Type Here to Get Search Results !

সমুদ্রগুপ্ত তৃতীয় পর্ব [Samudro Gupta]

সমুদ্রগুপ্ত তৃতীয়  পর্ব
Set By - Manas Adhikary

 

সমুদ্রগুপ্ত  তৃতীয় পর্ব । Samudra Gupta  Part - III  

গুপ্ত সাম্রাজ্য। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উপাধি। অশ্বমেধ যজ্ঞ। আটবিক রাজ্য জয়। উন্মূল্য নীতি100টি যুদ্ধের বিজয়ী Gupta Dynasty Samudragupta.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সমুদ্রগুপ্ত তৃতীয়  পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  সমুদ্রগুপ্ত  সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  দ্বিতীয় চন্দ্রগুপ্ত  সম্পর্কিত  থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


সমুদ্রগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব  | Samudragupta   MCQ Part-III.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

৯১) ‘তিনি অশ্বমেধ যজ্ঞকে পুনরুজ্জীবিত করেছিলেন যা অনাদিকাল থেকে পরিত্যক্ত ছিল।‘

কোন শাসক সম্পর্কে উপরোক্ত উক্তিটিকরা হয়েছে?

- গুপ্ত রাজা সমুদ্রগুপ্ত

৯২) গুপ্ত শাসকদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?

- সমুদ্রগুপ্ত

৯৩) শাসকদের মধ্যে কে সর্বাধিক অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?

- প্রথম প্রবরসেন  

৯৪) কোন শাসক চারটি অশ্বমেধ সম্পাদনা করেছিলেন?

- প্রথম প্রবরসেন  

৯৫) সমুদ্রগুপ্তের রন্ধন কর্মকর্তা কে ছিলেন?

- ধ্রুবভূতি

৯৬) সমুদ্রগুপ্তের মহাদন্ডনায়ক, কুমারামত্য, সান্ধিবিগ্রহিক কে ছিলেন?

- হরিষেন

৯৭) বৌদ্ধপন্ডিত বসুবন্ধু কোন গুপ্তসম্রাটের মন্ত্রী ছিলেন?

- সমুদ্রগুপ্ত

৯৮) সমুদ্রগুপ্তের মতো উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির প্রতি আলাউদ্দিন খিলজি কোন নীতি অনুসরণ করেছিলেন?

- প্রসভদ্ধরন (জ্ঞানদান)  

৯৯) সমুদ্রগুপ্ত নিম্নলিখিত কোন শাসকের সাথে গ্রহন মোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন?

- উগ্রসেন

১০০) গুপ্ত বংশের কোন রাজার গায়ে ১০০ টির বেশী যুদ্ধক্ষতচিহ্ন ছিল?

- সমুদ্রগুপ্ত

১০) দক্ষিনের কোন অঞ্চল জয়ের মাধ্যমে সমুদ্রগুপ্ত যুদ্ধ যাত্রা শুরু করেন?

- কোশল

১০২) প্রাচীন ভারতের কোন শাসক প্রথম দক্ষিন ভারত আক্রমন করেন?

 - সমুদ্রগুপ্ত

১০৩) দক্ষিন ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল?

- ধর্মবিজয়

১০৪) কোন গুপ্ত শাসক দক্ষিণপথে অবস্থিত 12টি রাজ্যের উপর 'ধর্মবিজয়' করেছিলেন?

- সমুদ্রগুপ্ত

১০৫) সমুদ্রগুপ্ত তার দক্ষিণাপথ জয়ে কতজন শাসককে পরাজিত করেন?

- 12

১০৬) সমুদ্রগুপ্তের দক্ষিণ অভিযানের সময় ভেঙ্গির তৎকালীন শাসক কে ছিলেন?

- হস্তিবর্মা

১০৭) সমুদ্রগুপ্ত কাদের ক্ষেত্রে গ্রহন পরিমোক্ষানুগ্রহ নীতি গ্রহন করেছিলেন? -

দক্ষিন ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে ( এই নীতি অনুসারে তিনি দক্ষিন ভারতের রাজ্যগুলিকে পরাজিত করে আনুগত্য করদানের প্রতিশ্রুতিতে পুনরায়

সেইসব রাজাদের রাজ্যগুলি ফিরিয়ে দিয়েছিল।)

১০৮) সমুদ্রগুপ্ত প্রথম আর্যাবত্য অভিযানে কোন কোন রাজ্য দখল করেছিলেন?

- বেরিলি মাতুরা এবং গাঙ্গেয় উপত্যাকা ইত্যাদি

১০৯) সমুদ্রগুপ্ত গাঙ্গেয় উপত্যাকায় অর্থাৎ উত্তরভারতে কতজন নরপতিকে পরাজিত করেন?

- জন ( রুদ্রদেব, মতিল, নাগদত্ত, গনপতিনাগ, নন্দিন, বলবর্মন, নাগবর্মন, চন্দ্রবর্মন প্রমুখ)

১১০) সমুদ্রগুপ্ত কখনসর্বোরাজোচ্ছেত্তা' উপাধি গ্রহন করেছিলেন?

- আর্যাবর্তের অর্থাৎ উত্তরভারতের সমস্ত রাজাদের পরাজিত করে সমুদ্রগুপ্ত এই উপাধি ধারন করেন

১১১) সমুদ্রগুপ্ত কাদের ক্ষেত্রে গ্রহন উন্মূল্য নীতি গ্রহন করেছিলেন?

- উত্তর ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে (এই নীতি অনুযায়ী সমুদ্রগুপ্ত উত্তরভারতের রাজাদের যুদ্ধে পরাজিত করে সেইসব রাজ্যগুলিকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন)

১১২) সমুদ্রগুপ্ত সীমান্তবর্তী কতগুলি রাজ্য জয় করেছিলেন?

- পাঁচটি (নেপাল, কর্তৃপুর, সমতট, দাভক এবং কামরূপ)

১১৩) সমুদ্রগুপ্ত কতগুলি প্রজাতান্ত্রিক রাজ্য জয় করেছিলেন?

- নয়টি (মালব, যৌধেয়, অজুনায়ন, মদ্রক, আভির, প্রার্জউন, কাক, সোনাকানিক এবং খারপারিক

১১৪) কোন শাসককে অশোক ও সমুদ্রগুপ্তের মিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়েছে??

- হর্ষবর্ধন

১১৫) সমুদ্রগুপ্তের সময়ে কাঞ্চীর রাজা কে ছিলেন?

- বিষ্ণু গোপ

১১৬) প্রথম গুপ্ত শাসক কে ছিলেন যিনি বাংলা (সমতট) এবং তাম্রলিপ্ত বন্দরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন?

- সমুদ্রগুপ্ত

১১৭) কোন গুপ্তশাসক আর্যাবর্তের 9 জন এবং দক্ষিণাপথের 12 জন শাসককে পরাজিত করেছিলেন

- সমুদ্রগুপ্ত

১১৮) সমুদ্রগুপ্ত দক্ষিনভারত বিজয়ের সময় যে গ্রহন পরিমােক্ষ নীতি গ্রহন করেন তার কারন কী?

- পল্লব সেনাবহিনী ধ্বংস করা

১১৯) শকদের পরাজিত করার প্রথম পদক্ষেপ কোন গুপ্ত শাসক গ্রহন করেন?

- সমুদ্রগুপ্ত

১২০) সমুদ্রগুপ্ত আর্যবর্ত বিজয়ের সময় কোন নীতি গ্রহন করেন?

- অসুর বিজয়ের নীতি সাম্রাজ্যবাদ নীতি

১২১) উত্তর ভারতে সমুদ্রগুপ্তের শেষ জয় কোনটি?

- এরান বিজয়

১২২) খোটান ও কুচএর কোন সূর্যবংশী রাজা নিজেকে সমুদ্রগুপ্তের বংশধর বলে বর্ণনা করেছেন?

- ঐশ্বর্যপাল

১২৩) কোন ঐতিহাসিক আর্যমঞ্জুশ্রীমুলকল্পের ভিত্তিতে কচ সমুদ্রগুপ্তের সৎ ভাই বলে মত পোষণ করেছেন। এই গ্রন্থে সমুদ্রগুপ্তের ভস্ম নামে এক ছোট ভাইয়ের উল্লেখ আছে। এই পণ্ডিত ভস্ম ও কচকে সমার্থক শব্দ হিসেবে বিবেচনা করেছেন এবং উভয়কেই একই বলে মনে করেছেন।

- রায়চৌধুরী

১২৪) কোন ঐতিহাসিক কচ ও সমুদ্রগুপ্ত যে একই ব্যক্তি বলে মতপোষন করে যুক্তি দেন যে 'কচ' তার প্রাথমিক নাম ছিল। দিগ্বিজয়ের ফলস্বরূপ, যখন তার সাম্রাজ্য সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল, তখন তিনি সমুদ্রগুপ্ত (সমুদ্র দ্বারা সুরক্ষিত) দ্বিতীয় নাম ধারণ করেছিলেন।

- ফ্লিট এবং অ্যালান

১২৫) কোন ঐতিহাসিকের মতে সমুদ্রগুপ্তের রাজত্বকালে আর্যাবর্ত বৌদ্ধিক, বৈষয়িক ও নৈতিক উন্নতির শিখরে পরিণত হয়েছিল?

- রমেশ চন্দ্র মজুমদার

১২৬) কোন ঐতিহাসিক এই মতটি উত্থাপন করেছিলেন যে দক্ষিণ-পূর্ব রাজ্যগুলি সমুদ্রগুপ্তের বিরুদ্ধে একটি সংঘ গঠন করেছিল এবং তাকে কোলার হ্রদের কাছে পরাজিত করেছিল?

- দুব্রিল

১২৭) সমুদ্রগুপ্তের দক্ষিণ জয়কে ধর্মের বিজয় বলে কে বলেছেন?

- হেমচন্দ্র রায়চৌধুরী

১২৮) কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে 100টি যুদ্ধের বিজয়ী বলেছেন?

- আর সি মজুমদার

১২৯) কে বলেন যে পুষ্যমিত্র শুঙ্গের স্মরণীয় অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে যে ব্রাহ্মন্য রীতি শুরু হয়েছিল, তা সমুদ্রগুপ্ত এবং তার উত্তরসূরিদের সময়ে 5 শতাব্দী পরে এটি সম্পূর্ণরূপে বিকশিত হয়েছিল??

- স্মিথ

১৩০) কে কাকে প্রাচীন ভারতীয় সুবর্ন যুগের অগ্রদূত বলে চিহ্নিত করেছেন?

- গােখলে বলেছিলেন সমুদ্রগুপ্তকে

১৩১) কালিদাস তাঁর রঘুবংশে রঘুর চরিত্রে কোন গুপ্তসম্রাটের কথা বলেন?

 - সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৩২) সমুদ্রগুপ্তকে হরিযেন কোন কোন হিন্দুদেবতার সাথে তুলনা করেছিলেন?

- নারদ বৃহস্পতি

১৩৩) সমুদ্রগুপ্ত কোন ধর্মালম্বী ছিলেন?

- ব্রাহ্মন্য

১৩৪) ভারতের বাইরে কোন কোন প্রতিবেশী অঞ্চল সমুদ্রগুপ্তের সাথে মিত্রতা স্থাপন করেছিলেন?

- সিংহলের রাজা মেঘবর্ন, পশ্চিম পাঞ্জাবের রাজা দৈবপুত্র শাহী শাহানুশাহী, শক মুরন্ড এবং ভারত মহাসাগরের অন্যান্য দ্বীপগুলি সমুদ্রগুপ্তের সাথে মিত্রতাবদ্ধ হয়েছিল

 

 সমুদ্রগুপ্ত প্রথম পর্ব>>>>

 সমুদ্রগুপ্ত দ্বিতীয় পর্ব>>>>

গুপ্ত সাম্রাজ্য চতুর্থ পর্ব (দ্বিতীয় চন্দ্রগুপ্ত )>>>>

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad