হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Set By- Manas Adhikary
পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পঞ্চম পর্ব । Pushyabhuti Dynasty and Harshavardhana Part-V.
পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন। এই পর্বে থাকছে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pushyabhuti Dynasty and Harshavardhana MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১৬১) হর্ষবর্ধন কবে থানেশ্বরের শাসক হন?
- 606 খ্রিস্টাব্দ
১৬২) হর্ষবর্ধনের রাজত্বকালে 'দূত' কি নামে পরিচিত ছিল?
- দরগাধ্বজ
১৬৩) হর্ষবর্ধনের প্রশাসনের সাথে যুক্ত কোন কর্মচারীদেরকে "যমচেতি" বলা হত?
-রাতের প্রহরী মহিলা পুলিশ
১৬৪) হর্ষবর্ধনকে "সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা" কি বলা হত?
- মহাবলাধিকৃত
১৬৫) হর্ষের রাজত্বকালে সেনাপ্রধানকে কী বলা হত?
- সিংহনাদ
১৬৬) হর্ষবর্ধনের সময় বাংলার কোন অংশ হর্ষবর্ধন এর রাজত্বভুক্ত ছিল?
- পশ্চিম বঙ্গ
১৬৭) হর্ষবর্ধনের সমসাময়িক প্রাগজ্যোতিষরাজের (কামরূপ) শাসক কে ছিলেন?
– ভাস্করবর্মণ (এর সাথে হর্ষবর্ধন সাথে চিরস্থায়ী বন্ধুত্ব স্থাপন করেছিলেন)
১৬৮) হর্ষবর্ধনের সমসাময়িক নেপালের শাসক কে ছিলেন?
-অংশুবর্মন
১৬৯) হর্ষবর্ধনের সমসাময়িক কাশ্মীরের শাসক কে ছিলেন?
- দুর্লভবর্ধন
১৭০) হর্ষবর্ধনের সমসাময়িক পল্লব শাসক কে ছিলেন?
– মহেন্দ্র বর্মণ
১৭১) বানভট্টের হর্ষচরিতে কোন শাসকের কথা উল্লেখ নেই যার নাম হর্ষবর্ধনের সাথে জড়িত?
- দ্বিতিয় পুলকেশি
১৭২) বর্ধন রাজবংশের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে কে স্থানান্তর করেন?
- হর্ষ বর্ধন
১৭৩) হিউয়েন সাং-এর মতে, হর্ষবর্ধনের রাষ্ট্রীয় আয়কে চার ভাগে ভাগ করা হয়েছিল, তার মধ্যে রাষ্ট্রীয় আয়ের কোন অংশ প্রশাসনে ব্যয় করা হয়েছিল?
- তৃতীয়
১৭৪) কোন শাসক সর্বপ্রথম সনদ দিয়ে জমি দেওয়ার প্রথা শুরু করেছিলেন?
- হর্ষ বর্ধন
১৭৫) হর্ষবর্ধন তাঁর দরবারে কাকে "ধর্মাধ্যক্ষ" হিসাবে নিযুক্ত করেছিলেন?
- উদিতা
১৭৬) হর্ষবর্ধনের কোন রচনায় "কৌশাম্বী" নামক প্রদেশ বা ভুক্তির উল্লেখ পাওয়া যায়?
- রত্নাবলী
১৭৭) হর্ষের সময়ে শৌললিক, তারিক, হাতমতি প্রভৃতি পদাধিকারী কার সাথে সম্পর্কিত ছিলেন?
- বাজার ব্যবস্থার সাথে সম্পর্কিত
১৭৮) হর্ষবর্ধন 80টি বড় গ্রামের রাজস্ববাবদ আয়, জয় সেন নামক একজন বৌদ্ধ পণ্ডিতকে দান করেছিলেন। এই 80টি গ্রাম কোথায় অবস্থিত?
- ওড়িশায়
১৭৯) যখন রাজ্যবর্ধন হুনদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং হর্ষবর্ধন হিমালয়ের বনে শিকারে ব্যস্ত ছিলেন, তখন কোন দূত হর্ষবর্ধনকে তার পিতার অসুস্থতার কথা জানিয়েছিলেন?
- কুরাঙ্গক
১৮০) হিউয়েন সাং-এর মতে, হর্ষবর্ধনের আমলে ক্ষেতে সেচের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হত?
- ঘন্টিযন্ত্র
১৮১) দ্বিতীয় পুলকেশি কোন নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন?
- নর্মদা নদী (রেভা নদী)
১৮২) হর্ষ শিলাদিত্যের ‘যুদ্ধের সেনাপতি এবং শিকারে বন্ধু’ হিসাবে কাকে অভিহিত করা হয়?
- দর্পসত নামের একটি হাতি
১৮৩) হর্ষবর্ধন পূর্ব ভারতের কোন নরপতির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন যিনি গয়াতে বোধিবৃক্ষ কেটেছিলেন উৎপাটন করেন?
- শশাঙ্ক
১৮৪) উত্তর গুপ্ত রাজবংশের নিম্নলিখিত রাজাদের মধ্যে কে হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন?
- মাধব গুপ্ত
১৮৫) সম্রাট হর্ষবর্ধনের আমলে প্রশাসন পরিচালনার জন্য কত প্রকারের কর প্রচলিত ছিল বলে জানা যায়?
- 3
১৮৬) হর্ষবর্ধন এর রাজত্বকালে ভূমি রাজস্ব কিসের উপর নির্ভর করে করা হত?
- জমির ধরন
১৮৭) কোন লেখা অনুসারে--- হর্ষবর্ধন শশাঙ্কের রাজধানী পুন্ড্র আক্রমণ করে তাকে পরাজিত করে এবং তাকে তার রাজ্যে থাকতে বাধ্য করেন?
- আর্যমঞ্জুশ্রীমুলকল্প
১৮৮) কোন গ্রন্থে পুষ্যমিত্র শুঙ্গের সময় যবন আক্রমণের উল্লেখ পাওয়া যায় না?
- হর্ষ চরিত
১৮৯) কোন অশ্বারোহী দূত থানেশ্বরের রাজসভায় গৌড় রাজা শশাঙ্ক কর্তৃক রাজ্যবর্ধনের হত্যার কথা হর্ষবর্ধনকে জানিয়েছিলেন?
- কুন্তল
১৯০) হর্ষবর্ধনের সময় আইন-শৃঙ্খলা/বিচার ব্যবস্থা কেমন ছিল?
- কঠিন
১৯১) হর্ষবর্ধনের প্রশাসনে ‘কাঞ্চুকি’ নামক পদটি কার জন্য ব্যবহৃত হয়েছিল??
- অন্তঃপুরের প্রহরীদের জন্য
১৯২) কাদের প্রশাসনে ‘ক্রমেলক কুলাইহ’ নামক উটের সেনাবাহিনীর উল্লেখ আছে?
- বর্ধনবংশ
১৯৩) হর্ষবর্ধন রাষ্ট্রীয় আয়ের কোন অংশ বিভিন্ন সম্প্রদায়কে দান করতে ব্যয় করতেন?
- চতুর্থ
১৯৪) গৌড় রাজা শশাঙ্ককে পরাজিত করার জন্য হর্ষবর্ধন কোন শাসকের সাথে সন্ধি করেছিলেন?
- ভাস্করবর্মা- আসাম
১৯৫) সম্রাট হর্ষবর্ধনের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ধ্রুবসেনকে কোন শাসক আশ্রয় দিয়েছিলেন?
- দ্বিতীয় দর্দ্দ
১৯৬) হর্ষবর্ধন রচিত প্রিদর্শিকা নাটকটি কয়টি অঙ্কবিশিষ্ট?
- 4
১৯৭) কনৌজে ধর্মসম্মেলনে হর্ষবর্ধন নিজে কোন দেবতার পোশাক পরিধান করতেন?
- ইন্দ্র
১৯৮) কুম্ভ মেলা শুরু করার কৃতিত্ব কোন নরপতিকে দেওয়া হয়?
- হর্ষ বর্ধন
১৯৯) প্রয়াগ সম্মেলন (মহামোক্ষ পরিষদ) 643 খ্রি. হয়। এটি হর্ষের সময়ের ষষ্ঠ মহামোক্ষ পরিষদ ছিল। এটি কত দিন ধরে চলেছিল?
- 75
২০০) হর্ষবর্ধন দ্বারা আয়োজিত "প্রয়াগ মহামোক্ষ পরিষদ/ধর্ম মহাসম্মেলনে" কোনটিতে হিউয়েন সাং অংশগ্রহণ করেছিলেন?
- ষষ্ঠ
২০১) নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রতি পাঁচ বছর অন্তর প্রয়াগে একটি ধর্মীয় সম্মেলনের আয়োজন করেন?
- হর্ষ বর্ধন
- ষষ্ঠ
২০৩) প্রয়াগের মহামোক্ষ পরিষদে হর্ষবর্ধন কোন কোন দেবতার পূজা করেন?
- বুদ্ধ, শিব, সূর্য
২০৪) 643 খ্রিস্টাব্দে, হর্ষের সময়ে, কান্যকুব্জায় একটি ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যা কত দিন ধরে চলেছিল?
- 20
২০৫) কোন মহামোক্ষ ধর্মীয় সমাবেশে হর্ষবর্ধনকে হত্যার চেষ্টা করা হয়েছিল?
-কনৌজ সভা
২০৫) কে নালন্দাকে চারদিক থেকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টন করে এখানে তাম্র বিহার তৈরি করেছিলেন, এবং তিনি নালন্দার খরচের জন্য 100টি গ্রামের রাজস্ব দান করেছিলেন?
- হর্ষবর্ধন
২০৬) হর্ষবর্ধন আয়োজিত বিশাল ধর্মীয় সম্মেলনে কাকে সভাপতি করা হয়েছিল?
- হিউয়েন সাং
২০৭) হর্ষবর্ধন কর্তৃক ষষ্ঠ প্রয়াগ মহাসভা কবে আয়োজিত হয়েছিল?
- 643 খ্রিস্টাব্দ
২০৮) ভারতে বাল্যবিবাহের প্রথম লিখিত প্রমান কার সময়কালে পাওয়া যায়?
- হর্ষ বর্ধন
২০৯) কার উক্তি "মানুষের মন, কথা ও কর্ম দ্বারা জীবের মঙ্গল করা উচিত"?
- হর্ষ বর্ধন
২১০) ভারতের কয়েকজন শিবভক্ত বা শৈব শাসকের নাম কর।
- হর্ষ বর্ধন, ভোজ পারমার, গোবিন্দ চন্দ্র গহদওয়াল
হর্ষবর্ধন ষষ্ঠ পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here