ফাহিয়েন দ্বিতীয় পর্ব
Set By - Manas Adhikary
ফা-হিয়েন দ্বিতীয় পর্ব । Fa-hien Part - II
ফাহিয়েন। ফাহিয়েনের প্রকৃত নাম। ফাহিয়েন কার আমলে ভারতে আসেন। ফাহিয়েন কিসের জন্য ভারতে এসেছিলেন। ফো কুয়ো কি। Fa hien। Fa hien book। Fahien Book Name.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ফাহিয়েন দ্বিতীয় পর্ব । আজ এই পর্বে থাকছে চৈনিক পর্যটক ফাহিয়েন সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ফা-হিয়েন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর |Fa-Hien MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
২১) ফা-হিয়েন ও হিউয়েন সাঙ কতগুলাে অশােক স্তম্ভের কথা উল্লেখ করেছেন?
- ফা-হিয়েন- ৬টি এবং হিউয়েন সাঙ - ১৫ টি।
২২) অশোক নির্মিত কোন স্তম্ভটিকে ফাহিয়ান জম্বুদ্বীপ স্তম্ভ বলেছেন?
- কুম্রাহার
২৩) ফা-হিয়েন বিনিময়ের মাধ্যম হিসাবে কোন মুদ্রার কথা উল্লেখ করেছেন?
-কড়ি (‘আর্থিক সংকটের কারনে কড়ি দিয়েই কেনা হত- ফাহিয়েনের এই উক্তির উপর ভিত্তি করে অনেক ঐতিহাসিক গুপ্তযুগকে সুবর্নযুগ বলতে রাজী নন)
২৪) ফা-হিয়েন ও হিউয়েন সাঙ এর মধ্যে কে বেশীদিন ভারতে ছিলেন?
-ফা-হিয়েন
২৫) গুপ্ত যুগে ফা-হিয়েন কোন বন্দর থেকে জলপথে সিংহলে যান?
-তাম্রলিপ্ত
২৬) ফা-হিয়েন কার কাঠের রাজপ্রাসাদের কিয়দাংশ দেখে বিস্ময় প্রকাশ করেন?
- চন্দ্রগুপ্ত মৌর্যের
২৭) চন্দ্রগুপ্ত মৌর্যের কুম্রাহারে আবিষ্কৃত 80টি স্তম্ভবিশিষ্ট কালো রাজ প্রসাদ সম্পর্কে কে বলেছেন, "এই প্রসাদ মানুষের কাজ নয়, দেবতাদের তৈরি"।
- ফাহিয়েন
২৮) ফা-হিয়েন এর লেখা ভারত ভ্রমন সংক্রান্ত গ্রন্থের নাম কী?
- ফো-কুয়াে-কি
২৯) কে ভারতকে আর্য দেশ ও ব্রহ্ম রাষ্ট্র বলে অভিহিত করেন?
- ফাহিয়েন
৩০) কে গুপ্তযুগের বর্ণনা দিয়ে বলেছেন যে দণ্ডবিধি হালকা ছিল এবং শারীরিক নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হত না?
- ফাহিয়েন
৩১) ফা হিয়েন রচিত 'ফো-কুও কি' গ্রন্থে নিচের কোনটির বর্ণনা পাওয়া যায়?
- বৌদ্ধ রাজ্য, গৌতম বুদ্ধের শিক্ষা এবং বৌদ্ধ মন্দির, স্তূপ ও বিহার
৩২) ফা-হিয়েন মােট কতগুলি গ্রন্থ রচনা করেন?
- ৭ টি
৩৩) বােধিবৃক্ষের কথা কার রচনা থেকে জানা যায়?
- ফা-হিয়েন
৩৪) কার রচনায় গুপ্তযুগে বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানা যায়?
- ইং সিং (সবাই ফা-হিয়েন ভেবে ভুল করি)
৩৫) ক্ষুদ্রাশ্মীয় আয়ুধ ব্যবহারের প্রাচীনতম নজির কোথায় রয়েছে?
- শ্রীলঙ্কার ফা-হিয়েন গুহায়
৩৬) কোন পর্যটক জেতবন সংঘারামে চন্দনকাঠের তৈরী বুদ্ধদেবের প্রাচীনতম মূর্তির উল্লেখ করেছেন?****
- ফা-হিয়েন
৩৭) ফা-হিয়েনের দেখা ভারতের সেরা নগর কোনটি?
- পাটলিপুত্র
৩৮) ভারতে ফাহিয়েন কোথাকার আবহাওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন এবং মনোরম বলেছিলেন?
- মালব
৩৯) কে বলেছে, মগধ শহর ধনী ব্যক্তির দ্বারা পরিপূর্ণ ছিল এবং, ধনী লোকেরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং এর জন্য তার দান করতেন?
- ফাহিয়েন
৪০) ফা-হিয়েন মতে গুপ্ত যুগের প্রধান বন্দর দুটির নাম কী ছিলাে?
- সপ্তগ্রাম ও তাম্রলিপ্ত
৪১) কার লেখায় সর্বপ্রথম গুপ্তাব্দের উল্লেখ পাওয়া যায়?
- ফা-হিয়েন
৪২) ফা-হিয়েন কোন ধর্মালম্বী ছিলেন?
- বৌদ্ধ।
৪৩) কার লেখায় সর্বপ্রথম গুপ্তাব্দের উল্লেখ পাওয়া যায়?
- ফা-হিয়েন
৪৪) ফা-হিয়েন কোন বন্দর দিয়ে স্বদেশে যাত্রা করেন?
- তামলিপ্ত
৪৬) ফা-হিয়েন কোন ধর্মালম্বী ছিলেন?
- বৌদ্ধ ।
৪৭) কোন চৈনিক পরিব্রাজকের বিবরন থেকে শ্রী গুপ্তের রাজত্বকাল সম্পর্কে জান যায়?
- ইং-সিং।
৪৮) ফা-হিয়েন কার কাছে সংস্কৃত ভাষা শেখেন?
- শীলভদ্র ।
৪৯) ফা-হিয়েন কোথা থেকে নিজের দেশে ফিরে যান?
- বাংলা
৫০) ফা-হিয়েন তক্ষশিলা হয়ে দেশে ফেরার পথে কোথায় কোথায় গিয়েছিলেন?
- সিংহল ও যবদ্বীপ
৫১) কনিষ্কের বৌদ্ধ হওয়ার প্রমাণ হল তার নিজের তৈরি পুরুষপুরের বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন যেটি 400 ফুট উঁচু এবং 13টি তলা ছিল। কোন কোন বিদেশী পর্যটক পুরুষপুরের বৌদ্ধ বিহার দেখেছিলেন এবং সেই সম্পর্কে উল্লেখ করেন?
- ফা হিয়েন, হিউয়েন সাং, অলবেরুনি
৫২) কোন পর্যটক মধ্যভারতকে "ব্রাহ্মণদের দেশ" বলেছেন?
- ফাহিয়েন
৫৩) চীনা পরিব্রাজক ফা হিয়েন কোন ধর্মের (সম্প্রদায়) উল্লেখ করেননি?
- জৈন ধর্মের
৫৪) ভারতীয় সমাজ সম্পর্কে কোন চীনা পর্যটকের বর্ণনা 'ফো-কিয়ো-কি' গ্রন্থে লিপিবদ্ধ আছে?
- ফাহিয়ান
৫৫) চীনা পরিব্রাজক ফাহিয়ানের মতে কোন শাসক রাজগৃহ নগরী প্রতিষ্ঠা করেন?
- অজাতশত্রু
৫৬) কোন চীনা পর্যটক চীনের ‘বুয়াং’ শহরে জন্মগ্রহণ করেন?
- ফাহিয়ান
৫৭)‘চন্ডাল জাত’ যারা সমাজ থেকে বঞ্চিত হয়েছিল, সেই “চন্ডাল জাতি” সম্পর্কে বিস্তৃত বর্ণনা সর্বপ্রথম কোন বিদেশী পরিব্রাজক তার ভ্রমণকাহিনীতে দিয়েছিলেন?
- ফাহিয়েন
৫৮) চীনা পর্যটকদের মধ্যে কে প্রথম সিন্ধু নদীর নিচের অংশকে শেনডু নামে নামকরণ করেছিলেন?
- ফাহিয়েন
৫৯) ফাহিয়ান একটি হাসপাতালের উল্লেখ করেছিল, ঐ হাসপাতালটি কোথায় ছিল?
- পাটলিপুত্র
৬০) কোন বিদেশী পরিব্রাজক নালন্দায় সন্ন্যাসীদের জীবনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন?
- এটসিং
৬১) কোন বিদেশী ভ্রমণকারীর মতে, ধান এবং জোয়া ভারতের প্রধান ফসল ছিল?
- এটসিং
৬২) কোন চীনা পরিব্রাজক গুপ্ত শাসক শ্রীগুপ্তকে "চালিকেতো" নামে উল্লেখ করেছেন?
- ইটসিং
৬৩) প্রাচীন ভারতে কোন চীনা পর্যটক "মধ্য ভারতের ভ্রমণের অভিলেখ" নামে একটি দৈনিক ডায়েরি লিখেছিলেন?
- ওয়াং হুয়েন সি
৬৪) ভারত সম্পর্কে প্রথম কোন চীনাব্যক্তি লিখেছেন?
- সুমচিন
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে