বাবর
Set by – Manas Adhikary
বাবর প্রথম পর্ব| Babar Part-I
বাবর। মহাম আঙ্গা। সার-ই-পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar। চারবাগ বাবরনামা। Most glorious ruler। বাবরের আত্মজীবনি।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাবর সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| About Babar and Mcq Questions and Answer
বাবর কথার অর্থ সিংহ৷ পিতা
ওমর শেখ মির্জার দিক থেকে তিনি ছিলেন তৈমূর লঙের বংশের পঞ্চম পুরুষ এবং মাতা কুতলু
নিগার খানমের দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিজ খানের বংশের চতুর্দশ পুরুষ। বাবর ১২বছর
(মতান্তরে ১৪ বছর) বয়সে তাঁর পৈতৃক রাজ্য ফারগানার সিংহাসনে বসেন৷ বাবর গােটা সমরখন্দ
জয়ের জন্য ১৪৯৬ - ১৫১২ খ্রীষ্টাব্দ পর্যন্ত উজবেকী সর্দার শাহেবানী খানের সাথে পাঁচবার
সংঘর্ষে লিপ্ত হন। কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হন। ১৫১২ খ্রীষ্টাব্দে গাজদাওয়ানের
যুদ্ধে পরাস্ত হয়ে বাবর সমরখন্দসহ তাঁর পিতৃরাজ্য ফারঘানা হারান। এইসময় দিল্লীর আফগান
সুলতান ইব্রাহিম লােদীর সাথে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লােদীর বিরােধ দেখা দিলে
দৌলত খাঁ বাবরের কাছে নিজ পুত্ৰ দিলওয়ার খাঁ কে দূত হিসাবে প্রেরন করে দিল্লীর সিংহাসন
অধিকার করার জন্য আমন্ত্রন জানান। ১৫১৯ থেকে ১৫২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত তিনি মােট চারটি
প্রাথমিক অভিযান চালিয়ে ভিরা, লাহাের, দীপলপুর অধিকার করেন এবং ভারতে ঢােকার পথ পরিস্কার
করেন। ইতিমধ্যে দৌলত খাঁ লােদী বাবরের পক্ষ ছেড়ে তাঁর বিরােধিতা করেন। বাবর ১২ হাজার
সেনাসহ দিল্লীর দিকে এগিয়ে এলে দৌলত খাঁ লােদী বশ্যতা স্বীকার করেন। বাবর পাঞ্জাব
জয় করে দিল্লীর দিকে অগ্রসর হন। ইব্রাহিম লােদী বিপুল সেনাবাহিনী (৪০ হাজার) নিয়ে
পানিপথের প্রান্তরে বাবরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ন হলে তিনি পরাজিত ও নিহত হন। এটি
পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬ খ্রীষ্টাব্দের ২১ এপ্রিল) নামে খ্যাত। এই যুদ্ধে বাবর ভারতে
প্রথম কামান ও তুলুঘমা রণকৌশল ব্যবহার করেন। বাবর দিল্লী ও আগ্রা জয় করলে ও ভারতের
দুই প্রধান শক্তি আফগান জাগীরদারগন ও রাজপুত রাজারা বাবরকে বিতাড়িত করার চেষ্টা করেন।
বাবর তাঁর পুত্র হুমায়ুনকে আফগান সর্দারদের দমনের দায়িত্ব দিলে হুমায়ুন আট মাসের
মধ্যে পাঞ্জাব উত্তরপ্রদেশ পর্যন্ত অধিকাংশ আফগান সর্দারদেরকে বশ্যতা স্বীকারে বাধ্য
করেন। একইসময়ে বাবর নিজে রাজপুত রাজা রানা সঙ্গকে আক্রমন করে, খানুয়ার যুদ্ধে (১৭ই
মার্চ, ১৫২৭ খ্রঃ) রানা সঙ্গ এবং তাঁর জোট শক্তিকে (অন্যান্য রাজপুত রাজারা এবং আফগান
সর্দাররা এবং ইব্রাহীম লােদীর পুত্র মহম্মদ লােদী) পরাজিত করেন। খানুয়ার যুদ্ধের পর
বাবর চান্দেরী দূর্গের অধিপতি মেদিনীরায়কে পরাস্ত করেন। এই যুদ্ধে শেরশাহ বাবরকে সাহায্য
করেন। বাংলার সুলতান নসরৎ শাহ, বিহার বাংলা ও পূর্ব-উত্তর প্রদেশের আফগান শক্তিকে সংহত
করার চেষ্টা করলে, বাবর ঘর্ঘরার যুদ্ধে মহম্মদ লােদী ও নসরৎ শাহকে পরাস্ত করেন। এক
সন্ধির দ্বারা নসরৎ শাহ বাবরের সঙ্গে নিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি দেন এবং বাবরের
প্রতি আনুগত্য দেখান। বিহার মূঘল সম্রাজ্যভুক্ত হয়। ১৫৩০ খ্রীষ্টাব্দে বাবরের মৃত্যু
হয়।
বাবর। মহাম আঙ্গা। সার-ই-পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar। চারবাগ বাবরনামা। Most glorious ruler। বাবরের আত্মজীবনি।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) মুঘল বা মােগল কথাটির উৎপত্তি হয় কোথা থেকে?
- মােঙ্গল শব্দ থেকে
২) মুঘলদের আদি নিবাস কোথায় ছিল?
- মধ্য এশিয়া
৩) বাবর কথার অর্থ কী?
- সিংহ/বাঘ
৪) বাবর কত সালে জন্মগ্রহন করেন?
- ১৪৮৩ সালে
৫) বাবরের প্রকৃত নাম কী ?
- জহিরউদ্দীন মহম্মদ
৬) কে জহির উদ্দীন এর নাম বাবর রাখেন?
- নাসির উদ্দিন খাজা ওবায়দুল্লাহ
৭) বাবরের পিতার নাম কী?
- ওমর শেখ মির্জা।
৮) বাবরের মাতার নাম কী?
- কুতলু নিগার খানম
৯) বাবর পিতার দিক থেকে তৈমুর লঙের পর কততম পুরুষ?
- পঞ্চম পুরুষ
১০) বাবর মাতার দিক থেকে চেঙ্গিস খানের পর কত তম পুরুষ?
- চতুর্দশ
১১) বাবর মাতা না পিতার বংশকে সম্মান করতেন?
- পিতার (বাবর মােঙ্গোলদেরকে ঘৃনা করতেন। তিনি বরাবর মােঙ্গলদের থেকে তুর্কীদেরকে আলাদা করে দেখতেন। যেহেতু তাঁর মা ছিলেন মােঙ্গল দস্যু চেঙ্গিস খাঁ এর বংশধর তাই তিনি মাতার থেকে পিতার বংশকে বেশী সম্মান করতেন)
১২) বাবরের পৈতৃক উপাধি কী?
- মির্জা
১৩) বাবরের স্ত্রীর নাম কী ছিলেন?
- মহাম আঙ্গা
১৪) বাবর কোন ধর্মাবলম্বী ছিলেন?
- সুন্নি ইসলাম
১৫) বাবর শব্দটি কোনধরনের শব্দ?
- তুর্কি শব্দ
১৬) বাবর জাতিতে কী ছিলেন?
- চাঘতাই তুর্কি
১৭) ভারতে প্রথম মুসলিম আক্রমন কারীর নাম কী?
- মহম্মদ বিন কাসিম
১৮) বাবর কোথা থেকে এদেশে আসেন?
- উজবেকিস্তান (প্রসঙ্গত উল্লেখ্য যে ওপশানে যদি উজবেকিস্তান না দেওয়া থাকে এবং রাশিয়া দেওয়া থাকে তাহলে রাশিয়াই হবে। কারন উজবেকিস্তান তখনকার সময়ে রাশিয়ার অন্তর্গত ছিল)। ১৯) আবুল ফজল বাবর কতৃক কতবার ভারত আক্রমনে কথা বলেছেন?
- সাতবার
20) পানিপথের প্রথম যুদ্ধের আগে বাবর কতবার ভারত আক্রমন করেন?
- ৫ বার।
২১) বাবর যখন ভারত আক্রমন করেন তখন বাংলার সুলতান কে ছিলেন?
- নাসিরুদ্দিন নুসরৎ শাহ
২২) বাবর প্রথম কবে ভারত আক্রমন করেন?
- ১৫১৯ সালে
২৩) বাবর প্রথম কবে ভারতে প্রবেশ করে?
- ১৫২৪ সালে (এইসময় ভারতের কাবুল ও দিপালপুর জয় করেন)
২৪) বাবর শেষবারের মত ভারত আক্রমন করেন কবে?
- ১৫২৫ সালে।
২৫) বাবর কোথায় কার কথা শুনে ভারত আক্রমন করতে উদ্বুদ্ধ হয়?
- বাবর যখন সর্বহারা হয়ে রাশিয়া গিয়েছিলেন তখন এক ১১১ বছরের এক বৃদ্ধার মুখে তৈমুর লঙ এর ভারত আক্রমনের কথা শুনে ছিলেন। সেই কথা শুনে বাবর ভারত আক্রমনে উদ্বুদ্ধ হন।পরে দৌলত খাঁ ও আলম খাঁ এর আমন্ত্রন ও সমর্থনে ভারত আক্রমন করেন)
২৬) মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- বাবর
২৭) বাবর আগে কোথাকার অধিপতি ছিলেন?
- সমরখন্দ ফারঘানা
২৮) বাবর সমরখন্দ অধিকারের জন্য কতবার ব্যর্থ প্রয়াস চালান?
- ৫ বার
২৮) বাবর সমরখন্দ অধিকারের জন্য কতবার ব্যর্থ প্রয়াস চালান?
- ৫ বার
২৯) বাবর কত বছর বয়সে মসনদে বসেন?
- ১২ বছর (ফারগানা রাজ্যের অধিপতি হন)।
৩০) বাবর কত সালে ফরঘনা রাজ্যের ংিহাসনে বসেন?
- ১৪৯৭ সালে
৩১) বাবরের অভিষেক ক্রিয়ার বন্দোবস্ত করেন কে?-
দৌলত বেগম (বাবরের দাদিমা অর্থাৎ পিতার মাতা)।
৩২) কে বাবরকে সার-ই-পুল যুদ্ধে পরাজিত করেন?
- সাহাবানি খান।
৩৩) বাবর কবে কাবুল দখল করেন?
- ১৫০৪ সালে।
৩৭) উজবেক কারা ছিলেন?
- মধ্য এশিয়ার বালখ ও বাদকশানের অধিবাসীগন যাদের কাছে বাবর তুলঘুমা ও রুমি কৌশল শিখেছিল তারা উজবেক।
৩৮) কোন উজবেক শাসক বাবরকে পরাজিত করেন?
- সাহাবানি খান
৩৯) মার্ভের যুদ্ধ কাদের মধ্যে হয়?
- বাবর ও সাহাবনি খান (১৫১০ সালে) (১৫০১ সালে, সাহাবানি খান, পরাজিত বাবরের বােন খান্দাজা বেগমকে বিবাহ করেন)
৪০) বাবর সিংহাসন হারিয়ে কোথায় চলে যান?
- তাসখন্দে (এখানে তাঁর মামা মাহমুদ খান তাঁকে আশ্রয় দেন)
৪১) কোন স্থানের দখল নিয়ে বাবর ও পারস্যের শাহের মধ্যে বিবাদ চুড়ান্ত পর্যায়ে পৌঁছায়?
- কান্দাহার
৪২) বাবর কতবছর ভারতে রাজত্ব করেন?
- ৪ বছর
৪৩) দিল্লী আক্রমনকালে বাবর কোথাকার অধিপতি ছিলেন?
- কাবুল
৪৪) বাবর কাবুল থেকে কতবার ভারত আক্রমন করেন?
- চারবার
৪৫) বাবরকে কোন পারস্য সম্রাট সাহায্য করেন?
- ইসমাইল।
৪৬) বাবর কাদের থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শেখেন?
- পারসিকদের কাছ থেকে
৪৭) বাবর প্রথম কোন যুদ্ধে বন্দুক ও কামানকে কাজে লাগান?
- ভীরার যুদ্ধ (১৫১৯, এই যুদ্ধটি হয়েছিল উজবেক উপজাতিদের বিরুদ্ধে৷ ভীরা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত)
৪৮) বাবর উজবেক ও অটোমানদের কাছ থেকে শেখা সমরকৌশল এর নাম কী ছিল?
- রুমি (উজবেক) এবং তুলঘুমা (অটোমান)
৪৯) বাবর কত বছর ধরে উজবেকদের বিরুদ্ধে যুদ্ধ করেন?
- ১২ বছর
৫০) আর্চিয়ান যুদ্ধ কাদের মধ্যে হয়?
- বাবর ও সাইবানি শাহের মধ্যে (প্রসঙ্গত এই যুদ্ধে বাবর পরাজিত হন)।
৫১) বাবর কাকে পরাজিত করে কাবুল দখল করে?
- আঘুলকে ( মতান্তরে -আব্দুল রাজ্জাককে)
৫২) গাজদাওয়ানের যুদ্ধ কাদের মধ্যে হয়?
- বাবর ও উজবেকদের মধ্যে (বাবর পরাজিত হন)
৫৩) বাবর সুলতান উপাধি গ্রহন না করে কোন উপাধি গ্রহন করেন?
- পাদশাহ
৫৪) বাবর কোন রাজ্য জয়ের পর পাদশাহ উপাধি ধারন করেন?
- কাবুল ও গজনী জয়ের পর
৫৫) বাবর ও তাঁর বংশধরেরা কী নামে পরিচয় দিতেন?
- গুরকানি (এর অর্থ জামাই)
৫৬) মােঘল মানেই বিশৃঙ্খলা আর ধ্বংস- উক্তিটি কার?
- বাবরের।
৫৭) বাবর ‘মােঘল’ বলতে কাদের বুঝিয়েছেন?
- বৌদ্ধ ঘের্ষা জনগােষ্ঠী
৫৮) মােঘলরা বাবরের বিরুদ্ধে কতবার বিদ্রোহ করেন?
- ৫ বার
৫৯) বাবর বাদকশান দখল করে কাকে শাসনকর্তারূপে নিযুক্ত করেন?
- হুমায়ূনকে
৬০) বাবর কান্দাহার দখল করে কাকে শাসনকর্তারূপে নিযুক্ত করেন?
- কামরান
৬১) বাবর কে কারা ভারত আক্রমনে আমন্ত্রন জানান?
- আলম খাঁ লােদী, দৌলত খাঁ লােদী, রানা সঙ্গ
৬২) বার কবে শিয়ালকোট দখল করেন?
- ১৫১৯ সালে।
৬৩) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়?
- বাবর ও ইব্রাহিম লােদী (এই যুদ্ধে ইব্রাহিম লােদী পরাজিত হন)।
৬৪) বাবর বাদশাহ উপাধি গ্রহন করেন। বাদশাহ উপাধি ধারনের পূর্বে তাঁর উপাধি কি ছিল?
- মির্জা
৬৫) ভারতে প্রথম কে যুদ্ধে রুমি কৌশল প্রয়ােগ করেছিলেন?
- বাবর।
৬৬) পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন পদ্ধতি প্রয়ােগ করেন?
- তুলুগুমা (ইহা একধরনের গােরিলা পদ্ধতি)
৬৬) পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন পদ্ধতি প্রয়ােগ করেন?
- তুলুগুমা (ইহা একধরনের গােরিলা পদ্ধতি)।
৬৭) কে বলেছেন বাবর পানিপথের প্রথম যুদ্ধে তুলঘুমা ও রুমি কৌশল অবলম্বন করেন?
- রাসব্রক উইলিয়াম
৬৮) প্রথম পানিপথের যুদ্ধের পর বাবর কী উপাধি নেন?
- কালান্দার ( পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়ে বাবর অনেক ধন সম্পত্তির মালিক হন। সেই সম্পত্তির কিছু অংশ সেনাবাহিনী, ধর্মগুরু, ও আত্মীয়দের মধ্যে বন্টন করে তিনি কালান্দার উপাধি নেন৷ প্রসঙ্গত উল্লেখ্য যে, খানুয়ার যুদ্ধে রানা সঙ্গকে পরাজিত করে গাজী উপাধি নেন এবং ১৫০৪ সালে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নেন)
৬৯) পানিপথ বর্তমানে কোথায় অবস্থিত?
- হরিয়ানা রাজ্যে দিল্লীর কাছে, যমুনা নদীর তীরে
৭০) ইব্রাহিম লােদীর বিরুদ্ধে বাবরের অভিযান কততম ছিল?
- পঞ্চমতম
৭১) পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কতগুলি প্রশিক্ষিত ঘােড়ার যুদ্ধ গাড়ি ছিল?
- ৭০০ টি
৭২) প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লােদীর সৈন্য কত ছিল?
- ৫০০০০ জন (মতান্তরে ৪০০০০জন)
৭৩) প্রথম পানিপথের যুদ্ধে বাবরের দুজন অটোমান গােলন্দাজের নাম বলুন?
- উস্তাদ আলি, মুস্তাফা
৭৪) বাবরের যুদ্ধাস্ত্র বিভাগের প্রধান ছিলেন কে?
- উস্তাদ আলি
৭৫) পানিপথের প্রথম যুদ্ধে গােয়ালিয়রের যে শাসক মারা যান তার নাম কী?
- বিক্রমজিৎ
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বাবর। মহাম আঙ্গা। সার-ই-পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar। চারবাগ বাবরনামা। Most glorious ruler। বাবরের আত্মজীবনি।