Type Here to Get Search Results !

হুমায়ুন দ্বিতীয় পর্ব [Humayuna]

 

হুমায়ুন

set by- Manas Adhikary

 হুমায়ুন দ্বিতীয় পর্ব। Humayun Part - II

দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ চৌসার যুদ্ধ কনৌজের বিলগ্রামের যুদ্ধ সিরহিন্দের যুদ্ধ কামরান আশকারী হিন্দল রানি কর্নাবতী ইনসান--কামিল সমস্যা সন্তান দিনপানাহা শহর জান্নাতবাদ মীর সৈয়দ আলী আবদুর সামাদ তারিখ--হুমায়ুনি দিওয়ান--হুমায়ূন হুমায়ুননামা দিল্লীর শালিমার বাগ যাদুঘর মহল মীনা বাজার

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি  মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক হুমায়ুন থেকে সংক্ষিপ্ত আলোচনা এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।  এই পর্বে হুমায়ুন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পরবর্তী পর্বে হুমায়ুন সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


 

মোগল সম্রাট হুমায়ুনের জীবনী ও প্রশ্নোত্তর|  About Humayun And Mcq Questions and Answer

৫১) হুমায়ুন কোন চিত্রকরকেনাদির উল অস্ত্র’ উপাধি প্রদান করেন?

- মীর সৈয়দ আলী

৫২) ‘দস্তান-আমির হামজা’ চিত্রটি কোন সম্রাটের আমলে শুরু হয় এবং কোন সম্রাটের আমলে তা সম্পন্ন হয়?

- হুমায়ুন শুরু করেন এবং আকবর শেষ করেন

৫৩) জওহর আফতাবচি কার রাজসভা অলংকৃত করেন?

- হুমায়ুন

৫৪) জওহর আফতাবচি রচিত গ্রন্থের নাম কী?

- তারিখ--হুমায়ুনি

৫৫) ‘তাজকিয়াৎ উল ওয়াকিৎ’ থেকে কার জীবন সংগ্রামের কথা জানা যায়?

-হুমায়ুন

৫৬) তারিখ--রসিদি থেকে কোন দুইজন সম্রাটের কথা জানা যায়?

- বাবর হুমায়ুন

৫৭) "দিওয়ান--হুমায়ূন"- কাব্যগ্রন্থটি কার রচনা?

- হুমায়ূনের

৫৮) হুমায়ুননামা কে রচনা করেন?

- বাবরের কন্যা, হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম

৫৯) গুলবদন বেগম কোন ভাষায় হুমায়ূন-নামা রচনা করেন?

- ফার্সি

৬০) গুলবদন বেগম এর মাতার নাম কী?

- দিলদার বেগম

৬১) গুলবদন বেগম ছাড়াও আরাে একজন হুমায়ুন নামা লেখেন তার নাম কী?

- খবান্দ আমীর

৬২) "The Life and Time of Humayun"- গ্রন্থটির লেখক কে?

-ঈশ্বরীপ্রসাদ

৬৩) দিল্লীর শালিমার বাগ কে নির্মান করেন?

- হুমায়ূন (প্রসঙ্গত লাহােরের শালিমার বাগ নির্মান করেন শাহজাহান এবং শ্রীনগরের শালিমার বাগ নির্মান করেন জাহাঙ্গীর)

৬৪) ফতেহবাদের মসজিদ কে নির্মান করেন?

- হুমায়ূন

৬৫) সুলতানি রাজপ্রাসাদ কে নির্মান করেন?

- হুমায়ুন

৬৬) ‘যাদুঘর মহল’ কে তৈরী করেছিলাে?

- হুমায়ুন

৬৭) মীনা বাজার কোন মুঘল সম্রাট স্থাপন করেন?

- হুমায়ুন

৬৮) শেরশাহ হুমায়ূনের মধ্যবর্তী সময়ে কোন নরপতি রাজত্ব করেন?

-ইসলাম শাহ আদিল শাহ

৬৯) হুমায়ুন কাকে এক দিন বাদশা হিসাবে ঘােষনা করেন?

- নিজাম সাক্কা

৭০) কোন মুঘল শাসক সপ্তাহের সাতদিন সাত রঙের বস্ত্র পরিধান করতেন?

-হুমায়ুন

৭১) কোন মুঘল সম্রাটের দর্শন, গণিত জ্যোতিষশাস্ত্রে জ্ঞান ছিল?

- হুমায়ুন

৭২) কোন মুঘল সম্রাট আফিম খেতেন?

- হুমায়ুন

৭৩) আকবরের জন্মের খবর হুমায়ুনকে কে দেন?

-তার্দি বেগ

৭৪) আকবরে জন্মের সময় হুমায়ুন কোথায় ছিলেন?

- অমরকোট থেকে ৩০ মাইল দুরে ঠাট্টা ভক্কার অভিযানে যাত্রাপথে অবস্থান করছিলেন।

৭৫) জন্নত আসিয়ানি নামে কোন মুঘল সম্রাট পরিচিত ছিলেন?

- হুমায়ুন

৭৬) কোন মুঘল সম্রাটকে রাতের প্রথম কবি বলা হয়?

- হুমায়ুন।

৭৭) কোন সম্রাট ঘুমানাের আগে বই পড়তে?

- হুমায়ুন

৭৮) সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় আত্মগােপন করেন?

- হুমায়ুনের সমাধিস্থলে

৭৯) কোন মুঘল সম্রাটের হিন্দু জ্যোতিষীদের উপর খুব বিশ্বাস ছিল?

- হুমায়ুন

৮০) দিনপনাহ শহরের নির্মান কার্যের সমাপ্তি ঘটান কে?

- শেরশাহ

৮১) হুমায়ুন কীভাবে মারা যান?

- গ্রন্থাগারের সিড়ি থেকে পড়ে গিয়ে

৮২) হুমায়ূন কোন গ্রন্থাগারের সিড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন?

-দিনপানাহা শহরের শের--মন্ডল নামক গ্রন্থাগারের

৮৩) হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন?

- কালানৌরে

৮৪) হুমায়ুন যখন মারা যান তখন আকবর কালানৌরে ছিলেন এই কালানৌর কোথায় অবস্থিত?

- পাঞ্জাব

৮৫) হুমায়ুনের মৃত্যু সংবাদ কে ১৭ দিন ধরে গােপন রাখেন?

- মুল্লা বক্সী (কারন মুল্লা বক্সী হুমায়ন একইরকম দেখতে ছিলেন।)

৮৬) ভারতে নির্মিত প্রথম মুঘল স্থাপত্য কোনটি?

- হুমায়ুনের সমাধি

৮৭) কোন মহিলা তাঁর স্বামীর জন্য সমাধি তৈরী করেন?

- হুমায়ুনের পত্নী হাজি বেগম "Tomb of Humayun" তৈরী করেন একেবিবি কি মেহেবুবানা পেশকাশ’- বলা হয় এটাকে

 ৮৮) হুমায়ুন হামিদ বানু কার পত্নী  ছিলেন?

-হুমায়ুন

৮৯) হামিদ বানু কার কন্যা ছিলেন?

-মীর আলী আকবর জনি

৯০) আমীর খসরু এর সমাধিতে কে একটি খোদিত প্রস্তরলেখ স্থাপন করেছিলেন যেখানে আমীর খসরুকে  আমির খসরুকে 'শব্দ রাজ্যের সম্রাট সাধু' বলা হয়েছে?

- হুমায়ুন

৯১) হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত?

- দিল্লী

৯২) কোন ঐতিহাসিক বলেছেন- 'হুমায়ূন গড়িয়ে গড়িয়ে এলেন এবং এসে গড়াগড়ি খেয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন'

-লেনপুল

৯৩) হুমায়ুন কার শিষ্য ছিলেন?

- মহম্মদ গাউস

৯৪) মহম্মদ গাউস কোন সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন?

- সাতারিয়া

৯৫) চৌসার যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হওয়ার পর, মুঘল সম্রাট হুমায়ুন পাঞ্জাবে  কোন শিখগুরুর সাথে দেখা করেছিলেন?

-গুরু অঙ্গদ

৯৬) চৌসার যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুন কোন নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন রক্ষা করেন?

-যমুনা

৯৭) যমুনা নদী থেকে হুমায়ূনকে কে উদ্ধার করেন?

-নিজাম ভিস্তি

৯৮) নিজাম ভিশতির সাহায্যে চৌসার যুদ্ধে হুমায়ুনের জীবন রক্ষা পায়। এই নিজাম ভিস্তীর সমাধি কোথায় অবস্থিত?

-আজমির

৯৯) কোন যুদ্ধের পর হুমায়ুন দ্বিতীয়বার ভারতে মুঘল সাম্রাজ্যের শাসক হন?

-সিরহিন্দের যুদ্ধ

 (এই যুদ্ধ বৈরাম খানের নেতৃত্বে সংঘটিত হয়েছিল কিন্তু সরকারি নথিতে সিরহিন্দ বিজয়ের কৃতিত্ব আকবরকে দেওয়া হয়েছে।)

১০০) হুমায়ুন দিল্লি পুনরুদ্ধার করার কতদিন আবার শাসন করতে পেরেছিলেন?

-ছয় মাস

 হুমায়ুন প্রথম পর্ব >>>>

হুমায়ুন  তৃতীয় পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ চৌসার যুদ্ধ কনৌজের বিলগ্রামের যুদ্ধ সিরহিন্দের যুদ্ধ কামরান আশকারী হিন্দল রানি কর্নাবতী ইনসান--কামিল সমস্যা সন্তান দিনপানাহা শহর জান্নাতবাদ মীর সৈয়দ আলী আবদুর সামাদ তারিখ--হুমায়ুনি দিওয়ান--হুমায়ূন হুমায়ুননামা দিল্লীর শালিমার বাগ যাদুঘর মহল মীনা বাজার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad