তৈমুর লং
Set By – Manas Adhikary
তৈমুর লং। Timur.
তৈমুর লং। ভাটনার ফোর্ট। রাজা দুলচাঁদ। মুলফুজত- ই- তৈমুরি। শাহী দামাদ। তৈমুর রাজবংশের শ্মশান।
তৈমুর লং। Timurlane Objective Question & Answer.
১) তৈমুর কবে ভারত আক্রমণ করেছিল?
- 1398
২) তৈমুরের আক্রমণের সময় শাসক কে ছিলেন?
- নাসিরুদ্দিন মেহমুদ তুঘলক
৩) তৈমুর লং ভারত আক্রমণের সময় প্রথম কাকে পরাজিত করেন?
-শাহাবুদ্দিন মোবারক শাহ
৪) তৈমুরের আক্রমণের সময় তুঘলক রাজবংশের শাসক দিল্লি ছেড়ে কোথায় পালিয়ে যায়?
-পালম
৫) রাজা দুলচাঁদ বাহাদুর, যিনি তৈমুরের আক্রমণের সময় সাহসিকতার সাথে তৈমুরের সৈন্যদের মোকাবিলা করেছিলেন এবং বীরত্বপূর্ণ প্রতিরোধ সত্ত্বেও পরাজিত হন। এটা কোন জায়গার সাথে সম্পর্কিত?
-ভাটনার
৬) 'আমি সমগ্র ভারতে কোথাও এত শক্তিশালী এবং সুরক্ষিত দুর্গ দেখিনি।'- রাজস্থানের কোন দুর্গের জন্য তৈমুর তার আত্মজীবনী 'তুজুক- ই- তৈমুরি'- তে এই কথাগুলি উল্লেখ করেছেন?
-ভাটনার ফোর্ট
৭) তৈমুর লং এর আক্রমণের সময় কোথাকার মহিলারা জহরব্রত পালন করেছিল?
-ভাটনার
(তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভাটনার আক্রমণ করেছিলেন, সেই সময় হিন্দু মহিলাদের সাথে মুসলিম মহিলারাও জহরব্রত করেছিলেন।)
৮) 1398 সালের 6 নভেম্বর কি ঘটেছিল?
-ভাটনারের রাজা দুলচাঁদ তৈমুর লং এর কাছে আত্মসমর্পণ করেছিলেন।
৯) 1398 সালের 18 ডিসেম্বর কি ঘটেছিল?
-নাসরুদ্দিন মাহমুদ তুঘলক এবং তৈমুর লংয়ের মধ্যে নিষ্পত্তিমূলক যুদ্ধ
১০) তৈমুরের ভারত আক্রমণের সময় তৈমুরের নাতি পীর মোহাম্মদ, তার বাহিনীর অবস্থান কোথায় নির্ধারণ করেছিলেন?
-দক্ষিণ ভারতীয় অঞ্চলে
১১) মাল্লু ইকবাল কে ছিলেন?
-নাসরুদ্দিন মাহমুদ তুঘলকের উজির
১২) তৈমুর কাকে তার পুত্র হিসাবে ঘোষণা করেন এবং তাকে দক্ষিণের রাজ্য উপহার দিয়েছিলেন?
-ফিরোজ শাহ
১৩) তৈমুর ভারত থেকে শেষ বিদায় নিয়েছিলেন?
-13 মার্চ 1399
১৪) কোন শাসকের মা চেঙ্গিস খানের বংশধর এবং বাবা তৈমুর লং এর বংশধর ছিলেন?
-বাবর
১৫) তৈমুরের সরকারী ইতিহাস, জাফরনামার লেখকের নাম কী, যিনি ভারত আক্রমণের সময় তৈমুর লং দ্বারা সৃষ্ট ধ্বংসাত্মক সৃষ্টির বর্ণনা দিয়েছেন?
-শরফুদ্দিন ইয়াজদি
১৬) ভারত আক্রমণ করার আমার উদ্দেশ্য হল বিধর্মীদের বিরুদ্ধে অভিযান করা যাতে আমরা মুহাম্মদের মতে সত্য দিনের অনুসারী হতে পারি এবং যাঁর দ্বারা আমিও আল্লাহর দৃষ্টিতে প্রকৃত গাজী ও মুজাহিদ হতে পারি - বিবৃতিটি কার?
-তৈমুর
১৭) বাবর কার বিজয় দ্বারা প্রভাবিত হয়ে ভারত আক্রমণ করেন?
-তৈমুর
১৮) বাবর, তৈমুর লং এর কততম প্রজন্ম ছিলেন?
- ষষ্ঠ
১৯) 1630 সালে তৈমুর কর্তৃক বাবরকে রাজবংশীয় মুকুট উপহার দেওয়ার বিখ্যাত চিত্রকর্মটি কার ছিল?
-গোবর্ধন
২০) তৈমুর লং আক্রমণের পর দিল্লী সালতানাত ভেঙে যায়, ভারতের অনেক প্রদেশে স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, কোন দুটি রাজ্য একই সাথে আবির্ভূত হয়?
-মালওয়া এবং গুজরাট
২১) তৈমুরের আক্রমণের পর গঙ্গা ঘাঁটি অঞ্চলে কোন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়?
-জৌনপুর
২২) তৈমুরের আক্রমণের পর (১৩৯৮ খ্রিস্টাব্দ) প্রাদেশিক গভর্নররা দিল্লি সালতানাত থেকে স্বাধীন হন, তখন জৈনপুরের শাসনকর্তা কে ছিলেন?
- খাজা জাহান
২৩) তৈমুরের আক্রমণের পর (১৩৯৮ খ্রিস্টাব্দ) প্রাদেশিক গভর্নররা দিল্লি সালতানাত থেকে স্বাধীন হন, তখন মালওয়া এর শাসনকর্তা কে ছিলেন?
-দিলাওয়ার খান
২৪) তৈমুরের আক্রমণের পর (১৩৯৮ খ্রিস্টাব্দ) প্রাদেশিক গভর্নররা দিল্লি সালতানাত থেকে স্বাধীন হন, তখন সামনার শাসনকর্তা কে ছিলেন?
-গালিব খা
২৫) তৈমুরের কোন পুত্রের প্রতিনিধি হিসেবে খিজির খান দিল্লি শাসন করেন?
-শাহরুখ খান
২৬) রামপেয়ারি গুর্জর কোন আক্রমণকারীর আক্রমণ পরিবর্তন করার সাথে সম্পর্কিত?
-তৈমুর লং
২৭) তৈমুরের নামের শেষে লং কথাটি যুক্ত হয়েছে কেন?
-খুড়িয়ে হাঁটার কারণে লং নামটি পেয়েছে।
২৮) 'মুলফুজত- ই- তৈমুরি' তুর্কি ভাষায় রচিত তৈমুর লং এর আত্মজীবনী, এটিকে কে ফারসি ভাষায় অনুবাদ করেন?
-আবু তালিব
২৯) ভারত থেকে ফেরার সময় তৈমুর কোন কোন এলাকা খিজির খানের হাতে তুলে দেন?
-মুলতান,পাঞ্জাব,লাহোর
৩০) তৈমুর দিল্লির স্থাপত্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার রাজধানীতে, একই ধরণের ভবন নির্মাণের জন্য ভারত থেকে কারিগর, রাজমিস্ত্রি এবং দক্ষ কারিগরদের নিয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো তৈমুরের রাজধানী কোথায় অবস্থিত ছিল?
-সমরখন্দ
৩১) কে নিজেকে 'শাহী দামাদ' উপাধিতে অলংকৃত করেছিলেন?
-তৈমুর
৩২) 'তৈমুর রাজবংশের শ্মশান'- কাকে বলা হয়?
-হুমায়ুনের সমাধি
৩৩) তুর্কি ভাষায় কে তার আত্মজীবনী লিখেছেন?
- বাবর ও তৈমুর
৩৪) তৈমুর লং কোনটি আক্রমণের সময় পথে মারা যান?
- চীন
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
তৈমুর লং। ভাটনার ফোর্ট। রাজা দুলচাঁদ। মুলফুজত- ই- তৈমুরি। শাহী দামাদ। তৈমুর রাজবংশের শ্মশান।