ ই দাউদি, তোহফা ই আকবরশাহী

১৪২) “যদি শেরশাহ আরও কিছুকাল বেঁচে থাকতেন, ইতিহাসের রঙ্গমঞ্চে মহান মুঘল সম্রাটদের আর্বিভাব হয়ত ঘটত না- উক্তিটি কার?

- স্মিথ

১৪৩) শেরশাহ বাবরে সেনাবাহিনীতে যোগ দিয়ে বাবরের হয়ে কোন যুদ্ধ করেন?

- মেদিনীরায়ের সাথে যুদ্ধ (এরফলে শেরশাহ সাসারামের জায়গীরদার পান)

১৪৪) শেরশাহ কোন কাব্যগ্রন্থগুলি পড়ে নিজের বাস্তবজ্ঞান সঞ্চয় করেছিলেন?

- গুলিস্থান, বুহাস্থান,ও সিকান্দারনামা

১৪৫) শেরশাহ কোন দুর্গ আক্রমন করতে গিয়ে মারা যান?

- কালিঞ্জর (১৫৪৫ খৃঃ)।

১৪৬) শেরশাহ কালিঞ্জর দূর্গ আক্রমনকালে ওখানকার শাসক কে ছিলেন?

- কিরাত সিং

১৪৭) শেরশাহের মৃত্যু হয় কীভাবে?

- বারুদের গোলা বিস্ফোরনের ফলে।  

১৪৮) শের শাহ তার উত্তরসূরি হিসেবে কাকে মনোনীত করেছিলেন?

-আদিল খা

 (আদিল খান ছিলেন শেরশাহের জ্যেষ্ঠ পুত্র, তিনি উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত হন, কিন্তু আফগান সর্দাররা তার কনিষ্ঠ পুত্র জালাল খানকে উত্তরাধিকারীরূপে  উপযুক্ত মনে করেন)

১৪৯) শেরশাহ সুরির ঠিক পরেই দিল্লীর সিংহাসনে কে বসেন?

- শেরশাহের পুত্র জালাল খান।

১৫০) পৃথিবীতে ইনি একমাত্র সম্রাট যাঁর মৃত্যুতে সমাধিস্থলে সকল ধর্মের মানুষের সমাগম দেখা গিয়েছিল তিনি কে ?

- শেরশাহ । 

 

 

 শেরশাহ দ্বিতীয় পর্ব >>>>

শেরশাহ চতুর্থ পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

শেরশাহ। ফরিদ খান।  শেরখান।  লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান।  ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি।  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad