Type Here to Get Search Results !

গুপ্ত সাম্রাজ্য দ্বিতীয় পর্ব (প্রথম চন্দ্রগুপ্ত) [Prothom Chandragupta]

 প্রথম চন্দ্রগুপ্ত 

Set By - Manas Adhikary 


 

গুপ্ত সাম্রাজ্য দ্বিতীয় পর্ব (প্রথম চন্দ্রগুপ্ত)Gupta Dynasty 1st part.

  গুপ্ত সাম্রাজ্য। প্রথম চন্দ্রগুপ্ত। কুমারদেবীলিচ্ছবী | Gupta Dynasty Prothom Chandragupta| Kumar Devi.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  গুপ্ত সাম্রাজ্য দ্বিতীয় পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  প্রথম চন্দ্রগুপ্ত   সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


গুপ্ত সাম্রাজ্য প্রথম চন্দ্রগুপ্ত | Gupta  Dynasty and Prothom Chandragupta MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

গুপ্ত বংশের প্রথম শাসক শ্রীগুপ্ত তাঁর উত্তরাধিকারী ঘটোৎকচ গুপ্তমহারাজ’ উপাধি গ্রহন করেন তাঁরা বিশেষ পরাক্রান্ত রাজা ছিলেন না গুপ্ত বংশের তৃতীয় রাজা প্রথম চন্দ্র গুপ্তের আমল থেকে প্রকৃত অর্থে গুপ্ত বংশের ক্ষমতা বাড়ে তিনিমহারাজাধিরাজ’ উপাধি গ্রহন করেছিলেন তাঁর রাজধানী ছিল পাটলিপুত্ৰ৷ প্ৰথম চন্দ্রগুপ্তকে বলা গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ৩০২ খ্রীস্টাব্দে (মতান্তরে ৩৩৫ খ্রীস্টব্দে) প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন এবং ৩২০ খ্রীস্টব্দের ২৬ ফেব্রুয়ারি তিনিগুপ্তাব্দ' নামে এক সম্বৎ প্রবর্তন করেনতিনি বৈশালীর লিচ্ছবি রাজকন্যা কুমারদেবীকে বিবাহ করেন। লিচ্ছবি বংশের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন গুপ্তবংশের সৌভাগ্যের সূচনা করেছিল। এই বিবাহের ফলে প্রথম চন্দ্রগুপ্তের রাজ্যের সাথে লিচ্ছবি রাজ্য যুক্ত হয় এবং বৈশালী গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। লিচ্ছবি রাজ্যের ভিতরে অবস্থিত দক্ষিন বিহারের লোহার খনির উপর গুপ্ত আধিপত্য প্রতিষ্ঠিত হলে, এই খনির লোহার দ্বারা গুপ্ত রাজারা প্রচুর সংখ্যায় অস্ত্র তৈরি করেন এবং খনির আয়ে সমৃদ্ধি লাভ করেন। প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রার একপিঠে প্রথম চন্দ্রগুপ্তের এবং কুমারদেবীর যুগ্ম মূর্তি এবং অপর পিঠে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষীর মূর্তি এবংলিচ্ছবয়ঃ কথাটি খোদিত আছে। এর থেকে লিচ্ছবি বিবাহের গুরুত্ব প্রমানিত হয়। প্রথম চন্দ্রগুপ্ত উত্তরাধিকার সূত্রে পিতার যে রাজ্য পেয়েছিলেন, তিনি তার সীমা বৃদ্ধি করেন। তিনি সমগ্র বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বভাগে নিজ সাম্রাজ্য স্থাপন করেন। তিনি তাঁর মৃত্যুর আগে নিজ পুত্রদের মধ্যে সমুদ্রগুপ্তকে সিংহসানের উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত করে যান

অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর

১) প্রথম কোন গুপ্ত সম্রাট  মহারাজধিরাজ উপাধি ধারণ করেছিলেন
- প্রথম চন্দ্রগুপ্ত
২) কোন গুপ্ত শাসককে করস্কর বলা হয়েছে?
- প্রথম চন্দ্রগুপ্ত
৩) কে গুপ্ত শাসক প্রথম চন্দ্রগুপ্তকে দ্বিতীয় মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন?
- হেমচন্দ্র রায় চৌধুরী

) প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম কী?

- ঘটৎকচ গুপ্ত

) প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ দ্বারা কোন বংশের সাথে মিত্রতা স্থাপন করেন?

 - লিচ্ছবি বংশ

) লিচ্ছবি বংশের কাকে প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেন?

- কুমার দেবী

৭) কুমার দেবীর  উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?
- প্রয়াগ প্রশস্তি

৮) কোন গুপ্ত শাসক প্রথম মুদ্রা প্রচলন করেন?
- প্রথম চন্দ্রগুপ্ত

৯) গুপ্ত শাসক প্রথম  চন্দ্রগুপ্ত কর্তৃক প্রচলিত কোন ধরনের স্বর্ণমুদ্রাকে মিঃ অ্যালেন একটি স্মারক মুদ্রা বলে অভিহিত করেছিলেন?
- রাজা রানী টাইপ মুদ্রা

১০) প্রথম চন্দ্রগুপ্ত যে মুদ্রা প্রচলন করেন সেটি কিসের তৈরি ছিল?

-সোনা

১১) লিচ্ছবি কন্যা কুমারদেবীকে বিবাহ করার পর প্রথম চন্দ্রগুপ্ত একধরনের স্বর্নমুদ্রা চালু করেন। সেই মুদ্রাটির নাম কী?

- লিচ্ছবি টাইপ মুদ্রা

১২) কোন গুপ্ত সম্রাট সর্বপ্রথমলিচ্ছবি’ কথাটি মুদ্রায় লেখেন?

- প্রথম চন্দ্রগুপ্ত

১৩) প্রথম চন্দ্রগুপ্ত কোন ধর্মালম্বী ছিলেন?

- শৈব

১৪) প্রথম চন্দ্রগুপ্তএর অধিনে কোন কোন অঞ্চল ছিল?

- অযােধ্যা, এলাহবাদ, মগধ

১৫) প্রথম চন্দ্রগুপ্তের সময়ে মগধের রাজা কে ছিলেন?

- সুন্দর বর্মা।

১৬) কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দের প্রচলন করেন?

বা গুপ্ত সংবত (319 - 320 খ্রিস্টাব্দ) শুরু করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?
- প্রথম চন্দ্রগুপ্ত
১৭) 319 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সংবত প্রচলন করেন সর্বপ্রথম কে এই গুপ্ত সংবতের কথা উল্লেখ করেন?
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৮) দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শিলালিপিতে গুপ্ত সংবতের কথা উল্লেখ করেন?
-  মথুরা শিলালিপি

 গুপ্ত সাম্রাজ্য প্রথম পর্ব (শ্রীগুপ্ত)>>>>

গুপ্ত সাম্রাজ্য তৃতীয় পর্ব (সমুদ্র গুপ্ত)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

  গুপ্ত সাম্রাজ্য। প্রথম চন্দ্রগুপ্ত। কুমারদেবীলিচ্ছবী | Gupta Dynasty Prothom Chandragupta| Kumar Devi.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad