Type Here to Get Search Results !

হিউয়েন সাঙ প্রথম পর্ব [Hiuen Sang]

 

হিউয়েন সাঙ
Set By- Manas Adhikary


 

 হিউয়েন সাঙ সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম পর্ব। Hiuen Sang synopsis and short Q&A Part-I

 হিউয়েন সাঙ। হুয়ান সাং। জুয়ানজ্যাং। Prince of pilgrims। মোক্ষদেব। সি-ইউ-কি।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো হিউয়েন সাঙএই পর্বে থাকছে হিউয়েন সাঙ সম্পর্কিত সংক্ষিপ্তরূপ ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তি পর্বে  হিউয়েন সাঙ সম্পর্কিত আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

হিউয়েন সাঙ সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর|Hiuen Sang synopsis and short Q&A.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

হিউয়েন সাঙ বা হিউয়েন সাং বা হুয়ান সাং বা জুয়ানজ্যাং ছিলেন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পন্ডিত, পর্যটক এবং অনুবাদক চীন এবং ভারতের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে এই হিউয়েন সাং অগ্রনী ভূমিকা গ্রহন করেছিলেন৷ ৬০৩ খ্রীস্টাব্দে চীনের অন্তর্গত হোনান প্রদেশে চিনলিউ নারে এই মনিষী পরিব্রাজক জন্মগ্রহন করেন তাঁর পিতা শেন হুই ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী৷ হিউয়েন সাঙ তাঁর পিতার চতুর্থ পুত্র ছিলেন তাঁর আগে তাঁর দাদা বৌদ্ধভিক্ষুতে পরিনত হওয়ায় হিউয়েন সাঙ এর পিতা তাঁকে বৌদ্ধ ভিক্ষু হতে বাধা দিয়েছিলেন শৈশব থেকেই তিনি ধর্মগ্রন্থ বিশেষ করে চৈনিক ধ্রুপদী গ্রন্থ প্রাচীন জ্ঞানী লোকেদের লেখা পাঠে আগ্রহী হন এবং কনফুসিয়াসের দর্শনে অনুরক্ত হয়ে পড়েন৷ ৬১৮ খ্রীস্টাব্দে যখন চীনের সুই সাম্রাজ্য ভেঙে পড়ে, তখন হিউয়েন সাঙ তাঁর ভাই তাৎ সাম্রাজ্যের রাজধানী চ্যাংগানে পালিয়ে আসেন৷ ৬২২ খ্রীস্টাব্দে তিনি একজন পূর্ন বৌদ্ধ ভিক্ষু হয়ে ওঠেন এই সময় তিনি বৌদ্ধধর্ম সম্পর্কে আরও বিশদভাবে জানার জন্য ভারতবর্ষ ভ্রমন করার জন্য উদ্যোগী হন৷ কিনতু সেই সময় তাং সাম্রাজ্যের সহিত তুর্কিদের যুদ্ধ চলছিল৷ তাই তাং রাজা তাইজাং সকল নাগরিকদের বিদেশ যাত্রা নিষেধ করে দিয়েছিলেন হিউয়েন সাং এই সময় ইউমেনে শহরের সদর দরজার বৌদ্ধ প্রহরীদের বুঝিয়ে শহর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন শহর থেকে বেরিয়ে তিনি সোজা চলে আসেন কুইংঘি প্রদেশে এবং সেখান থেকে গোবি মরুভুমি পার হয়ে তুপান কিরজিকিস্তান হয়ে সমরখন্দে পৌঁছান সমরখন্দে তিনি বেশকিছু বৌদ্ধস্থাপনার ধ্বংসাবশেষ দেখে বিস্মিত হয়ে যান এরপর তিরমিজে পৌঁছে তিনি প্রায় এক হাজার বৌদ্ধ ভিক্ষুর সাক্ষাৎ লাভ করে খুন্দজ শহরে যান৷ খুন্দজে তিনি ধর্মসীমা নাম এক বিখ্যাত বৌদ্ধভিক্ষুকে দেখতে পান৷ এএরপর তিনি খাইবার পাস হয়ে তৎকালীন গান্ধার রাজধানী পেশোয়ারের এসে পৌঁছান এখানে তিনি কনিক স্তুপ পরিদর্শন করেন, সোয়াত উপত্যাকা ভ্রমন করেন এবং সেখানে প্রায় ১৪০০ পরিত্যক্ত বৌদ্ধ মঠ দেখতে পান৷ শালাতুল তক্ষশীলা হয়ে তিনি কাশ্মীরে এসে দুবছর কাটান৷ পরে জলন্ধর, মথুরা, বালেশ্বর আসেন৷ কান্যকুব্জের সিংহাসনে তখন হর্ষবর্ধন আসীন ছিলেন৷ তিনি ছিলেন বৌদ্ধধর্মমতের পৃষ্ঠপোষক এখানে কয়েকমাস থেকে তিনি অযোধ্যা, প্রয়াগ, কৌশাম্বী, শ্রাবন্তী হয়ে কপিলাবস্তুতে এসে বৌদ্ধ জন্মভুমি দর্শন করেন সেখান থেকে তিনি চলে মহাপরিনির্বান স্থান কুশীনগরে৷ পরে বারানসী, সারনাথ থেকে গঙ্গার পথ ধরে গাজীপুর আসেন৷ বৈশালী, পাটনা হয়ে গয়ায় এসে দর্শন করেন পবিত্র বোধিবৃক্ষ তারপর রাজগৃহ থেকে নালন্দায় এসে ২২ মাস ধরে নানা শাস্ত্র অধ্যয়ন করেন এরপর ভারতবর্ষের বিভিন্ন স্থান পরিভ্রমন করে হর্ষবর্ধনের আমন্ত্রনে পুনরায় কনৌজে আসেন হর্ষবর্ধনের যত্নে কিছুকাল কাটিয়ে তাঁর দেওয়া প্রভুত স্বর্ণ রৌপ্য মুদ্রাসহ ৬৪৩ খ্রীস্টাব্দের মধ্যভাগে হিউয়েন সাঙ স্বদেশের উদ্দেশ্যে গমন করেন তাঁর এই পঞ্চদশবর্ষব্যাপী পরিক্রমনের মধ্যে সবচেয়ে বেশী সময় তিনি ছিলেন নালন্দায়৷ যাবার সময় হিউয়েন সাঙ বহু বৌদ্ধ পুঁথি সঙ্গে করে নিয়ে যান৷ আর নিয়ে যান বুদ্ধের দেহাবশেষ কণিকা একটি হিরনাময় বৌদ্ধমূর্তি, একটি চন্দনকাঠ-নির্মিত বৌদ্ধমূর্তি, বুদ্ধের একটি তথাগত মূর্তি, সুত্র-ভাষনরত বুদ্ধমূর্তি, নগ্নহার ত্যাগ সময়কালীন বুদ্ধমূর্তি এবং বৈশালীতে উপদেশক বৌদ্ধমূর্তি এগুলি এবং প্রায় পৌনে সাতশো পুঁথির বিশাল সম্ভার নিয়ে জেতে তাঁর ২০ টি ঘোড়ার দরকার হয়েছিল৷ ভারত ভ্রমনকালে তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করেন দেশে ফিরে সংস্কৃত পুঁথিগুলির চীনা অনুবাদে তিনি আত্মনিয়োগ করেন৷ এর মধ্যে ভ্রমন বিবরনী সি-ইউ-কি রচনা করে তিনি ৬৪৮ খ্রীষ্টাব্দে সম্রাটের কাছে পাঠিয়ে দেন৷ ৬৬৪ খ্রীষ্টাব্দের ১৩ অক্টোবর তারিখে তাঁর মৃত্যু হয়৷

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


) Prince of pilgrims - কাকে বলা হয়?
- হিউয়েন সাঙ

 
) হিউয়েন সাঙের জীবনীকার কে?
- তাঁর বন্ধু মঙ্কু হুইলি

 
) হিউয়েন সাঙের জীবনী কে ইংরেজীতে অনুবাদ করেন?
- বীল

 
) হিউয়েন সাঙের প্রকৃত নাম কী?
- সু যাং যান/য়ুয়ান চোয়া

 
) হিউয়েন সাঙ কবে ভারতে আসেন?
- ৬২৯ খ্রীঃ

 
) হিউয়েন সাঙ যখন কাশ্মীরে পৌঁছান তখন কাশ্মীরের শাসনকর্তা কে ছিলেন এবং তিনি কোন বংশের ছিলেন?
- দুর্লভ বর্মন, কর্কট বংশের নরপতি ছিলেন

 
) হিউয়েন সাঙ কার আমলে ভারতে আসেন?
- হর্ষবর্ধন

 
) হিউয়েন সাঙকে কোন চীনা শাসকের আমলে হর্ষবর্ধনের রাজসভায় প্রেরন করেন?
- তাই-সুঙ

 
১০) হিউয়েন সাঙ মোট কতবছর যাত্রা (ভ্রমন) করেছিলেন?
- ১৬ বছর

 
১১) হিউয়েন সাঙ কত বছর ভারতে ছিলেন?
- ১৪ বছর (মতান্তরে ১৩ বছর)

 
১২) হিউয়েন সাঙ নালন্দায় কতবছর ছিলেন?
- বছর

 
১৩) হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজত্বে কতবছর ছিলেন?
- আট বছর

 
১৪) হিউয়েন সাঙ ভারতকে কী নামে দিয়েছিলেন?
- ইন-তু

 
১৫) হিউয়েন সাঙ হর্ষবর্ধনের কোথায় সাক্ষাত হয়েছিল?
- কজঙ্গল

 
১৬) কে কাকে পঞ্চভারতের অধীশ্বর দেন?
- হিউয়েন সাং, হর্ষবর্ধনকে এই উপাধিতে ভুষিত করেন (মতান্তরে হুন শাসক মিহিরকুলকে)

 
১৭) হিউয়েন সাঙ হর্ষবর্ধনকে কোন নামে সম্বোধন করেছিলেন?
- শীলাদিত্য

 
১৮) নালন্দাতে থাকাকালীন হিউয়েন সাঙ, কতবার হর্ষবর্ধনের সাথে সাক্ষাত করেন?
- একবার নয়

 
১৯) হর্ষবর্ধনের আমলে যে বৌদ্ধ সম্মেলন হয়, সেই বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
- হিউয়েন সাঙ

 
২০) হিউয়েন সাঙ এর মতে হর্ষবর্ধন বৌদ্ধধর্মমতের কোন শাখার অনুসারী ছিলেন?
- মহাযান

 

 হিউয়েন সাঙ দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here



 
হিউয়েন সাঙ। হুয়ান সাং। জুয়ানজ্যাং। Prince of pilgrims। মোক্ষদেব। সি-ইউ-কি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad