Type Here to Get Search Results !

ভারতের কবি-সাহিত্যিকদের ছদ্মনাম [Pen Name]



কবি-সাহিত্যিকদের ছদ্মনাম  | Pen Name  of poets and writers.


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  জিকের একটি অন্যতম টপিক ভারতের কবি-সাহিত্যিকদের ছদ্মনাম।  যেটির মধ্যে ভারতের কবি-সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা দেওয়া হলো পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 

1) মোহিতলাল মজুমদার

ছদ্মনাম- সত্যসুন্দর

2) সমরেশ বসু

ছদ্মনাম- কালকূট; ভ্রমর

3) প্রমথ চৌধুরি

ছদ্মনাম- বীরবল

4) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

ছদ্মনাম- বিরুপক্ষ

5) অমিতাভ চৌধূরী

ছদ্মনাম- নিরপেক্ষ

6) বলাই চাঁদ মুখার্জী

ছদ্মনাম- বনফুল

7) নারায়ন স্যান্যাল

ছদ্মনাম- সুনন্দ, সোমবুদ্ধ

8) নিখিল সরকার

ছদ্মনাম- বিকর্ন

9) রবীন্দ্রনাথ ঠাকুর

ছদ্মনাম- শ্রীপন্থ, ভানু সিংহ

10) বৈদ্যনাথ মুখোপাধ্যায়

ছদ্মনাম- বানীকুমার

11) এন সি চৌধূরী

ছদ্মনাম- একলা

12) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

ছদ্মনাম- কমলাকান্ত

13) রাধারানী দেবী

ছদ্মনাম- অপরাজিতা দেবী

14) অমৃতা মুখোপাধ্যায়

ছদ্মনাম- অমিয় দেবী

15) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ছদ্মনাম- শ্রীকান্ত-সরমা; অনিলাদেবী

16) সৈয়দ মুস্তাফা আলি

ছদ্মনাম- ওমর খৈয়ম, সত্যপ্রিয়

17) সমরেশ মজুমদার

ছদ্মনাম- যীশু দাসগুপ্তা

18) দেবেশ রায়

ছদ্মনাম- বেদুইন

19) আবুচন্দ্র চক্রবর্তী

ছদ্মনাম- যাযাবর

20) গৌর কিশোর ঘোষ  

ছদ্মনাম- রূপদশী

21) কালী প্রসন্ন সিংহ

ছদ্মনাম- হুতুম পেঁচা

22) বিমল ঘোষ

ছদ্মনাম- কালপেঁচা

23) সুবোধ ঘোষ

ছদ্মনাম- সুকান্ত

23) সুনীল গঙ্গোপাধ্যায়

ছদ্মনাম- সনাতন পাঠক; নীল উপাধ্যায় নীলরোহিত

24) কাজী নজরুল ইসলাম

ছদ্মনাম- ব্যাঙাচি

25) বিমল কর

ছদ্মনাম- বিদুর, অভিনন্দ

26) অবনীন্দ্রনাথ ঠাকুর

ছদ্মনাম- রসুল আলি

27) সরবিন্দু বন্দোপাধ্যায়

ছদ্মনাম- গৌরমল্লার, চন্দ্রহাস

28) মহেশ্বেতা দেবী

ছদ্মনাম- সুনিত্রা দেবী

29) মাইকেল মধুসূদন

ছদ্মনাম- তিমথী পেনপয়েম, দৃষ্টিহীন

30) প্রেমেন্দ্র মিত্র

ছদ্মনাম- কৃত্তিবাস ভদ্র

31) বিষ্ণু দে

ছদ্মনাম- শ্যামল রায়

32) শক্তি চট্টোপাধ্যায়

ছদ্মনাম- রূপচাঁদ পাখী; পান্ডু

33) প্রফুল্ল লাহিড়ী

ছদ্মনাম- কাফি খান

34) নীহার রজ্ঞন গুপ্তা

ছদ্মনাম- বানভট্ট

35) অশোক গুপ্তা

ছদ্মনাম- বিক্রমাদিত্য

36) প্রভাত কিরন বাসু

ছদ্মনাম- কাকাবাবু

37) অচিন্ত্য কুমার সেনগুপ্তা

ছদ্মনাম- নিহারিকা দেবী

38) পুর্নেন্দু পত্রী

ছদ্মনাম- সমুদ্রগুপ্ত

39) আনন্দ শংকর রায়

ছদ্মনাম- লীলাময় রায়, লিময় রায়

40) সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়

ছদ্মনাম- অমিতাভ

41) ভবানী সেনগুপ্তা

ছদ্মনাম- চানক্য সেন

42) বিমল ঘোষ

ছদ্মনাম- মৌমাছি

43) অখিল নিয়োগী

ছদ্মনাম- স্বপন বুড়ো

44) রাজশেখর বসু

ছদ্মনাম- পরশুরাম

45) মনীষ ঘটক

ছদ্মনাম- জীবনাশ্য

46) কালিকা নন্দ মুখার্জী

ছদ্মনাম- অবাদুত

47) প্রমথনাথ বিশী

ছদ্মনাম- নবী

48) প্যারীচাঁদ মিত্র

ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর

49) অরুপ ভট্টাচার্য

ছদ্মনাম- আর্যভট্ট

50) চারুচন্দ্র চক্রবর্তী

ছদ্মনাম- জরাসন্ধ

51) মনিশঙ্কর মুখোপাধ্যায়

ছদ্মনাম- শঙ্কর

52) প্রেমাঙ্কুর আতীর্থ

ছদ্মনাম- মহাস্থবির

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad