Type Here to Get Search Results !

সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা তৃতীয় পর্ব [Sendynasty]

 

সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা

Set by - Manas Adhikary


সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা  তৃতীয় পর্ব | Administrative and Social Condition of Sen Period Part –III

সান্ধিবিগ্রহিক। মহাসান্ধিবিগ্রহিক। মহাধর্মাধ্যক্ষ। মহামুদ্রাধিপতি। মহাসর্বাধিকৃত।  মহাক্ষপটলিক। সেন আমলের সামাজিক অবস্থা|


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা এই পর্বে সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Administrative and Social Condition of Sen Period Part –III

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) সেন রাজাদের পূর্বপুরুষগন কোথাকার অধিবাসী ছিলেন?

- দাক্ষিণাত্যের কর্নাটক

২) রাজবৃত্তি গ্রহণ করার পূর্বে সেন নরপতিগন কোন পেশায় নিযুক্ত ছিলেন বলে মনে করা হয়?

- ব্রাহ্মন অর্থাৎ পুরোহিত

৩) সেন আমলে রাজস্ব কী হিসাবে নেওয়া হত?

- প্রজাপালনের পারিশ্রমিক হিসাবে (জমির ভাড়ার জন্য নহে)

৪) সেন আমলে প্রজাদের থেকে কয়প্রকারের কর নেওয়া হত?

-  চারপ্রকার। ভাগ, ভোগ, কর ও হিরন্য (পালরাজাদের অনুরূপ)

৫) সেন রাজারা উৎপন্ন ফসলের কত অংশ রাজস্ব হিসাবে গ্রহন করতেন?

- ১/৬ অংশ (পাল আমলের ন্যায়)

৬) সেন রাজারা উৎপন্ন ফসলের ১/৬ অংশ রাজস্ব হিসাবে গ্রহন করত। একে কোন ধরনের কর বলা হত?

- ভাগ

৭) ভোগ কী?

- সেন ও পাল নরপতিরা নিজেদের প্রয়োজনে প্রজাদের থেকে ফল, ফুল, মূল ইত্যাদি নিতেন, একে ভোগ বলা হত।

৮) কর কী?

- সেন ও পাল আমলে, প্রজাদের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট পরিমান অর্থ রাজকোষাগারে জমা দিতে হত। একে কর বলা হয়।

৯) হিরন্য কী?

- পাল ও সেন আমলে নরপতিগণ প্রজাদের থেকে শস্যের পরিবর্তে নগদ কড়ি নিতেন। একে হিরন্য বলা হত।

১০) চতুরক কী?

- এটি সেন আমলের একটি প্রশাসনিক স্তর। ইহা চারটি গ্রাম নিয়ে গঠিত হত।

১১) সেন যুগে প্রধান বিচারপতিকে কী বলা হত?

- মহাধর্মাধ্যক্ষ ( মতান্তরে এই মহাধর্মাধ্যক্ষ ছিলেন ধর্ম বিভাগের পরিচালক)

১২) সরকারি মহাফেজখানার (যেখানে সরকারী নথিপত্র লেখা হয়) অধ্যক্ষকে কী বলা হত?

- মহাক্ষপটলিক

১৩) সেন আমলে অঙ্গী করনিক কাদের বলা হত?

- সেন আমলে বিচারকার্য শুরু করার পূর্বে যে রাজকর্মচারী শপথ বাক্য পাঠ করাতেন তাকে অঙ্গী করনিক বলা হত।

১৪) সেন আমলে মহাবুহ্যপতি কীসের তত্বাবধায়ক ছিলেন?

- যুদ্ধক্ষেত্রে সৈন্যবিন্যাসের

১৫) হটপতি কাদের বলা হত?

- সেন আমলে হাট বাজারে নিয়ম রক্ষাকারী ব্যক্তিকে হটপতি বলা হত।

১৬) সেনযুগে সৈন্যবাহিনী কয়েকটি এককে বিভক্ত ছিল। প্রত্যেকটি একককে কী বলা হত?

- গন

১৭) ১ গন রথারোহী বলতে কী বুঝাত?

- ২৭ জন রথারোহী সৈন্য

১৮) ১ গন গজারোহী সৈন্য বলতে কী বুঝাত?

- ২৭ জন গজারোহী সৈন্য

১৯) ১ গন অশ্বারোহী বলতে কী বুঝাত?

- ৮১ জন অশ্বারোহী সৈন্য

২০) ১ গন পদাতিক সৈন্য বলতে কী বোঝাত?

- ১৩৫ জন পদাতিক সৈন্য

২১) সেনাবিভাগের গন গঠনের দায়িত্ব যার উপর ন্যস্ত ছিল তাকে কী বলা হত?

- মহাগনস্থ

২২) মহাপীলুপতি কাদের বলা হত?

- হস্তিবাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজসেনাপতিকে।

২৩) নাবাধ্যক্ষ কাদের বলা হত?

- নৌবাহিনীর প্রধানকে।

২৪) সেন আমলে 'অন্তরঙ্গ' পদটি কাদের জন্য ছিল?

- রাজার ব্যক্তিগত চিকিৎসকের

২৫) সেন আমলে প্রথম দিকে সেনরাজাটি কয়টি ভুক্তিতে বিভক্ত ছিল?

- দুটি। পুণ্ড্রবর্ধন ও বর্ধমান

২৬) কোন সেন রাজা সেন রাজ্যকে তিনটি ভুক্তিতে বিভক্ত করেছিলেন?

- লক্ষ্মন সেন (নতুন ভুক্তির নাম কঙ্কগ্রাম)

২৭) সেন আমলে ভুক্তির শাসনকর্তাকে কী বলা হত?

- বৃহদুপরিক

২৮) ‘খাড়ি' সেন শাসনের প্রথমদিকে বিষয়রূপে পরিগনিত হত কিন্তু কোন সেন শাসকের আমল থেকে ইহা মন্ডলে পরিনত হয়েছিল?

- লক্ষ্মন সেন

২৯) সেন আমলে কোন ধর্মের প্রাধান্য পরিলক্ষিত হয়?

- ব্রাহ্মন্য

৩০) সেন আমলে বেদঅবজ্ঞাকারী বৌদ্ধদেরকে কী বলা হত?

- পাষন্ড

৩১) কৌলিন্য প্রথা কে প্রচলন করেন?

- বল্লাল সেন।

৩২) বল্লাল সেনের দানসাগর গ্রন্থে সারস্বত ব্রাহ্মনদের কথা উল্লেখ আছে। এই সারস্বত ব্রাহ্মনদের আদিবাসস্থান কোথায় ছিল?

- সরস্বতী নদীর অববাহিকায়

৩৩) বল্লাল সেন যে কৌলিন্য প্রথা চালু করেছিলেন ইহার প্রমান কোথা থেকে পাওয়া যায়?

- কুলজি গ্রন্থ থেকে।

৩৪) সেনযুগে প্রশস্তি খোদাইকরদের কী বলা হত?

- তক্ষণ

৩৫) সেনযুগে গোয়ালাকে কী বলা হত?

- আভীর

৩৬) সেনযুগে নৌকার মাঝিকে কী বলা হত?

- কুড়ব

৩৭) কোথায় বিজয়সেন ও লক্ষ্মনসেনের আমলে সুন্দরী মেয়েদের দেবদাসীরূপে নিয়োগের কথা বলা হয়েছে?

- দেওপাড়া প্রশস্তি ও পবনদূত কাব্যে

৩৮) পাল ও সেন পর্বে করন ও কায়স্থরা এক ও অভিন্ন জাতিতে পরিনত হয়েছিল এই অভিন্ন জাতিটির নাম কী?

- বাংলার কায়স্থ

৩৯) বাংলায় পাল-সেন আমলে যে কার্পাস তুলার চাষ ছিল তা কার রচনা থেকে জানা যায়?

- মার্কোপোলো (এছাড়াও বিজয় সেনের দেওপাড়া প্রশস্তিতেও উল্লেখ আছে)

৪০) মার্কোপোলো কোথা থেকে ভারতে এসেছিলেন?

- ইতালি

৪১) কোথা থেকে জানা যায় যে, সেন আমলে পান চাষ হত?

- বিশ্বরূপ সেনের বঙ্গীয় সাহিত্য পরিষদ লেখ থেকে।

৪২) সদুক্তিকর্ণামৃতে কোন কোন শস্যের কথা উল্লেখ আছে?

-শালিধান, যব (এছাড়াও ইক্ষুর কথাও উল্লেখ আছে)

৪৩) সেন আমলে বাপক্ষেত্র বলতে কী বেঝাত?

- কর্ষনযোগ্য, উর্বরা এবং বপনীয় কৃষিক্ষেত্রকে বাপক্ষেত্র বলা হত।

৪৪) সেন আমলে খিলক্ষেত্র বলতে কী বোঝাত?

- অকর্ষিত পতিত জমিকে খিলক্ষেত্র বলা হত।

৪৫) সদুক্তিকর্ণামৃতে সেন আমলে উৎপাদিত যবের শীর্ষকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

- নীলপদ্মের মতো স্নিগ্ধশ্যাম

৪৬) সেন আমলে কেনাবেচার মাধ্যম কী ছিল?

-কপর্দক-পুরান নামক কড়ি

৪৭) সেনযুগের একটি সামুদ্রিক বন্দরের নাম করো।

- সপ্তগ্রাম

 

সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা  দ্বিতীয় পর্ব >>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad