স্কন্দগুপ্ত
Set By - Manas Adhikary
স্কন্দগুপ্ত দ্বিতীয় পর্ব । Scandagupta Part - II
স্কন্দগুপ্ত। পুরুগুপ্ত। দ্বিতীয় কুমারগুপ্ত। বুধগুপ্ত। Skandagupta.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো স্কন্দগুপ্ত দ্বিতীয় পর্ব । আজ এই পর্বে থাকছে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । পরবর্তী পর্বে স্কন্দগুপ্ত সম্পর্কিত থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
স্কন্দগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Scandagupta MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) স্কন্দগুপ্ত কার পর সিংহাসনে বসেন?
- প্রথম কুমারগুপ্ত
২) কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেন?
- স্কন্দগুপ্ত
৩) ভারতের রক্ষাকর্তা নামে কোন গুপ্ত সম্রাট পরিচিত?
- স্কন্দগুপ্ত
৪) কোন গুপ্ত সম্রাটকে ‘ভারতের রক্ষাকারী বলা হয়?
- স্কন্দগুপ্ত
৫) কোন গুপ্ত সম্রাট সুবর্ন মুদ্রা প্রচলন করেন?
- স্কন্দগুপ্ত
৬) স্কন্দগুপ্ত কিভাবে তার মুদ্রার পুর্নমুল্যায়ন করেছিলেন?
- পুরানাে দিনার থেকে নতুন সুবর্নতে রূপান্তরের মাধ্যমে।
৭) স্কন্দগুপ্ত কার উপাসক ছিলেন?
- বিষ্ণুর
৮) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া আর কোন গুপ্তসম্রাট বিক্রমাদিত্য উপাধি নেন?
-স্কন্দগুপ্ত।
৯) কোন লেখ থেকে জানা যায় স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহন করেন?
-ভিতােরী।
১০) স্কন্দগুপ্তের বিক্রমাদিত্য উপাধি ধারন করেন কেন?
- হুনদের পরাজিত ও বিতাড়িত করে ছিলেন তাই তিনি বিক্রমাদিত্য উপাধি ধারন করেন।
১১) বিক্রমাদিত্য কথার অর্থ কী?
- ক্ষমতার সূর্য।
১২) ভারতের ইতিহাসে মােট কতজন বিক্রমাদিত্য উপাধি নেন?
- ১৪ জন।
১৩) স্কন্দগুপ্ত সিংহাসন আরােহনের কোন বর্ষে হুনদের সাথে সংঘাতে লিপ্ত হয়?
- দ্বিতীয় বর্ষে
১৪) কোথা থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত হুনদেরকে বিতাড়িত করেছিলেন?
-ভিতরি স্তম্ভ লেখ
১৫) কে সক্রাদিত্য উপাধি গ্রহন করেছিলেন?
- স্কন্দগুপ্ত
১৬) স্কন্দগুপ্তকে কে সক্রাদিত্য উপাধিতে ভূষিত করেন?
- হুিয়েন সাঙ
১৭) স্কন্দগুপ্তকে কোন স্তম্ভ লেখে 'শক্রোপম’ বলা হয়েছিল?
- কোহম স্তম্ভলেখ
১৮) স্কন্দগুপ্ত সিংহাসন আরোহনের কোন বর্ষে হুনদের সাথে সংঘাতে লিপ্ত হয়?
- দ্বিতীয় বর্ষে
১৯) গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময় ভারত আক্রমনকারী হুনদের কি বলা হত?
- ম্লেচ্ছ
২০) ভিতারি স্তম্ভলেখ কোন নরপতির সাথে সম্পর্কযুক্ত?
- স্কন্দগুপ্ত
২১) কোথা থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত হুনদেরকে বিতাড়িত করেছিলেন?
- ভিতরি স্তম্ভ লেখ
২২) জুনাগড় প্রশস্তি কোন গুপ্ত সম্রাটের সাথে সম্পর্কিত?
- স্কন্দগুপ্ত
২৩) আর্যমঞ্জুশ্ৰীমূলকল্পে কোন রাজাকে শ্রেষ্ঠ ন্যায়সম্পন্ন বিচারক বলে অভিহিত করা হয়েছে?
- স্কন্দগুপ্ত
২৪) কোন গুপ্ত সম্রাট দ্বিতীয়বারের জন্য সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন?
-স্কন্দগুপ্ত (তত্ত্বাবধান চক্ৰপালিত ও পার্নোদত্ত)।
২৫) কোন শিলালেখ থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত বিখ্যাত সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন?
- জুনাগড় লেখ
২৬) কোন গুপ্ত সম্রাট তাঁর শাসনকালের শেষে বৌদ্ধধর্ম গ্রহন করেন?
-স্কন্দগুপ্ত।
২৭) গুপ্ত বংশের শেষ পরাক্রমী নরপতি কে ছিলেন?
- স্কন্দগুপ্ত
২৮) কোন গুপ্ত সম্রাটের মৃত্যুর পর সাম্রাজ্যের কেন্দ্রীয় নিয়ন্ত্রন দূর্বল হয়ে পড়েছিল এবং উত্তরাধিকারী সুত্রে স্থানীয় শাসনকর্তারা মাথা চাড়া দিয়েছিল?
- স্কন্দগুপ্ত
২৯) হুন ও পুষ্যমিত্রের সাথে স্কন্দগুপ্তের যুদ্ধের তথ্য আমরা কোথা থেকে পাওয়া যায়?
- ভিতরি স্তম্ভলেখ
৩০) স্কন্দগুপ্তের আমলে কৌশাম্বীর গভর্নররূপে কে নিযুক্ত ছিলেন?
- ভীমবর্মণ
৩১) স্কন্দগুপ্ত কিছু নতুন ধরনের রৌপ্য মুদ্রা প্রবর্তন করেন। নিচের কোন ধরনের মুদ্রা কাথিয়াবাড় অঞ্চলে প্রচলিত ছিল, যা সেখানে তার আধিপত্যের প্রমাণ দেয়?
- নন্দী টাইপ
৩২) কোন গুপ্ত শাসকের আমলে মুদ্রার ওজন বাড়লেও সোনার বিশুদ্ধতা কমে গিয়েছিল ও খাদের পরিমান বৃদ্ধি পেয়েছিল?
- স্কন্দগুপ্ত
৩৩) হুনদের পরাজিত করার পর স্কন্দগুপ্ত মালওয়া থেকে বাকাটকদের তাড়িয়ে দেন। তিনি কাকে মালবে তাঁর সামন্ত (রাজ্যপাল) হিসাবে নিযুক্ত করেছিলেন?
- প্রভাকর
৩৪) স্কন্দগুপ্তের রাজত্বের শেষ শিলালিপি কোনটি?
- গড়বা শিলালেখ
৩৫) স্কন্দগুপ্তের কোন শিলালিপিতে ‘শৌলকিক’ নামে একজন কর্মকর্তার উল্লেখ আছে যিনি কর আদায় করতেন?
- বিহার স্তম্ভলেখ
৩৬) পশ্চিম ভারতে শিলালিপি খোদাই এবং মুদ্রা জারি করা শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন?
- স্কন্দগুপ্ত
৩৭) স্কন্দগুপ্তের কোন লেখে গুপ্তদের বংশবৃত্তান্ত ‘ঘটোৎকচ গুপ্ত’ দিয়ে শুরু হয়েছে?
- সুপিয়া শিলালেখ
৩৮) স্কন্দগুপ্তের কোন ধরনের স্বর্ণমুদ্রার গ্রেন ছিল 144?
- তীরন্দাজ টাইপ
৩৯) প্রথম কোন ঐতিহাসিক পুরুগুপ্ত ও স্কন্দগুপ্তের মধ্যে সিংহাসনের জন্য যে উত্তরাধিকার যুদ্ধ হয়েছিল তার কথা তুলে ধরেন?
- রমেশ চন্দ্র মজুমদার
৪০) গুপ্ত যুগে স্কন্দগুপ্তের সময়ে কে সুদর্শন হ্রদের তীরে বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন?
- চক্রপালিত
৪১) বিষ্ণুর সাথে লক্ষ্মীর পরিচয়ের উল্লেখ প্রথম অভিলেখে পাওয়া যায়?
- স্কন্দগুপ্তের জুনাগড়
৪২) স্কন্দগুপ্ত আমলের ইন্দ্রপুর (ইন্দোর) তাম্রশাসনে কোন গুপ্ত সংবত উল্লেখ করা হয়েছে?
- 146 গু.স.
৪৩) কোন গুপ্ত শাসকের সোনার মুদ্রায় বেস ধাতুর মিশ্রণের শতাংশ সর্বাধিক ছিল?
- স্কন্দগুপ্ত
৪৪) কোন উৎসে স্কন্দগুপ্তকে রামের মতো ধার্মিক এবং যুধিষ্ঠিরের মতো সত্যবাদী হিসাবে বর্ণনা করা হয়েছিল?
- সুপিয়া স্তম্ভলেখে
৪৫) কোন গ্রন্থে স্কন্দ গুপ্তকে একজন পরাক্রমশালী ধর্মবৎসল এবং একজন জ্ঞানী সম্রাট হিসেবে দেখানো হয়েছে?
- আর্যমঞ্জুশ্রীমুলকল্প গ্রন্থে
৪৬) কোন গুপ্ত শাসকের সময়ে মাদ্রা নামক এক ব্যক্তি কাহৌমে 5 জন জৈন তীর্থঙ্করের মূর্তি স্থাপন করেছিলেন?
- স্কন্দগুপ্ত
৪৭) কোন গুপ্ত শাসক পর্ণদত্তকে সৌরাষ্ট্রের রাজ্যপাল করেন?
- স্কন্দগুপ্ত
৪৮) পর্ণদত্তের পুত্র কে ছিলেন এবং তিনি কিজন্য বিখ্যাত?
- পর্ণদত্তের পুত্র ছিলেন চক্রপালিত, তিনি স্কন্দগুপ্তের আদেশে সুদর্শন হ্রদের পুনসংস্কার করেছিলেন।
৪৯) গুপ্ত শাসক স্কন্দগুপ্তের কোন শিলালিপিটি জৈন শিলালিপি?
- কাহৌম
৫০) আর্যমঞ্জুশ্রীমুলকল্পে কোন শাসককে সর্বোত্তম, বুদ্ধিমান, ধর্মবৎসল উপাধিতে ভূষিত করা হয়েছে?
- স্কন্দগুপ্ত
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে