Type Here to Get Search Results !

সম্রাট আকবর দ্বিতীয় পর্ব [AKBAR]

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর দ্বিতীয় পর্ব। AKBAR Part- II

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

 

) আকবর কোন বারে জন্মগ্রহন করেন?

- রবিবার

) আকবরের মায়ের নাম কী?

- হামিদা বানু বেগম

) আকবর কোন রাজপুত রাজার গৃহে জন্মগ্রহন করেন?

- আমরকোটের রাজা রানা বীরশালের গৃহে

) আকবরের জন্মের খবর হুমায়ুনকে কে দেন?

- তার্দি বেগ

) আকবর যখন জন্মগ্রহন করেন তখন হুমায়ুন কোথায় ছিলেন?

- অমরকোট

) আকবরের প্রকৃত নাম কী?

- জালালউদ্দিন মহম্মদ আকবর

) কোন অনুষ্ঠানে বালক আকবরকে সর্বপ্রথম জনসমক্ষে আনা হয়?

- সুন্নত অনুষ্ঠানে

) আকবরের গৃহশিক্ষককের নাম কী?

- আব্দুল লতিফ

) আকবরের প্রথম গৃহশিক্ষক কে ছিলেন?

- পীর মােহাম্মদ খান

১০) আকবর কত বছর বয়সে সম্রাট হন?

- ১৩ বছর (মতান্তরে ১৪ বছর)

১১) আকবরের ঘােড়ার নাম কী ছিল?

- রহবর

১২) আকবর এর প্রথম পত্নীর নাম কী?

- রুকিয়া বেগম (আকবরের সন্তানহীনা পত্নী)

১৩) আকবর যােধাবাঈকে কোথায় বিবাহ করেন?

- আজমীরে

১৪) যােধাবাঈ কার কন্যা ছিলেন?

- অম্বররাজ বিহারী মলের কন্যা

১৫) আকবরের জেষ্ঠ পুত্রের নাম কী?

- সেলিম

১৬) আকবর যখন সিংহাসনে বসেন তখন নাবালক ছিলেন সেইসময় আকবরের অভিভাবক কে ছিলেন?

-বৈরাম খাঁ

১৭) খান বাবা বলে আকবর কাকে সম্বােধন করতেন?

- বৈরাম খাঁন

১৮) বৈরাম খাঁ কোন তুর্কি গােষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন?

- কারা ফনলু গােত্র এর বাহারুল বংশের উত্তরাধিকারী৷

১৯) বৈরাম খাঁ কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন?

- পারস্যের বাদাখশান অঞ্চলের অধিবাসী

২০) মুঘল সম্রাট আকবরের উপর বৈরাম খাঁর অভিভাবকত্ব কতদিন ছিল?

- চার বছর

২১) বৈরাম খাঁ যখন আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করেন তখন সেই বিদ্রোহ দমন করতে আকবর কাকে দায়িত্ব দেন?

- আতগা খাঁ

২২) বৈরাম খাঁকে কে হত্যা করেন?

- মােবারক খান (হজ যাত্রার সময়)

২৩) বৈরাম খাঁ এর পর আকবর কাকে অভিভাবক পদে নিযুক্ত করেন?

- মুনিম খাঁ (এই মুনিম খাঁকে আকবরখান--খানান’ পদে বৈরাম খাঁর পরে নিযুক্ত করেন)

২৪) মুগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

- আকবর

২৫) কোন মুঘল সম্রাটইমাম--আদিল’ উপাধিতে ভূষিত হন?

- আকবর

২৬) কোন মুসলিম শাসক মায়ের মৃত্যুতে মস্তকমুন্ডন করেন?

- আকবর।

২৭) মুঘল আমলে উদীয়মান নক্ষত্র কাকে বলা হয়?

- আকবর

২৮) আকবর শব্দের অর্থ কী?

- সক্রিয়/সর্বশ্রেষ্ট/মহান।

২৯) আকবর কাকেসেকুবাবা’ বলে ডাকতেন?

- সেলিম বা জাহাঙ্গীরকে

৩০) সম্রাট হওয়ার পূর্বে আকবর কোথাকার শাসক ছিলেন?

- কালানৌর

৩১) সম্রাট আকবরের অভিষেক কোথায় হয়?

- ভারতের পাঞ্জাবের কালানৌর দুর্গে

৩২) আকবরের তরবারির নাম কী?

- সংগ্রাম

৩৩) আকবর কোন হিন্দু দার্শনিকের সাথে নিয়মিত ধর্মালােচনা করতেন?

- দেবী পুরুষােত্তম

৩৪) আকবর প্রথম জীবনে কোথাকার গর্ভনর হিসাবে নিযুক্ত হন?

- গজনির (মাত্র নয় বছর বয়সে)

৩৫) আকবর কোন রাজপুত ঘরানার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন?

- কচ্ছওয়াহা

৩৬) আকবর কোন নদীর জল পান করতেন?

- গঙ্গা

৩৭) মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন?

- আকবর

৩৮) মনসবদারী প্রথা কী ছিল?

- পদমর্যাদা

৩৯) আকবর প্রচলিত মনসবদারী প্রথা কোন দেশের অনুকরনে ভারতে চালু হয়েছিল?

- পারস্য (মতান্তরে মঙ্গোলিয়া)

৪০) আকবর মনসবদারদের কত বেতন দিতেন?

- ১০০০০ টাকা (প্রথম দিকে)

৪১) কোন মুঘল সম্রাটের রাজত্বকাল থেকে মনসবদারদের বেতন হিসাবে জায়গীর বন্টন শুরু হয়?

- আকবর

৪২) আকবর প্রবর্তিত মনসবদারী প্রথা কয়টি স্তরে বিভক্ত ছিল?

- তেত্রিশটি

৪৩) আকবর প্রবর্তিত ভুমি রাজস্বব্যবস্থাকে কী বলা হয়?

- জবাতি

৪৪) জবাতি কী?

- জমির উৎপাদনের নিরিখে বাৎসরিক গড় নির্ণয় করার পদ্ধতি

৪৫) আকবর হিন্দুদের উপর থেকে তীর্থ কর কত সালে প্রত্যাহার করেন?

- ১৫৬৩ সালে

৪৬) আকবর কবে বলপূর্বক ইসলাম ধর্ম গ্রহন নিষিদ্ধ করেন?

- ১৫৬৪ সালে

৪৭) আকবর কত সালে জিজিয়া কর প্রত্যাহার করেন?

- ১৫৬৪ সালে

৪৮) আকবর কত সালেমজহরনামা’ জারি করেন?

- ১৫৭৯ সালে

৪৯) দশসালা বন্দোবস্ত কে চালু করেন?

- আকবর (১৫৮০ সালে)

৫০) কত খ্রীষ্টাব্দ পর্যন্ত আকবর ইসলামি রীতির অনুগামি ছিলেন?

- ১৫৮২ খ্রীষ্টাব্দ

 

 

সম্রাট আকবর তৃতীয় পর্ব >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad