Type Here to Get Search Results !

সন্ত্রাসের রাজত্ব [The Reign of Terror]

 

 সন্ত্রাসের রাজত্ব

Set By - Manas Adhikary

সন্ত্রাসের রাজত্ব | The Reign of Terror 

সন্ত্রাসের রাজত্ব। গিলেটিন যন্ত্রের আবিস্কারক। জ্যাকোবিন। জিরোন্ডিস্ট। রোবসপিয়ারসন্দেহের আইন।  বিপ্লবী আদালতThe Reign of Terror।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সন্ত্রাসের রাজত্ব এই পর্বে সন্ত্রাসের রাজত্ব সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

সন্ত্রাসের রাজত্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর The Reign of Terror MCQ

 

১) প্রথমক্ষেত্রে জ্যাকোবিন ছিল একটি সামাজিক সংগঠন। তখন এর নাম কী ছিল?

- Society of the Friends of the Constitution

২) জ্যাকোবিন ক্লাবের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?

- জ্যাকোবিন নামক এক পরিত্যক্ত গির্জায়

৩) জ্যাকোবিন রাজনৈতিক দলের উৎপত্তি হয় কোথা থেকে?

- জ্যাকোবিন ক্লাব থেকে

৪) ফ্রান্সের ইতিহাসের 'মাউন্টেন দল' নামে কারা পরিচিত?

-জ্যাকোবিন

৫) জ্যাকোবিন দলের সদস্যদের প্রকৃতি কেমন ছিল?

- অতি বিপ্লবী এবং উগ্রপন্থী

৬) জ্যাকোবিন দলের কয়েকজন সদ্যসের নাম করুন।

- মারাট, দান্তন, রোবসপিয়ার প্রমুখ

৭) জ্যাকোবিন দলের প্রতিপক্ষ দলকে কী বলা হত?

-জিরোন্ডিস্ট

৮) জিরোন্ডিস্ট দলের কয়েকজন সদস্যের নাম কর।

- ব্রিসো, ভার্জিনিয়াড়, কনডোরসেট, দ্যামুরিয়ে প্রমুখ

৯) ন্যাশনাল কনভেশনে একটি নিরপেক্ষ দল ছিল তার নাম কী?

- Planin

১০) জিরেন্ডিস্ট দলের সদস্যদের কী বলা হত?

- জিরোন্ডিস্ট

১১) জিরোন্ডিস্ট দলের সমর্থকদের জিরোন্ডিস্ট বলা হত কেন?

- এদের বেশীরভাগ নেতা জিরোন্ডির নামক প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল বলে।

১২) জ্যাকোবিন ও জিরোজিস্টদের মধ্যে সংঘাত বাধে কী নিয়ে?

- ফ্রান্স একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার পর রাজা ষোড়শ লুই এর বিচার এবং প্যারিসের জনতার অধিকার নিয়ে দুই দলের মধ্যে বিরোধ দেখা দেয়।

১৩) ফ্রান্স প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার পর ষোড়শ লুই এর বিচারের পক্ষে ও বিপক্ষে কারা মত দিয়েছিল?

- পক্ষে মত দিয়েছিল জ্যাকোবিন দল এবং বিপক্ষে মত দিয়েছিল জিরোভিস্ট দল

১৪) ফ্রান্স প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার পর কোন রাজনৈতিক দল দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পন্যের দাম বেঁধে দেয়, মজুরির নিম্নতম হার স্থির এবং সাধারন জনতার কাজের সৃষ্টির পক্ষে মত দেয়?

- জ্যাকোবিন দল

১৫) ফ্রান্স প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার পর কারা সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা অক্ষুন্ন রাখার এবং শিল্প বানিজ্যের ক্ষেত্রে অবাধ নীতি অনুসরনের পক্ষপাতী ছিলেন?

- জিরেন্ডিস্ট দল

১৬) করে জ্যাকোবিনরা জাতীয় কনভেনশান অবরোধ করেন?

- ১৭৯২ সালের ২১ মে

১৭) জ্যাকোবিন দলের কত জনকে এইসময় জাতীয় কনভেনশান থেকে বহিষ্কার করা হয়?

- ৩১ জন

১৮) কবে জাতীয় কনভেনশনের মাধ্যমে ফ্রান্সকে একটি প্রজাতান্ত্রিক রাস্ট্র হিসাবে ঘোষনা করা হয়?

- ১৭৯২ সালের ২২ সেপ্টেম্বর

১৯) কত ভোটের ব্যবধানে ফ্রান্সের জাতীয় কনভেনশন রাজা ষোড়শ লুই এর প্রানদন্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে?

- ৫৩টি

২০) কবে রাজা ষোড়শ লুই এর প্রানদন্ড কার্যকর করা হয়?

- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি

২১) কোন যন্ত্রের সাহায্যে ষোড়শ লুইকে হত্যা করা হয়?

- গিলেটিন

২২) ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিসংঘ কারা গঠন করে?

- অস্ট্রিয়া, স্প্রর্শিয়া, ইংল্যান্ড, স্পেন, হল্যান্ড, নেপলস, সার্ডিয়ানা, পর্তুগাল প্রমুখ

২৩) শক্তিসংঘ সর্বপ্রথম ফ্রান্সের কোন কোন অংশ দখল করে প্যারিসের দিকে এগিয়ে যেতে থাকে?

- বেলজিয়াম ও রাইন নদীর তীরবর্তী অঞ্চল

২৪) শক্তিসংঘের সাথে যুদ্ধের সময় কে ফ্রান্সের সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল?

- ফরাসি সেনাপতি দ্যামুরিয়া

২৫) ফ্রান্সে বিপ্লবী আদালত কবে গঠিত হয়?

- ১৭৯৩ সালে ৯ মার্চ

২৬) সন্ত্রাসের রাজত্বের সময়কাল উল্লেখ কর।

- ১৭৯৩ সালের ৯ মার্চ বিপ্লবী আদালত গঠন থেকে ১৭৯৪ সালের ২৮ জুলাই রোবসপিয়ারের মৃত্যুদন্ড কার্যকর করার সময়কালকে

২৭) সন্ত্রাসের রাজত্বকালের সময় জ্যাকোবিন দল দেশের শান্তি-শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য কি গঠন করেছিল?

- জন নিরাপত্তা কমিটি

২৮) জন নিরাপত্তা কমিটির প্রথম সদস্য সংখ্যা কত ছিল?

- ৯ জন ( পরে তা বৃদ্ধি পেয়ে হয় ১২ জন)

২৯) জন নিরাপত্তা কমিটির প্রধান কে ছিলেন?

- রোবসপিয়ার

৩০) জননিরাপত্তা কমিটির কয়েকজন সদস্যের নাম কর।

- রোবসপিয়ার, সেন্ট জাস্ট, জর্জ কুথো, রবার্ট লিন্ডেট, ভারেন প্রমুখ

৩১) জন নিরাপত্তা কমিটির ( Committee of the Public Safty ) নেতৃত্বে দেশে কতগুলি বিপ্লবী কমিটি ( Revolutionary Committee) ঠিত হয়েছিল?

- ৫০ হাজার

৩২) জন নিরাপত্তা কমিটির পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কমিটিকে কি বলা হত?

- সাধারন নিরাপত্তা কমিটি ( Committee of general Safty )

৩৩) সাধারন নিরাপত্তা কমিটির সদর দপ্তর কোথায় ছিল?

- প্যারিস

৩৪) সমগ্র ফ্রান্সের শান্তি-শৃঙ্খলার দায়িত্ব কাদের উপর ন্যস্ত ছিল?

- সাধারন নিরাপত্তা কমিটির উপর

৩৫) রাজতন্ত্র পস্থী বা প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবের শত্রু হিসাবে সন্দেহভাজন ব্যক্তিকে কোন আইনের বলে গ্রেপ্তার করা হত এবং তাকে বিচারের জন্য বিপ্লবী আদালতে পাঠিয়ে দেওয়া হত?

- সন্দেহের আইন (Law of Suspects )

৩৬) সন্দেহের আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচার কোথায় হত?

- বিপ্লবী আদালতে

৩৭) সন্ত্রাসের রাজত্বের সময় জ্যাকোবিন দলের বিরোধিদের কোথায় বিচার করা হত?

- বিপ্লবী আদালতে ( Revolutionary tribunal )

৩৮) জ্যাকোবিন দলের বিরোধিদেরকে কোন নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল?

- লিও শহরের লয়ার নদীতে

৩৯) শক্তিসংঘের বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সমর নায়ক কে ছিলেন?

- লাজার কারনোর

৪০) স্থল ও নৌবাহিনী সুগঠিত করার জন্য কোন ফারসী সেনানায়ক ‘যুদ্ধজয়ের সংগঠক' উপাধি লাভ করেন?

- লাজার কারনোর বা লাজারে কর্নো।

৪১) সীমান্তে অস্ত্র সমাবেশে দক্ষতার কে ‘যুদ্ধের বজ্র' উপাধি পেয়েছিলেন?

- সেন্ট জাস্ট

৪২) কোন যুদ্ধে ইংরেজ বাহিনী ফরাসি বাহিনীর নিকট পরাজিত হয়?

- হন্ডসুটের যুদ্ধে

৪৩) যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজ বাহিনীর কোন পদস্থ ব্যক্তি পদত্যাগ করতে বাধ্য হয়?

- ডানকার্ক

৪৪) কোন যুদ্ধে স্প্রর্শিয়া, ফরাসি বাহিনির নিকট পরাজিত হয়?

- ভার্মির যুদ্ধে

৪৫) কোন যুদ্ধে ফরাসি বাহিনী অস্ট্রিয়াকে পরাজিত করে?

- জেয়াপ্পার যুদ্ধ

৪৬) জেয়াপ্পার যুদ্ধের ফরাসি বাহিনীর সেনানায়ক কে ছিলেন?

- ডোমারিয়েজ

৪৭) সন্ত্রাসের রাজত্বে হিবার্ট কাদের নেতা ছিলেন?

 - সাঁকুলেৎ শ্রেণীর (ক্ষুদ্র ব্যবসায়ী কারিগর ও তাদের কর্মচারীর)

৪৮) সন্ত্রাসের রাজত্বে নরমপন্থীদের নেতা কে ছিলেন?

- ডান্টন

৪৯) সন্ত্রাসের রাজত্বে প্যারিসেরবিপ্লবী কমিউনের প্রাধান্য হ্রাসের পক্ষপাতী ও গণ-নিরাপত্তা সমিতির সর্বেসর্বা কে ছিলেন?

- রোবসপিয়ার

৫০) কারা ক্যাথলিক মতবাদকে উচ্ছেদ করে মুক্তি পুজার পদ্ধতি অনুসরন করে?

- হেবার্টিস্টান

৫১) হেবার্টিস্টান কোন গির্জা থেকে মাতা মেরি ও যীশুর মূর্তি অপসারিত করে একজন পরমা সুন্দরী জীবন্ত মহিলাকে মুক্তির দেবীরূপে স্থাপন করেন?

- প্যারিসের নটরডম গির্জা

৫২) রোবসপিয়ার কার সাহায্যে হেবার্টিস্টানের পতন ঘটান?

- ডান্টন

৫৩) কোন অভিযোগে রোবসপিয়ার ডান্টনকে গিলোটিন যন্ত্রে প্রেরন করেন?

- বিপ্লব-বিরোধী শক্তিগুলির সাথে ষড়যন্ত্রের অভিযোগে

৫৪) ‘শয়তান রোবসপিয়ার, তোমার মাথা আমার পিছু পিছু ঝুড়িতে নিক্ষিপ্ত হবে' - উক্তিটি কার?

- বিপ্লবে বিসর্জিত প্রান ডান্টন মৃত্যুর পূর্বে রোবসপিয়ারকে এইকথা বলেছিলেন।।

৫৫) কে গিলেটিন যন্ত্রের ঘাতককে বলেছিলেন যে-  জনগনকে আমার মাথাটা দেখিও প্রতিদিন তারা এরকমটি দেখতে পায় না?

 - ডান্টন

৫৬) রোবসপিয়ার কোন আইন বলবৎ করে অসংখ্য নিরীহ জনসাধারনকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নির্মমভাবে হত্যা করেন?

- কুখ্যাত প্রেরিয়াল আইন ( The Law of Prairial )

৫৭) কবে জাতীয় কনভেনশান রোবসপিয়ার ও তার অনুগামীদেরকে মৃত্যুদন্ডে দন্ডিত করে?

- ১৭৯৪ সালের ২৭ জুলাই

৫৮) রোবসপিয়ার ও তার অনুগামীদের মৃত্যু দন্ড কবে কার্যকর করা হয়?

- ১৭৯৪ সালের ২৮ জুলাই

৫৯) রোবসপিয়ারের মৃত্যু দন্ড কিভাবে কার্যকর করা হয়?

- গিলোটিন যন্ত্রের মাধ্যমে

৬০) সন্ত্রাসের রাজত্ব শুরু হওয়ার আগে ফ্রান্সে কতগুলি প্রদেশ বিদ্রোহ শুরু করেছিল?

 - ৮৩ টির মধ্যে ৬০ টি প্রদেশ

 ৬১) ‘রাষ্ট্রের উচিত ভয়ংকর হওয়া, যাতে জনান রাষ্ট্রের প্রতি ভয়ংকর না হয়'- উক্তিটি কার?

- দাঁতো বা ডান্টন

৬২) দাঁতো বা ডান্টন পেশায় কি ছিলেন?

- আইনজীবি

৬৩) সেপ্টেম্বর হত্যাকান্ডের নায়ক কাকে বলা হয়?

- দাঁতো বা ডান্টন

৬৪) সন্ত্রাসের রাজত্বে বিপুরের বলি হয়েছিলেন এমন কয়েকজনের নাম করুন?

- জিরোন্ডিন দলের পরামর্শদাত্রী মাদাম রোলাঁ, ডিউক অফ অর্লিয়া, দার্শনিক কুঁড়ে, সম্রাট ষোড়শ লুইএর ভাই ফিলিপ, বিজ্ঞানি বেইলি, গিলোটিন যন্ত্রের আবিষ্কর্তা ড. গিলোটিন, এবং সন্ত্রাসের নায়ক রোবসপিয়ার

 ৬৫) রোবসপিয়ার কোথাকার বিদ্রোহকে নৃশংসভাবে দমন করেন?

-  লায়নস, এবং লা ভেন্ডির প্রজাবিদ্রোহ

৬৬) থার্মোডোরীয় প্রতিক্রিয়া কী?

- জ্যাকোবিন, জিরন্ডিন ও মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা সমবেত হয়ে বিপ্লবী ক্যালেন্ডার (বর্ষপঞ্জি) অনুসারে ৯ থার্মিডোর (29 জুলাই, ১৭৯৪ সাল) রোবসপিয়ারকে ক্ষমতাচ্যুত করে এবং পরদিন তাঁকে গিলোটিন হত্যা করে। থার্মিডোর মাসে এই ঘটনা ঘটেছিল বলে একে ‘থার্মিডোরীয় প্রতিক্রিয়া' বলা হয়।

৬৭) থার্মিডোরিয়া প্রতিক্রিয়ার ফলে সন্ত্রাসের রাজত্বের প্রশাসন যন্ত্র ও জ্যাকোবিন দলের ক্ষমতা নাশ করার জন্য পাল্টা সন্ত্রাস শুরু হয়। একে কী বলা হয়?

- শ্বেত সন্ত্রাস

৬৮) সন্ত্রাসের রাজত্ব কতদিন স্থায়িত্ব পেয়েছিল?

- তেরো মাস

৬৯) সন্ত্রাসের রাজত্বকালের সূচনা হয় কোন দুটি দলের মাধ্যমে?

- জিরন্ডিন ও জ্যাকোবিন

৭০) লাল সন্ত্রাস কাকে বলা হয়?

- ১৭৯৪ সালের ১০ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত রোবসপিয়ার একক নেতৃত্বে সন্ত্রাস চালাতে থাকে। এই পর্বে ক্ষেতের ফসলের মতো মানুষের মাথা কাটা পড়ে। এই পর্ব বা ঘটনা লাল সন্ত্রাস বা মহাসন্ত্রাস নামে পরিচিত।

৭১) ফ্রেন্ড অব পিপল নামক সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন?

- জ্যাকোবিন দলের উদীয়মান নেতা সাংবাদিক ম্যারা

  


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

সন্ত্রাসের রাজত্ব। গিলেটিন যন্ত্রের আবিস্কারক। জ্যাকোবিন। জিরোন্ডিস্ট। রোবসপিয়ারসন্দেহের আইন।  বিপ্লবী আদালতThe Reign of Terror।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad