হুমায়ুন
set by- Manas Adhikary
হুমায়ুন প্রথম পর্ব। Humayun Part - I
দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ। চৌসার যুদ্ধ। কনৌজের বিলগ্রামের যুদ্ধ। সিরহিন্দের যুদ্ধ।
কামরান। আশকারী। হিন্দল। রানি কর্নাবতী। ইনসান-ই-কামিল। সমস্যা সন্তান। দিনপানাহা শহর। জান্নাতবাদ। মীর সৈয়দ আলী। আবদুর সামাদ। তারিখ-ই-হুমায়ুনি। দিওয়ান-ই-হুমায়ূন। হুমায়ুননামা। দিল্লীর শালিমার বাগ। যাদুঘর মহল। মীনা বাজার।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক হুমায়ুন থেকে সংক্ষিপ্ত আলোচনা এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। এই পর্বে হুমায়ুন থেকে সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পরবর্তী পর্বে হুমায়ুন সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মোগল সম্রাট হুমায়ুনের জীবনী ও প্রশ্নোত্তর| About Humayun And Mcq Questions and Answer
ঘর্ঘরা যুদ্ধের অল্পকাল পরেই বাবরের মৃত্যু হলে তাঁর বড় ছেলে হুমায়ুন ১৫৩০ সালে দিল্লীর সিংহাসনে বসেন৷৷ হুমায়ুন কথার অর্থ সৌভাগ্যবান। কিন্তু কার্যতঃ হুমায়ুন খুবই দুর্ভাগ্যগ্রস্ত ছিলেন। হুমায়ুন সিংহাসনে বসার কয়েক মাসের মধ্যেই আফগানদের শায়েস্তা করার জন্য আফগানদের প্রতি সহানুভুতিশীল রাজা প্রতাপরুদ্রদেবএর দূর্গ কালিঞ্জর অবরােধ করে তার কাছ থেকে বিপুল পরিমান অর্থ আদায় করে পূর্বদিকে আফগান প্রতিদ্বন্ধীদের বিরুদ্ধে অগ্রসর হন। দাউরুয়া বা ধাওরিয়ার যুদ্ধে জৌনপুরের সুলতান মহম্মদ লােদীকে (ইব্রাহিম লােদীর পুত্র) পরাজিত করেন। এরপর তিনি শের শাহ বা শের খাঁর এর অধিনস্ত চুনার দূর্গ অবরােধ করেন। শের শাহ এইসময় হুমায়ুনের বশ্যতা স্বীকার করে নিলে হুমায়ুন আগ্রা ফিরে গিয়ে হুমায়ুন গুজরাটের সুলতান বাহাদুর শাহের সঙ্গে যুদ্ধে রত হন। বাহাদুর শাহ মালব, রাজপুতনা ও মেবারের চিতাের দূর্গ দখল করে মুঘল শক্তির প্রধান প্রতিদ্বন্ধী রূপে দাঁড়ান। হুমায়ুন বাহাদুর শাহকে পরাস্ত করে, গুজরাট ও মালব জয় করেন এবং মান্ডু দূর্গ হতে বহু ধনরত্ন পান। একইসময়ে শের শাহ বাংলা আক্রমন করে রাজধানী গৌড় দখল করে নেন এবং দুর্ভেদ্য দুর্গ রােটাস দূর্গ অধিকার করেন।
শের শাহের এই শক্তি বৃদ্ধিতে হুমায়ুন শঙ্কিত হয়ে শেরশাহের চুনার দূর্গ অধিকার করেন। শেরশাহ বাংলা চলে গেলে শেরশাহ পিছু নিয়ে হুমায়ুন বাংলা দিকে অগ্রসর হন। কিন্তু চতুর শেরশাহ বীরভুম ও ঝাড়খন্ডের পথে রােটাস দূর্গে ফিরে এসে সৈন্য সামন্ত সমবেত করে মূঘল বাদশাহের দিল্লীর ফেরার পথ অবরােধ করে রাখেন। স্বাভাবিকভাবেই দিল্লী ফেরার পথে হুমায়ুনকে প্রবল বর্ষন ও শের খাঁ এর সম্মুখীন হতে হয়েছিল৷
বক্সারের কাছে চৌসার প্রান্তরে ১৫৩৯ সালে ২৭ শে জুনের যুদ্ধে শেরশাহের কাছে হুমায়ুন পরাজিত হয়ে অতিকষ্টে পালিয়ে প্রাণরক্ষা করেন। শের শাহ এই সময় নিজেকে ‘শের শাহ আদিল’ নামে স্বাধীন সম্রাট বলে ঘােষনা করেন। চৌসার যুদ্ধের পরের বছরেই হুমায়ুন পুনরায় গঙ্গা নদীর তীরে কনৌজের বিপরীত তীরে বিলগ্রামের যুদ্ধে ১৫৪০ সালে ১৭ই জুন শেরশাহের সাথে যুদ্ধে অবতীর্ন হন। এই যুদ্ধে হুমায়ুন শােচনীয়ভাবে পরাজিত হয়ে ভারত ত্যাগ করে পারস্যে আশ্রয় নিতে বাধ্য হন। শেরশাহ আগ্রায় প্রবেশ করে ভারতে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের পত্তন করেন। এইসময় মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন ঘটে। ১৫৪৫ সালে শেরশাহের মৃত্যু হলে তাঁর মেজ ছেলে ইসলাম শাহ সিংহাসনে বসেন। এইসময় হুমায়ুন সুযােগ বুঝে পারসিক সৈন্যদের সাহায্যে ১৫৫৫ সালে পরপর দুটি যুদ্ধে পর্যায়ক্রমে ইসলাম শাহ এবং সিকান্দার শাহের আফগান সেনাবাহিনীকে পরাজিত করে তিনি দিল্লী ও আগ্রা দখল করেন। ভারতে পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়৷
হুমায়ুনের যুদ্ধসমূহ
১) দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ - ইব্রাহিম লােদীর পুত্র মহম্মদ লােদীর বিরুদ্ধে৷ এই যুদ্ধে মহম্মদ লােদী পরাজিত হন।
২) চুনার দুর্গ অধিকার- ১৫৩৭ খ্রীঃ। শেরশাহের বিরুদ্ধে৷ এই যুদ্ধে শেরশাহ পরাজিত হন।
৩) চৌসার যুদ্ধ - ১৫৩৯ খ্রীঃ ২৭ শে জুন শেরশাহের বিরুদ্ধে৷ হুমায়ুন পরাজিত৷
৪) কনৌজের বিলগ্রামের যুদ্ধ - ১৫৪০ খ্রীঃ ১৭ ই জুন শেরশাহের বিরুদ্ধে৷ হুমায়ুন সম্পূর্নরূপে পরাজিত এবং মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন।
৫) সিরহিন্দের যুদ্ধ - শেরশাহ পরবর্তী আফগান বাহিনীর বিরুদ্ধে৷ আফগানবাহিনী পরাজিত এবং মুগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা।
দাউরুয়ার বা ধাওরিয়ার যুদ্ধ। চৌসার যুদ্ধ। কনৌজের বিলগ্রামের যুদ্ধ। সিরহিন্দের যুদ্ধ। কামরান। আশকারী। হিন্দল। রানি কর্নাবতী। ইনসান-ই-কামিল। সমস্যা সন্তান। দিনপানাহা শহর। জান্নাতবাদ। মীর সৈয়দ আলী। আবদুর সামাদ। তারিখ-ই-হুমায়ুনি। দিওয়ান-ই-হুমায়ূন। হুমায়ুননামা। দিল্লীর শালিমার বাগ। যাদুঘর মহল। মীনা বাজার।
প্রশ্নোত্তর পর্ব
১) হুমায়ুন কবে কার গর্ভে জন্মগ্রহন করেন?
- ১৫০৮ সালে ৬ মার্চ; বাবরের তৃতীয় পত্নী মহিমা বেগমের গর্ভে
২) হুমায়ুন কবে কোথায় জন্মগ্রহন করেন?
- ১৫০৮ সালে কাবুলে
৩) হুমায়ুন এর প্রকৃত নাম কী?
- নাসিরউদ্দিন-মহম্মদ।
৪) হুমায়ুন কোন ধর্মালম্বী ছিলেন?
- সুন্নি মুসলিম
৫) বাবরের কোন পুত্র বাবরের সময় ঘটা খানুয়ার যুদ্ধের নেতৃত্ব দেন?
-হুমায়ুন
৬) হুমায়ুন মাত্র ১২ বছর বয়সে কোথাকার গর্ভনর হিসাবে নিযুক্ত হন?
-বাদকশান।
৭) রুমি খান কে ছিলেন?
- বাবরের আমলে হুমায়ুনের নেতৃত্বাধীন থাকা গােলন্দাজ বাহিনীর প্রধান।
৮) হুমায়ুন কত বছর বয়সে সিংহাসনে বসেন?
- ১৯ বছর বয়সে
৯) হুমায়ুনের মাতার নাম কী?
- মাহাম বেগম
১০) হুমায়নের তিন ভাইয়ের নাম কী?
- কামরান, আশকারী, হিন্দল
১১) হুমায়ূন যখন দিল্লীর সম্রাট হন তখন চিতরের রানী কে ছিলেন?
- রানি কর্নাবতী ও তাঁর পুত্র ছিলেন বিক্রমজিৎ।
১২) মেবারের কোন রানী হুমায়ুন কে রাখি পরায়?
- কর্নাবতী (প্রকৃতপক্ষে একটা বালা পরিয়েছিলেন। তখনকার দিনে বালাকে রাখী হিসাবে ধরা হত)
১৩) কোন মূঘল শাসক ‘ ইনসান-ই-কামিল’ উপাধি ধারন করেন?
- হুমায়ুন
১৪) মুঘল ইতিহাসে ‘সমস্যা সন্তান’ বলা হয় কাকে?
- হুমায়ুনকে।
১৫) “হুমায়ুন ছিলেন মুঘলদের সমস্যা সন্তান”- এই উক্তিটি কে করেন?
-স্ট্যানলি লেনপুল
১৬) কোন মুঘল সম্রাট পিতৃ আজ্ঞায় ভাইদের মধ্যে সাম্রাজ্য বন্টন করেছিলেন?
- হুমায়ুন
১৭) হুমায়ুনের প্রথম সামরিক অভিযান কোনটি?
- ১৫৩১ সালে কালিঞ্জর দূর্গ অভিযান।
১৮) দৌরার যুদ্ধ কাদের মধ্যে হয়?
- হুমায়ুন এবং মামুদ লােদী
১৯) হুমায়ুন দীনপনাহ নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন, সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লীর কোথায় দেখতে পাওয়া যায়?
- নতুন দিল্লী
২০) হুমায়ুন কর্তৃক দিনপানাহা শহর কত সালে স্থাপিত হয়?
- ১৫৩৩ সালে।
২১) হুমায়ুন কবে চম্পানী্র দূর্গ দখল করেন?
- ১৫৩৫ সালে।
২২) হুমায়ুন কবে গুজরাত অভিযান করেন?
- ১৫৩৫ সালে।
২৩) গুজরাটের কোন শাসককে হুমায়ুন পরাস্ত করেন?
- বাহাদুর শাহ
২৪) হুমায়ুন কয় মাস বাংলায় অতিবাহিত করেন?
- ১৫৩৬ সালে ফেব্রুয়ারি থেকে নভেম্বর মােট ৯ মাস।
২৫) কোন সম্রাট বাংলার বা গৌড়ের নাম দেন জান্নাতবাদ?
- হুমায়ূন
২৬) হুমায়ুন কবে চুনার দূর্গ অধিকার করেন?
- ১৫৩৭ সালে।
২৭) কোন মুঘােল সম্রাট ১৫৪০ খ্রীষ্টাব্দে কনৌজের বা বিলগ্রামের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হন?
- হুমায়ুন
২৮) কনৌজের যুদ্ধে হেরে যাবার পর হুমায়ুনকে কে আশ্রয় দিয়েছিল?
-অমরকোটের রাজা রানা বিশাল
২৯) কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ূন পরাজিত হয়ে রাজ্য হারান?
-কনৌজের বা বিলগ্রামের যুদ্ধে।
৩০) কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ূন ভারত ছেড়ে পারস্যে চলে যান?
-১৫৪০ সালের বিলগ্রামের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়ে
৩১) হুমায়ুন ভারত থেকে পালিয়ে যাওয়ার পর কে তাঁকে আশ্রয়দান করেন?
-পারস্যরাজ শাহ তহমাষ্প।
৩২) কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনের জীবন অতিবাহিত করেন?
- ১৫৪০ এর কনৌজের বা বিলগ্রামের যুদ্ধের পর
৩৩) হুমায়ুন কত বছর ভ্রাম্যমান জীবন যাপন করেছিলেন?
- প্রায় ১৫ বছর
৩৪) ১৫৪৩ সালে হুমায়ূন কোন পথ দিয়ে আফগানিস্তানে পালিয়ে যান?
-বোলান পাস
৩৫) রাজ্যচ্যুত হুমায়ুনকে কোন রাজপুত শাসক সাহায্য করেছিলেন?
- রানা রনপ্রসাদ
৩৬) হুমায়ুন নৌকা থেকে পড়ে গেলে কে তাঁকে বাঁচান?
-নিজাম উদ্দিন ভিস্তিওয়ালা
৩৭) হুমায়ুন কান্দাহার দখল করেন কবে?
- ১৫৪৫ সালে
৩৮) ১৫৪৫ এ হুমায়ুন কান্দাহার দখলের পর কাকে কান্দাহারের শাসনকর্তা হিসাবে নিয়ােগ করেন?
- বৈরাম খাঁ
৩৯) হুমায়ুন কাকে তাঁর পরিবারের শ্রেষ্ঠ প্রদীপ বলে অভিহিত করেন?
- বৈরাম খাঁ।
৪০) হুমায়ুন কাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন?
- সিকান্দার শাহ।
৪১) হুমায়ূন পুনরায় দিল্লী অধিকার করেন কত সালে?
- ১৫৫৫ সালে সিরহিন্দের যুদ্ধের মাধ্যমে।
৪২) সিরহিন্দের যুদ্ধে হুমায়ুন কাকে পরাজিত করেন?
- সিকান্দার শাহ ও আদিল শাহকে।
৪৩) মাচিয়ারার যুদ্ধ কবে কার মধ্যে হয়?
- ১৫৫৫ সালে হুমায়ুন সঙ্গে আফগানদের মধ্যে
৪৪) ১৫৫৫ খ্রীষ্টাব্দে আফগান শাসক তাতার ও নাসিরকে হুমায়ুন কোন যুদ্ধে পরাজিত করেছিলেন?
- সিরহিন্দ
৪৫) পারস্য রাজ তহমাষ্প হুমায়ুনকে কত সৈন্য দিয়ে সাহায্য করেন?
-১৪০০০
৪৬) কোন মুঘােল সম্রাট চিত্রকলায় মুঘল শৈলী শুরু করেন?
- হুমায়ুন
৪৭) কোন মুঘল সম্রাট প্রথম চিত্রকলার প্রসার ঘটান?
- হুমায়ুন।
৪৮) মীর সৈয়দ আলি কার সময়কার বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন?
- হুমায়ন।
৪৯) হুমায়ুন পারস্য থেকে কোন দুই চিত্রকরকে ভারতে আনেন?
- মীর সৈয়দ আলী ও আবদুর সামাদ।
৫০) তাবরিজে কোন চিত্রশিল্পীর সাথে হুমায়ুনের সাক্ষাত হয়, যাকে পরে আকবরের গৃহশিক্ষক হিসাবে নিয়ােগ করেন?
- আবদুস সামাদ
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here