Type Here to Get Search Results !

গুপ্ত সাম্রাজ্য ও শ্রীগুপ্ত [Gupta Dynasty]

 গুপ্ত সাম্রাজ্য প্রথম পর্ব 

Set By- Manas Adhikary


 

গুপ্ত সাম্রাজ্য প্রথম পর্ব (শ্রীগুপ্ত)Gupta Dynasty 1st part.

  গুপ্ত সাম্রাজ্য। শ্রীগুপ্ত। ঘটোৎকচ গুপ্তমি-লি-কিয়া-পো-নো | Gupta Dynasty Shrigupta| Ghatothkoch Gupta.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  গুপ্ত সাম্রাজ্য প্রথম পর্ব আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক  শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্ত   সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


গুপ্ত সাম্রাজ্য সংক্ষিপ্তরূপ ও শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্ত| Gupta Dynasty and Shrigupta MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনীতিতে যে বিচ্ছিন্নতা, আঞ্চলিকতার প্রকাশ বৈদেশিক শক্তির অনুপ্রবেশ ঘটেছিল তার বিপরীতে কি করে গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব হলো তা ঐতিহাসিকদের সামনে এক গভীর জিজ্ঞাসা গুপ্তদের উত্থানকে ঐতিহাসিক . রমেশ চন্দ্রমজুমদার বৈদেশিক আক্রমন বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে এক অভ্যুত্থান হিসাবে উল্লেখ করেছেন অপর কয়েকজন ঐতিহাসিক গুপ্ত সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে গাঙ্গেয় উপত্যকায় শক্তিশূন্যতা এবং গঙ্গা-যমুনা উপত্যকার উর্বরা অঞ্চলের অর্থনৈতিক লাভালাভের প্রশ্নটিকে গুরুত্ব দিয়েছেন

অর্থনৈতিক দিক দিয়ে গঙ্গা-যমুনা উপত্যকা ছিল খুবই উর্বরা। অঞ্চলে ছিল প্রাচীন সমৃদ্ধ নগরী, ছিল গঙ্গার জলধারা সিঞ্চিত কৃষিক্ষেত্র, গঙ্গাবাহিত বাণিজ্য। এগুলো হাতে থাকায় গুপ্তদের উত্থান সফল হয়েছিল

প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ন রাজবংশ ছিল গুপ্ত রাজবংশ দাক্ষিনাত্যে সাতবাহন উত্তর ভারতে (আর্যাবর্তে) কুষান সামজ্যের পতনের পর গুপ্তবংশের রাজারা ভারতে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন এই রাজবংশের শাসকগন ক্ষত্রিয় ছিল কিনা তাহা জানা যায় না অনেক ঐতিহাসিকের মতে এঁরা বৈশ্য ছিলেন এখন পর্যন্ত প্রাপ্ত মুদ্রা শিলালিপি থেকে জানা যায় যে, গুপ্তরাজারা উত্তরপ্রদেশ থেকেই তাদের ক্ষমতা বিস্তার শুরু করেন খ্রিষ্টীয় তৃতীয় শতকের শেষের দিকে বা চতুর্থ শতকের প্রথম দিকে গুপ্তসামাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত কোনাে এক ক্ষুদ্র রাজ্যের অধিপতি ছিলেন কিন্তু তিনি কোথায় রাজত্ব করতেন সে সম্পর্কে পরিস্কারভাবে কিছু জানা যায় না ৬৭৫ খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক ইৎসিং ভারতবর্ষে ভ্রমন করতে আসেন তাঁর ভ্রমনবৃতান্ত থেকে জানা যায় যে, তাঁর ভারতভ্রমনের প্রায় ২৫ বৎসর পূর্বে মহারাজা শ্রীগুপ্ত চৈনিক ধর্মযাজকদের জন্য নালন্দার ২৪০ মাইল পূর্বে একটি ধর্মমন্দির নির্মান করেন। এটি চীনের মন্দির নামে পরিচিত। নালন্দার পূর্বদিক বলতে বঙ্গদেশকে বােঝায়। সেই অর্থে অনেকে মনে করেন যে গুপ্তরাজ্যের পত্তন বঙ্গদেশে হয়েছিল৷ গুপ্ত সাম্রাজ্য বাংলাদেশের কুমিল্লা থেকে পশ্চিম ভারতের গুজরাট পর্যন্ত বিস্তৃত ছিল। গুপ্ত সাম্রাজ্যকে বলা হয়ধ্রুপদি সভ্যতা”। কারন ভারতের উচ্চবিত্তরা সর্বপ্রথম এই সভত্যার মাধ্যমে উন্নত জীবনযাত্রার সান্নিধ্যে আসে৷ অর্থনৈতিক সাংস্কৃতিক মান উন্নত ছিল বলে গুপ্ত যুগকেভারতের স্বর্নযুগ” হিসাবেও চিহ্নিত করা হয়

 

গুপ্তবংশের তালিকা

) শ্রীগুপ্ত - ) ঘটোৎকচ গুপ্ত - ) প্রথম চন্দ্রগুপ্ত - ) সমুদ্রগুপ্ত - ) রামগুপ্ত - ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত - ) প্রথম কুমার গুপ্ত - ) স্কন্দগুপ্ত - ) পুরুগুপ্ত - ১০) প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় - ১১) বুধগুপ্ত - ১২) নরসিংহগুপ্ত বালাদিত্য - ১৩) প্রথম কুমারগুপ্ত তৃতীয় - ১৪) বিষ্ণুগুপ্ত - ১৫) বৈন্যগুপ্ত - ১৬) ভানুগুপ্ত

শিলালিপির সাক্ষ্য অনুযায়ী গুপ্তবংশের প্রতিষ্ঠাতার নাম শ্রীগুপ্ত। তিনি কেবলমহারাজ' উপাধি ব্যবহার করতেন। তিনি সম্ভবত মগধের অন্তর্গত কোনো ক্ষুদ্র রাজ্যের শাসক ছিলেন। তাঁর উত্তরাধিকারী হন তাঁরই পুত্র ঘটোৎকচ তিনিওমহারাজ' উপাধি ব্যবহার করতেন। তাঁরা স্বাধীন নৃপতি নাকি সামন্তরাজ ছিলেন, তা বলা কঠিন

গুপ্ত সাম্রাজ্য। শ্রীগুপ্ত। ঘটোৎকচ গুপ্তমি-লি-কিয়া-পো-নো | Gupta Dynasty Shrigupta| Ghatothkoch Gupta.

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) ধ্রুপদী সভ্যতা কাকে বলা হয়?

- গুপ্ত সাম্রাজ্যকে

) গুপ্ত সাম্রাজ্যকে ধ্রুপদী সভ্যতা বলা হয় কেন?

- এই রাজবংশের আমলে ভারতের উচ্চবিত্ত শ্রেনি সর্বপ্রথম উন্নত জীবনযাত্রার সান্নিধ্যে আসেন

) গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

- শ্রীগুপ্ত

) গুপ্ত সাম্রাজ্যের আদিপুরুষ কাকে বলা হয়?

- শ্ৰীগুপ্ত

) পুনা তাম্রপট অনুসারে গুপ্তবংশের আদিপুরুষ কাকে বলা হয়েছে?

 - ঘটোৎকচগুপ্ত

) পুনা তাম্রপট কে উৎকীর্ন করেন?

- প্রভাবতী গুপ্ত

) পুনা তাম্রপটের অপর নাম কী?

- চন্দ্রপুর তাম্রপট

) স্কন্দগুপ্তের কোন লেখ থেকে পাওয়া যায় যে গুপ্তবংশের সূচনা করেন ঘটোৎকচ গুপ্ত?

- সুপিয়া অভিলেখ

) গুপ্তরা প্রথমদিকে কাদের সামন্ত ছিল?

- কুষানদের

১০) গুপ্ত বংশের কোন নরপতি সর্বপ্রথমমহারাজ' উপাধি ধারন করেন?

- শ্রী গুপ্ত ( মহাধিরাজ উপাধি সর্বপ্রথম গ্রহন করেন প্রথম চন্দ্রগুপত/ মতান্তরে ঘটোৎকচগুপ্ত)

১১) কোন রাজবংশের সময়কালককে ভারতীয় সংস্কৃতির স্বর্নযুগ বলা হয়?

- গুপ্ত

১২) গুপ্তযুগে সোনার মুদ্রাকে দিনার বলা হত। এই দিনার শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?

- গ্রীক

১৩) কোন গুপ্ত শাসক চীনা পর্যটকদের জন্য মৃগশিখাবনে একটি বিহার নির্মান করেন?

- শ্রীগুপ্ত

১৪) কোন চীনা পরিব্রাজকের লেখা থেকে আমরা জানতে পারি যে শ্রী গুপ্ত মৃগশিখাবনে চৈনিক পর্যটকদের জন্য একটি সুন্দর বিহার নির্মান করেছিলেন ?

-ইৎসিং

১৫) শ্রী গুপ্ত প্রতিষ্ঠিত মৃগশিখাবন বিহারের নাম কী ছিল?

- চীনের মন্দির

১৬) শ্রীগুপ্ত প্রতিষ্ঠিত মৃগশিখাবন অপর কি নামে পরিচিত?

- মি-লি-কিয়া-পো-নো

১৭) শ্রীগুপ্ত মৃগশিখাবন প্রতিষ্ঠার জন্য কতগুলি গ্রাম দান করেছিলেন?

- চব্বিশটি

১৮) কোন চীনা পরিব্রাজক গুপ্ত সম্রাট শ্রীগুপ্তকেচালিকোতা' নামে উল্লেখ করেন?

- ইৎসিং

১৯) কোন ঐতিহাসিকের মতে গুপ্তবংশের উৎপত্তি শুদ্রদের থেকে হয়েছিল?

- কে পি জয়সওয়াল

২০) কোন ঐতিহাসিকের মতে গুপ্তরা বৈশ্য ছিলেন না?

- আর সি মজুমদার

২১) গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত অঞ্চল নির্দেশ করুন।

- উত্তরপ্রদেশ বিহার

২২) গুপ্তশাসকদের শক্তির মূল উৎস কি ছিল?

- ঘোড়া

 

 গুপ্ত সাম্রাজ্য দ্বিতীয় পর্ব (প্রথম চন্দ্রগুপ্ত)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  

- Click Here

 

গুপ্ত সাম্রাজ্য। শ্রীগুপ্ত। ঘটোৎকচ গুপ্তমি-লি-কিয়া-পো-নো | Gupta Dynasty Shrigupta| Ghatothkoch Gupta. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad