Type Here to Get Search Results !

স্কন্দগুপ্ত ওপরবর্তী গুপ্ত রাজগন [Skandogupta]

 

স্কন্দগুপ্ত পরবর্তী গুপ্ত রাজাগন

Set By - Manas Adhikary 




স্কন্দগুপ্ত তৃতীয় পর্ব Scandagupta Part - III

স্কন্দগুপ্তপুরুগুপ্তদ্বিতীয় কুমারগুপ্ত বুধগুপ্তSkandagupta.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  স্কন্দগুপ্ত তৃতীয় পর্ব আজ এই পর্বে থাকছে শেষ  শক্তিশালী গুপ্ত সম্রাট  স্কন্দগুপ্ত সম্পর্কিত কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরপশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


স্কন্দগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর|  Scandagupta MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

৫১) কোন গুপ্ত শাসকের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিল এবং চীনের সাঙ্গ সম্রাটের দরবারে দূত পাঠিয়েছিলেন?

- স্কন্দগুপ্ত

৫২) ঐতিহাসিক Walter Spink- এর মতে কার মৃত্যু প্রাচীন ভারতেরস্বর্নযুগের সমাপ্তি' সূচনা করে?

- শেষ বাকাটক রাজা হরিসেন (সবাই প্রথম কুমারগুপ্ত ভেবে ভুল করি)

৫৩) ‘উনি নিজের সকল শত্রুদের নাশ করে দেন এবং নিজের মাতার কাছে তেমনভাবেই পৌঁছান যেভাবে শ্রীকৃষ্ণ, দেবকীর কাছে গিয়েছিল—- কোন গুপ্ত শাসক সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে?

- স্কন্দগুপ্ত

৫৪) কোন ঐতিহাসিক স্কন্দ গুপ্তকে গুপ্তবংশের শ্রেষ্ঠ বীর বলে অভিহিত করেন?

- হেমচন্দ্র রায়চৌধুরি

৫৫) গুপ্ত আমলের নথিতে উল্লেখিত বংশ তালিকায় কোন দুই শাসকের নাম পাওয়া যায় না?

- রামগুপ্ত ও স্কন্দগুপ্ত

৫৬) গুপ্ত শাসকদের মধ্যে কে জৈন ধর্মের অনুসারী ছিলেন?

- রামগুপ্ত

৫৭) রামগুপ্তের ইতিহাস পুনর্গঠনকারী প্রথম পণ্ডিত কে?

- রাখালদাস ব্যানার্জী

৫৮) প্রথম গুপ্ত শাসক কে তাম্রমুদ্রা জারি করেন?

- রামগুপ্ত

৫৯) রামগুপ্তের অস্তিত্ব নিয়ে কে সন্দেহ করেছিল??

- সিলভা লেভি

৬০) কোন লেখক রামগুপ্ত ও শকদের মধ্যে যুদ্ধের স্থানটিকে "কার্তিকেয় নগর" বলে উল্লেখ করেছেন?

- রাজশেখর

৬১) কোন নথির ভিত্তিতে এটা প্রমাণিত হয়েছে যে রামগুপ্তের অস্তিত্ব ছিল এবং তাকে মহারাজাধিরাজ ঘোষণা করা হয়?

- বেস্নগর মূর্তিলেখ 

৬২) কোন গ্রন্থে গুপ্ত শাসক "রামগুপ্ত" এর উল্লেখ আছে?

হর্ষচরিত, কাব্যমিমাংসা, মাজমাল উত তাওয়ারীখ, শৃঙ্গারপ্রকাশা, দেবীচন্দ্রগুপ্তম

৬৩) নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কোন একজন জৈন ধর্মের অনুসারী ছিলেন?

- রামগুপ্ত

৬৪) স্কন্দগুপ্তের পর কে গুপ্তবংশের সিংহাসনে বসেন?

- পুরুগুপ্ত

৬৫) কোন বৌদ্ধ শিক্ষককে গুপ্ত শাসক পুরুগুপ্ত তার পুত্র "বালাদিত্য" এর শিক্ষার জন্য নিযুক্ত করেছিলেন?

- বসুবন্ধু

৬৬) কে পরম ভাগবত উপাধি গ্রহণ করেননি??

- পুরুগুপ্ত

৬৭) কোন শিলালিপিতে পুরুগুপ্তকে প্রথম কুমারগুপ্তের উত্তরসূরি হিসেবে বর্ণনা করা হয়েছে?

- বিহার স্তম্ভলেখ

৬৮) কোন গুপ্ত শাসক বৈষ্ণব ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?

- পুরুগুপ্ত

৬৯) বাকাটক জাতি আক্রমন করে কোন গুপ্ত সম্রাটের আমলে?

- বুধগুপ্ত

৭০) মধ্যপ্রদেশের এরান অঞ্চলে বুধগুপ্তের পরিচয় কী ছিল?

- ভূপতি

৭১) বুধগুপ্তের সময় মধ্যপ্রদেশর এরান অঞ্চলে কাকে মহারাজ আখ্যা দেওয়া হয়েছিলে?

- সুরশ্মিচন্দ্রকে

৭২) বুধগুপ্তের সময় পুন্ডবর্ধন-ভুক্তি অর্থাৎ উত্তর বাংলার প্রশাসক কে ছিলেন?

 -ব্ৰহ্মদত্ত

৭৩) ব্রহ্মদত্ত নিজেকে কী বলে পরিচয় দিতেন?

- মহারাজাধিরাজের পাদ-পরিগৃহীত

৭৪) কোন গুপ্ত শাসকের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য তিন ভাগে বিভক্ত হয়?

- বুধগুপ্ত

৭৫) পাহাড়পুর তাম্রশাসন থেকে কোন গুপ্ত সম্রাটের কথা জানা যায়?

 - বুধগুপ্ত

৭৬) নালন্দা- শীল কার?

- বুধগুপ্ত (নালন্দা ক্লে শীল - নরসিংহ গুপ্ত)

৭৭) কোন শিলালিপিতে ‘মহাসামন্ত’ শব্দটি সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে?

- বৈন্যগুপ্তের গুণীধর শিলালিপি

৭৮) কুমিল্লার শিলালিপিতে কোন গুপ্ত শাসককে "খাল নির্মাতা" হিসেবে উল্লেখ করা হয়েছে?

- বৈন্যগুপ্ত

৭৯) গুনাইঘর স্তম্ভলেখ কার আমলে উৎকীর্ন হয়?

- বৈন্যগুপ্ত

৮০) বৈন্যগুপ্ত কোন উপাধি ধারন করেন?

- দ্বাদশাদিত্য

৮১) কার আমলে হুনরা দ্বিতীয়বার ভারত আক্রমন করেন?

- বৈন্যগুপ্ত

৮২) কোন আঞ্চলিক প্রসাসক বৈন্যগুপ্তের কাছে হুনদের আক্রমন থেকে রক্ষা করার জন্য সহযোগীতা চেয়েছিলেন?

- গোপরাজ

৮৩) কালীঘাট মুদ্রাভাণ্ডে(বাংলা) কোন শাসককে "দ্বাদশাদিত্য" বলে উল্লেখ করা হয়েছে, যা গুপ্ত মুদ্রার প্রাচীনতম মুদ্রাভাণ্ডার? 

- বৈন্যগুপ্ত

৮৪) কোন গুপ্ত শাসক সর্বনিম্ন স্বর্ণের শতাংশ সহ স্বর্ণমুদ্রা জারি করেছিলেন?

- বিষ্ণুগুপ্ত (মতান্তরে স্কন্দগুপ্ত)

৮৫) কোন কোন গুপ্ত রাজা বৈষ্ণব ছিলেন?

- বৈন্যগুপ্ত, তৃতীয় কুমার গুপ্ত, বিষ্ণুগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৮৬) ‘সারনাথ বৌদ্ধ মূর্তি লেখ অভয়মিত্র নামে একজন বৌদ্ধ ভিক্ষু দ্বারা নির্মিত হয়েছিল এই শিলালিপিটি নিম্নলিখিত কোন শাসকের সাথে সম্পর্কযুক্ত, যেখানে তাকেভূমি রক্ষিত কুমারগুপ্তবলা হয়েছে?

- দ্বিতীয় কুমারগুপ্ত

৮৭) সামন্ত মহারাজ পরিব্রাজক হস্তিনের খোহ শিলালিপিটি কোন গুপ্ত শাসকের সমসাময়িক?

- দ্বিতীয় কুমারগুপ্ত

৮৮) বৈন্যগুপ্তের পর গুপ্ত বংশের সিংহাসনে কে বসেন?

- নরসিংহগুপ্ত বালাদিত্য।

৮৯) হূনপতি মিহিরকুলের সমসায়িক ছিলেন কোন গুপ্ত নরপতি?

- নরসিংহগুপ্ত

৯০) নরসিংহগুপ্ত বালাদিত্যের পর কে মগধের গুপ্ত শাখার শাসক হন?

- কুমারগুপ্ত তৃতীয়

৯১) এরান শিলালিপি কোন শাসকের সাথে সম্পর্কিত?

- ভানুগুপ্ত

৯২) ভানুগুপ্ত কোথায় এরান অভিলেখ স্থাপন করেন?  

- মধ্যপ্রদেশের সাগর জেলায়  

৯৩) কোন গুপ্ত শাসকরা নিজেদেরকে অবতার মনে করতেন?

- বিষ্ণু

৯৪) গুপ্ত বংশের শেষ নরপতির নাম কী?

- দ্বিতীয় জীবিতগুপ্ত/ মতান্তরে বিষ্ণুগুপ্ত

৯৫) মগধের পরবর্তী গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

- কৃষ্ণগুপ্ত

৯৬) হরিবর্মা কে ছিলেন?

- গুপ্ত সম্রাট বুধগুপ্তের অধীনস্থ বাঘেলখন্ডের অধীনস্থ সামন্তরাজা  

৯৭) হরহা অভিলেখে হরিবর্মাকে কী বলা হয়েছে?

- জ্বলামুখ

৯৮) কোন কোন গুপ্ত সম্রাট বৌদ্ধধর্ম গ্রহন করেন?

- প্রথম কুমারগুপ্ত, বালাদিত্য, দ্বিতীয় কুমারগুপ্ত, বুধগুপ্ত

  

স্কন্দগুপ্ত দ্বিতীয় পর্ব >>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad