Type Here to Get Search Results !

মেগাস্থিনিস ও ইন্ডিকা তৃতীয় পর্ব [Megasthenes and Indica]

 

 


 মেগাস্থিনিস ও ইন্ডিকা তৃতীয় পর্ব

SET BY - MANAS ADHIKARY

মেগাস্থিনিস ইন্ডিকা তৃতীয় পর্ব Megasthenes and Indica 3rd  Part.

 মৌর্য বংশ। মেগাস্থিনিস| ইন্ডিকা Megasthenes।  Indica| Megasthenes was the Ambassador of| Megasthenes Book| Megasthenes Came from which Country| Megasthenes indica upsc.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মেগাস্থিনিস ও ইন্ডিকা তৃতীয়  পর্ব আজ এই পর্বে থাকছে মেগাস্থিনিস ও ইন্ডিকা সম্পর্কিত কিছু  অতিসংক্ষিপ্ত  প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 মেগাস্থিনিস ও ইন্ডিকা তৃতীয় পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Megasthenes 3rd Part


৪১) ভারতের ইতিহাসের জনক কে?

- মেগাস্থিনিস (ইতিহাসের জনক হেরােডােটাস, | যার লেখায় প্রথম ভারতবর্ষ কথাটি উল্লেখ ছিল)

৪২) কে সর্বপ্রথম সম্পূর্ন ভারত কে বােঝাতে India শব্দটি ব্যবহার করেন?

-মেগাস্থিনিস

৪৩) প্রাচীন ভারতে কে পৌর শাসন ব্যবস্থা চালু করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য (মেগাস্থিনিসের মতে)

৪৪) অর্থশাস্ত্রে কী পাটলিপুত্রের বর্ননা পাওয়া যায়?

- না

৪৫) মেগাস্থিনিস উল্লেখিত পরিদর্শক বা গুপ্তচর কোন শ্রেনীভুক্ত ছিলেন?

- ক্ষত্রিয়

৪৬) সপ্তজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়?

- মেগাস্থিনিস |

৪৭) মেগাস্থিনিস কত খ্রীষ্টাব্দে ভারতে আসেন?

- ৩০৪ খ্রীঃ

৪৮) মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৪৯) গ্রীক দূত মেগাস্থিনিস তাঁর লেখনীতে বাংলাকে কী নামে অভিহিত করেন?

-গঙ্গারিদাই

৫০) ভারতে আগত প্রথম বিদেশী দূতের নাম কী?

- মেগাস্থিনিস

৫১) কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্য আর সেলুকাসের মধ্যে সন্ধির কথা উল্লেখ করেছেন?

- স্টাবাে (সবাই মেগাস্থিনিস ভেবে ভুল করি)

৫২) মৌর্য নগর প্রশাসনের বিস্তারিত বিবরণ কার থেকে পাওয়া যায়?

- মেগাস্থিনিস

৫৩) বিন্দুসারের দরবারে মৌর্য সাম্রাজ্যের মেগাস্থিনিসের উত্তরসূরি কে ছিলেন?

- ডাইমাকাস

৫৪) কে মেগাস্থিনিসের বিবরণকে সম্পূর্ণ অসত্য এবং অবিশ্বস্ত বলেছেন?

- স্ট্রাবো

৫৫) মেগাস্থিনিস তার বইয়ে সমাজকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন?

- ৫  ভাগে

৫৬) কোন বিদেশী পর্যটক প্রথম ভারতে আসেন?

- মেগাস্থিনিস

৫৭) মেগাস্থিনিসের মতে, পান্ড্য রাজ্য কিসের জন্য বিখ্যাত ছিল?

- মুক্তা

৫৮) মেগাস্থিনিসের সবচেয়ে বড় প্রতিপক্ষ কে ছিল?

- প্লিনি

৫৯) কার মতে, প্রাচীন ইউরোপ ভারত সম্পর্কে সর্বাধিক জানতে পেরেছিল শুধুমাত্র মেগাস্থিনিসের কাছ থেকে?

- নীলকান্ত শাস্ত্রী

৬০) মেগাস্থিনিস কোনটিকে  ‘Hylobioi’ বলে অভিহিত করেছেন?

- শ্রমণ সংঘ

৬১) ‘তারা আজ অবধি ভারত সম্পর্কে মিথ্যা লিখে চলেছেএই তালিকায় প্রথম স্থানে রয়েছে ডাইমাকাসের নাম এবং মেগাস্থিনিস দ্বিতীয় বড় মিথ্যাবাদী’ – উক্তিতি কার?

- স্ট্রাবো

৬২) পান্ড্য রাজবংশের প্রথম বর্ণনা কে করেন?

- মেগাস্থিনিস

৬৩) মৌর্য সমাজকে ৭টি শ্রেণীতে বিভক্ত করার কথা নিচের কোনটিতে উল্লেখ করা হয়েছে?

- মেগাস্থিনিসের ইন্ডিকা

৬৪) পাটলিপুত্রকে 'পলিব্রোথা' বলে কে অভিহিত করেছেন?

- মেগাস্থিনিস

৬৫) মেগাস্থিনিস পাণ্ড্য রাজ্যের কথা কী নামে উল্লেখ করেছেন?

- মেবর

৬৬) ‘এখানে সমস্ত ভারতীয় স্বাধীন এবং কেউ দাস নয়’- মৌর্য আমল সম্পর্কে কে এই কথা বলেছেন?

- মেগাস্থিনিস

৬৭) মেগাস্থিনিস ভারতীয় মানুষের কোন গুণের প্রশংসা করেছিলেন

- উচ্চ নৈতিক স্তর

৬৮)  নিচের কোনটির মতে মেগাস্থিনিস পোরাসের (পুরু) দরবারেও উপস্থিত ছিলেন?

- ম্যাকক্রিন্ডল

৬৯) ভারত শব্দ দিয়ে সমগ্র ভারতীয় উপমহাদেশকে কোন ঐতিহাসিক প্রথম বোঝেন?

- মেগাস্থিনিস

৭০) কোন আধুনিক শহরকে মেগাস্থিনিস "পলিব্রোথা" বলে ডাকে?

- পাটনা

৭১) কে বলেছিলেন যে, "ভারতে কেউ তার বর্ণের বাইরে বিয়ে করতে পারে না, আবার কোনও ব্যক্তি তার সম্প্রদায়ের পেশা ছেড়ে অন্য সম্প্রদায়ের পেশা গ্রহণ করতে পারে না"

- মেগাস্থিনিস

৭২) মেগাস্থিনিস উল্লেখিত "Sundry" বলতে কী বোঝ?

 - মন্ত্রী

৭৩) মেগাস্থিনিস কোন রাজ্য থেকে গ্রীক রাষ্ট্রদূত হয়ে মৌর্য রাজধানী পাটলিপুত্রে আসেন?

- আরাকোসিয়া (কান্দাহার)

৭৫) মৌর্য "মন্ত্রী পরিষদ" এর জন্য মেগাস্থিনিস কোন শব্দটি ব্যবহার করেছেন?

- সুম্বুলই

৭৬) মৌর্য সাম্রাজ্যে সতীদাহ প্রথার কথা কে উল্লেখ করেন?

-  স্ট্রাবো

৭৭) কে  দার্শনিক মান্দানিকাউর এবং আলেকজান্ডারের মধ্যে কথোপকথন বর্ণনা করেছেন?

- মেগাস্থিনিস

৭৮)   মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে পান্ড্য রাজ্যের গ্রামের সংখ্যা কত দিয়েছেন?

- 365

৭৯) কে বলেছেন -  ভারতীয়রা কারো খারাপ করে না, কারো খারাপও সহ্য করে না?

 - মেগাস্থিনিস

৮০) মেগাস্থিনিস কোনটিকে পূর্ব ভারতের সবচেয়ে বড়  বলে অভিহিত করেছেন?

- পাটলিপুত্র

৮১) মৌর্য যুগে নারী দেহরক্ষীদের কথা কে উল্লেখ করেন?

- মেগাস্থিনিস ও স্ট্রাবো

 

 মেগাস্থিনিস প্রথম পর্ব >>>>

 মেগাস্থিনিস দ্বিতীয় পর্ব >>>>

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইউরোপের বিভিন্ন  টপিক সম্পর্কে পড়তে Click Here

 মৌর্য বংশ। মেগাস্থিনিস| ইন্ডিকা Megasthenes।  Indica| Megasthenes was the Ambassador of| Megasthenes Book| Megasthenes Came from which Country| Megasthenes indica upsc.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad