Type Here to Get Search Results !

বাবর তৃতীয় পর্ব [Babar]

 

বাবর

Set by – Manas Adhikary

বাবর তৃতীয় পর্ব| Babar Part-III

বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  মোগল সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্রাট বাবর এই পর্বে বাবর  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বাবর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBabar  Mcq Questions and Answer

১৫১) কোন মুঘল সম্রাটকে "Prince of autobiographer's" বলা হয়?

- বাবরকে

১৫২) কে "Letters of Babar" লেখেন?

- বাবর

১৫৩) বাবরনামার ইংরেজী অনুবাদের নাম কী?

- Memories of Babar

 ১৫৪) বাবরের আত্মজীবনী তুজুক-ই-বাবরী তে কাকে চুক্তিভঙ্গকারী হিসাবে উল্লেখ করেছেন?

- সংগ্রাম সিংকে

১৫৫) বাবর তাঁর আত্মজীবনীতে নিজেকে কী বলে অভিহিত করেছেন?

- তাসের রাজা।

 ১৫৬) ‘মুবিয়ান মসনভী’ নামক গ্রন্থটি তুর্কী ভাষায় কে কার জন্য লেখেন?

- বাবর লিখেছিলেন তার পুত্র কামরানের জন্য

১৫৭) মধ্যযুগের পারসিয়ান নবজাগরনের শ্রেষ্ঠ ফসল ‘তুজুক-ই-বাবরী’- উক্তিটি কার?

- স্ট্যানলি লেনপুল

১৫৮) বাবর নামক গ্রন্থকে ‘এশিয়ার একমাত্র বাস্তবিক গ্রন্থ’ বলে কে অভিহিত করেছেন?

- এলফিনস্টোন

১৫৯) তুর্কী ভাষায় বাবর রচিত কাব্যগ্রন্থের নাম কী এবং এতে কতগুলি কবিতা ছিল?

- দিওয়ান, এতে ২০০০ কবিতা ছিল।

১৬০) বাবর কতৃক রচিত অলঙ্কার শাস্ত্রের নাম কী?

- রিজালা-ই-উরুজ

১৬১) বাবর ‘খাৎ-ই-বাবরী’ নামে যে তুর্কী হরফ প্রচলন করেছিলেন, পার্সী বাউন তাকে কি নামে অভিহিত করেন?

- বাবুরি

১৬২) কোন সম্রাটের গােপন ইচ্ছপত্র ভূপালের রাজদরবারে রক্ষিত আছে?

- বাবর

১৬৩) ভারতের তরমুজ ফল সম্পর্কে কে কোন গ্রন্থে আলােচনা করেছেন?

- বাবর তাঁর বাবরনামাতে।

১৬৪) বাবর রাজ্য শাসনের কিছু নির্দেশ দেন যার নাম গােপন ইচ্ছাপত্র যেটি ভােপালের রাজগ্রন্থাগারে সংরক্ষিত আছে। সেই ইচ্ছাপত্রে বাবর কী লিখে গেছেন হুমায়ূন সম্পর্কে?

- হুমায়ূন; তুমি সত্যিই সৌভাগ্যশালী

১৬৫) বাবর তাঁর আত্মজীবনীতে কোন দুটি বানিজ্য কেন্দ্রের নাম উল্লেখ করেন?

- কাবুল ও কান্দাহার

১৬৬) বাবরনামা কোন মুঘল সম্রাটের চেষ্টায় ফার্সীতে অনুবাদ হয়?

- আকবর

১৬৭) ‘তুজুক-ই-বাবরী’ ফার্সিতে কে অনুবাদ করেন?

- আব্দুর খান-ই-খানান

১৬৮) কোন মুঘল সম্রাটকে "National Historian" বলা হয়?

- বাবরকে

১৬৯) বাবর পার্সি ভাষায় কোন কাব্যগ্রন্থটি রচনা করেন?

- দিওয়ান

১৭০) বাবর তাঁর স্মৃতিকথায় কোথাকার মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করেন?

- গােয়ালিয়রের

১৭১) বাবর তাঁর স্মৃতিকথায় কোথাকার রাজকীয় প্রাসাদের কথা উল্লেখ করেছেন?

- গােয়ালিয়র

১৭২) বাবরের কন্যার নাম কী?

- গুলবদন বেগম।

১৭৩) গুলবদন বেগম কতৃক রচিত গ্রন্থের নাম কী?

- হুমায়ুননামা

১৭৪) হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম যে হুমায়ুননামা রচনা করেন, সেটি কোন ভাষায় রচিত হয়েছিল?

- ফারসি ভাষায়

১৭৫) নগ্নমুর্তি থাকায় বাবর কোথাকার জৈন দেবদেবীর মূর্তি ভাঙার নির্দেশ দেন?

- উরওয়া উপত্যাকার

১৭৬) কোন মুঘল সম্রাট প্রকৃতিপ্রেমী ছিলেন?

- বাবর।

১৭৭) বাবরের মৃত্যুর পর কাকে মসনদে বসাতে চেয়েছিলেন বাবরের প্রধানমন্ত্রী খলিফা নিজাম উদ্দীন?

-মেহেদি সাজা ( বাবরের ভগ্নিপতি ছিলেন ইনি)

১৭৮) কোন শাসক নিজেকে দিলদরিয়া দরবেশ ও উৎকণ্ঠাশুন্য বলতেন?

- বাবর

১৭৯) বাবর কীসের তৈরী আলখাল্লা পরতেন?

- রেশমের

১৮০) বাবর কোন রঙের আলখাল্লা পরতেন?

- সবুজ

১৮১) বাবরে ঘােড়ার নাম কী?

- আজদাহার (বাদামী রঙের)

 ১৮২) বাবরের তরবারির নাম কী?

- আলমগীর

১৮৩) বাবর কোন সুফি সম্প্রদায়কে ভারতে জনপ্রিয় করেন?

- নাকশবন্দী

১৮৪) বাবর আগ্রাতে তাঁর রাজধানী নির্মান করেন। তাঁর নাম কী ছিল?

- আরামবাগ

১৮৫) কাবুলিবাগ মসজিদ কে নির্মান করেন?

- বাবর।

১৮৬) বাবর কোন সুফী সন্তের অনুগামী ছিলেন?

- খাজা ওবেইদুল্লা অহরর

১৮৭) বাবর প্রাসাদ ও দূর্গ নির্মানের জন্য আগ্রায় কতজন স্থপতিকে নিযুক্ত করেছিলেন?

- ৬৮০ জন

১৮৮) কোন মুঘল সম্রাটের আমলে কাবুলিবাগ মসজিদ নির্মিত হয়?

- বাবর (প্রসঙ্গত উল্লেখ্য যে এটি পানিপথে অবস্থিত)

১৮৯) গুরু নানক কোন মােঘুল সমাটের সমসাময়িক ছিলেন?

- বাবর

১৯০) কোন মুঘোল সম্রাটের বাগানের খুব শখ ছিল?

- বাবর।

১৯১) বাবরের সময় বিহারের শাসক কে ছিলেন?

- শের খাঁ

১৯২) বাবরের নামে দিল্লীর জামে মসজিদে কবে খুৎবা পাঠ করা হয়?

- ১৫২৬ সালে ২৭ এপ্রিল

১৯৩) বাবরকে কে কোহিনূর হীরা উপহার দেন?

- হুমায়ূন

১৯৪) হুমায়ূন কোহীনুর হিরা কোথা থেকে পান?

- গােয়ালিওয়ের রাজা বিক্রমজিতের পরিবারের কাছ থেকে।

১৯৫) বাবরের অধীনে দো-ভাষীর কাজ কে করতেন?

- জুনায়েদ বারলাস।

১৯৬) বাবর কোন নদী সাঁতরে পার হন?

- গঙ্গা (দুবার পার হন)।

১৯৭) বাবর দূর্গাদি নির্মানে আগ্রাতে কতজন কর্মীকে নিযুক্ত করেন?

- ৬৮০ জন

১৯৮) বাবর মুসলিম বনিকদের কোন কোন শুল্ক থেকে রেহাই দেন?

- বাজ ও তমখা

১৯৯) বাবর কোন নদীর উপর সেতু নির্মান করেন?

- গঙ্গা নদী 

 বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

 

২০০) বাবর ভারত আক্রমন করার জন্য কার সাথে চুক্তিবদ্ধ হন?

- দৌলত খান

২০১) বাবরের সাথে কোন ইংরেজের তুলনা করা হয়?

- ক্লাইভ

২০২) কোন মুঘল সম্রাট প্রতি ১৫ মাইল অন্তর ডাক চৌকি ব্যবস্থা চালু করেন?

-বাবর  

২০৩) আগ্রা স্থলের সময় মুঘল সেনাবাহিনীর নেতৃত্বদাতা কে কে ছিলেন?

- হুমায়ূন ও খাওয়াজা কিলান

২০৪) বাবরের সেনাপতিগনের নাম লিখুন৷

- জুনায়েদ বারলাস (ইনি কিছুদিন দো-ভাষীর কাজ করেছিলেন এবং ইনি নিজাম উদ্দিন খলিফার ছােটভাই ছিলেন),বাবুরী, বাবা ইয়াসাকাল, হুমায়ুন, আজিক হাসান হিজারি

২০৫) সব মিলিয়ে বাবর ছিলেন ইসলাম জগতের এক অতি আকর্ষনীয় ব্যক্তিত্ব- উক্তিটি কার?

- হ্যাভেল

২০৬) বাবরের উল্লেখযােগ্য যুদ্ধগুলি কি কি?

- আৰ্চিয়ান যুদ্ধ,

ভীরার যুদ্ধ (১৫১৮-১৯),

পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬, ২১ এপ্রিল),

খানুয়ার যুদ্ধ (১৫২৭, ১৭ মার্চ),

চান্দেরীর যুদ্ধ (১৫২৮),

ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯, ১৭ মার্চ)।

২০৭) বাবর প্রবর্তিত ভূমি বন্দোবস্তের নাম কী?

- ওয়াজদাই ব্যবস্থা

২০৮) কোন মূগল সম্রাট জীবনে কোন সমুদ্র দেখেনি?

- বাবর

২০৯) বাবর কোন সুফি সাধকের অনুগামি ছিলেন?

- অবাইদুল্লাহ বুদাইল

২১০) ‘আকবরের রাষ্ট্রনীতির বীজ তার পিতামহ বাবর রােপন করেন’- কোন ঐতিহাসিকের উক্তি এটি?

-রাশবুক

২১১) গজনীর সুলতান মামুদ কার কার পথপ্রদর্শক ছিলেন?

- মহম্মদ ঘােরী, তৈমুর লঙ, বাবর

২১২) দ্বিতীয় তৈমুর নামে কে পরিচিত?

- বাবর

২১৩) কোন মুঘল সম্রাটকে উদ্যানের রাজা বলা হয়?

- বাবর

২১৪) ভারতে প্রথম মুগলদের (বাবর) দ্বারা তৈরী বাগানের নাম কী?

- নুর -ই-আফসান

২১৫) কাবুলিবাগ কে নির্মান করেন?

- বাবর।

২১৬) পুত্র হুমায়নের রােগ, বাবর নিজ দেহে ধারন করার যে বিবরন পাওয়া যায় তার সমর্থন মেলে কোন চিত্রে?

- আরিখ-ই-খানদান-ই-তিমুরিয়া ।

২১৭) বাবর কোথায় মৃত্যুবরন করেন?

- আগ্রার আরামবাগে (প্রসঙ্গত বাবরের সমাধিস্থল কাবুলে)

২১৮) কোন সম্রাটের মৃত্যু ৪ দিন গােপন রাখা হয়?

- বাবরের

২১৯) বাবরের সমাধিস্থলের নাম কী?

- বাগ-ই-বাবর

২২০) কাকে দুবার সমাধি দেওয়া হয়?

- বাবরকে।

২২১) বাবরকে প্রথমবার কোথায় সমাধি দেওয়া হয়?

- আগ্রার আরামবাগে (দ্বিতীয়বার কাবুলে)।

২২২) বাবরের কোন পত্নী বাবরের সমাধির অস্থি আগ্রা থেকে কাবুলে স্থানান্তরিত করেন?

- মাহাম বেগম

বাবর দ্বিতীয়  পর্ব  >>>>

বাবর চতুর্থ পর্ব >>>>

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বাবর। মহাম আঙ্গা। সার--পুল যুদ্ধ। উজবেক। মার্ভের যুদ্ধ। ভীরার যুদ্ধ। তুলঘুমা। রুমি। আর্চিয়ান যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তাজিক হাসান হিজারি। খানুয়ার যুদ্ধ। বাবরের প্রধানমন্ত্রী। ঘর্ঘরার যুদ্ধ। Soldier Scholar চারবাগ বাবরনামা। Most glorious ruler বাবরের আত্মজীবনি

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad