Type Here to Get Search Results !

বাবর দ্বিতীয় পর্ব [Babor]

 

বাবর

Set by – Manas Adhikary

বাবর দ্বিতীয় পর্ব| Babar Part-II

বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  মোগল সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্রাট বাবর এই পর্বে বাবর  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করা হবে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বাবর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBabar  Mcq Questions and Answer

 

৭৬) পানিপথের প্রথম যুদ্ধে কতজন লােক মারা যান?

- ১৫০০০

৭৭) পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সৈন্যসংখ্যা কত ছিল?

- ১২ হাজার 

৭৮) কে পানিপথের প্রথম যুদ্ধের সাথে পালশীর যুদ্ধের তুলনা করেন?

- কালিকিঙ্কর দত্ত

৭৯) বাবর পানিপথের যুদ্ধ জয় করেন কিসের উপর নির্ভর করে?

- প্রধানত তাঁর সেনাবাহিনীর দক্ষতার জন্য

৮০) বাবর কোন যুদ্ধের পর নিজেকে দিল্লীর বাদশা বলে ঘােষনা করেন?

- প্রথম পানিপথের যুদ্ধ

৮১) কোন জয়ের স্মারক হিসাবে বাবর গােলাপ ফুল চাষ করেন?

- পানিপথের প্রথম যুদ্ধ

৮২) পানিপথের যুদ্ধে জয়লাভ করে বাবার কী নির্মান করেন?

-কাবুলিবাগ দুর্গ নির্মান করেন।

৮৩) বাবরের সাথে সম্পর্কিত কোন যুদ্ধটি মধ্যযুগের ইতিহাসে জল ও স্থল উভয় স্থানে সংঘটিত হয়েছিল?

-পানিপথের প্রথম যুদ্ধ

৮৪) বাবর কার কাছ থেকে কামানের ব্যবহার শেখেন?

- বাবুরি (ইনি ছিলেন কাবুল বিজয়ে বাবরের একজন সেনাপতি) ৮৫) বাবর কাকে ‘ওস্তাদ ধনুর্ধর’ বলে অভিহিত করেন?

- বাবুরিকে

৮৬) দিল্লী আক্রমনের সময় বাবরকে কে প্রথম বাধা দেন?

- ফিরােজ খান

৮৭) তাজিক হাসান হিজারি কে ছিলেন?

- বাবরের সেনাপতি।

৮৮) বাবরে বাহিনীতে গােলন্দাজ (কামান) বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কারা?

- আলিকুলি ও মুস্তাফা

৮৯) ভারতে প্রথম যুদ্ধে কামান ব্যবহার করেন কে?

- বাবর

৯০) বাবর কবে মেওয়াটের রাজধানী আলােয়ার জয় করেন?

- ১৫২৭ সালে

৯১) কোন যুদ্ধের পর বাবর ‘গাজী (Defender of faith)’ উপাধী নেন?

- খানুয়ার যুদ্ধ

৯২) বাবর ও রানা সঙ্গের মধ্যে কোন যুদ্ধ হয়?

- খানুয়ার যুদ্ধ (১৫২৭)

৯৩) বাবর কার বিরুদ্ধে করা যুদ্ধকে জিহাদ বলেছেন?

- রানা সঙ্গ ( এই যুদ্ধে জয়ী হবার পর তিনি গাজী উপাধি ধারন করেন)

৯৪) কার বিরুদ্ধে যুদ্ধের প্রাক্কালে বাবর তাঁর অধিকৃত অঞ্চলে মদ বিক্রয় বন্ধ করে দেন এবং মুসলিমদের কর মুকুব করে দেন?

- রানা সঙ্গের বিরুদ্ধে

৯৫) বাবর কোন যুদ্ধের পর জেহাদ ঘােষনা করেন?

- খানুয়া

৯৬) ফতেপুর সিক্রির কাছে বাবর কোন যুদ্ধ করেছিলেন?

- খানুয়ার

৯৭) খানুয়া কোথায় অবস্থিত?

- ফতেপুর সিক্রির কাছে

৯৮) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়?

- বাবর ও সংগ্রাম  সিংহের মধ্যে (সংগ্রাম সিংহ এই যুদ্ধে পরাজিত হয়। এই সংগ্রাম সিংহ ছিলেন মেবারের সবথেকে শক্তিশালী রানা। শতযুদ্ধের নায়ক বা সমর শত-বিজয়ী বলা হয় সংগ্রাম সিং কে)। ৯৯) বাবরের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল?

- খানুয়ার যুদ্ধ

১০০) খানুয়ার যুদ্ধ কত ঘন্টা হয়েছিল?

-১০ ঘন্টা

১০১) সংগ্রাম সিংহ এর সমাধিস্থল কোথায় অবস্থিত?

- উদয়পুরে  অবস্থিত

১০২) কোন যুদ্ধে জয়লাভের পর মুঘলদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু কাবুল থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়?

-১৫২৭ সালের খানুয়ার যুদ্ধে।

১০৩) বাবর একজন উজির নিয়ােগ করেছিলেন যে কি না বাবরের হয়ে পানিপথ ও খানুয়ার যুদ্ধে সেনাবহিনীর নেতৃত্ব দিয়েছেন। তাঁর নাম কী?

- নিজামুদ্দিন খাজা

১০৪) বাবরের প্রধানমন্ত্রীর নাম কী?

- নিজামউদ্দীন খলিফা।

১০৫) পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধে বাবর বাহিনীর নেতৃত্ব দেন কে?

- নিজাম উদ্দীন খলিফা 

 

 বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

 

১০৬) নিজাম উদ্দীন খলিফার উপাধি কী ছিল?

- খান-ই-খানন (দিলওয়ার খান লােদী তাঁকে এই উপাধি দেন)।

১০৭)রাজপুতনার প্রবেশদ্বার ছিল কোন দূর্গ?

- মধ্যপ্রদেশের চান্দেরী দূর্গ

১০৮) বাবর চান্দেরী দূর্গ জয় করেন কবে?

- ১৫২৮ সালে (মেদিনীরায়ের দূর্গ ছিল এটি)

১০৯) বাবরকে কোন অঞ্চল জয় করার সময় শেরশাহ সাহায্য করেন?

- চান্দেরী (পুরস্কার বাবদ শেরশাহ সসারামের জায়গীর পান)

 ১১০) বাবর চান্দেরী জয় করার পর কাকে শাসক হিসাবে নিযুক্ত করেন?

- আহমেদ শাহ

১১১) মেদিনী রায়ের দুই কন্যার সাথে বাবর তাঁর কোন দুটি ছেলের বিবাহ দেন?

- হুমায়ুন ও কামরান

১১২) বাবর কবে অযােধ্যা জয় করেন?

- ১৫২৮ সালে

১১৩) বাবর কত সালে কোন যুদ্ধে নুসরৎ শাহকে পরাজিত করেন?

- ১৫২৯ সালে ৪ এপ্রিল শরনের যুদ্ধে এবং ১৫২৯ সালের ৬ মে ঘর্ঘরা যুদ্ধে

১১৪) ঘর্ঘরার যুদ্ধে বাবর কাদের পরাজিত করেন?

- বাংলা ও বিহারের সম্মিলিত আফগান বাহিনীকে

১১৫) ঘর্ঘরার যুদ্ধ কোথায় হয়?

- পাটনা (বিহার), গঙ্গা ও ঘর্ঘরা নদীর সঙ্গমস্থলে।

১১৬) কোন জায়গাতে বাবর পরাজিত প্রতিপক্ষের সৈনিকদের মাথার খুলি দিয়ে স্তম্ভ নির্মানের আদেশ দেন?

-খানুয়ার ও চান্দেরীতে

১১৭) মুঘলদের বিরুদ্ধে আফগানদের সর্বশেষ অভিযান কোনটি?

- চুনার যুদ্ধ (১৫২৯ সাল)

১১৮) কোন শাসককে "Soldier Scholar" বলা হয়?

- বাবর।

১১৯) বাবর পাঞ্জাব দখল করেন কাকে পরাজিত করে?

- দৌলত খাঁ লােদী।

১২০) বাবর কান্দাহার দখল করার পর কাকে কান্দাহারের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন?

- নিজপুত্র কামরানকে।

১২১) বাবর পানিপথের প্রথম যুদ্ধের আগে ভারতের বাইরে কোথায় কামান ব্যবহার করেন?

- বাজাউরের যুদ্ধে

১২২) বাবর কর্তৃক ব্যবহৃত কৌশল অশ্বারােহী বাহিনী দ্বারা বিদ্যুৎগতিতে শত্রুপক্ষের পার্শ্বভাগে আক্রমন করে ছত্রভঙ্গ করে দেওয়ার পদ্ধতিকে কী বলা হয়?

- তুলঘুমা (একে উড়ন্ত পার্শ্বদেশও বলা হয়)

১২৩) বাবর কর্তৃক ব্যবহৃত যুদ্ধকৌশল গােরুর গাড়ি, ঠেলাগাড়ি, মাটির স্তুপ ইত্যাদি দিয়ে প্রাচীর তৈরী করার কৌশলকে কী বলা হয়?

- রুমি

১২৪) কোন মুঘল সম্রাটের হয়ে হাবাসীরা যুদ্ধ করেছেন?

- বাবর

১২৫) ইব্রাহিম লােদীর বিরুদ্ধে অভিজাতদের সঙ্গে বাবরের কূটনৈতিক ব্যবহার ম্যাকিয়াভেলীর মতাে- উক্তিটি কার?

- ডেনিসন রস

১২৬) বাবর ও হুমায়ুনের আমলে মূঘলদের একজন প্রধানমন্ত্রী থাকতেন। সেই প্রধানমন্ত্রী কী নামে পরিছিত ছিলেন?

- ভকিল।

১২৭) আফগানিস্তানের বাদশাহ কার উপাধি ছিল?

- বাবরের

১২৮) কোন মুঘল সম্রাট রাজপুত বিবাহ নীতির বীজ বপন করেন?

- বাবর (প্রসঙ্গত উল্লেখ্য যে, বাবর তাঁর দুই পুত্র হুমায়ুন ও কামরান এর সাথে চান্দেরীরাজ মেদিনীরায়ের দুই রাজপুত কন্যার বিবাহ দিয়ে রাজপুত বিবাহ নীতির বীজ বপন করেন। কিন্তু প্রকৃতপক্ষে রাজপুত বিবাহ নীতি আকবর গ্রহন করেন এবং তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন)

১২৯) চারবাগ কে নির্মান করেন?

- বাবর

১৩০) কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন?

-বাবর

১৩১) কুষানদের পর কোন ভারতীয় শাসকের আমলে কাবুল ও কান্দাহার ভারতীয় রাজাদের শাসনাধীনে আসে?

- বাবর

১৩২) কে বলেছেন বাবর এর মধ্যে তুর্কি-আফগান ও মোঙ্গল রাজতান্ত্রিক আদর্শের সমন্বয় ঘটেছিল?

-স্ট্যানলি লেনপুল

১৩৩) কার মতে বাবর ছিলেন প্রাচ্য ইতিহাসে আকর্ষনীয় ব্যক্তি?

- স্ট্যানলি লেনপুল

১৩৪) কোন বিজয়নগর নৃপতি বাবর ও ইব্রাহিম লোদীর সমসাময়িক ছিলেন?

- কৃষ্ণদেব রায়

১৩৫) বাবরনামা (তুজুক-ই-বাবরি) কে লেখেন?

 - বাবর নিজেই (প্রসঙ্গত এটি বাবরের আত্মজীবনী৷ এটি চাঘতাই তুর্কী ভাষায় রচিত হয়৷)

১৩৬) বাবর কার অনুকরনে আত্মজীবনী লেখা শুরু করেন?

- তৈমুর লঙ

১৩৭) বাবরনামা কোন ভাষায় রচিত হয়?

- চাঘতাই তুর্কী

১৩৮) বাবরনামা কে ফার্সী ভাষায় অনুবাদ করেন?

- বৈরাম খাঁ এর পুত্র আব্দুর রহিম খান

১৩৯) বাবরনামা ইংরেজীতে কে অনুবাদ করেন?

- ম্যাডাম বেভারেজ

১৪০) বাবর নামাতে বাংলার কোন শাসকের নাম উল্লেখ আছে?

- নাসিরুদ্দিন নুসরৎ শাহ

১৪১) বাবর তাঁর আত্মজীবনীতে কাকে " Most glorious ruler" বলে বর্ননা করেছেন?

- বিজয়নগরের কৃষ্ণদেব রায়কে

১৪২) বাবর কতৃক প্রবর্তিত তুর্কী হরফের নাম কী ছিল?

- খাত-ই-বাবরী ( প্রসঙ্গত উল্লেখ্য যে বাবর তুর্কী ও ফার্সী ভাষায় কবিতা লিখতেন)।

১৪৩) কোন দুজন মুঘল নরপতি তাঁদের আত্মজীবনী লেখেন?

- বাবর ও জাহাঙ্গীর

১৪৪) সম্রাট বাবর তাঁর আত্মজীবনীতে বাংলার কোন নরপতিকে ভারতের ৫জন মুসলিম শাসকের অন্যতম বলেছেন?

- নসরত শাহকে।

১৪৫) বাবরের আত্মজীবনি অনুসারে, ভারতে সাম্রাজ্য বিস্তার করার জন্য ভারতের কোন জিনসটি তাঁকে প্রলুব্ধ করে?

- ভারতে সােনা ও রূপার প্রাচুর্য্য।

১৪৬) বাবর তাঁর আত্মজীবনীতে ভারতের কয়জন শক্তিশালী শাসকের নাম উল্লেখ করেছেন?

- ৫ জন

১৪৭) বাবর তাঁর আত্মজীবনীতে ভারতের কোন পাখির প্রশংসা করেছেন?

- কোকিল

১৪৮) বাবর প্রবর্তিত তুর্কি হরফের নাম কী?

- খাৎ-ই-বারি

১৪৯) তুর্কী ভাষায় বাবর রচিত গ্রন্থগুলির নাম কী?

- বাবরনামা, মুয়াবিয়ান, ফার্সি দিওয়ান

১৫০) তারিখ-ই-রসিদি থেকে কোন দুইজন বাদশাহের কথা জানা যায়?

- বাবর এবং হুমায়ূন 

 

বাবর প্রথম পর্ব >>>>

বাবর তৃতীয় পর্ব>>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad