Type Here to Get Search Results !

সম্রাট আকবর চতুর্থ পর্ব [AKBAR MCQ}

 

সম্রাট আকবর
Set By- Manas Adhikary


সম্রাট আকবর চতুর্থ পর্ব। AKBAR Part- IV

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  ‘আকবর এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘আকবর’। এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সম্রাট আকবর সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Akbar MCQ

১০২) আকবর গান্ডােয়ানা রাজ্যটি জয় করেছিল কত সালে?

- ১৫৬৪ সালে

১০৩) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

- ১৫৬৫ সালে হিমু আকবর (বৈরাম খাঁ)

১০৪) আকবর কত সালে কালিঞ্জর জয় করেন?

- ১৫৬৯ সালে

১০৫) আকবর কবে বাংলা জয় করেন?

- ১৫৭৬ সালে

১০৬) আকবর কবে প্রথম কাশ্মীর পরিদর্শন করেন?

- ১৫৮৯ সালে

১০৭) আকবর কবে কান্দাহার দখল করেন?

- ১৫৯৫ সালে

১০৮) আকবর কবে বেলুচিস্তান দখল করেন?

- ১৫৯৫ সালে এই যুদ্ধে সেনাপতি ছিলেন মীরমাসুম

১০৯) কোন মুঘল সম্রাট প্রথম বাংলায় সামরিক অভিযান প্রেরন করেন?

- আকবর

১১০) বাংলা কোন সময় থেকে মােগল সাম্রাজ্যভুক্ত হয়?

- আকবরের সময় থেকে

১১১) কোন সম্রাটের আমলে বাংলায় বারােভূঁইয়াদের উত্থান ঘটে?

- আকবর

১১২) মানসিংহ বাংলায় কাদের দমন করতে ব্যর্থ হন?

- বারাে ভূঁইয়াদের

১১৩) বারাে ভূঁইয়াদের নেতা কে ছিলেন?

- ঈশা খান

১১৪) ঈশা খানের মৃত্যুর পর বারাে ভূঁইয়াদের নেতা কে হন?

- মুসা খাঁ

১১৫) বাংলায় বারাে ভূঁইয়াদের একজন শক্তিশালী শাসকের নাম কর?

- প্রতাপ আদিত্য

১১৬) কার সময়ে আকবর চিতাের অধিকার করেন?

- রানা উদয় সিংহ

১১৭) আকবরের দ্রুততম অভিযান কোনটী?

- গুজরাট (মাত্র ১১দিন)

১১৮) হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে মুঘলদের হয়ে কে যুদ্ধ করেছিলেন?

- মান সিংহ

১১৯) রানী দূর্গাবতী কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?

- আকবর

১২০) কোন মুঘল সম্রাটের আমলে মেবারের পতন ঘটে?

- আকবর

১২১) আকবর কাকে পরাজিত করে মালব অধিকার করেন?

- বাজ বাহাদুরকে

১২২) আকবর যখন অসিরগড় অভিযান করেন তখন অসিরগড়ের শাসক কে ছিলেন?

- মীরন বাহাদুর

১২৩) আকবর কোন রাজ্যটি ছলনার মাধ্যমে জয় করেন?

- খান্দেশ

১২৪) আকবরের জীবনে শেষ অভিযান কোনটঃ

- খান্দেশ (অসিগড় দূর্গ)

১২৫) আবুল ফজল কোন মুঘল সম্রাটের সভাকবি ছিলেন?

- আকবর

১২৬) আকবরের আমলে পারসিক লেখক কে ছিলেন?

- আবুল ফজল

১২৭) "There are many that hate painting, but such men I dislike" – উক্তটি কার প্রতি কে করেন?

- আকবরের প্রতি আবুল ফজল

১২৮) আকবর কাকেআকবরীয় কালিদাস’ আখ্যা দিয়েছিলেন?

- আবুল ফজল

১২৯) আকবর কাকে কবিপ্রিয় উপাধি দেন?

- বীরবলকে

১৩০) বীরবলের প্রকৃত নাম কী?

 - মহেশ দাস

১৩১) মহেশ দাসকে বীরবল উপাধি কে দেন?

- আকবর (তাঁর বুদ্ধিমত্তার জন্য)

১৩২) আকবরের সভায় বিখ্যাত কৌতুককর কে ছিলেন?

- বীরবল

১৩৩) কোন হিন্দু দীন--ইলাহি গ্রহন করেন?

- আকবরের হিন্দু মন্ত্রী বীরবল

১৩৪) কার মৃত্যুতে দুঃখিত হয়ে আকবর দিন সুরা পান করেননি খাবার খাননি?

- বীরবল

১৩৫) বীরবল কীভাবে মারা যান?

- ইউসুফজাই উপজাতিদের দমন করতে গিয়ে তিনি নিহত হন

১৩৬) আকবর কাকে তাজবিবি উপাধি দেন?

- যােধপুরের মনি বাঈয়ের আর এক নাম ছিল যােধা বাঈ আকবর এই যােধাবাঈয়ের উপাধি দেন তাজবিবি

১৩৭) আকবর কাকে মহাপাত্র উপাধি দেন?

- হিন্দি ভাষার কবি নরহরি সহায়কে মহাপাত্র উপাধি দেন

১৩৮) আকবরের ধর্মগুরুর নাম কী?

- সেলিম চিস্তী (এনার নাম অনুসারে নিজপুত্রের নাম দেন সেলিম) ১৩৯) সেলিম চিস্তীর সমাধি কে তৈরী করেন?

- আকবর

১৪০) আকবরের রাজসভায় কতজন চিত্রকর ছিলেন?

- ১৭ জন

১৪১) আকবর কাকেখান--খানান’ উপাধিতে ভূষিত করেন?

- আব্দুর রহিমকে (১৫৮২ সালে)

১৪২) আকবর কাকে জগৎগুরু উপাধি দেন?

- হরিবিজয় সুরী

১৪৩) আকবর কাকে জগৎপ্রধান উপাধি দেন?

- জিনচন্দ্র সেনসুরী

১৪৪) আকবর কাকে কাবুলের গর্ভনর হিসাবে নিযুক্ত করেন?

- মানসিংহ

১৪৫) আকবর জারিন-কলম উপাধি কাকে দেন?

- মহম্মদ হুসেন কাশ্মীরিকে

১৪৬) আকবর কাকে শিরিন-কলম উপাধি দেন?

- আবদুস সামাদ

১৪৭) চিত্রশিল্পের প্রসারের জন্য আকবর কার নেতৃত্বে স্বতন্ত্র চিত্ৰবিভাগ স্থাপন করেন?

- আব্দুস সামাদ

১৪৮) তুলসী দাস কোন মুঘল সম্রাটের আমলে রামচরিত মানস রচনা করেন?

- আকবর

১৪৯) আকবরের সভায় সভাকবি কে ছিলেন?

- ফৌজি (এছাড়াও আবুল ফজল, বীরবল, সুরদাস ছিলেন)

১৫০) আকবরের আমলে দুজন সংগীত শিল্পীর নম কর?

- তানসেন বাজ বাহাদুর

 

সম্রাট আকবর তৃতীয় পর্ব >>>> 

সম্রাট আকবর পঞ্চম পর্ব>>>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আকবর। কামরান। আকবরের মুদ্রা। আকবরের রাজ্যজয়। আবুল ফজল। বীরবল। হামিদা বানু বেগম। হিমু। আকবরের রাজস্ব.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad