Type Here to Get Search Results !

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সপ্তম পর্ব [Harsobordhan]

 

 হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

Set By- Manas Adhikary 

 

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পঞ্চম  পর্ব । Pushyabhuti Dynasty and Harshavardhana Part-VII.

পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধনএই পর্বে থাকছে পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

পুষ্যভুতিবংশ ও হর্ষবর্ধন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pushyabhuti Dynasty and Harshavardhana MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

২৫১) কোন গ্রন্থে হর্ষবর্ধনকেকবিতাকামিনীর প্রকৃত হর্ষ হিসাবে বর্ণনা করা হয়েছে?
-  প্রসন্নরাঘব
২৫২) কোন লেখক বিখ্যাত হর্ষবর্ধনকে ‘কালিদাস, বান এবং ময়ূর  এর সমতুল্য বলে উল্লেখ করেছেন?
- জয়দেব
২৫৩) কোন লেখক হর্ষবর্ধনকেবিক্রমাদিত্য, মুঞ্জ ভোজ’ এর সমতুল্য বলে উল্লেখ করেছেন?

- সোদ্দল
২৫৪) কোন গুপ্তকালিন রচনাতে একজন রাজকর্মচারীর দ্বারা এক দরিদ্র  জেলের সাথে দুর্ব্যবহার এর উল্লেখ পাওয়া যায়?
- অভিজ্ঞানশকুন্তল

২৫৫) কোন শিলালিপি থেকে আমরা হর্ষবর্ধনের বল্লভী বিজয় সম্পর্কে তথ্য পাই?
- নৌসারী তাম্রলেখ

২৫৬) হর্ষবর্ধনের মধুবন শিলালিপির খোদাইকারী কে ছিলেন?
  - গজ্জর

২৫৭) কোথা থেকে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশির মধ্যে যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? 
-  দ্বিতীয় পুলকেশির আইহোল  শিলালিপি  এবং  হিউয়েন সাং-এর  ভ্রমণবৃতান্ত
২৫৮) কোথা থেকে বোঝা যায় যে হর্ষের পূর্বপুরুষরা ছিলেন সূর্যের উপাসক?

-সোনাপত তাম্রপত্র এবং মধুবন শিলালিপি

২৫৯) কোন শিলালিপিতে হর্ষবর্ধন আমলেরনৌবাহিনীএর উল্লেখ পাওয়া যায়?
- মধুবন তাম্রলেখ

২৫০) কোন শিলালিপিতে হর্ষবর্ধনের গজসেনার কথা উল্লেখ আছে?
-   আইহোল অভিলেখ  

২৬১) কোন শিলালিপিতে প্রথম পুলকেশির  অশ্বমেধ যজ্ঞের  পাওয়া যায়?

-আইহোল শিলালিপি
২৬২) কোন শিলালিপি থেকে জানা যায় যে হর্ষ তার গজসেনা সহ দ্বিতীয় পুলকেশির কাছে পরাজিত হন?

-আইহোল শিলালিপি
২৬৩) কোন শিলালিপিতে বর্ণিত আছে যে রবিকীর্তি জিনেন্দ্রের মন্দির তৈরি করেছিলেন যা 'মেগুতি মন্দির' নামেও পরিচিত?

- আইহোল শিলালিপি

২৬৪) দ্বিতীয় পুলকেশির মূল শিলালিপিতে হর্ষবর্ধনের কোন সেনাবাহিনীর উল্লেখ আছে?
- গজ সেনা

২৬৫) কোথায় হর্ষবর্ধনের সঙ্গে বনভট্টের প্রথম সাক্ষাৎ হয়েছিল?
- মানিতারা

২৬৬) বানভট্ট কার ইচ্ছায় "হর্ষচরিত" রচনা করেন?
- নিজ ভ্রাতার

২৬৭) বানভট্ট কোন শহরের বাসিন্দাদেরকে কোটিধিশ (কোটিপতি) হিসাবে বর্ণনা করেন?
-   উজ্জয়িনী

২৬৮) হর্ষবর্ধনের জীবনি কার লেখা?

- বানভট্ট  

২৬৯) হর্ষবর্ধনের জীবনির নাম কি?

- হর্ষচরিত
২৭০) ‘মহানামশব্দটি কে কার জন্য ব্যবহার করেছেন??
- বানভট্টের জন্য হর্ষ
২৭১) চণ্ডী শতক কে রচনা করেন?
- বানভট্ট
২৭২) ‘বস্য বাণী চক্রবর্তী অর্থাৎ দেবী সরস্বতী নিজেই বশীভূত’, কার সম্পর্কে বলা হয়েছে?
- বানভট্ট

২৭৩) হর্ষচরিত কাদম্বরী কে রচনা করেন?
- বানভট্ট

২৭৪) কে পুষ্যভূতি এবং মৌখরিদের চন্দ্র সূর্যের সাথে তুলনা করে এবং তাদের ক্ষত্রিয় বলে অভিহিত করেন?
- বানভট্ট

২৭৫) হর্ষচরিত- কয় প্রকার বস্ত্রের কথা বলা হয়েছে?
- 9

২৭৬) হর্ষচরিত- সম্রাট হর্ষবর্ধনকে কোন দেবতার সাথে তুলনা করা হয়েছে?
- বিষ্ণু , কুবের, যম, পশুপতি

২৭৭) হর্ষচরিত  কোন অধ্যায়ে হর্ষবর্ধনের পিতা প্রভাকর বর্ধনের  কথা বলা হয়েছে?
-   চতুর্থ

২৭৮) পুষ্যভূতির দ্বারা বর্ধন রাজবংশ প্রতিষ্ঠার  উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?
- হর্ষচরিত

২৭৯) হর্ষচরিত  ইংরেজিতে অনুবাদ করেন কে?
- কাওয়েল এবং টমাস

২৮০) হর্ষচরিত গ্রন্থের প্রথম কয়টি অধ্যায়ে বানভট্টের আত্মজীবনী  রচিত আছে?
- 3
২৮১) হর্ষচরিতের কোন অধ্যায়ে প্রভাকরবর্ধনের অসুস্থতা মৃত্যুর বর্ণনা পাওয়া যায়?
-  পঞ্চম

২৮২) হর্ষচরিতের কোন অধ্যায়ে হর্ষবর্ধন বনভট্টের প্রথম সাক্ষাতের কথা উল্লেখিত  আছে?
- দ্বিতীয়

২৮৩) হর্ষচরিতের উপর কে  টীকা লেখেন?
- শঙ্করার্য

২৮৪) হর্ষচরিতে উল্লেখ আছে যে  ভাস্কর নামক এক নরপতি হর্ষবর্ধনকে  বিভিন্ন উপহার প্রেরন করেছিলেন এই ভাস্কর কোথাকার নরপতি ছিলেন
- গুপ্তোত্তর আসামের বর্মণ রাজবংশ

 

হর্ষবর্ধন ষষ্ঠ পর্ব >>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

পুষ্যভুতিবংশ। হর্ষবর্ধন। রাজ্যবর্ধন। প্রভাকরবর্ধন। রাজ্যশ্রী । Pushyabhuti Dynasty। Harshavardhana.

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad