Type Here to Get Search Results !

দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পর্ব [Chandragupta Second]

 দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পর্ব

Set By - Manas Adhikary



 দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পর্ব । Chandragupta Second Part - II

গুপ্ত সাম্রাজ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা । প্রভাবতী গুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শিলালিপি। Gupta Dynasty Chandragupta second.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর নবরত্ন   সম্পর্কিত  থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


দ্বিতীয় চন্দ্রগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব  |  Second Chandragupta MCQ Part-II.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



৪১) চক্রধারী বিষ্ণুর মূর্তি কোন গুপ্ত শাসকের মুদ্রায় রয়েছে?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত   

৪২) দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোন মুদ্রায় ভগবান বিষ্ণুকে, কোন এক  রাজাকে ৩টি গোলাকার বস্তু দিতে দেখা যায়?

- চক্র বিক্রম মুদ্রা

৪৩) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত প্রকারের মুদ্রা ব্যবহার করতেন?

-  (আট)

৪৪) কোন  স্থান থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্বর্ণমুদ্রাও পাওয়া গেছে?

- রোপার

৪৫) গুপ্ত মুদ্রাগুলি কেবল আকৃতি আকারেই নয়, ধাতুতেও বৈচিত্র্য দেখায় নিম্নলিখিত কোন শাসকরা সোনা, রূপা, তামা সব ধরনের মুদ্রা জারি করেছিলেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও প্রথম কুমারগুপ্ত

৪৬) দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কিত অনেক ধরনের মুদ্রা পাওয়া যায় সেই মুদ্রাগুলির মধ্যে কোন মুদ্রায় চন্দ্রগুপ্তের উপাধি শ্রীবিক্রম খোদাই খোদাই করা ছিল না?

- ছত্রধারী টাইপ

৪৭) সমুদ্রগুপ্তের কোন মুদ্রাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পর্জক টাইপ  মুদ্রায় রূপান্তরিত করেন?

- বীণাবাদক টাইপ

৪৮) কোন একমাত্র গুপ্ত শাসক পর্জক টাইপ  মুদ্রার প্রচলন করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৪৯) দ্বিতীয় চন্দ্রগুপ্ত  শক শাসক তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে সিংহ নিহন্তা টাইপ মুদ্রার প্রচলন করেন। এই মুদ্রাটি কোন ধাতু দ্বারা নির্মিত ছিল?

- রূপা

৫০) গুপ্ত শাসকদের মধ্যে কে সর্বপ্রথম নিয়মিত তাম্রমুদ্রা চালু করেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৫১) কোন অভিলেখে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে রাজাধিরাজর্ষি উপাধি দেওয়া হয়েছে?

- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদয়গিরি গুহালেখ

৫২) 319 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত  গুপ্ত সংবদ প্রচলন করেন।কে এই সংবত প্রথমবারের জন্য  কোন শিলালিপিতে ব্যবহার করেছিলেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মথুরা শিলালিপি

৫৩) দ্বিতীয় প্রবরসেনের কোন অভিলেখে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে  দেবগুপ্ত উপাধিতে অলংকৃত হয়েছেন?

- চমক লেখ

৫৪) সমুদ্রগুপ্ত কর্তৃক সম্পাদিত অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে তথ্য কোথায় পাওয়া যায়?

- স্কন্দগুপ্তের ভিতরি স্তম্ভলেখ থেকে ও প্রভাবতী গুপ্তের পুনা তাম্রপট থেকে

৫৫) রিদ্ধপুর তাম্রফলকটি কার?

- প্রভাবতী গুপ্তা

৫৬) প্রভাবতী গুপ্তের পুনা এবং রিদ্ধপুর তাম্রশাসনে কাকে গুপ্ত বংশের আদিপুরুষ বলা হয়েছে?

- ঘটোৎকচ গুপ্ত

৫৭) কোন শিলালিপিতে সমুদ্রগুপ্তকে বলা হয়েছে - তিনি বহু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?

- প্রভাবতী গুপ্তের তাম্রপট

৫৮) প্রভাবতী গুপ্তের পৃষ্ঠপোষকতায় পুনা তাম্রশাসন কার দ্বারা খোদাই করা হয়েছিল?

- চক্র দাস

৫৯) কোন অভিলেখে  দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সহসাঙ্ক উপাধি দেওয়া হয়েছে?

- সাংলি শিলালিপি ও খাম্বাতলেখ

৬০) মহান গুপ্ত রাজবংশীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য কোন বাকাটক রাজার কাছ থেকে সহযোগিতা পেয়েছিলেন?

- প্রথম পৃথ্বীসেন  

৬১) গুপ্ত যুগ ছিল স্বর্ণযুগ, এই স্বর্ণযুগের সূচনা কোন গুপ্ত শাসকের আমল থেকে বলে মনে করা হয়?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬২) প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক প্রচলিত গুপ্ত সংবত, সর্বপ্রথম মথুরা শিলালিপিতে ব্যবহৃত হয় মথুরা শিলালিপি কোন গুপ্ত শাসকের?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬৩) উদয়গিরির গুহা মন্দির কোন গুপ্ত সম্রাটের আমলে নির্মিত হয়?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬৪) চীনা পরিব্রাজক ফা-হিয়েনের ভারত সফরের সময় গুপ্ত রাজবংশের শাসক কে ছিলেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬৫) কোন শিলালিপিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দক্ষিণ-পশ্চিমে সামরিক অভিযানের উল্লেখ আছে?

- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদয়গিরি শিলালিপি

৬৬) উত্তর পশ্চিম ভারতে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আধিপত্যের কথা কোন শিলালিপিতে লেখা আছে?

- মেহরাউলি লৌহস্তম্ভ শিলালেখ

৬৭) কাকে শকবিজয়ী হিসাবে বিবেচনা করা হয়

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬৮) শকশাসক তৃতীয় রুদ্র সিংহ কোন গুপ্ত নরেশের নিকট পরাজিত হন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬৯) কোন গুপ্ত শাসকের সময় উজ্জয়িনীকে গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী করা হয়েছিল?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৭০) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন?

- নাগ রাজবংশ, বাকাটক রাজবংশ, ইক্ষ্বাকু রাজবংশ

৭১) প্রথম চন্দ্রগুপ্ত যে গুপ্ত সংবত শুরু করেন, সেই সম্বত প্রথম ব্যবহার কোন শিলালিপিতে করা হয়েছিল?

- মথুরা অভিলেখ

৭২) মেহরাউলি স্তম্ভলেখটি কোন শাসকের সাথে সম্পর্কিত?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৭৪) দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেহরাউলি স্তম্ভলেখতি মূলত বিয়াস নদীর তীরে একটি পাহাড়ে অবস্থিত ছিল কোন শাসক এটিকে মূল স্থান থেকে সরিয়ে মেহরাউলিতে স্থাপন করেন?

- অনঙ্গপাল তোমর

৭৫) পৃথিবীতে হাজার হাজার রাজা থাকলেও পৃথিবী এই রাজার দ্বারা শাসিত হয়েছে, ঠিক যেমন রাত্রি বেলায় অসংখ্য গ্রহ-নক্ষত্র থাকলেও রাতের আকাশ কেবলমাত্র চাঁদের দ্বারা উদ্ভাসিত হয়‘ -মহাকবি কালিদাস কোন গুপ্ত সম্রাটের বিজয় প্রসঙ্গে এই পংক্তিগুলো লিখেছিলেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত  

৭৬) কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের বীরত্বপূর্ণ কাজের বিস্তারিত বিবরণ পাওয়া যায়? 

- দেবীচন্দ্রগুপ্তম

৭৭) দেবী চন্দ্রগুপ্তম কার  সৃষ্টি?

- বিশাখাদত্ত

৭৮) কালিদাসের কোন নাটকে বিক্রমাদিত্য এবং অপ্সরা উর্বশীর প্রেমকাহিনী পাওয়া যায়?

- বিক্রমোর্বশীয়

৭৯) কালিদাস চন্দ্রগুপ্তের কোন রচনায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সভায় যে নবরত্ন ছিল তার উল্লেখ আছে?

- জ্যোতির্বিদ্যাভরণ

৮০) দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নদের মধ্যে কে "ভাস্কর্য এবং স্থাপত্য" বিশেষজ্ঞ ছিলেন?

- ঘটকর্পর (দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন কে বিশদভাবে পরবর্তী পর্বে আলোচনা করা হল)

৮১) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কাকে ‘পৃথিবীর রত্নবলা হত?

- উজ্জয়িনী  

৮২) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধিবিগ্রহক (যুদ্ধমন্ত্রী) এবং মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর নাম কি?

-বীরসেন শাব

৮৩) এরণ শিলালিপি কে রচনা করেন?

 - দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেন

৮৪) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতির নাম কি?

-আম্রকর্দভ

৮৫) আম্রকর্দভ কোন ধর্মালম্বী ছিলেন?

- বৌদ্ধ

৮৬) শিখর স্বামী কে ছিলেন?  

- দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী

৮৭) দ্বিতীয় চন্দ্রগুপ্তের তিরভুক্তির গভর্নর কে ছিলেন?

- গোবিন্দগুপ্ত

৮৮) দ্বিতীয় চন্দ্রগুপ্তের পূর্ব মালবের  গভর্নর কে ছিলেন?

- সনাকনিক মহারাজ

৮৯) দ্বিতীয় চন্দ্রগুপ্তের বলখ ভারতের গভর্নর কে ছিলেন?

- স্বামীদাস

৯০) দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরার শিলালিপিতে ‘পাপএর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়?

- মহাপাতক

৯১) কার রাজত্বে প্রথম চীনা পর্যটক ভারতে আসেন?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৯২) দ্বিতীয় চন্দ্রগুপ্তের লেখায়ততপরিগ্রহিতশব্দটি আছে এর সঠিক অর্থ কী?

- সমুদ্রগুপ্ত দ্বারা নির্বাচিত

৯৩) কোন গুপ্ত শাসকে ততপরিগ্রহিত বলা হয়েছে?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

 

দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম পর্ব >>>>

দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় পর্ব (নবরত্ন সভা)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad