হুমায়ুন
set by- Manas Adhikary
হুমায়ুন তৃতীয় পর্ব। Humayun Part - III
দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ। চৌসার যুদ্ধ। কনৌজের বিলগ্রামের যুদ্ধ। সিরহিন্দের যুদ্ধ।
কামরান। আশকারী। হিন্দল। রানি কর্নাবতী। ইনসান-ই-কামিল। সমস্যা সন্তান। দিনপানাহা শহর। জান্নাতবাদ। মীর সৈয়দ আলী। আবদুর সামাদ। তারিখ-ই-হুমায়ুনি। দিওয়ান-ই-হুমায়ূন। হুমায়ুননামা। দিল্লীর শালিমার বাগ। যাদুঘর মহল। মীনা বাজার।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক হুমায়ুন থেকে সংক্ষিপ্ত আলোচনা এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে হুমায়ুন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মোগল সম্রাট হুমায়ুনের প্রশ্নোত্তর| Humayun Mcq Questions and Answer
১০১) হুমায়ুনের ভারতের শাসক হওয়ার পর প্রথম অভিযান ছিল কালিঞ্জার অভিযান। কালিঞ্জার অভিযানের মূল কারণ কী ছিল?
-গুজরাটের শাসকের ক্রমবর্ধমান শক্তিকে থামানো
১০২)'রাজপুতদের সমাদর করা উচিত কারণ তারা আদেশ মান্য করতে সদা সচেষ্ট থাকে।'
- উপরের উক্তিটি কোন শাসকের ?
-হুমায়ুন
১০৩)কানুন- ই- হুমায়ুনী - এর রচয়িতা কে?
-খোবন্দ আমীর
(এটিকে হুমায়ুন নামাও বলা হয়ে থাকে)
১০৪)হুমায়ুননামা গ্রন্থটি কোন ভাষায় রচিত?
-ফার্সি
১০৫)হুমায়ুন ১৫৫১ সালে ৯ বছর বয়সি আকবরকে, মুনিম খানের অধীনে কোন অঞ্চলের গভর্নররূপে নিযুক্ত করেন?
-গজনি
(আকবর, 1555 খ্রিস্টাব্দে লাহোরের গভর্নর হিসাবে নিযুক্ত হন)
১০৬)মুঘল সম্রাট হুমায়ুন এবং গুজরাটের বাহাদুর শাহের মধ্যে সংঘর্ষের সুযোগ নিয়ে কোন পর্তুগিজ গভর্নর ১৫৩৪ খ্রিস্টাব্দে 'বেসিন' এবং 1535 খ্রিস্টাব্দে 'দিউ' দখল করেছিলেন ?
-নিনহো দা কুনহা
১০৭)কোন মুঘল শাসক কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে একদিনের জন্য একজন ভিশতিকে ভারতের সম্রাট ঘোষণা করেছিলেন?
-হুমায়ুন
১০৮)হুমায়ুন একধরনের অভিবাদন পদ্ধতির প্রচলন ঘটান তার নাম কি?
- কুর্নিশ
(হুমায়ুন দ্বারা কুর্নিশ - কপালে ডান হাতের তালু রেখে মাথা সামনের দিকে বাঁকানো
চার তসলিম প্রচলন ঘটান শাহজাহান, সিজদা ও জমিনবস প্রচলন ঘটান আকবর)
১০৯)হুমায়ুন কাকে 'ইয়ার- ই- বাফাদার' উপাধি দিয়েছিলেন?
-বৈরাম খাঁ
(এছাড়াও এনাকে খানবাবা বলা হত। ইনি ছিলেন আকবরের পৃষ্ঠপোষক ও শিক্ষক)
১১০)হুমায়ুনএর অতালিক ছিলেন কারা?
-মাওলানা ইলিয়াস ও মাশুলুদ্দীন রাহুল্লা
(অতালিক কথার অর্থ শিক্ষক)
১১১)বাচ্চু নামক সঙ্গীতশিল্পী কার দরবারে ছিলেন?
-হুমায়ুন
১১২)মুঘল চিত্রশিল্পী আবদুস সামাদকে 'সিরি কালাম' উপাধি দেন কে?
- আকবর ও হুমায়ুন উভয়ই
১১৩)মুঘল আমলের চিত্রকলার সংস্থাপক কে?
-হুমায়ুন
১১৪)হুমায়ুন ও আকবর কার কাছ থেকে চিত্রশিল্পকলা শিখেছিলেন?
-আব্দুসসামাদ
১১৫)হুমায়ুন কার সভাপতিত্বে কাবুলে চিত্রশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?
-মীর সৈয়দ আলী
১১৬)জনসাধারণের অভিযোগ নিরসনের জন্য 'তবল- ই- আদল' কে চালু করেন?
-হুমায়ুন
(তবল- ই- আদল অর্থাৎ বিচারের ঢোল এর আদলে, জাহাঙ্গীর আগ্রা ফোর্টের শাহবুর্জে 30 গজ দীর্ঘ শৃঙ্খলা ন্যায়-বিচার ব্যবস্থা (জাঞ্জির- ই- আদলি) শুরু করেন। যার মধ্যে 60টি ঘণ্টা বাঁধা ছিল।)
১১৭)ইরান থেকে ভারতে ফিরে হুমায়ুন কাকে তার উজির হিসাবে নিযুক্ত করেন?
-করচা খাঁ
১১৮)আবুল ফজল কাকে অ্যারিস্টটলের সাথে তুলনা করেছেন?
-হুমায়ুন
১১৯)হুমায়ুনএর উজির কে ছিলেন?
- উওয়াইস মুহম্মদ
(বাবর - মীর নিজামউদ্দিন খলিফা, শাহজাহান - সাতুল্লা খান)
১২০)হুমায়ুন একবার চুনার দুর্গ জয়ের ব্যর্থ চেষ্টা করেছিলেন।দ্বিতীয়বার কার সাহায্যে তিনি এই দুর্গ জয় করতে পেরেছিলেন?
-রুমি খান
(রুমি খান ছিলেন আফগান শাসক বাহাদুর শাহের তুর্কি কামানদার। বাহাদুরশাহ হুমায়ুনের কাছে পরাজিত হয়ে পর্তুগিজদের কাছে পালিয়ে যান)
১২১)হুমায়ুনের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল?
-আগ্রা
(রাজ্যাভিষেকের দিন -১৫৩০ সালের ৩০ ডিসেম্বর)
১২২)কোথায় শাসকের মা এবং রাজমাতা কর্ণাবতী রাখি পাঠিয়ে হুমায়ুনকে গুজরাটের শাসক বাহাদুর শাহের বিরুদ্ধে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন??
-চিতোর
(গোয়ালিয়রের রাজা সংগ্রাম সিংয়ের ছেলে বিক্রমজিতের মা ছিলেন কর্নাবতী)
১২৩)রুমি খান মূলত কার তোপচি ছিলেন?
-বাহাদুর শাহ
(গুজরাটের শাসক ছিলেন বাহাদুর শাহ)
১২৪)হুমায়ুনের কোন ভাই শের শাহের সাথে গোপনে চিঠি আদান প্রদান করতেন?
-কামরান
১২৫)হুমায়ূন তার কোন ভাইকে অন্ধ করে দিয়েছিলেন?
-কামরান
১২৬)কার উচ্চাকাঙ্ক্ষার কারণে হুমায়ুন তার আফগান প্রতিদ্বন্দ্বীদের সামনে ম্লান হয়ে গিয়েছিলেন?
-কামরান
১২৭)কামরানকে বোঝাতে হুমায়ুন কাকে পাঠিয়েছিলেন?
-খানজাদা বেগম
১২৮)আগ্রায় শেখ বাহললকে হত্যা করার পর কে সম্রাট উপাধি গ্রহণ করেন?
-হিন্দোল
১২৯)কে ‘আহল-ই- মুরাদ’ নামক শ্রেণী গঠন করেছিলেন?
-হুমায়ুন
১৩০)হুমায়ুন তার সঙ্গীদের মধ্যে 'কস্তুরী' বিতরণ করে উৎসব পালন করেন। হুমায়ুন কোন উপলক্ষে কস্তুরী বিতরণ করেছিলেন?
-আকবরের জন্ম
১৩১)হুমায়ূন তার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে তিন ভাগে ভাগ করে আবার পুনরায় এগুলিকে কয় ভাগে ভাগ করেছেন?
-12
১৩২) কোন মুঘল সম্রাট ওমরাহ শ্রেণীকে তিনটি ভাগে ভাগ করেছিলেন?
-হুমায়ুন
১৩৩) কে বৈরাম খানকে খানবাবা ও ইয়ার- ই- বাফাদার উপাধি দেন?
-হুমায়ুন
১৩৪) কোন মুঘল সম্রাট তাদের প্রজাদের সরাসরি সম্রাটের কাছে আবেদন পাঠানোর অধিকার দিয়েছিলেন?
-হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর
১৩৫) কাকে মুঘল আমলের 'সিকান্দার' বলা হয়?
-হুমায়ুন
১৩৬) কার মতে, 'পান্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ যেখানে ছিল একই স্থানে হুমায়ুনের দুর্গও ছিল'?
-আবুল ফজল
১৩৭) বাদায়ুনির মতে, কোন দুই মুঘল শাসক তাদের পোশাকের প্রতি এতই অনুরাগী ছিলেন যে তারা প্রতিদিন নক্ষত্র অনুসারে পোশাক পরতেন?
-হুমায়ুন ও আকবর
১৩৮) হুমায়ূন গ্রহ নক্ষত্রের ভিত্তিতে সাত দিন সাত রঙের পোশাক পরতেন। কোন দিন হলুদ রঙের পোশাক পরতেন?
-রবিবার
(শনিবার কালো রঙের পোশাক পরিধান করতেন)
১৩৯) মুঘল আমলে 'উল বাগচা' নামে একটি বিশেষ ধরনের পোশাক কে চালু করেন?
-হুমায়ুন
১৪০) প্রথম কোন মুঘল সম্রাট, তার জন্মদিন উপলক্ষে মূল্যবান ধাতু এবং দরকারী জিনিস দিয়ে সম্রাটকে ওজন করার প্রথা শুরু করেছিলেন?
-হুমায়ুন
১৪১) নিজাম ভিশতীর সহায়তায় চৌসার যুদ্ধে হুমায়ুনের প্রাণ রক্ষা পায়, এই ভিশতির সমাধি কোথায় অবস্থিত?
-আজমির (শের শাহের কাছে চৌসার যুদ্ধে পরাজিত হয়ে বেঁচে থাকার তাড়নায় সম্রাট হুমায়ূন ঝাঁপ দিলেন নদীতে। ঘোড়াসহ তলিয়ে যাওয়ার মুহূর্তে শুনতে পেলেন এক কণ্ঠস্বর – আমার এই বাতাসভর্তি মশকটা ধরে আপনি নদী পার হওয়ার চেষ্টা করুন। লোকটি সম্রাটকে চিনত। সম্রাট জিজ্ঞাসা করলেন – তোমার নাম কি ? লোকটি জানাল – আমি ভিস্তিওয়ালা নাজিম। সম্রাট খুশী হয়ে রাজ্যপাট ফিরে পাওয়ার পর নিজামকে পুরস্কৃত করেছিলেন। )
১৪২) হুমায়ুনের সময় 'মোল্লা সুরখ' কোন পদে নিযুক্ত ছিলেন?
-গ্রন্থাগারিক
১৪৩) জাহাঙ্গীরের রাজত্বের শেষ বছর এবং দিল্লিতে শাহজাহানের প্রথম বছরে কোন সমাধিটি নির্মিত হয়েছিল, যাকে 'হুমায়ুনের সমাধির প্রতিকৃতি' বলা হয় ?
-খান- ই- খানমের সমাধি
১৪৪) বাবরের মৃত্যু হলে বাবরের উজির নিজামুদ্দিন খলিফা কাকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন ?
-মেহেন্দি খাজা
১৪৫) 'আল্লাহর ইচ্ছায় আমি যদি রাজা হই তাহলে রাজা হয়ে আমার প্রথম কাজ হবে আপনার এবং অন্যান্য বিশ্বাসঘাতকদের পিটের চামড়া তোলা।' বিবৃতিটি কার?
-মেহদী খাজা
(খলিফা নিজামউদ্দিন আলী মেহেদী খাজাকে আগ্রার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, মেহেদি খাজা সেই সময় উক্ত বিবৃতিটি করেন।)
১৪৬) হুমায়ুনের আক্রমণ ঠেকাতে মানকোট দুর্গ কে নির্মাণ করেন?
-জালাল খান
১৪৭) হজে যাওয়ার কারণে হুমায়ুনের কোন স্ত্রীকে হাজী বেগম বলা হয়?
-বেগা বেগম
১৪৮) কোন মুঘল শাসককে "ইনসান- ই- কামিল" বলা হয়?
-হুমায়ুন
(আবুল ফজল বলেছেন)
১৫০) গুরু নানক কোন মুঘল সম্রাটের শাসনামলে মৃত্যুবরণ করেন?
-হুমায়ুন
১৫১) হুমায়ুন কোন প্রাসাদে মৃত্যুবরণ করেন?
- দিনপানহা প্রাসাদ
১৫২) কোন মুঘল শাসককে তার মৃত্যুর পর 'জান্নাত আশিয়ানী' বলা হয়?
-হুমায়ুন
১৫৩) কোন ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপত্যটি মুঘল রাজবংশের সমাধি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে?
-হুমায়ুনের সমাধি
১৫৪) নালন্দার পঞ্চরথ দ্বারা অনুপ্রাণিত হয়ে কোন মুগল সম্রাটের সমাধি নির্মান করা হয়?
-হুমায়ূন
১৫৫) চারবাগ পদ্ধতিতে নির্মিত প্রথম সমাধি কোনটি?
-হুমায়ূনের সমাধি
১৫৬) দুই গম্বুজ বিশিষ্ট প্রথম মুঘল সমাধি কোনটি?
-হুমায়ূনের সমাধি
১৫৭) কোন স্থাপত্যটি অনুপ্রেরণার দিক থেকে ইরানী এবং কার্যক্রম অনুযায়ী ভারতীয়?
-হুমায়ুনের সমাধি
১৫৮) কাকে তৈমুর রাজবংশের শ্মশান বলা হত?
-হুমায়ূনের সমাধি
১৫৯) 'হুমায়ুন যদি তাড়াতাড়ি মারা না যেতেন তবে তিনি শেষ মুঘল সম্রাট হতেন।' - এই বিবৃতি কোন ঐতিহাসিকের?
-আর্স্কিন
১৬০) দিল্লিতে অবস্থিত আকবরের আমলের একমাত্র স্থাপত্য কোনটি?
-হুমায়ুনের সমাধি
১৬১) হুমায়ুনের সমাধি সম্পর্কে কে বলেছিলেন, 'এটি বাইরে থেকে মুসলমান এবং ভিতর থেকে হিন্দু'?
-ডাঃ কানুনগো
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ। চৌসার যুদ্ধ। কনৌজের বিলগ্রামের যুদ্ধ। সিরহিন্দের যুদ্ধ। কামরান। আশকারী। হিন্দল। রানি কর্নাবতী। ইনসান-ই-কামিল। সমস্যা সন্তান। দিনপানাহা শহর। জান্নাতবাদ। মীর সৈয়দ আলী। আবদুর সামাদ। তারিখ-ই-হুমায়ুনি। দিওয়ান-ই-হুমায়ূন। হুমায়ুননামা। দিল্লীর শালিমার বাগ। যাদুঘর মহল। মীনা বাজার।