Type Here to Get Search Results !

সম্রাট আকবর তৃতীয় পর্ব [AKBOR]

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর তৃতীয় পর্ব। AKBAR Part- III

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

৫১) আকবর কবে বিধবা বিবাহ আইনসিদ্ধ করেন?

- ১৫৮৭ সালে

৫২) আকবর রাজধানী ফতেপুর সিক্ৰী থেকে কোথায় স্থানান্তরিত করেন?

- লাহােরে

৫৩) লাহােরে আকবরের রাজধানী কতদিন স্থায়ী ছিল?

- ১৫৮৫ থেকে ১৫৯৮ পর্যন্ত

৫৪) ঝরােখা--দর্শন প্রথার প্রবর্তক কে?

- আকবর

৫৫) দিনের কোন সময় আকবর ঝরােখা--দর্শন চালু করেন?

- সকালে সূর্য উদয়ের সময়

৫৬) রাষ্ট্রের খরচে হজ যাত্রার আয়ােজন করেন কে?

- আকবর (প্রসঙ্গত উল্লেখ্য যে রাষ্ট্রের প্রদত্ত অংশিক খরচে হজ যাত্রার প্রথম প্রবর্তন করেন ফিরােজ তুঘলক কিন্তু আকবর হজ যাত্রার সমস্ত খরচ রাষ্ট্রের এই প্রথা চালু করেন)

৫৭) আকবরের সুবার সংখ্যা কতগুলি ছিল?

- ১৫ টি

৫৮) আকবর কোন পার্সী সাধকের সংস্পর্শে এসেছিলেন?

- মেহেরজী রানা

৫৯) আকবর হিন্দুদের কোন অনুষ্ঠানে যােগদান করতেন?

- হােলী

৬০) ভারতে অশােকের পরে কে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন?

- আকবর

৬১) আইন--আকবর অনুসারে আকবরের সৈন্য সংখ্যা কত ছিল?

- লক্ষ

৬২) আকবর কাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেন?

- আদম খাঁন

৬৩) সৌর ইলাহি বর্ষ কে চালু করেন?

- আকবর

৬৪) আকবর কার দ্বারা প্রভাবিত হয়ে সৌর ইলাহি বর্ষ চালু করেন?

- দেবী পুরুষােত্তম

৬৫) আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কী ছিল?

- দীন--ইলাহি

৬৬) আকবরের সময় সেনাবাহিনীর প্রধানকে কী বলা হত?

- মীর বকসী

৬৭) দেওয়ান--আশরা শব্দের অর্থ কী?

- প্রধান দেওয়ান

৬৮) আকবরের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

- মহম আনগা

৬৯) আকবরের বিশ্বস্ত ওয়াজির কে ছিলেন?

- প্রথম দিকে বৈরাম খাঁ পরে শিহাব উদ্দিন আৎকা খাঁ

৭০) কোন মােঘল সম্রাটের আমলে পরগনার রাজস্বসংগ্রহকারীকে আমলগুজার’ বলা হত?

- আকবর

৭১) কোন মুঘল সম্রাটের আমলে তামাক চাষ শুরু হয়?

- আকবর

৭২) দিনের বিচারে কোন মুঘােল সম্রাট সবচেয়ে বেশীদিন রাজত্ব করেন?

- আকবর

৭৩) বাতাই প্রথা কে চালু করেন?

- আকবর

৭৪) কোন মুঘল সম্রাট ক্রীতদাস প্রথার লােপ ঘটান?

- আকবর

৭৫) মুঘল সম্রাটদের মধ্যে কার মনােভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিলো?

- আকবর

৭৬) আকবর কোন ইসলামীয় মতাদর্শে বিশ্বাসী ছিলেন?

- সুন্নি সুফী

৭৭) কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন?

- আকবর

৭৮) আকবর দিনের কোন সময়ে জনসমক্ষে আসতেন?

- সকালের নামাজের পর (সুন্নত অনুষ্ঠানের মাধ্যমে)

৭৯) আকবর কোথায় সমুদ্র দেখার অভিজ্ঞতা লাভ করেন?

- গুজরাটে

৮০) আকবর ছাড়া আর কোন মুঘল সম্রাট দীন--ইলাহি চালু রাখেন?

- জাহাঙ্গীর

৮১) আকবর কোন দাসীকে জীবন্ত কবর দেন?

- আনারকলি (জাহাঙ্গীরের প্রেমিকা)

৮২) ইমারি কী

- হাতির পিঠে বসার জায়গাকে ইমারি বলা হয়

৮৩) মালিক অম্বর কে ছিলেন?

- আহমেদ নগরের প্রধানমন্ত্রী

৮৪) আকবর জমি পরিমাপের একটি নতুন পদ্ধতি প্রবর্তন করেন তার নাম কী?

- গজ ইলাহি

৮৫) আকবর কোনদিন পশু হত্যা নিষিদ্ধ করেন?

- রবিবার

৮৬) আকবর আমলে কোন সময়কালকে অনতঃপুরিকার শাসনকাল বলা হয়?

- ১৫৬০ থেকে ১৫৬৪ খ্ৰী পর্যন্ত

৮৭) ইতিহাসের কোন বিষয়ের জন্য আকবর বিখ্যাত?

- প্রজাহিতৈষী ধর্মনিরপেক্ষতা

৮৮) আকবর কত বছর রাজত্ব করেন?

- ৪৯ বছর

৮৯) আকবর কত বছর জীবিত ছিলেন?

- ৬৩ বছর

৯০) কার আমলে সমগ্র বঙ্গদেশসুবহ--বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল?

- আকবরের আমলে

৯১) আকবরের প্রাদেশিক শাসনকর্তাকে কী বলা হত?

- সুবাদার

৯২) বাংলার প্রথম সুবেদার কে ছিলেন?

- মানসিংহ

৯৩) ‘বাদশাই-ইসলাম’ হওয়ার ব্যর্থ চেষ্টা করেন কোন মুঘল সম্রাট?

- আকবর

৯৪) কোন মুঘল সম্রাট প্রয়াগ শহরের নাম এলাহবাদ রাখেন?

- আকবর

৯৫) কোন মােঘল সম্রাটের আমলে পরগনার রাজস্বসংগ্রহকারীকে আমলগুজার’ বলা হত?

- আকবর

৯৬) আকবর কোন মহিলার কাছে হেরে গিয়েছিলেন?

- আহম্মদনগর দুর্গের চাঁদবিবি বা চাঁদসুলতানা

৯৭) আকবর কোন রাজ্য জয় করতে পারেনি?

- আসাম

৯৮) কোন রাজপুত রাজা আকবরের বশ্যতা স্বীকার করেন নি?

- শিসােদিয়া (রানা প্রতাপ সিং)

৯৯) কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন?

- ১৫৫৬ সালের তুঘলকাবাদ যুদ্ধ

১০০) আকবর কবে গােয়ালিওর দখল করেন?

- ১৫৫৯ সালে

১০১) আকবরের সময় কবে অভিজাত বিদ্রোহ হয়েছিল?

- ১৫৬২ সালে

 

 

সম্রাট আকবর দ্বিতীয় পর্ব>>>>> 

সম্রাট আকবর চতুর্থ পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad