Type Here to Get Search Results !

সমুদ্রগুপ্ত দ্বিতীয় পর্ব [Samudragupta]

  সমুদ্রগুপ্ত দ্বিতীয়  পর্ব

Set By - Manas Adhikary


 

সমুদ্রগুপ্ত  দ্বিতীয় পর্ব । Samudra Gupta  Part - II  

গুপ্ত সাম্রাজ্য। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উপাধি। অশ্বমেধ যজ্ঞ। আটবিক রাজ্য জয়। স্বর্ণ যুগের অগ্রদূত। ভারতের নেপোলিয়ান। হরিষেন। প্রয়াগ প্রশস্তিGupta Dynasty Samudragupta.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সমুদ্রগুপ্ত দ্বিতীয়  পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  সমুদ্রগুপ্ত  সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  সমুদ্রগুপ্ত  সম্পর্কিত  থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


সমুদ্রগুপ্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব  | Samudragupta   MCQ Part-II.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

৫১) ‘প্রাচীন ভারতীয় স্বর্ণযুগের অগ্রদূত'কাকে বলা হয়?

- সমুদ্রগুপ্ত

৫২) সমুদ্রগুপ্তের পুত্রের নাম কী?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৫৩) কোন গুপ্ত নরপতি সাম্রাজ্য বিস্তারের জন্যদিগ্বীজয় শুরু করেছিলেন?

- সমুদ্রগুপ্ত

৫৪) কাকে তাঁর মুদ্রায়অশ্বমেধের পুনরুদ্ধারকারী’ হিসাবে উল্লেখ করা হয়েছে?

- সমুদ্রগুপ্তকে (তাঁর অশ্বমেধ যজ্ঞের জন্য)

৫৫) কোথাকার বিজয় সম্পন্ন করে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?

- দক্ষিন-ভারত

৫৬) সমুদ্রগুপ্ত কতজন আটবিক বা আরন্যক উপজাতিকে পরাজিত করেন?

- ১৮ টি

৫৭) আটবিক রাজ্যগুলি কোথায় অবস্থিত ছিল?

- উত্তরাপথ দক্ষিনাপথের মাঝে অবস্থিত ছিল

৫৮) সমুদ্রগুপ্ত আটবিক রাজ্যগুলি জয় করেছিলেন কেন?

- উত্তরভারত থেকে দক্ষিনভারতে যাওয়ার পথ সুগম করার জন্য

৫৯) এলাহবাদ প্রশস্তিতে কোন নরপতির কীর্তি বর্ণিত আছে?

- সমুদ্রগুপ্ত

৬০) এলাহবাদ প্রশস্তি অপর কি নামে পরিচিত?

- প্রয়াগ প্রশস্তি বা হরিযেন প্রশস্তি

৬১) প্রয়াগ প্রশস্তি একটি বিশেষ প্রস্তর স্তম্ভ যার উপরে তিনজন বিখ্যাত শাসকের (অশোক, সমুদ্রগুপ্ত, জাহাঙ্গীর) শিলালিপি খোদাই করা আছে, কোন ঐতিহাসিক প্রয়াগ প্রশস্তিকে  'ঐতিহাসিক পুনর্গঠন' নাম দিয়েছেন?

- রোমিলা থাপার

৬২) সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি শিলালিপিটি মূলত কোথায় খোদিত করা হয়েছিল? 

- কৌশাম্বী

৬৩) কোথায় সমুদ্রগুপ্তকে পৃথিবীর ঈশ্বর বলা হয়েছে?

- প্রয়াগ প্রশস্তি

৬৪) প্রয়াগ প্রশস্তি অনুসারে, সমুদ্রগুপ্তের সঙ্গে সীমান্তের রাজাদের কী ধরনের সম্পর্ক ছিল?

- সর্বকরদান, আনুগত্যপ্রদান, শুভেচ্ছাদান

৬৫) হরিষেণের প্রয়াগ প্রশস্তিতে কোন সম্রাটের দ্বারা বিজিত জাতি দেশের নাম গণনা করা হয়েছে?

- সমুদ্রগুপ্ত

৬৬) আর্যাবর্তের কোন অভিযানে সমুদ্রগুপ্ত 9 জন রাজাকে পরাজিত করেন?

- দ্বিতীয়বার 

৬৭) সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি মূলত কৌশাম্বীতে ছিল। কোন মুঘল শাসকের সময়ে এটি এলাহাবাদ দুর্গে স্থানান্তরিত করা হয়েছিল?

- আকবর

৬৮) সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি সম্বলিত স্তম্ভে নিচের কার শিলালিপি পাওয়া যায়?

- জাহাঙ্গীর

৬৯) সমুদ্রগুপ্তের আমলের ইতিহাস জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কী?

- এলাহাবাদ স্তম্ভলিপি

৭০) অশােকস্তম্ভ থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়?

 - সমুদ্রগুপ্ত (সবাই অশােক ভেবে ভুল করি)

৭১) কোন গ্রন্থে সমুদ্রগুপ্তকে ভারতের নেপােলিয়ান বলা হয়েছে?

- ভিনসেন্ট স্মিথের লেখা Early History of India

৭২) সমুদ্রগুপ্তের সমসাময়িক বাকাটক রাজা কে ছিলেন?

-  রুদ্রসেন, পৃথ্বীসেন

৭৩) 'পরম ভাগবত' উপাধি গ্রহণকারী প্রথম গুপ্ত শাসক কে  ছিলেন ?

- সমুদ্রগুপ্ত (বিতর্কিত)

৭৪) বৌদ্ধ পন্ডিত "অসঙ্গ বসুবন্ধু" কোন গুপ্ত শাসকের দরবারে ছিলেন?

- সমুদ্রগুপ্ত

৭৫) কৃতান্তপরশু: কোন গুপ্ত শাসকের উপাধি ছিল?

- সমুদ্রগুপ্ত

৭৬) 'ধর্মপ্রচার বন্ধু' কার উপাধি ছিল?

- সমুদ্রগুপ্ত

৭৭) অপ্রতীর্থ উপাধি গ্রহণকারী শাসক কে ছিলেন?

- সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৭৮) পৃথিবীর প্রথম বীর উপাধি কার ছিল?

- সমুদ্রগুপ্তের

৭৯) গুপ্তবংশের কোন রাজা লিচ্ছবিদৌহিত্র নামে পরিচিত?

-সমুদ্রগুপ্ত

৮০) সর্বোরাজোচ্ছেডা উপাধি কে গ্রহন করেন?

- সমুদ্রগুপ্ত

৮১) সমুদ্রগুপ্তের উপাধিগুলি কী কী?

- ভারতের নেপােলিয়ান, কবিরাজ, বিক্রমাঙ্ক, মহারাজাধিরাজ

৮২) কোন গুপ্ত সম্রাটসুতয়মনামে পরিচিত?

- সমুদ্রগুপ্ত

৮৩) কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কোন উপাধিতে ভূষিত হয়েছিল?

- কবিরাজ

৮৪) কোন গুপ্ত সম্রাটকে পৃথিবীপতি উপাধি দেওয়া হয়?

- সমুদ্রগুপ্ত

৮৫) "Prince of the poet"- নামে কোন গুপ্ত সম্রাট পরিচিত?

- সমুদ্রগুপ্ত

৮৬) সমুদ্রগুপ্তের সমসাময়িক  শ্রীলঙ্কার রাজা কে ছিলেন?

- মেঘবর্ণ

৮৭) শ্রীলঙ্কার রাজা মেঘবর্মণ কোন স্থানে সমুদ্রগুপ্তের কাছে ভগবান বুদ্ধের মন্দির নির্মাণের অনুমতি চেয়েছিলেন?

- বোধগয়া

৮৮) চীনা সূত্র অনুসারে, কোন শাসক সমুদ্রগুপ্তের কাছে থেকে একটি বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতি পেয়েছিলেন?

- মেঘবর্মণ

৮৯) কাকে শ্রীলঙ্কার মেঘবর্ণ শাসক বোধগয়ায় শ্রীলঙ্কার বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য একটি বিহার এবং একটি বিশ্রামাগার নির্মাণের জন্য অনুরোধ করেছিলেন?

- সমুদ্রগুপ্ত

৯০) সমুদ্রগুপ্তের সময়ে এরান কি নামে পরিচিত ছিল?

- স্বভোগনগর 

 সমুদ্রগুপ্ত প্রথম পর্ব>>>>

 সমুদ্রগুপ্ত তৃতীয় পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

গুপ্ত সাম্রাজ্য। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উপাধি। অশ্বমেধ যজ্ঞ। আত্বিক রাজ্য জয়। স্বর্ণ যুগের অগ্রদূত। ভারতের নেপোলিয়ান। হরিষেন। প্রয়াগ প্রশস্তিGupta Dynasty Samudragupta.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad