Type Here to Get Search Results !

সম্রাটরূপে নেপোলিয়ন [Napoleon]

 

সম্রাটরূপে নেপোলিয়ন

Set By – Manas Adhikary

নেপোলিয়নের রাজ্যজয় প্রথম পর্ব Napoleon's conquest Part -I

অ্যামিয়েন্সের সন্ধি| নেপোলিয়ানের অভিষেক| ট্রাফালগারের যুদ্ধ| উলমের যুদ্ধ| অস্টারলিৎসের যুদ্ধ| প্রেসবার্গের সন্ধি| দ্বিতীয় জাস্টিনিয়ান| আধুনিক যুগের সিজার| অগ্নিময় তরবারি| মুকুটধারি জ্যাকোবিন| বিপ্লবের বরপুত্র| জাতীয়তাবাদের জনক|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্রাটরূপে নেপোলিয়ন এই পর্বে নেপোলিয়নের রাজ্যজয় সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করা হবে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

নেপোলিয়নের রাজ্যজয় অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর  Napoleon's conquest MCQ Part -I

 

) কোন সন্ধির ফলে ফ্রান্সে নেপোলিয়নের জনপ্রিয়তা অসম্ভব রকমে বৃদ্ধি পেয়েছিল?

- আমিয়েন্সের সন্ধি

) অ্যামিয়েন্সের সন্ধি কবে হয়েছিল?

- ১৮০২ সালে

) অ্যামিয়েন্সের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?

- ফ্রান্স ইংল্যান্ড এর মধ্যে

) নেপোলিয়ান কবে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন?

- ১৮০৪ সালে

) নেপোলিয়ান কত বছর বয়সে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন?

- ৩৫ বছর

) সম্রাটরূপে নিযুক্ত হওয়ার পূর্বে নেপোলিয়ান কোন পদে আসীন ছিলেন?

- কনস্যুলেট শাসনব্যবস্থার প্রথম কনসাল

) নেপোলিয়ন কত বছরের জন্য ফরাসি কনসাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন?

- ১০ বছরের জন্য

) কোথায় নেপোলিয়ানের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়?

- নটোরডাম গির্জায়

) কোন পোপের উপস্থিতিতে নেপোলিয়নের রাজ্যভিষেক হয়?

- সপ্তম পায়াস

১০) নেপোলিয়ানের মাথায় কে রাজমুকুট পরিয়ে দিয়েছিলেন?

- তিনি পোপের অপেক্ষা না করেই নিজেই নিজের মাথায় রাজমুকুট পরে নিয়েছিলেন৷ ( তবে কোনো কোনো সুত্রে এই প্রশ্নের উত্তর হিসাবে সপ্তম পায়াসকে চিহ্নিত করা আছে)

১১) নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট বলে কে ঘোষনা করেন?

- পোপ সপ্তম পায়াস

১২) নটোরডাম গির্জা কোথায় অবস্থিত?

- ফ্রান্সের প্যারিসে

১৩) নটোরডাম গির্জার অপরনাম কী?

- আওয়ার লেডি অব প্যারিস

১৪) কিসের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাটরূপে নির্বাচিত হন?

- গণভোটের

১৫) নেপোলিয়ান কাদের প্রস্তাবানুসারে নিজেকে গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষনা করেন?

- ফরাসি সিনেটের প্রস্তাবানুসারে

১৬) কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়ে থাকে?

- নেপোলিয়ন বোনাপার্টকে ( ফ্রান্সের আইনবিধি সংকলন করেছিলেন বলে)

১৭) কাকেআধুনিক যুগের সিজার' বলা হয়?

- নেপোলিয়ানকে

১৮) ফরাসি বিপ্লবেরঅগ্নিময় তরবারি’ বলা হয় কাকে?

- নেপোলিয়নকে

১৯) ফ্রান্সের মুকুটধারি জ্যাকোবিন কাকে বলা হত?

- নেপোলিয়নকে (তিনি প্রথম জীবনে জাকোবিন দলের সদস্য ছিলেন)

২০) বিপ্লবের বরপুত্র কাকে বলা হয়?

- নেপোলিয়নকে

২১) ইতালিয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?

-  নেপোলিয়নকে

২২) নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সাথে তুলনা করা হয়? .

- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত

·২৩) নেপোলিয়ানের সেনাবাহিনীকে কী বলা হত?

- মহতী সেনাদল (গ্রান্ড আর্মি)

২৪) মাসেনা কে ছিলেন?

- নেপোলিয়নের বিখ্যাত সেনাপতি

২৫) নেপোলিয়নের পতাকায় কার প্রতিমূর্তি অঙ্কিত ছিল?

- ঈগল

২৬) নেপোলিয়ান কবেলিজিয়ন অব অনার' প্রবর্তন করেন?

- ১৮০২ সালে (কনস্যুলেট শাসনব্যবস্থার সময়কালে)

২৭) অ্যামিয়েন্সের সন্ধির চুক্তি কিভাবে ভঙ্গ হয়?

- সন্ধির চুক্তি অনুসারে ইংল্যান্ড ফ্রান্সকে মাল্টাদ্বীপ প্রত্যার্পন করতে অস্বীকার করলে

২৮) অ্যামিয়েন্সের সন্ধির চুক্তি ভঙ্গ হলে নেপোলিয়ন জার্মানির কোন বন্দর থেকে ব্রিটিশদের বিতাড়িত করেন?

- হ্যানোভারে

২৯) ইউরোপীয় কোন দেশকে সমুদ্রের রানি বলা হয়?

- ইংল্যান্ডকে

৩০) তৃতীয় রাস্ট্রজোট কবে গঠিত হয়?

- ১৮০৫ সালে (প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রথম ফ্রান্স বিরোধী শক্তিজোট গঠিত হয়

১৭৯৩ সালে এবং দ্বিতীয় ফ্রান্স বিরোধি শক্তিজোট গঠিত হয়েছিল ১৭৯৯ সালে এবং চতুর্থ শক্তিজোট গঠীত হয়েছিল ১৮১৩ সালে)

৩১) কার বিরুদ্ধাচারন করার জন্য তৃতীয় রাস্ট্রজোট গঠিত হয়?

- ফ্রান্সের নেপোলিয়ান

৩২) তৃতীয় রাস্ট্রজোট কে গঠন করেছিল?

- ইংল্যান্ড

৩৩) তৃতীয় রাস্ট্রজোটে সদস্য কারা ছিল?

- ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন রাশিয়া

( প্রসঙ্গত প্রথম রাস্ট্রজোট বা শক্তিজোট - অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, পোর্তুগাল সার্ডিনিয়াক৷ দ্বিতীয় রাস্ট্রজোট বা শক্তিজোট - অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড, নেপন, পোর্তুগাল তুরস্ক। চতুর্থ রাস্ট্রজোট বা শক্তিজোট - অস্ট্রিয়া, প্রার্শিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া তুরস্ক)

৩৪) ইংল্যান্ড দখলের উদ্দেশ্যে নেপোলিয়ন কোথায় প্রায় দেড়লক্ষ সৈন্যের সমাবেশ ঘটান?

- বোলান বন্দরে

৩৫) নেপোলিয়ান ইংল্যান্ডকে পরাজিত করার জন্য যে বৃহৎ নৌবাহিনী গঠন করেছিলেন তাকে কি বলা হয়?

- আর্মি অফ ইংল্যান্ড

৩৬) ট্রাফালগারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

- ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে

৩৭) ট্রাফালগারের যুদ্ধে কে পরাজিত হন?

- ফ্রান্সের নেপোলিয়ান ইংরেজবাহিনীর নিকট পরাজিত হয়েছিল।

৩৮) ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের সেনাপতি কে ছিলেন?

 - ভিলনেউড

৩৯) ইংরেজ সেনাপতি নেলসন কোন যুদ্ধে মারা যান?

- ট্রাফালগারের যুদ্ধে

৪০) নেপোলিয়ন জলপথে কোন দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হন?

- ইংল্যান্ড (ট্রাফালগারের যুদ্ধ)

৪১) কোন যুদ্ধের পরজয়কে নেপোলিয়নের পতনের প্রথম ধাপ বলে গন্য করা হয়?

- ট্রাফালগারের  

৪২) ট্রাফালগারের যুদ্ধে হেরে যাওয়ার ঠিক আগের দিন নেপোলিয়ন কোন যুদ্ধে জয়লাভ করেছিল?

- উলমের যুদ্ধ

৪৩) নেপোলিয়ন কোন পথে উলমের যুদ্ধ সংঘটিত করেছিলেন?

- স্থলপথে

৪৪) উলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

- ফ্রান্স   অস্ট্রিয়া

৪৫) উলমের যুদ্ধে জয়লাভের পর ফ্রান্স বাহিনী কার উপর দখলদারিত্ব নেয়?

- ভিয়েনা

৪৬) উলমের যুদ্ধের সময় অস্ট্রিয়ার রাজা কে ছিলেন?

- দ্বিতীয় ফ্রান্সিস

৪৭) কোন যুদ্ধের পর নেপোলিয়ন ভিয়েনা দখল করেছিল?

- উলমের যুদ্ধ

৪৮) কোন যুদ্ধে অস্ট্রিয়া বাহিনী সম্পূর্নরূপে ফ্রান্সের নিকট পরাজিত হয় এবং নেপোলিয়নকে সম্রাটরূপে মেনে নেয়?

 - অস্টারলিৎসের যুদ্ধে

৪৯) অস্টারলিৎসের যুদ্ধ কবে হয়েছিল?

- ১৮০৫ সালে ডিসেম্বর

৫০) কাদের মধ্যে অস্টারলিৎসের যুদ্ধ হয়েছিল?

- ফ্রান্সের সাথে অস্ট্রিয়া রাশিয়ার যুগ্ম বাহিনী

৫১) অস্টারলিৎসের যুদ্ধে কারা পরাজিত হয়?

- অস্ট্রিয়া-রাশিয়া যুগ্ম বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে

৫২) অস্টারলিৎসের যুদ্ধে পরাজয়ের ফলে অস্ট্রিয়া কোন সন্ধি করতে বাধ্য হয়?

-  প্রেসবার্গের সন্ধি

৫৩) প্রেসবার্গের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?

-ফ্রান্স অস্ট্রিয়ার মধ্যে

৫৪) কোন সন্ধির ফলে অস্ট্রিয়া আড্রিয়াটিক সাগর রাইন নদীর উপর আধিপত্য হারিয়ে ফেলে?

- প্রেসবার্গের সন্ধি

৫৫) কোন সন্ধির ফলে অস্ট্রিয়া দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্রে পরিনত হয়?

- প্রেসবার্গের সন্ধি

৫৬) কোন সন্ধির পর তৃতীয় রাষ্ট্রজোট ভেঙে যায়?

- প্রেসবার্গের সন্ধি

৫৭) তৃতীয় রাস্ট্রজোটের কোন কোন দেশকে নেপোলিয়নকে পরাজিত করতে পারে নি?

- ইংল্যান্ড রাশিয়াকে

 

 নেপোলিয়নের রাজ্যজয় দ্বিতীয় পর্ব >>>>

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

অ্যামিয়েন্সের সন্ধি| নেপোলিয়ানের অভিষেক| ট্রাফালগারের যুদ্ধ| উলমের যুদ্ধ| অস্টারলিৎসের যুদ্ধ| প্রেসবার্গের সন্ধি| দ্বিতীয় জাস্টিনিয়ান| আধুনিক যুগের সিজার| অগ্নিময় তরবারি| মুকুটধারি জ্যাকোবিন| বিপ্লবের বরপুত্র| জাতীয়তাবাদের জনক|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad