শেরশাহ
Set by- Manas Adhikary
শেরশাহ চতুর্থ পর্ব| Shershah Part - IV
শেরশাহ। ফরিদ খান।
শেরখান। লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ।
চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান। ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা।
কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী।
তোহফা-ই-আকবরশাহী।
শেরশাহ। ফরিদ খান। শেরখান। লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান। ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যযুগীয় ভারতের (Medieval History) একজন সুদক্ষ শাসক শেরশাহ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
শেরশাহ ও শুরিবংশ অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shershah MCQ.
২০১) মসনদ- ই- আলা উপাধি কার ছিল?
- দেবত খান
(ইনি মুলতান বিজয় করেছিলেন)
২০২) শেরশাহ কাকে পাঞ্জাবের সুবেদার পদে নিযুক্ত করেছিলেন?
- দেবত খান
২০৩) কালিঞ্জর অভিযানে বিজয় প্রাপ্তির পর একটা কামানের গোলার আকস্মিক বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয়। ঐ কামানটির নাম কী?
- উক্কা
২০৪) শেরশাহের কালিঞ্জার অভিযানের সময় কালিঞ্জারের শাসক কে ছিলেন?
- কিরাত সিং
২০৫) কোন সালে শেরশাহী সুরি কালিঞ্জারের শাসক কিরাত সিংকে পরাজিত করেন।
- 1545
(শের শাহ সুরীর শেষ অভিযান।)
২০৬) 'যে ব্যক্তি তার পিতার সাথে খারাপ আচরন করে সে কখনও ভালো হতে পারে না।'
- উপরোক্ত উক্তিটি শের শাহ সুরিকে কে বলেছিলেন?
- ইব্রাহিম লোদী
(1520 সালে, শেরশাহ যখন সাসারাম জায়গিরের অংশ দাবি করতে যান, তখন এই বাক্যটি বলেছিলেন।)
২০৭) ইব্রাহিম লোদির মৃত্যুর পর সুলতান মহম্মদ শাহ উপাধি ধারণ করে স্বাধীন বিহার প্রতিষ্ঠা করেন কে?
- বাহার খা লাহোনি
(এর পর সাসারামের জায়গির শেরশাহ ও তার ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়।)
২০৮) ১৫২৭ খ্রিস্টাব্দে বাবর,কার মধ্যস্থতায় শের শাহ সুরি সাথে পরিচিত হন?
- জুনায়েদ বারলাস
২০৯) জুনায়েদ বারলাস কোথাকার সুবেদার ছিলেন?
- জৌনপুরের
২১০) শের শাহ সুরি কোন কোন বিধবাকে বিয়ে করেছিলেন?
- লাড মালিকা ও গওহর গুসাই
২১১) শের শাহ সুরি কাজী ফজিলতকে কোথাকার সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন?
- বাংলা
(এনাকে আমিরান- ই- বাংলা বলা হত)
২১২) শের শাহ সুরির সমসাময়িক লেখক মালিক মোহাম্মদ জয়সীর বিখ্যাত সৃষ্টি কোনগুলি?
- পদ্মাবত, আখরাবত, আখরী সেলাম, কানহাওয়াত
(মোহম্মদ জয়সী শেরশাহের দরবারে ছিলেন না কিন্তু তারা সমসাময়িক ছিলেন।)
২১৩) মালিক মোহাম্মদ জয়সীর বিখ্যাত সৃষ্টি পদ্মাবতের শেষ অংশের নাম কী?
- বারহামাস
২১৪) সূরি আমলের মুদ্রা এক দিনার এর মান কত ছিল?
- 9 রুপিয়া তথা 64 দামের সমান ছিল
২১৫) সূরি আমলের মুদ্রা সোনার দিনার (আশরাফ) এর গ্রেন কত ছিল?
- 167 গ্রেন
২১৬) সূরি আমলের তামা নির্মিত মুদ্রার গ্রেন কত ছিল?
- 380 গ্রেন
২১৭) সূরি আমলের রূপা নির্মিত মুদ্রা রুপিয়ার গ্রেন কত ছিল?
- 180 গ্রেন/178 গ্রেন
২১৮) শের শাহ সুরি তার সাম্রাজ্যকে কতগুলি সরকারে ভাগ করেছিলেন?
- 47
২১৯) শেরশাহের সময় প্রচলিত সরকার ও শিক বর্তামানের কোন প্রশাসনিক এককের সমতুল ছিল?
- জেলা
২২০) শেরশাহ সুরি কোন ধাতুর মুদ্রার ব্যবহার বন্ধ করে দেন?
- মিশ্রধাতুর (সংকর ধাতু) মুদ্রার
২২১) শেরশাহ সুরি তাঁর মুদ্রায় কতজন খলিফার নাম চিহ্নিত করেন।
- 4 জন
২২২) কার মতে শেরশাহের আমলে1540 সালে প্রচলিত রুপি 1835 সাল পর্যন্ত প্রচলিত ছিল?
- স্মিথ
২২৩) আরবি ও দেবনগরী লিপি কার মুদ্রায় চিহ্নিত ছিল?
- শেরশাহ
২২৪) শের শাহ সুরি কতগুলি সড়ক তৈরি করেছিলেন?
- 4টি
২২৫) শেরশাহ নির্মিত দীর্ঘতম সড়ক কোনটি?
- সড়ক- ই- আজম
২২৬) সড়ক- ই- আজম অন্য কি নামে পরিচিত?
- গ্রান্ড ট্রাঙ্ক রোড বা জি টি রোড
২২৭) সড়ক- ই- আজম কোথা থেকে কোথাপর্যন্ত বিস্তৃত ছিল?
- সোনারগাঁও বাংলা থেকে সিন্ধু পর্যন্ত।
(এর দৈর্ঘ্য ছিল 2500 কোস)
২২৮) শেরশাহ নির্মিত দীর্ঘতম সড়কটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?
- আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত
২২৯) শেরশাহ নির্মিত 3য় দীর্ঘতম সড়কটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?
- আগ্রা থেকে মারওয়ার পর্যন্ত
২৩০) শেরশাহ নির্মিত চতুর্থ দীর্ঘতম সড়কটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?
- লাহোর থেকে মুলতান পর্যন্ত
২৩১) পাটনাকে কে প্রাদেশিক রাজধানীতে পরিনত করেন?
- শের শাহ
২৩২) দিল্লি থেকে সুর রাজবংশের অবসান ঘটে কবে?
- 1556 খ্রি
(পানিপথের দ্বিতীয় যুদ্ধের পর মুঘল রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়)
২৩৩) কোন শাসক স্থানীয় অপরাধের জন্য স্থানীয় দায়বদ্ধতার নীতি বাস্তবায়ন করেছিলেন?
- শের শাহ
২৩৪) শেরশাহ সুরির বিচার ব্যবস্থায় কাজীর কাজ কি ছিল?
- শুধুমাত্র বেসামরিক মামলার সিদ্ধান্ত নেওয়া
২৩৫) শেরশাহ গ্রামের আইন ও বিচার পরিচালনা দায়িত্ব কাদের উপর ন্যস্ত করেছিলেন?
- চৌধুরী ও মুকাদ্দাম
২৩৬) শেরশাহ সুরি এক তৃতীয়াংশ রাজস্ব নিতেন কিন্তু মুলতান এতে অন্তর্ভুক্ত ছিল না, সেখানে অন্য একটি হারে রাজস্ব নেওয়ার প্রচলন ছিল। সেটি কত?
- 1/4
২৩৭) শেরশাহ সরাইখানাতে কাদের জন্য আলাদা ব্যবস্থা করেছিলেন?
- হিন্দু ও মুসলমানদের
২৩৮) শেরশাহ সরাইখানা নির্মাণের জন্য কোন শ্রেণীর উদ্ভব ঘটে?
- ভাটিয়ারা
২৩৯) শেরশাহের আমলে কোনগুলি ডাক-চৌকির কাজ সম্পাদনা করতে ব্যবহৃত হত?
- সারাইখানা
২৪০) শেরশাহ কত দুরত্বে একটি করে সরাইখানা নির্মান করেন?
- প্রতি 4 মাইল
২৫০) 'আমি আল্লাহকে ধন্যবাদ জানাই এই কারনে যে, আমি একজন ন্যায়পরায়ন বাদশাহ (শেরশাহ) এর রাজত্বকালে জন্মগ্রহণ করেছি' - বক্তব্যটি কার?
- বাদয়ুনী
২৫১) শের শাহ সুরীর ভূমি রাজস্ব ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছিল?
- রায়তওয়ারী ব্যবস্থা
২৫২) শেরশাহের আমলে কার মাধ্যমে ভুমির পরিমাপ করে রাজস্ব নির্ধারন করা হত?
- রায়তওয়ারী ব্যবস্থা
২৫৩) শের শাহ সুরির সামরিক প্রশাসন কোন শাসকের দ্বারা প্রভাবিত ছিল?
- আলাউদ্দিন খিলজি
(ঘোড়ার চিহ্নিতকরন(দাগ) ও হুলিয়া নিবন্ধন, নগদ বেতন দেওয়া। প্রধান সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়।)
২৫৪) শেরশাহের আমলে কোথাকার লঙ্গরখানার মাধ্যমে বিনামূল্যে খাবার পরিবেশন করা হত?
- দিল্লী
২৫৫) কোন সুরবংশের শাসক দরিদ্র ও অসহায় মানুষকে চিহ্নিত ও নিবন্ধকরন করে তাদেরকে ভাতা প্রদাণ করেন?
- শেরশাহ
২৫৬) কোন সুরবংশীয় শাসক পশুদের জন্য হাসপাতাল তৈরি করেন?
- শেরশাহ
২৫৭) শেরশাহের প্রতিটি লঙ্গরখানায় প্রতিদিন কত খরচ হত?
- প্রতিদিন 500 আশরাফি এবং প্রতি বছর 18 লাখ 25 হাজার টাকা খরচ হত।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
শেরশাহ। ফরিদ খান। শেরখান। লাড মালিকা। সরজুগড়ের যুদ্ধ। চৌসার যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ। চান্দেরির যুদ্ধ। রাইসিনা অভিযান। ব্রহ্মজিৎ গৌড়। The abode of Paradise। পাট্টা। কবুলিয়ত। জরিমানা। মহাশিলওয়ানা। মুনসিফ-ই-মুন্সিকান। শিক-ই-শিকদারন। শের শাহের সমাধি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিলা-ই-কুহানা। তাওয়ারীখ-ই-দৌলত-ই-শেরশাহী। তোহফা-ই-আকবরশাহী।