Type Here to Get Search Results !

গুপ্ত সাম্রাজ্য চতুর্থ পর্ব (দ্বিতীয় চন্দ্রগুপ্ত) [Second Chandragupta]

দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
Set By- Manas Adhikary
 
 


গুপ্তবংশ চতুর্থ পর্ব দ্বিতীয় চন্দ্রগুপ্ত। Gupta Dynasty Part - IV

গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের  মুদ্রাপ্রভাবতী গুপ্তশকারিGupta Dynasty Chandragupta second.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  গুপ্ত সাম্রাজ্য চতুর্থ পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  দ্বিতীয় চন্দ্রগুপ্ত  সম্পর্কিত  থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


গুপ্ত সাম্রাজ্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Gupta Dynasty and Second Chandragupta MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তাঁর পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সম্রাট হন সম্ভবত ৩৭৫ খ্রীঃ (মতান্তরে ৩৮০খ্রীঃ) বিক্রমাদিত্য’ উপাধি গ্রহন করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে আরােহন করেন সমুদ্রগুপ্ত গঙ্গা-যমুনা উপত্যকায় আধিপত্য স্থাপন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত  স্বভাবতই এর পর পশ্চিম ভারতের উপর গুপ্ত-আধিপত্য স্থাপনের জন্য চেষ্টা করেন তিনি বিবাহ নীতিকে সাম্রাজ্য ক্ষমতা সম্প্রসারনের কাজে ব্যবহার করেন তিনি নাগবংশীয় রাজকন্যা কুবেরনাগাকে বিবাহ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর কন্যা প্রভাবতী গুপ্তকে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের বাকাটক বংশীয় রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দিয়ে বাকাটকদের সাথে মিত্রতা স্থাপন করেন এছাড়া কুন্তল কর্নাটকের কলম্ব বংশের রাজকন্যার সঙ্গে তিনি তাঁর পুত্রের বিবাহ দেন বাকাটকদের সাথে বৈবাহিক মিত্ৰতা পশ্চিম ভারতে শকরাজ্য বিজয়ে তাঁকে বিশেষভাবে সাহায্য করেছিল শকদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শক-শাসিত অঞ্চল অধিকার দ্বিতীয় চন্দ্রগুপ্তের  জীবনের এক শ্রেষ্ঠ কীর্তি|  শকরা মালবকে কেন্দ্র করে পশ্চিম ভারতে প্রায় তিনশাে বছর ধরে রাজত্ব করছিল ফলে এক ঐক্যবদ্ধ সাম্রাজ্য স্থাপনের পথে তারা ছিল প্রবল বাধা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম-ভারতের শক-ক্ষত্ৰপ তৃতীয় রুদ্ৰসিংহকে পরাজিত করে ভারত থেকে শক আধিপত্য সম্পূর্নরূপে নিশ্চিহ্ন করেন শক-যুদ্ধে জয়লাভের ফলে পশ্চিম মালব, গুজরাট কাথিয়াবাড় গুপ্ত সাম্রাজ্যভুক্ত হয় আরব সাগর পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য বিস্তৃত হয় গুজরাটের  ভারূচ বন্দরের মাধ্যমে ভারত থেকে মশলা, রেশম প্রভৃতি দ্রব্য রােম বাইজানটিয়াম সাম্রাজ্যে রপ্তানি হতে থাকে রােমান স্বর্ণমুদ্রা ব্যাপকভাবে ভারতে চলে আসে৷ পশ্চিম ভারত জয় করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে তাঁর দ্বিতীয় রাজধানী স্থাপন করেন এই সময়ে তিনি শকারি অর্থাৎ শকদের শত্রু নামে পরিচিতি লাভ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিবিক্রমাদিত্য’ হওয়ায় বেশীরভাগ ঐতিহাসিক তাঁকে প্রাচীন ভারতের কাহিনী কিংবদন্তীর বিক্রমাদিত্য বলে মনে করেন কাহিনীও কিংবদন্তীর বিক্রমাদিত্য, উজ্জয়িনীর নরপতি ছিলেন, শকদের পরাজিত করেশকারি নামে পরিচিত লাভ করেন এবং তাঁর রাজসভানবরত্ন দ্বারা অলংকৃত ছিল৷ এইনবরত্ন’ ছিলেন- ধন্বন্তরি, ক্ষপনক, শঙ্কু, বেতালভট্ট, ঘটকৰ্পর, অমরসিং, বরাহমিহির, এবং বররুচি৷ অন্যদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক শক্তি নির্মূল করে শকারি উপাধি গ্রহন করেন এবং উজ্জয়িনীতে রাজধানী স্থাপন করেন থেকেই মনে করা হয় যে কিংবদন্তীর বিক্রমাদিত্য আসলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তবে কিংবদন্তীর বিক্রমাদিত্য বিক্রম-সম্বৎ চালু করেছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন সম্বৎ চালু করেন নি৷ আবার নবরত্নদের মধ্যে কেবলমাত্র কালিদাস ছাড়া আর কেউই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন না তাই অনেক ঐতিহাসিক দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তীর বিক্রমাদিত্য বলে মনে করেন না

সমুদ্রগুপ্তের মতই দ্বিতীয় চন্দ্রগুপ্তও বিদ্যোৎসাহী নরপতি ছিলেন কবি বীরসেন তাঁর মন্ত্রী ছিলেন তাঁর সময় হিন্দুধর্ম যথেষ্ট প্রসার লাভ করে নিজে বিষ্ণুর উপাসক হলেও পরধর্মের প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাবান এবং ধর্মনির্বিশেষে তিনি গুনের সমাদর করতেন তাঁর মন্ত্রী পরিষদের মধ্যে একজন ছিলেন শৈব এবং তাঁর প্রধান সেনাপতি ছিলেন বৌদ্ধ৷

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ১) সমুদ্রগুপ্তের পুত্রের নাম কী?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

) গুপ্ত বংশের উত্তরাধিকার হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত (মতান্তরে রামগুপ্ত)

) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেন?

-নাগ বংশীয় কুবেরনাগা

) ধ্রুব দেবীর সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর বিবাহ সম্পর্কিত ঘটনাবলি কোন  গ্রন্থে পাওয়া যায়?

- দেবীচন্দ্রগুপ্তম

) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেন?

 - উজ্জয়িনীতে

) প্রভাবতী গুপ্ত কার মেয়ে ছিলেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

) গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক কে?

- দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে রুদ্রদমনের স্ত্রী প্রভাবতী গুপ্ত

৮) পুনা তাম্রশাসন অনুসারে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই রাজবংশের এক রাজকন্যাকে বিয়ে করেছিলেন, যিনি প্রভাবতী গুপ্ত নামে একটি কন্যার জন্ম দিয়েছিলেন, এই রাজকুমারীর নাম কী ছিল?

অথবা প্রভাবতী গুপ্ত এর মাতার নাম কি?

- কুবের নাগা

৯) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কন্যা প্রভাবতী গুপ্তাকে কোন রাজবংশের রাজার সাথে বিবাহ দিয়েছিলেন?

- বাকাটক

১০) দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যা প্রভাবতী গুপ্তকে বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেন (৩৮৫-৯০) এর সাথে বিবাহ দিয়েছিলেন দ্বিতীয় রুদ্রসেন কার পুত্র ছিলেন?

- প্রথম পৃথ্বীসেন

১১) দ্বিতীয় রুদ্রসেন এবং প্রভাবতী গুপ্তের মধ্যে কোন ধরনের বিবাহ হয়েছিল?

- প্রজাপত্য বিবাহ

১২) রিদ্ধপুর তাম্রফলকটি  কার সাথে সম্পর্ক যুক্ত?

- প্রভাবতী গুপ্তা

১৩) গুপ্তবংশীয় বাকাটক রাণীর নাম উল্লেখ করুন যিনি অনুদান হিসাবে জমি দিয়েছিলেন

- প্রভাবতী গুপ্তা

১৪) কাকে বাকাটকদের রত্ন বলা হয়েছে?

- প্রভাবতী গুপ্তা

১৫) প্রভাবতী গুপ্ত কার পৃষ্ঠপোষক হিসেবে শাসন করেন?

- দিবাকর সেন

১৬) গুপ্ত যুগে গোবিন্দগুপ্ত কোন দম্পতির সন্তান ছিলেন?

- ধ্রুবস্বামিনী এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৭)  দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার উপাসক ছিলেন?

- বিষ্ণুর

১৮) কাকে গুপ্ত নবজাগরনের পুরােধা বলা হয়?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৯) শকারি উপাধি কে গ্রহন করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

২০) গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহন করেন কেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান বলে, তাঁকে শকারি উপাধি দেওয়া হয়

২১) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে পরাজিত করে শকারি উপাধি গ্রহন করেন?

 - তৃতীয় রুদ্রসেন।

২২) দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের কোন শক্তিকে পরাজিত করেন?

- শক নরপতি তৃতীয় রুদ্রসেন

) কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তীর বিক্রমাদিত্য বলা হয়?

- দ্বিতীয় চন্দ্রগুপ্তকে

২৪) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?

- শকদেরকে উৎখাত করার পর

২৫) বিক্রমাদিত্য কথার অর্থ কী?

- ক্ষমতার সূর্য।

২৬) ভারতের ইতিহাসে মোট কতজন বিক্রমাদিত্য উপাধি নেন?

- ১৪ জন

২৭) ভারতীয় ইতিহাসে যা বিক্রমাব্দ নামে প্রসিদ্ধ, সেই অব্দটির প্রতিষ্ঠাতা বিক্রমাদিত্য নামধারী কোন নরপতি নন। এই কৃতিতুটি আসলে কার?

- রাজা আজেস

২৮) কোন গুপ্ত সম্রাটসিংহ বিক্ৰম নামে পরিচিত ছিলেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

২৯) কোন গুপ্ত রাজা দেব গুপ্ত নামেও পরিচিত ছিলেন

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩০) দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বা অপর নামগুলি লেখ?

- বিক্রমাদিত্য, চন্দ্র, দেবগুপ্ত, দেবরাজ, দেবশ্রী

৩১) কোন শাসককেকৃতানপৃথবিজয়থেনবলে উল্লেখ করা হয়েছে?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩২) কোন গুপ্ত সম্রাট নরেন্দ্ৰসিংহ উপাধি ধারন করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩৩) কোন গুপ্তসম্রাটসহসাঙ্ক উপাধি নেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩৪) কোন গুপ্ত শাসক পরম ভাগবত  উপাধি গ্রহণ করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩৫) গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবথেকে জনপ্রিয় উপাধি কি ছিল?

- পরম ভাগবত

৩৬) কোন শাসককে, গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবং মৌর্য শাসক অশোকের সাথে তুলনা করা হয়?

- প্রথম আমোঘবর্ষ

৩৭) গুপ্তযুগে প্রথম রূপার মুদ্রা কে চালু করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩৮) দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রূপার মুদ্রার প্রচলন করেন তাঁর নাম কী?

- রূপক

৩৯) রূপকের গ্রেন কতছিল?

 - ৩০-৩২ গ্রেন

৪০) দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর রৌপ্যমুদ্রাগুলি কাদের আদলে তৈরী করেন?

- পশ্চিম ভারতের শক-ক্ষত্রপদের আদলে

 

 গুপ্ত সাম্রাজ্য তৃতীয় পর্ব (সমুদ্রগুপ্ত)>>>>

দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

 

গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের  মুদ্রাপ্রভাবতী গুপ্তশকারিGupta Dynasty Chandragupta second. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad