সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা
Set by - Manas Adhikary
সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা দ্বিতীয় পর্ব | Administrative and Social Condition of Sen Period Part –II
সেন আমলের সামাজিক অবস্থা। ব্রাহ্মণদের উৎপত্তি । ব্রাহ্মণ্য ধর্ম।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা। এই পর্বে সেন আমলের সামাজিক অবস্থা সম্পর্কিত আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
সেন আমলের সামাজিক অবস্থা| Social Condition of Sen Period Part –II
সমাজজীবন
পালনরপতিদের মতো সেন নরপতিরা উদারপন্থী ছিলেন না। তারা ছিলেন ব্রাহ্মন্য ধর্ম ও সংস্কৃতির ধারক ও বাহক। বাল্লাল সেন ও লক্ষ্মন সেন উভয় নরপতিই নিজেরা স্মৃতিশাস্ত্র রচনা করেছিলেন। ব্রাহ্মন্যধর্ম ও সংস্কৃতির প্রতিষ্ঠাকল্পে তারা ছিলেন নিবেদিত প্রান। স্বাভাবিকভাবেই সেন আমলে সমাজে ব্রাহ্মনদের প্রতিপত্তি বৃদ্ধি পায়। ব্রাহ্মনদেরকে জমিদানের উল্লেখ বিভিন্ন সেনলেখে পাওয়া যায়। যাগযজ্ঞ, পূজা-পার্বন ছাড়া কৃষিবৃত্তিতে তাদের অধিকার ছিল। কিন্তু চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও চিত্রশিল্পের অনুশীলন তাদের ক্ষেত্রে নিষিদ্ধ ছিল। যে মূল গ্রামে যে ব্রাহ্মন প্রথম বসতি স্থাপন করত তার নামানুসারে সেই গ্রামের নামকরন করা হত। বন্দাঘানী, ঘোষলী, কুশারী, বটব্যাল, আতুর্থী, মৈত্র, ভাদুরী, গঙ্গৌলি, সান্যাল প্রভৃতি গ্রামের নাম পরবর্তীকালে রচিত কুলজি গ্রন্থাবলিতে পাওয়া যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে বন্দোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য্য, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় প্রমুখ ব্রাহ্মনদের পদবী যথাক্রমে বন্দা, চট্ট, ভট্ট, মুখটি ও গঙ্গৌলি গ্রামের নাম থেকে এসেছে।
ব্রাহ্মনদেরকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছিল, যথা- রাঢ়ীয় এবং বারেন্দ্র। এছাড়াও উৎকল ও পাশ্চাত্য নামক আরও দুশ্রেনীর ব্রাহ্মনদের কথা জানা যায়। যেসব ব্রাহ্মনরা উত্তরভারত থেকে এসেছিলেন তাদেরকে পাশ্চাত্য বৈদিক এবং যার দক্ষিন ভারত থেকে এসেছিলেন তাদেরকে দাক্ষিনাত্য বৈদিক বলা হত। ব্রাহ্মন ছাড়া এই আমলে প্রায় ২০টি উত্তম সংকর উপজাতির কথা উল্লেখ আছে বিভিন্ন সেন লেখমালায়। এই উত্তম সংকর মানুষদের গৃহে ব্রাহ্মনদের যাগ-যজ্ঞাদি অনুষ্ঠানে পৌরোহিত্যে কোন বাধা ছিল না। কিন্তু মধ্যম সংকর ও অধম সংকর নামক উল্লেখিত মানুষদের গৃহে ব্রাহ্মনরা যাগ-যজ্ঞাদি অনুষ্ঠানে পৌরোহিত্য করলে তাঁর পতিত হওয়ার নিধান দেওয়া হযত। সেন আমলে নারীজাতির অবস্থা খুব একটা ভালো ছিল না। রজঃবর্তী হওয়ার পূর্বেই তাদের বিবাহ দেওয়া হত। উচ্চশিক্ষার দ্বার ছিল তাদের নিকট অবরুদ্ধ। একগামীতার প্রচলন থাকলেও উচ্চশ্রেনির পরিবারে উপপত্নীর সংখ্যা বিশেষভাবে লক্ষ্যনীয় ছিল। স্বামির সম্পত্তি ক্রয়বিক্রয়ে মহিলাদের কোন অধিকার ছিল না।
সেন আমলেপ্রধানত ধান চাষ হত। তবে ইক্ষু, যব, পান, ডালিম্ব, কার্পাস, আম, মহুয়া, নারকেল ইত্যাদি চাষেরও উল্লেখ রয়েছে বিভিন্ন লেখমালায়। সেনরাজাদের নামাঙ্কিত কোন মুদ্রা পাওয়া যায় নি। তাঁরা সম্ভবত কোন মুদ্রা উৎকীর্ন করেননি। এই আমলে কেনাবেচার মাধ্যম ছিল কপর্দক-পুরান নামক কড়ি দিয়ে।
সেন আমলের প্রশাসনিক ও সামাজিক অবস্থা প্রথম পর্ব>>>>
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here