Type Here to Get Search Results !

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন ষষ্ঠ পর্ব [Harsobordhana]

 

 হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

Set By- Manas Adhikary 
 

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ষষ্ঠ  পর্ব । Pushyabhuti Dynasty and Harshavardhana Part-VI.

পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধনএই পর্বে থাকছে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে  পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pushyabhuti Dynasty and Harshavardhana MCQ.

 


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

২১১) চীনা সম্রাট কর্তৃক প্রথম চৈনিক দূতমন্ডলি কার নেতৃত্বে হর্ষবর্ধনের দরবারে  প্রেরিত হয়েছিল?
-   লিয়াং - হোই - কিং
২১২) সম্রাট হর্ষবর্ধন চীনা পরিব্রাজক হিউয়েন সাং প্রথম কোন স্থানে মিলিত হন?
- কজঙ্গল

২১৩) হর্ষবর্ধন ছাড়াও, হিউয়েন সাং সমসাময়িক অন্য কোথাকার শাসকদের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন?
-  কাঞ্চি, বল্লভী, কামরূপ

২১৪) হিউয়েন সাং কোন স্থানে হর্ষবর্ধনের নিকট চীনে যাওয়ার অনুমতি চেয়েছিলেন?
- প্রয়াগ

২১৫) হিউয়েন সাং এর মতে "হর্ষবর্ধন" নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য কতগুলি গ্রামের রাজস্ব দান করেছিলেন?
- 100

২১৬) কোন শাসক হর্ষবর্ধনকে বলেছিলেন যে তিনি চীনা ভ্রমণকারীর (হিউয়েনসাং) বিনিময়ে তার মাথা দিতেও প্রস্তুত আছেন?
- ভাস্করভার্মা
২১৭) হর্ষবর্ধনের রচিত 'নাগানান্দ' নাটকটি কোন ধর্মের প্রতিনিধিত্ব করে
-   বৌদ্ধ
২১৮) কোন শাসক উড়িষ্যায় বৌদ্ধ ধর্মের মহাযান শাখা প্রচারের জন্য বৌদ্ধ প্রচারক পাঠিয়েছিলেন?
- হর্ষ বর্ধন
২১৯) হর্ষবর্ধনের আমলে কে  সূর্য শতক নামে একশত শ্লোকের একটি সংকলন রচনা করেন?

- ময়ূর
২২০) হর্ষবর্ধনের আমলে বিখ্যাত গণিতবিদ ব্রহ্মগুপ্তের গ্রন্থটি  কি নামে বিখ্যাত?

- ব্রহ্মসিদ্ধান্ত নামে

২২১) যিনি সর্বদা অন্যের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত, তিনি কীভাবে একটি পার্থিব রাজ্যের জন্য মানবজাতিকে ধ্বংস করতে পারেন' - এই ভাবনাটি হর্ষবর্ধনের কোন রচনাতে প্রকাশিত হয়েছে?
- নাগানন্দ
২২২) হর্ষবর্ধন বলপূর্বক কোথা থেকেন বুদ্ধের দাঁত সংগ্রহ করেছিলেন?
- কাশ্মীর থেকে
২২৩) হর্ষবর্ধন জীবনের প্রথম দিকে কোন ধর্ম অনুসরণ করেন?

-শৈব ধর্ম
২২৪) হর্ষবর্ধন কুমাররাজের সম্মিলিত শক্তি বৌদ্ধ ধর্মের বিরোধী  শশাঙ্ক, তার সেনাবাহিনী এবং তার অনুগামীদের তাদের ধ্বংস করেছিল বিবৃতিটি কার?
- সি-কিয়া-ফেন-চি
২২৫) হর্ষবর্ধন কার পরামর্শ অনুযায়ী কনৌজের সিংহাসনে বসেন?
- অবলোকিতেশ্বর বোধিসত্ত্ব
২২৬) বর্ধন বংশের রাজাদের কে কিসের ভক্ত বলা হত?
- আদিত্য ভক্ত
২২৭) হর্ষবর্ধনের আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
-গুনপ্রভ
২২৮) হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতা ছিলেন?
-  নালন্দা
২২৯) ‘তিনি শিব ব্যতীত কারো সামনে মাথা নত করেননি’ - এই উক্তিটি হর্ষচরিতে কোন শাসকের জন্য করা হয়েছে?
- ভাস্করবর্মণ
২৩০) হর্ষ বর্ধনের দরবারে কতগুলি চৈনিকপর্যটকের দল এসেছিল?
- 3
২৩১) সম্রাট হর্ষবর্ধনের কোন নাটকে জিমুতবাহন নামক বোধিসত্ত্বের আত্মহত্যার কাহিনী উল্লেখিত আছে?
- নাগানন্দ
২৩২) ‘যিনি সর্বদা অন্যের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত, তিনি কীভাবে একটি পার্থিব রাজ্যের জন্য মানবজাতিকে ধ্বংস করতে পারেন’ – হর্ষবর্ধনের কোন রচনায় এই উক্তিটি পাওয়া যায়?
- নাগানন্দ
২৩৩) হর্ষবর্ধন কোন ধর্ম গ্রহণ করেছিলেন
- বৌদ্ধধর্ম
২৩৪) সম্রাট হর্ষবর্ধনের সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ছিল কোনটি?
-নালন্দা
২৩৫) নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতগুলি বড় গ্রন্থাগার ছিল?
- 3
২৩৬) ভিতৌড়া মুদ্রাভাণ্ড থেকে কোন শাসকের রৌপ্য মুদ্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে?
- হর্ষবর্ধন

২৩৭) নিম্নলিখিত কোন ঐতিহাসিকের মতে  হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশির  মধ্যে দুটি সংঘর্ষ হয়েছিল, যার একটি হয়েছিল রাজত্বের প্রথমদিকে এবং অপরটি হয়েছিল রাজত্বের শেষের দিকে?
- সুধাকর চট্টোপাধ্যায়
২৩৮) হর্ষবর্ধন তার মেয়েকে দ্বিতীয় ধ্রুবসেনের সাথে বিয়ে দেন,
এই ধ্রুবসেন কোথাকার শাসক ছিলেন?
- বল্লভী
২৩৯) কোন ঐতিহাসিক হর্ষবর্ধনকে অশোক সমুদ্রগুপ্তের মিশ্রণ বলে বর্ণনা করেছেন?
 - রাধাকুমুদ মুখোপাধ্যায় 

২৪০) সম্রাট হর্ষবর্ধন দুটি মহান ধর্মীয় সম্মেলনের আয়োজন করেন কোথায়?
- কনৌজ প্রয়াগে
২৪১) হর্ষবর্ধনের সময়ের তথ্য কার গ্রন্থ থেকে পাওয়া যায়?
- কলহন
২৪২) ‘ হর্ষ একজন শাসক এবং বিজয়ী হিসাবে মহান ছিলেন, কিন্তু শান্তিদাতা হিসাবে মহানতর ছিলে’"- উক্তিটি কার ?
- ড. রমাশঙ্কর ত্রিপাঠী
২৪৩) প্রনয় নাটক বা রোমান্টিক নাটকের স্রষ্টা কাকে মনে করা হয়?
- হর্ষবর্ধন  

২৪৪) সম্রাট হর্ষবর্ধন রচিত প্রথম নাটক কোনটি?
-  প্রিয়দর্শিকা
২৪৫) কোন ঐতিহাসিকপুষ্যভূতি/বর্ধন রাজবংশকে বৈশ্য রাজবংশ হিসাবে বিবেচনা করেননি?
- কে পি জয়সওয়াল
২৪৬) প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার স্ত্রী যশোমতী কোন নদীর তীরে আত্মহত্যা করেন?
- সরস্বতী
২৪৭) কোন স্থানটি হর্ষ কা টিলানামে পরিচিত?
- থানেশ্বর
২৪৮) হর্ষবর্ধনের কোন রচনায়কৌশাম্বীনামক প্রদেশ/ভুক্তির উল্লেখ পাওয়া যায়?
- রত্নাবলী
২৪৯) হর্ষবর্ধন তাঁর দরবারে কাকেধর্মাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেন?
- উদিতা

২৫০) হর্ষ যুগে সমাজে কোন কোন প্রথা প্রচলিত ছিল?
 - সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, পর্দা প্রথা

হর্ষবর্ধন পঞ্চম পর্ব >>>>

হর্ষবর্ধন সপ্তম পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad