Type Here to Get Search Results !

ভারতের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত [Industrial Cities]

 

ভারতের কিছু বিখ্যাত স্থান এবং বিখ্যাত হওয়ার কারন

(Important City And Town Famous For)



 ভারতের কোন শহর কিসের জন্য বিখ্যাত | Famous Industrial Cities in India.

ভারতের কোন  শহর কোন শিল্পের জন্য বিখ্যাত। ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প। ভারতের বিভিন্ন শহর ও তাদের শিল্প। Famous Industrial Cities in India 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  জিকের একটি অন্যতম টপিক ভারতের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত। ভারতের বিভিন্ন সারের বিখ্যাত শিল্প।  যেটির মধ্যে ভারতের বিভিন্ন শহর ও সেই শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তার একটি সুন্দর তালিকা দেওয়া হলো পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 ভারতের কোন  শহর কোন শিল্পের জন্য বিখ্যাত

 

১) Ahmedabad(আমেদাবাদ)

-Cotton textile(কটন টেক্সটাইল)

২) Aligarh(UP) (আলিগড়)

- Locks Cutlery ( তালাচাবি শিল্প)

৩) Anand(GUJRAT) (আনন্দ)

-Dairy Products (দুগ্ধ প্রকল্প)

৪) Coimbatore(TN) (কোয়েম্বাটুর)

- Wet grinders and sarees (গ্রাইন্ডার শাড়ী)

৫) Firozabad(UP)(ফিরোজাবাদ)

- Glass (কাঁচ শিল্প)

৬) Kanpur(UP) [কানপুর]

– Leather (চর্মশিল্প)

৭) Kanchipuram(TN) (কাঞ্চীপুরম)

- Silk Sarees (সিল্কশাড়ী)

৮) Ludhiana(PUNJAB) (লুধিয়ানা)

-Bicycle Parts, Sewing Machines (সাইকেল পার্টস সেলাই মেসিন)

৯) Jalandhar(PUNJAB) (জলন্ধর)

-Sports goods (খেলার সরঞ্জাম)

১০) Surat(GUJRAT) (সুরাট)

- Diamonds Textile (হীরা শিল্প)

১১) Nepanagar(MP) (নেপালনগর)

 - News Prints (খবরের কাগজ ছাপানো)

১২) Vishakhapattanam (বিশাখাপত্তনম)

- Ship Building (জাহাজ শিল্প)

১৩) Varanasi (বারানসী)

-Disel Locomolives (ডিজেল লোকোমোলিভস)

১৪) Trombay (টম্বে)

-Oil Refineries (তৈল শোধনাগার)

১৫) Titagarh (টিটাগড়)

-Paper and Jute (কাগজ পাট শিল্প)

১৬) Locknow (লখনউ)

-Embroidery, Gold, Silver (এমব্রোয়ডারি, সোনা, রূপা শিল্প)  

১৭) Kolar (কোলার)

-Gold fields (স্বর্নখনি)

১৮) Kolkata

- Iron and Steel, Jute, Paper

১৯) Jaipur (জয়পুর)

-Pottery (মৃৎপাত্র)

২০) Digboi(ডিগবয়)

-Petroleum (পেট্রলিয়াম)

২১) Dhariwal (দাড়িয়াল)

-Woollen Goods (রেশমের জিনিসপত্র)

২২) Delhi (দিল্লী)

-Textile, Chemicals, Electronics (টেক্সটাইল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স)

২৩) Derjeel (দার্জিলিং)

- Tea, Orange (চা কমলালেবু)

২৪) Dalmianagar (ডালমিয়ানগর)

- Cement (সিমেন্ট)

২৫) Cochin (কোচিন)

- Coffee, Coconut Oil, Ship Building (কফি, নারকেল তেল এবং জাহাজ তৈরী)

২৬) Batanagar (বাটানগর)

-Shoes (জুতোশিল্প)

২৭) Ankeleshwar (আঙ্কেলেশ্বর)

-Oil Field (তৈল খনি)

২৮) Guntur (গুন্টুর)

-Cotton Manufacturing (সুতা উৎপাদন)

২৯) Kanti (MP) (কান্তি)

-Cement (সিমেন্ট)

৩০) Neyvali (TN) (নিয়াভেলি)

-Lignite         (লিগনাইট)

৩১) Pimpri (Maharastra) (পিপড়ি)

-Penicilin (পেনিসিলিন)

৩২) Rubnarayanpur (রুপনারায়নপুর)

-Hindustan Cable (হিন্দুস্থান কেবল)

৩৩) Singbhum (Jharkhand) (সিংভূম)

- Copper (কপার)

৩৪) Srinagar (Kashmir)  (শ্রীনগর)

-Woolen Shawl (রেশমের শাল)

৩৫) Jamsedpur (জামসেদপুর)

-Iron and Steel Industry (আয়রন স্টীল ফ্যাক্টরি)

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad